নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ডিসেম্বর১৬

ইকোনোমিস্ট

পাঠক১৯৭১

পাঠক১৯৭১

পাঠক১৯৭১ › বিস্তারিত পোস্টঃ

কম্প্যুটার বিজ্ঞানী জয় আসছে আপনার ভোট নিতে

২৩ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১২:৪৮

আমাদের কম্প্যুটার বিজ্ঞানী জয় আমেরিকা থেকে বাংলাদেশে আসছেন শুধু মাত্র আপনার ভোটটা সংগ্রহ করতে; মনে আছে উনি বলেছিলেন যে, উনার কাছে তথ্য আছে, এবার আওয়ামী লীগ জয়ী হবে? মিলিয়ে দেখুন, কে জয়ী হচ্ছে!



উনি সব বিলবোর্ড দখল করে 'উন্নয়নের জোয়ারের' ছবি চাপিয়েছিলেন; অনেক সমালোচনা করেছিল; আমার ভালো লেগেনি সমালোচনা: আরে বাবা 'বিলবোর্ডে'তে কমপক্ষে উন্নতি দেখছ? হাজার হলেও উনি আমাদের কম্প্যুটার বিজ্ঞানী, বিলবোর্ডে ছবি দেয়ার জন্য দক্ষতার দরকার!



উনার একটা চমক দেখানোর কথা ছিল, সেটা বোধ এখন আপনারা দেখে ফেলেছেন: মানুষ ঘরে বসে ১৫৪ সাংসদীয় এলাকার ভোট দিয়ে ফেলেছেন।



আমাদের জাতীয় কম্প্যুটার বিজ্ঞানীর দক্ষতাগুলো দেখার সুযোগ পেয়েছেন আপনারা; যদি এগুলোতে বিশ্বাস না করেন, উনি নতুন কিছু করার চেস্টা করবেন বাকী এলাকাগুলোর ভোট নিতে।



মনে হচ্ছে, আওয়ামী লীগ বাংলাদেশের সিটুয়েশনের গুরুত্ব উপলদ্ধি করছে না: না হয়, এ ধরণের সিটুয়েশনে এসব ভাঁড় ইত্যাদি নিয়ে ব্যস্ত থাকতো না; দেশে যা ঘটছে এটা সিরিয়াস ব্যাপার। আওয়ামী লীগের ভাঁড়েরা ভাঁড়ামী করে '৭২, '৭৩, '৭৪ কাটানোর পর, শেখ সাহেবকে হারিয়েছিল; এবারের ভাঁড়ামীর জন্য কিভাবে মুল্য দেবে কে জানে!





মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২৩ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১২:৫০

পাঠক১৯৭১ বলেছেন: আওয়ামী লীগ জয়ের মত ভাঁড় পাঁড়কে নিয়ে কেন ব্যস্ত বুঝতে পারছি না; দেশ সিরিয়াস অবস্হায় আছে: এখন ভাঁড়ামীর সময় নয়।

২| ২৩ শে ডিসেম্বর, ২০১৩ রাত ২:০৪

তিক্তভাষী বলেছেন: আওয়ামীদের কে ভাঁড় নয়? বোগাস মুহিত, স্তম্ভ নাড়াচাড়া মখা, সেতুখোর আবুল, বাক্যবাগীশ ও.কাদের, লতিফ, কালোবিড়াল, বটতলার কামরুল, ৪৮ঘন্টা সাহারা - কাকে বাদ দিয়ে কার কথা বলবো? এ বলে আমায় দ্যাখ, ও বলে আমায় দ্যাখ!

তবে আমার দেখা আওয়ামী সমর্থকদের মধ্যে সবচেয়ে বড়ো ভাঁড় আপনি।

২৩ শে ডিসেম্বর, ২০১৩ রাত ২:১৩

পাঠক১৯৭১ বলেছেন: আওয়ামী লীগ ও বিএনপি'র লোকেরা এই বাংলাদেশেরই লোক; ওদের মধ্যে সবচেয়ে বড় পার্থক্য হচ্ছে: আওয়ামী লীগ এখন ক্ষমতায়।

৩| ২৩ শে ডিসেম্বর, ২০১৩ রাত ২:১০

পাঠক১৯৭১ বলেছেন: @তিক্তভাষী,


আপনি লিখেছেন,

"তবে আমার দেখা আওয়ামী সমর্থকদের মধ্যে সবচেয়ে বড়ো ভাঁড় আপনি। "


আমি আপনাকে ইনটেলিজে প্রাণী হিসেবে সন্মান করছি।

৪| ২৩ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৩:৩৪

কামরুল ইসলাম রুবেল বলেছেন: দিবানে X( X( X(

২৩ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ৮:৩৫

পাঠক১৯৭১ বলেছেন: খোঁজ নেন কোন কোন জেলায় ভোটের বাকস বসাবে!

৫| ২৩ শে ডিসেম্বর, ২০১৩ ভোর ৪:৫১

দূর আকাশের নীল তারা বলেছেন: ভাবতে হবে, কম্পুটার বিজ্ঞানীকে ভোট দেব না, চোরকে ভোট দেব। আসলে দুইটার একটাও ভাল না। একটারেও ভোট দিমু না। এরশাদ কাগুরে দিমু।

২৩ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ৮:৩৪

পাঠক১৯৭১ বলেছেন: খারাপ নয়, এরশাদ বাংলাদেশ ভায়াগ্রার ফ্যাক্টরী খুলবে, চাকুরী হবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.