![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শেখ হাসিনার উদ্ভবই ছিল ষড়যন্ত্রের ফল: শেখ সাহেবের মৃত্যুর পর, উনার 'কলা গাছের বাগান' (আওয়ামী লীগ) খুঁজেও পাওয়া যায়নি; যাক, প্রথমে ৪ ভাগ হলো; তারপর মালেক উকিল ও আবদুর রাজ্জাক যখন সবকিছু গুছিয়ে আনলো, ড: কামাল ও তোফায়েল আহমেদ তাদের মানতে চাইলেন না; ড: কামাল ও তোফায়েল আহমেদ এর তখন আওয়ামী লীগের ভেতরে তেমন কোন গুরুত্ব ছিল না; তখন তারা ২ জন ষড়যন্ত্র করে শেখ হাসিনাকে ভারত থেকে নিয়ে এল বিশেষ করে রাজ্জাককে বন্চিত করার জন্য। এখন ৩৩ বছর চলছে সভাপতি পদে: ষড়যন্ত্র ব্যতিত কেন একজন মানুষ কেন কোন পার্টির সভাপতি থাকবে ৩৩ বছর?
এবারের ভোটে, আওয়ামী লীগের ভোট ব্যাংক ভোট দিতে আসেনি: প্রথম কারণ শেখ হাসিনার প্রতি তাঁদের আস্হা নেই, দ্বিতীয় কারণ: সন্ত্রাসের রিস্ক মাথায় নিয়ে ভোট দেয়ার পর শেখ হাসিনা দেশের জন্য ভালো কিছু করতে সক্ষম হবে না, তাই এই রিস্ক নিতে চাহেনি।
সে গতবার প্রাইম মিনিস্টার ছিল, তার মন্ত্রী, এমপি ও প্রশাসনের লোকেরা তারেক থেকে অনেক বেশী ডাকাতি করেছে: আসলে উনি ২৬৮ জন তারেকের সৃস্টি করেছে।
আগামী টার্মে, উনি প্রধানমন্ত্রী হয়ে, আওয়ামী লীগকে বিপদে ফেলবে: ১৭ কোটী কমশিক্ষিত মানুষের সীমিত সম্পদের দেশে উনার মত কমবুদ্ধিমান গার্মেন্টস এ কেরানী হওয়ার উপযুক্ততা রাখে মাত্র। যাক, সে যদি নিজের মাথায় এমন ভার জোর করে তুলে নেয়, যেটা সে বহন করতে পারবে না, সেই সে ভারে নিজেই তলিয়ে যাবে মাত্র; এবার সে আওয়ামী লীগকে নিজের শত্রু বানাবে।
২| ০৭ ই জানুয়ারি, ২০১৪ রাত ৩:২০
বেলা শেষে বলেছেন: now will start "realbangal" Show, just wait!
৩| ০৭ ই জানুয়ারি, ২০১৪ রাত ৩:৪৫
পাঠক১৯৭১ বলেছেন: @ বেলা শেষে ,
I am not sure what show will start: one thing is sure that she wasted all these years just boolshitting around; now is the high time to retire; or atleast not to hold the post of the PM.
৪| ০৭ ই জানুয়ারি, ২০১৪ ভোর ৪:১০
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
শেখ হাসিনা তো পদত্যাগ করবে।
৫| ০৭ ই জানুয়ারি, ২০১৪ ভোর ৪:১৮
পাঠক১৯৭১ বলেছেন: @এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা ,
She mentioned it anywhere? I have not seen anything like that.
She has to stay as the president of the party; but time is not in her favor, to try the post of the PM at this situation.
If she will not held the post of PM, lots of people will be happy; moreover, she messed up last time.
৬| ০৭ ই জানুয়ারি, ২০১৪ ভোর ৪:২২
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
আপনি একবার হাসিনার অনেক প্রশংসা করেন, আবার...
০৭ ই জানুয়ারি, ২০১৪ ভোর ৬:৫২
পাঠক১৯৭১ বলেছেন: আমি হাসিনার প্রশংসা করি খালেদার পতনকারী হিসেবে; আমার চোখে শেখ হাসিনা ও খালেদা বেগম যে কোন বস্তীর মহিলা থেকে কম দক্ষ মানুষ।
জিয়া খালেদাকে চাকরাণীর মত ব্যবহার করতো; শেখ সাহেব কখনো ভাবেনি যে, হাসিনার মগজ আছে!
