![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কারণ একটা: তাজুদ্দিন সাহেব ও শেখ সাহেবের বেকুবী ও অদুরদর্শিতা আমাদের মাথার উপর এসব দৈত্যদের স্হাপন করেছে। যুদ্ধ করেছিলেন যাঁরা তাঁরাই চিলেন বুদ্ধিমান ও দেশ-প্রেমিক; তাঁদের একাংশকে রাস্তায় ফেলে দিয়ে, আরেক অংশকে ক্যান্টনমেন্ট ও বর্ডারে পাঠালে রাস্ট্র কে চালবে, গাজী গোলাম মোস্তফা, মিজানুর রহমানরা? মুক্তিযোদ্ধারা যদি রাস্তায় রাস্তায় ঘুরে, বর্ডার পাহারা দেয়, শেখ সাহেব আক্রান্ত হলে উনাকে কে রক্ষা করবে, তোফায়েল আহমেদ ও শেখ ফজলুল হক মণি? আিয়ুব খানের অফিসারেরা যদি ৯ মাস যুদ্ধ করার পর, দেশ চালনোতে অংশ না পায়, তারা কি সন্তুস্ট থাকবে, যেখানে যদু মধু সবাই মন্ত্রী মিনিস্টার হচ্ছে? মেজর জিয়া, মেজর রফিক, কর্ণেল শফি উল্লাহ, ক্যাপটেন মাহফুক কি সবচেয়ে যোগ্য মিনিস্টার হতো না?
যাক, শেখ সাহেব উনার 'কলা গাছ' দিয়ে দেশ চালাতে চেয়েছিলেন, হাতী ঢুকলে কলা বাগান থাকে না; তাই ঘটেছে। শেখ সাহেব নিজের পার্টিটাকেও সঠিভাবে চালনা করেননি। সোহরাওয়ার্দীর মৃত্যুর পর তিনি পার্টিটাকে নিজের সংসারের মত চালায়েছেন: কোন গণতান্ত্রিক নিয়ম তিনি অনুসরণ করেননি: স্বাধীনটার পর, প্রধানমন্ত্রী ও প্রেসিডেন্ট হওয়ার পরও আওয়ামী লীগের প্রধানের পদটা ছেড়ে দেননি: এটা যেভাবে ক্ষোভের সৃস্টি করেছে, তেমনি আওয়ামী লীগকে দুর্বল করেছে, নতুন নেতৃত্ব গড়ে ওঠেনি। উনি টের পাননি যে, উনার বিরুদ্ধে উনার পার্টির লোকেরা ষরযন্ত্র করছে, এতে করে বাহিরের শত্রু উনার ঘরে ঢুকবে: উনার মৃত্যুর পর, উনার পার্টি ৪ ভাগে ভাগ হলো, একটা শিয়ালও অস্ত্র ধরলো না উনার জন্য। সেদিন যদি নুক্তিযোদ্ধারা সরকারে ও সব যায়গায় ক্ষমতায় থাকতো, জিয়া বা কেহ শেখ সাহেবকে হত্যা করার সাহস করতো না; করলে কেহ এ পৃথিবীটে থাকতে পারতো না একদিনও।
২| ১৯ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৫০
ক্ষমতাসীন দল বলেছেন: উচিত কইতে নাই, ক্ইলেই মাইর খামু । দাতে দাত কামড় দিয়া পইড়া রইছি, সময় হইলে উত্তর দিমু ।
৩| ১৯ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১০:০১
পাঠক১৯৭১ বলেছেন: @ক্ষমতাসীন দল ,
বুঝলাম দাঁত আছে, মগজ আছে তো?
৪| ১৯ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১০:১২
মুহামমদ মিনহাজ বলেছেন: আহারে....
শেখ সাব কত্ত ভালা মানুষ আছিলো :-< :-< :-<
৫| ১৯ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১০:১৪
পাঠক১৯৭১ বলেছেন: @মুহামমদ মিনহাজ ,
The Sheikh was a famous Bangalee.
