নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ডিসেম্বর১৬

ইকোনোমিস্ট

পাঠক১৯৭১

পাঠক১৯৭১

পাঠক১৯৭১ › বিস্তারিত পোস্টঃ

সবচেয়ে ক্ষমতাশালী বাংগালী: শেখ হাসিনা

০৭ ই জানুয়ারি, ২০১৪ রাত ৯:২৬

এই মহুর্তে সবচেয়ে ক্ষমতাশালী বাংগালী হচ্ছে শেখ হাসিনা: দেশের প্রধানমন্ত্রী, আওয়ামী লীগের প্রেসিডেন্ট, ৫ই জুনের ভোটের ব্যাপারে যা বলেছে, তাই ঘটেছে; বানকি মুন, তারানকো, কেরী, মজিনা, ইউরোপীয়ান দুতদের, ড: কামাল, ডা: বদরুদ্দোজা, রব, কাদের সিদ্দিকীদের বাণী বাতাসে হারিয়ে গেছে; এটাকেই শেখ হাসিনার ক্ষমতার শীর্ষ হিসেবে গণনা করা বোধ হয় ঠিক হবে। এরপর, কোন এক সময় এ ক্ষমটা নিম্নমুখী হবে। তার আগেই শেখ হাসিনাকে সঠিক অবস্হানে যেতে হবে: সেটা হতে পারে আগামী সরকারের 'এডভাইজার'।



৩৩ বছরের পর, ১ ঘন্টাও আওয়ামী লীগের সভাপতি থাকা থাকা উচিত নয়; ৩ বারের পর, ২ ঘন্টার জন্যও আর প্রাইম মিনিস্টার হওয়া উচিত নয়। সে যদি এখন সঠিক অবস্হানে চলে যায়; তার সব ক্ষমতা থাকবে: দল ও সরকার তার মতেই চলবে: খালেদা বেগম ইত্যাদির সাথে আর সরাসরি সংঘর্ষ বা সংলাপে যেতে হবে না; সব দোষ গিয়ে পড়বে, তোফায়েল থেকে টুকুর উপর।



আওয়ামী লীগ তার আদর্শ থেকে সরে গেছে, তাকে আগের জায়গায় ফিরে যেতে দেয়া দরকার; আওয়ামী লীগ নিজের আদর্শে ফিরে গেলে বিএনপি জামাতের ব্যবসা নিজের থেকেই বন্ধ হয়ে যাবে।



শেখ হাসিনা গত টার্মে অনেক কোটীপতি সৃস্টি করেছে, সাধারণ মানুষের অনেক ক্ষতি হয়েছে তাতে: কোটীপতি সৃস্টির জন্য শেখ সাহেব ৬ দফা দেননি বা বাকশাল প্রতিস্ঠা করেননি সেই সময়; ৬ দফা ও বাকশাল করা হয়েছিল তাদের জন্য, যারা উনাকে নেতা বানিয়েছিলেন ও ১৯৬৯ সালে আইয়ুবের ফাঁসীর কাস্ঠ থেকে নামিয়ে এনেছিলেন। শেখ হাসিনা সেগুলো বুঝার কথা নয়: শেখ সাহেব তা জানতেন, সেজন্য তিনি শেখ হাসিনাকে রাজনীতিতে আনার চেস্টা করেননি: তিনি চেয়েছিলেন কামাল ও জামাল রাজনীতি শিখুক।



আজকের সবচেয়ে ক্ষমতাশালী বাংগালীর উপর 'আস্হা জরীপ' চালালে উহা মাইনাসে চলে যাবে আজকেই; তাই, দরকার সরে সঠিক অবস্হানে চলে যাওয়া; না হয়, এরশাদ, বদরুদ্দোজা, খালেদা বেগম, মওদুদ ও কাজী জাফরের মত লাথি-উস্টা ইত্যাদি খেতে হবে।













মন্তব্য ১২ টি রেটিং +০/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ০৭ ই জানুয়ারি, ২০১৪ রাত ৯:৩০