৭| ০৭ ই জানুয়ারি, ২০১৪ ভোর ৫:৩৩
ডাইরেক্ট টু দ্যা হার্ট বলেছেন: এটা স্বীকার করি যে এবারের ভোট নিয়ে শেখ হাসিনা একটু স্টাবন হয়ে গেছে এমনটি সাধারণত শেখ হাসিনা করেননা, তবে এখানে যদি বেগম খালেদা জিয়া এমন করতেন আমি মেনে নিতাম ব্যাক্তিগত ভাবে কারণ আমাদের দেশের সব কিছু মাত্রাতিরিক্ত হয়ে যাচ্ছে,বিশেষ করে জামাত তাদের স্বার্থে দেশে যেই তান্ডব চালাচ্ছে তা প্রতিহত করা সকল রাজনৈতিক দলের দায়িত্ব ও কর্তব্য।এই জন্য কিছুটা অসংবাধানিক হলেও ক্ষতি নেই।
আমি বলবো বিএনপির যেই জনপ্রিয়তা আছে তা ধরে রাখতে হলে একনি জামাত সঙ্গ ছেড়ে নির্বাচনে আসা এবং তার জয়ী হবেন, এই সাধারণ হিসেব টুকু কেন যে তারা করছেনা আমি জানিনা।
পৃথিবীটা অনেক এগিয়েছে শুধু আমরা পিছিয়ে আছি নানা দিক দিয়ে,আমাদের এভাবে দেশ ছেড়ে দলের দিকে ঝুকে থাকা ঠিক না, দলমত নির্বিশেষে এই রাজনীতির অপব্যখার বিরুদ্ধে সচ্চার হওয়া আজ খুব বেশি জরুরী ।
ধন্যবাদ
০৭ ই জানুয়ারি, ২০১৪ ভোর ৬:৫৭
পাঠক১৯৭১ বলেছেন: আমি আপনার ভাবনার প্রশংসা করছি।
খালেদা জামাতের উপর নির্ভরশীল হয়েছে তার ছেলেদের আনতে; বিনপি'র মুল মানুষজন তারেকের দেশে আসা চাহে না; শুধু হাওয়া ভবনের তরুণ ডাকাতরা তারেককে চায়; আর চায় আমাদের নিউ জেনারেশনের কিছু তরুণ যারা টিউটর ব্যতিত পরীক্ষা দিটে পারে না।
৮| ০৭ ই জানুয়ারি, ২০১৪ সকাল ৭:২৫
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
চলেন আপনি আর আমি একটা নতুন দল খুলি
০৭ ই জানুয়ারি, ২০১৪ সকাল ৭:৫১
পাঠক১৯৭১ বলেছেন: আপনি মনে হয় পড়ছেন?
দল করা সম্ভব।
৯| ০৭ ই জানুয়ারি, ২০১৪ সকাল ৭:৫৪
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
জ্বী, আমি পড়ালেখা করি। অনেক স্মার্ট স্টুডেন্ট। জীবনেও টিউটরের কাছে পড়ি নাই
০৭ ই জানুয়ারি, ২০১৪ সকাল ৯:০৭
পাঠক১৯৭১ বলেছেন: টিউটরের কাছে যারা পড়ছে, এগুলো লতাপাতা, কখনো নিজ পায়ে দাঁড়াতে পারবে না; নিজের মগজ ব্যবহার করতে শিখে না।
পড়ুন, জাতিকে সাহায্যের কথা মনে রাখুন।
১০| ০৭ ই জানুয়ারি, ২০১৪ সকাল ৮:১৩
না প্রেমিক না বিপ্লবী বলেছেন: বিএনপির এই পরিণতির জন্য তাদের অতীত দায়ী। সামরিক স্বৈরশাসক জিয়া কিছু দুধের মাছি নিয়ে দল গঠন করেছিলেন। আর শেখ হাসিনা বা আ'লীগ ক্ষমতা ছেড়ে দিলে তা দেশের জন্য বিপর্যয় ডেকে আনতে পারে॥
০৭ ই জানুয়ারি, ২০১৪ সকাল ৯:১৩
পাঠক১৯৭১ বলেছেন: জিয়া একা দেশ চালায়েছিল, বাকীগুলোকে সে রেখেছিল হডকাউন্ট হিসেব; জিয়া জাতিকে গলাকাটা ক্যাপিটেলিজমের ভেতর নিয়ে গিয়ে, '৭১ এর ভাতৃত্বের নস্ট করে দিয়েছে।
হাসিনা সরে গেলে আসল আওয়ামী লীগ গড়ে উঠবে, চোর ডাকাত সরে যাবে।
১১| ০৭ ই জানুয়ারি, ২০১৪ সকাল ৮:৩৯
ইসটুপিড বলেছেন: এই পোস্ট আপনে দিছেন?
নিক ম্যালফাংশন করে নাই তো :-< ?
