![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হাসিনা কোথায় গিয়ে থামবে? 'মা রুই হালদা নদীতে ডিম ছাড়তে আসে, ডিম ছাড়ে: সে ডিম কি জেলেরা নিচ্ছে, না শিয়ালে খাচ্ছে, সেটা তার লক্ষ্য নয়, ডিমকে পেটের বাইরে নিয়ে আসাই আসল কাজ; বাংগালী ভোটারেরা মা রুই এর মতো, ভোট তাদের সময় মতো দিতে হবে: সে হোক পিন্টুর বাকসে, জয়নাল হাজারী বা শামীম ওসমানের বাকসে, বা যার নাম কোনদিন শুনেনি তার বাকসে। এই বাংগালী নিয়ে শেখ হাসিনার বসবাস, ভোটারেরা আওয়ামী লীগের হলেও হাসিনার রক্ষা নেই, ভোট দেয়ার সুযোগ দিতে হবে; না হয়, রিতুমতী বন্য হাতীর মত হরমোন মাথায় উঠে পাগল হয়ে যাবে ভোটারেরা।
শেখ হাসিনা ট্যাংকের মতো যাচ্ছে, আপাতত থামার কোন লক্ষণ নেই: কিন্তু পথের শেষ হবে; পথের শেষের পর, ফিরতে হবে; ফেরার মত তেল আছে কি না ট্যাংকের ট্যাংকে?
আমাদের জাতির রাজনৈতিক সংস্কার পিগমীদের চেয়ে উন্নত হবে, আমি আশা করছি; তবে, এটা বর্তমান বিশ্বের সাথে তাল মিলিয়ে চলার মতো অবশ্যই নয়। আমাদের শিক্ষার মান নীচু, ফলে রাজনৈতিক ভাবনার মানুষের সৃস্টি হয়নি: হয়েছে পার্টিবাজদের, এদের আবার গুণ হলো এরা পড়ালেখায় ভালো নয়, দুস্টজন। এরা পড়ালেখার সময় নাকি রাজনীতিবিদ হয়ে যায়, আলাউদ্দিনের চেরাগ আছে এদের হাতে।
যাক, শেখ হাসিনার চারিদিকে এরাই ভীড় করে আছে; আসলে, শেখ হাসিনার অবস্হাও এদের মতো; এবার যে অবস্হার সৃস্টি হয়েছে তা একটি বিশেষ অবস্হা; শেখ হাসিনার ক্ষমতা হারানোর কথা ছিল বলে অনেকেই মনে করেন, আমি কখনো তা মনে করিনি: আমি ভেবেছিলাম যে, ভোটে গেলে শেখ হাসিনাই ভোট পেতো; মনে হয়, শেখ হাসিনা টা বিশ্বাস করেনি; তাই সমান্তরাল এক পথ নিয়েছে; আপাতত সবও ভালো, কিন্তু পথের শেষ হবে, সে কথাটা মনে থাকলে হয়তো সঠিক প্ল্যান করতে পারব; পথের শেস জানতে হবে, জানতে হবে কোথায় থামলে ভালো হবে।
১৯ শে ডিসেম্বর, ২০১৩ ভোর ৬:৫৩
পাঠক১৯৭১ বলেছেন: আমি ভাবছিলাম, কঠিন রাজনৈতিক পদক্ষেপকে সহজ করবো; উল্টো হলো!
২| ১৯ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:০৩
রাখালছেলে বলেছেন: লেখার গাথুনী ভাল । তবে আপনার প্রশ্নের উত্তর তো আপনেই দিয়ে দিয়েছেন । আমরা আসলেই মা রুই । ডিম পাড়ার জন্য পাগলা হয়ে আছি । এই যে একটা দল হরতাল অবরোধ দিয়ে মানুষ কে ভয় মৃত্যু অপমৃত্যু উপহার দিচ্ছে দেখা যাবে যে ইলেকশন হলে তারাই ক্ষমতায় গেছে । ব্যাপারটার ব্যাখ্যা তাহলে এই হল যে, আমাদের ডিম তথা ভোট দেয়ার অধিকার সুরক্ষিত করার জন্য তারা হরতাল - অবরোধ- গুন্ডামী করেছে ।
৩| ১৯ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:১২
মদন বলেছেন: ভোটের অধিকার নিশ্চিত করতেই কি শামীম ওসমানের মতো লোকের দরকার????
৪| ১৯ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:১৩
মেহেদী_বিএনসিসি বলেছেন: আমরা কুত্তার জাত......আমাদের জন্য মুগুরই আসল ঔষধ......। মনে পড়ে সেই মঈন উ - ফকরুদ্দিনের কথা......সেই ২ বছর আসলেই সারা বাংলার জন্য সোনালী দিন ছিলো......।
৫| ১৯ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৮:৪৩
পাঠক১৯৭১ বলেছেন: @মেহেদী_বিএনসিসি ,
You are right, people having less brain need control: Gen Moin could not do too many good things for the nation; but the nation was learning discipline.
৬| ১৯ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৮:৪৬
পাঠক১৯৭১ বলেছেন: @মদন বলেছেন,
I think Hasina brought in people like Shamim Osman to keep the Shibir in the bottle.
৭| ১৯ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৮:৪৯
পাঠক১৯৭১ বলেছেন: @রাখালছেলে ,
The Banggalees do not care why they vote for, very idiotic nation in that point of view; this kind of voting putting them into trouble.
©somewhere in net ltd.
১|
১৯ শে ডিসেম্বর, ২০১৩ ভোর ৬:৩৫
েফরারী এই মনটা আমার বলেছেন: সহজ বিষয়ের জটিল প্রকাশ ।