৬| ১৯ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১০:১৮
ক্ষমতাসীন দল বলেছেন: পাঠক১৯৭১ ........ মগজেও ফরমালিন দেয়া আছে ।
৭| ১৯ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১০:৩৩
পাঠক১৯৭১ বলেছেন: @ক্ষমতাসীন দল,
The AL & BNP destroyed our education system, for that reason, I ask bloggers whether they still have the brain?
৮| ২০ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ৮:৫৪
অলওয়েজ এ্যান্টি গর্ভণমেন্ট বলেছেন: উচিৎ কথা কইলে কয়, হাজী সাবের মুখ খারাপ !!!
২০ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ৯:১৪
পাঠক১৯৭১ বলেছেন: নিজের বিশ্বাস হলো সবচেয়ে বড়; আমি এটাই বিশ্বাস করি।
৯| ২০ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:২৪
নিরিন্দ্রিয় বলেছেন: সোন্দর কতা কইচেন।
বাংগালী তো জাতের দোষ থেইক্যা বের হইতে পারলো না। ২ মহিলা দ্যাশটারে নিজেগো পরিবারের সম্পত্তি ভাবে, আর আমাগো ভাবে তাগো চাকর। এই দুইডার..... *******।
২০ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:০৫
পাঠক১৯৭১ বলেছেন: সময় কাছে এসেছে, আগামী ২ বছরের মাঝে এরা থাকবে না; প্রস্তুত হোন দেশ চালাতে।
১০| ২০ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:০৫
নতুন বলেছেন:
বাংগালী তো জাতের দোষ থেইক্যা বের হইতে পারলো না। ২ মহিলা দ্যাশটারে নিজেগো পরিবারের সম্পত্তি ভাবে, আর আমাগো ভাবে তাগো চাকর। এই দুইডার....রিটায়ারমেন্টে পাঠাইতে হইবো তাদের দুই পুত্তুর সহ...
২০ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:০৩
পাঠক১৯৭১ বলেছেন: এই ২ মহিলাকে রেখেছে দেশবাসী: মানুষ অশিক্ষিত হওয়ায় সমস্যার সমাধান প্রায় অস্ম্ভব, তবে আমাদের তা করতেই হবে।
১১| ২০ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৩১
নতুন বলেছেন: দেশবাসীর বেশির ভাগই অশিক্ষিত... আর শিক্ষিতদের বিরাট অংশই নৈতিকতা নেই...
দেশে এখন এই দুই দলকেই বাধ্য করতে হবে... ভাল হতে...
আমাদের দেশের ৯৫%ই দুই দলের কমী`... ৫% সাধারন জনগন...
গনতান্ত্রিক দেশে সকল ক্ষমতার উতস জনগনের !!!!!!!!!!!!!!!!!!!!!!!
আমাদের দেশের সকল ক্ষমতার উতস রাজনিতিক দল!!!+ টাকাপয়সা
দেশের উন্নয়নের জন্য এই দুই দলকেই বাধ্যকরতে হবে অন্যায়ের বিচার করতে>>> না হইলে আমরা ভোট দেবো না....
দল অন্যায় করলে তারা ক্ষমতায় আসতে পারবেনা... এইটা জনগনকে বোঝাতে হবে.....
আমাদের সাধারন মানুষকে বোঝাতে হবে যে >>> সকল ক্ষমতার মালিক জনগন>> হাসিনা/খালেদা না....
এমপি/মন্ত্রি কোন ব্যবসায়ীক পদ না.... দেশের সেবা করতে হলে সম্পত্তির মালিক হওয়া যায়না....
এই কাজ কবে সম্ভব আমাদের দেশে???
১২| ২০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৮:২৮
পাঠক১৯৭১ বলেছেন: @নতুন ,
Your ideas & thoughts are very right; unfortunately, there exists no short cuts to overcome the current situations: we have to work hard to bring the nation on the track again.
©somewhere in net ltd.
১|
১৯ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৪৬
পাঠক১৯৭১ বলেছেন: সেদিনের বেকুবী আমাদিগকে উপহার দিয়েছে শেখ হাসিনা, খালেদা বেগম ও তাদের ডিম: ফালু, পিন্টু, আমান, শামীম ওসমান, জয়নাল হাজারী