০৭ ই জানুয়ারি, ২০১৪ সকাল ৯:০২
পাঠক১৯৭১ বলেছেন: না, আমি ঠিক আছি।
হাসিনা হলো খালেদাকে পিটানোর জন্য একজন সৈনিক; শেখ হাসিনা ১৭ কোটী মানুষের জন্য চাকুরী ও সন্মানী জীবনের ব্যবস্হা করতে পারবে না: ষড়যন্ত্র কোন রাজনীতি পড়েনা; সন্ত্রাস দমনের জন্য হাসিনার দরকার; কিন্তু জাতিকে চালানো মত ভাবনা উনার মগজে নেই।
১২| ০৭ ই জানুয়ারি, ২০১৪ সকাল ৯:২০
কাজের কথা বলেছেন: সবই তো বুঝলাম, কিন্তু "পাঠক১৯৭১" নিক নিয়া লিখলেন শেখ সাহেব!!!
একজন মহান নেতাকে সম্মান দেখালে আপনার লুঙ্গী খুইলা যাইব নাকি?
ব্লগে বড় বড় লেকচার তো মাশাল্লাহ কম ঝাড়লেন না, অথচ এইটা বুঝেন না যে দুইদলের দুই মহান নেতাকে অসম্মান করা আসলে নিজেকেই অসম্মান করা।
০৭ ই জানুয়ারি, ২০১৪ সকাল ৯:২৯
পাঠক১৯৭১ বলেছেন: জর্জ ওয়াশিংটন আমেরিকার ' ফাউন্ডার ফাদার', সবাই ডাকে জর্জ ওয়াশিংটন।
গান্ধী ভারতের প্রতিস্টাতা, উনাকে ভারতীয়রা কি নামে ডাকে?
আপনারা তোতা পাখী, কে কি শিখায়েছে, সেটাই বকে যাবেন: আপনাদের মগজটা অব্যভৃত আোবস্হায় থেকে যাবে।
'শেখ সাহেব ' সবচেয়ে সন্মানযুক্ত সম্বোধন।
মেজর জিয়া এক গৌরবযুক্ত শব্দ
১৩| ০৭ ই জানুয়ারি, ২০১৪ সকাল ৯:৩৩
বাংলার আকাশ বলেছেন: পাঠক ১৯৭১ আপনি একটা মাল বটে ! যাই হোক আপনার পুষ্ট টা হাউ কাউ মনে হয় নাই ।
০৭ ই জানুয়ারি, ২০১৪ সকাল ৯:৪৯
পাঠক১৯৭১ বলেছেন: কারো পোস্টে 'হাউকাউ'যখন লিখি, পড়ার পরই লিখি।
১৪| ০৭ ই জানুয়ারি, ২০১৪ সকাল ৯:৫৮
মোহাম্মদ মজিবর রহমান বলেছেন: কাউয়া দেহি ময়ুর হইয়া গেল(হইবার চায়)!
০৭ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১০:১১
পাঠক১৯৭১ বলেছেন: শেখ হাসিনার দরকার সময় মতো সে যাওয়া, খালেদাকে সরাতে হলে তাকে পেছনের সারিতে চলে যেতে হবে; হাসিনা অকারণে খালেদাকে আবার সামনে নিয়ে আসতে পারে, বালছাল সংলাপের নামে।
০৭ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১০:১২
পাঠক১৯৭১ বলেছেন: শেখ হাসিনার দরকার সময় মতো সরে যাওয়া, খালেদাকে সরাতে হলে তাকে পেছনের সারিতে চলে যেতে হবে; হাসিনা অকারণে খালেদাকে আবার সামনে নিয়ে আসতে পারে, বালছাল সংলাপের নামে।
১৫| ০৭ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১০:০৭
কাজের কথা বলেছেন: আমেরিকাতে তো টিচার মি: বলে, আপনার জদু গোপাল স্যারকে মি: জদু বইলা দেইখেন; থাবর খাইয়া সোজা হইয়া যাইবেন।
আর ভারতে গান্ধিজী অথবা বাপু বলে ডাকে মি: গান্ধী বলে ডাকে না।
একজন মহান নেতার অসম্মান করছেন তাও আবার পাবলিক প্লেসে, তারও -- এর মা এর -- গলা !!!
আপনাদের মত পাবলিক এই দেশে আছে বইলাই, একজন নেত্রী দেশকে চুইশা খাইয়া (২০০১-২০০৬) এখন আপোষহীন ভান ধইরা ঘরে বইসা আছে। আর একজন জন ১৬কোটি বাঙ্গালীরে বুড়া আঙ্গুল দেখাইয়া আবার প্রধানমন্ত্রী হইয়া বইসা আছে।
০৭ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১০:১৮
পাঠক১৯৭১ বলেছেন: ভারতে --> গান্ধিজী
বাংলাদেশে --> শেখ সাহেব
আপনি অতি ভক্তি দেখাচ্ছেন, অবশ্যই শেখ সাহেবের ৬ দফা বা বাকশাল তত্ব বুঝেন না।
১৬| ০৭ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১০:২৫
দিবা স্বপ্ন বলেছেন: অবশ্যই এই ব্লগারের নিক হ্যাক হইয়া গেছে গা, এ্যাতে তো এই পোস্ট দেয়ার কথা না।
০৭ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১০:৩১
পাঠক১৯৭১ বলেছেন: হ্যাক ম্যাক ইত্যাদি বলে আপনার বক্তব্যকে জোরালো করছেন; সেটা ঠিক আছে।
আমার চোখে, খালেদা ও হাসিনার শাসন যুগ মানে বাংলাদেশ মারাঠাদের উপনিবেশে পরিণত হয়েছিল।
১৭| ০৭ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১০:৩১
রামন বলেছেন:
শেখ সাহেব বলতে শেখ পরিবারের অনেককেই যেমন শেখ মনি, শেখ নাসের, শেখ কামাল বুঝায় কিন্তু বঙ্গবন্ধু কেবল একজনই, তিনি শেখ মুজিবর রহমান।
০৭ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১০:৪২
পাঠক১৯৭১ বলেছেন: আপনি যথাসম্ভব 'টিউটর জেনারেশনের' মানুষ অথবা তোতা পাখী
আমরা উনার অনুসারী, উনাকে বুঝার চেস্টা করেছি, উনি আমাদের মাঝে বেঁচে আছেন।
১৮| ০৭ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১১:০৬
মোঃ শিলন রেজা বলেছেন: আমার পর্যালোচনা থেকে বুঝতে পারি আওয়ামি লীগ আগামি বছর তিনেকের মধ্যে কয়েক টা খণ্ডে ভাগান্নিত হয়ে যাবে। কারণ এবার দেখা গেছে আওয়ামি লীগের ঘর সমরথক অনেক ভোটার ভোট দিতে চান নি। আগামি বাড়ে হয়তো শেখ হাসিনা পার্টি সভাপতি হিসাবে না থাকতে চাইবেন তখন আওয়ামি লীগে যারা গত ৩০-৩৫ বছর ধরে আছে তারা কখনও সজিব ওয়ায়াজেদ কে মানতে চাইবে না। তখনি ভাঙ্গন শুরু হপবে।
০৭ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:৪৯
পাঠক১৯৭১ বলেছেন: এখন যে আওয়ামী লীগ আছে, ইহা আসল আওয়ামী লীগের আদর্শ বিরোধী দল; ফলে, ইহা ভাংলেও কোন ক্ষতি নেই।
জয়ের মত কোন ইডিয়ট আওয়ামী লীগে স্হান পাবে না: জয় ২০ বছর আমেরিকা থেকেও কোনকিছু শিখেনি; সে নিজেই পালিয়ে যাবে।
১৯| ০৭ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ২:৪২
কাজের কথা বলেছেন: "অবশ্যই শেখ সাহেবের ৬ দফা বা বাকশাল তত্ব বুঝেন না" এবং "আমরা উনার অনুসারী, উনাকে বুঝার চেস্টা করেছি, উনি আমাদের মাঝে বেঁচে আছেন"
পরস্পর সাংঘর্ষিক; আপনার চরিত্র তো বিকট রে ভাই . . .
০৭ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:৪৩
পাঠক১৯৭১ বলেছেন: বাংগালী চরিত্র সব সময় দুরূহ চরিত্র ছিল, এবং আছে; তারা ১৯৭১ সালে মাত্র ৯ মাসের জন্য 'রিফাইনড' হয়েছিল; সৌভাগ্যক্রমে আমি সেই জেনারেশনের একজন।
আপনি যদি '৭১ জেনারেশনের কেহ না হয়ে থাকেন, তবে শেখ সাহেব ও স্বাধীনতা আপনার কাছে সামান্য গল্প মাত্র।
©somewhere in net ltd.
১|
০৭ ই জানুয়ারি, ২০১৪ রাত ২:৩৪
পাঠক১৯৭১ বলেছেন: দেশের এ অবস্হায় শেখ হাসিনা প্রাইম মিনিস্টার হওয়া কোনভাবেই গ্রহনযোগ্য নয়। গতবার প্রাইম মিনিস্টার হওয়ার পর, আমি বলেছিলাম যে, ২০১৩ সালে দেশ ডুবে যাবে, দেশে এনারখী শুরু হবে।
এবার বলটে হচ্ছে, উনি নিজের ভারে নিজেই ডুবে যাবে।