পাঠক১৯৭১ বলেছেন: ৩৩ বছরের পর, আজ সময় এসেছে সঠিক পজিশনে যাওয়ার; পরে আর সম্ভব হবে না; এরশাদ, ডা: বদরুদ্দোজা, কাযী জাফরদের মত নর্দমার জলপানিতে সাঁতার কাটতে হবে।

২| ০৭ ই জানুয়ারি, ২০১৪ রাত ৯:৪১

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
:P :P

৩| ০৭ ই জানুয়ারি, ২০১৪ রাত ৯:৪৫

হাসিব০৭ বলেছেন: আহংকার পতনের মূল। ওর পরনতি ওর বাবার চেয়েও নির্মম হবে তার চেয়েও নির্মন হবে আওয়ামিলীগের তৃনমূল কর্মীদের। জানিনা কত বেশী খারাপ আমাদের জন্য অপেক্ষা করছে

৪| ০৭ ই জানুয়ারি, ২০১৪ রাত ৯:৪৫

পাঠক১৯৭১ বলেছেন: @এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা ,



I think, she must move to a respectable position, she must not stay in the bull's eye anymore.

৫| ০৭ ই জানুয়ারি, ২০১৪ রাত ৯:৪৮

পাঠক১৯৭১ বলেছেন: @হাসিব০৭ ,



"আহংকার পতনের মূল। "

You people talk like uneducated people, talk in the language of politics. Sk. Hasina is not contributing anything for the betterment of the nation; so, she must go to back seat.

৬| ০৭ ই জানুয়ারি, ২০১৪ রাত ৯:৫৬

হরিপদ কেরাণী বলেছেন: আওয়ামী লীগের তৃণমূল কর্মীরাই বলী হবে সবার আগে। অথচ এই ঝামেলা তৈরীতে তাদের তেমন কোনও ভূমিকাই নেই। আওয়ামী লীগকে এই পাপের ভার বহন করতে হবে বহু বছর। আমার ধারনা আওয়ামী লীগ দলটিই হারিয়ে যেতে পারে। যেমন হারিয়ে গিয়েছে এক সময়ের দূর্দান্ত প্রতাপশালী মুসলিম লীগ।

৭| ০৭ ই জানুয়ারি, ২০১৪ রাত ৯:৫৭

গ্রাম্যবালক বলেছেন: আদালতের রায়ে জাতির ফাদার নিজেকে আরও বেশী ক্ষমতা বান মনে করতেন কিন্তু পরিনতি সিঁড়িতে চিৎপটাং দিয়ে শেষ।

৮| ০৭ ই জানুয়ারি, ২০১৪ রাত ৯:৫৯

সুমন কর বলেছেন: .........

৯| ০৭ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:০৫

পাঠক১৯৭১ বলেছেন: @হরিপদ কেরাণী ,



মওলানা ভাষানী ও শামসুল হক যে উদ্দেশ্য নিয়ে আওয়ামী লীগ করেছিলেন, শেখ সাহেব তাকে কিছুটা সরায়ে নিয়েছিলেন: তা টলারেভল পেরিমিটারের ভেতর; হাসিনা উহাকে বিএনপি'র মত পার্টিতে পরিণত করেছে।

এভাবে থাকার চেয়ে না থাকাই ভালো।

১০| ০৭ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:০৭

পাঠক১৯৭১ বলেছেন: @ গ্রাম্যবালক ,




আপনি জাতির জারজ সন্তান বলে মনে হচ্ছে; জাতির পিতা বা নিজ পিতা সম্পর্কে আপনার আগ্রহ খুবই কম।

১১| ০৭ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:০৮

পাঠক১৯৭১ বলেছেন: @ সুমন কর ,



কি যেন বলতে এসে, না বলে চলে গেলেন?

১২| ০৯ ই জানুয়ারি, ২০১৪ রাত ৯:০৬

ঘূণে পোকা বলেছেন: আপনার যদি জন্ম রাস্তায় না হয়ে ভাল মানুষের ঘরে হয়ে থাক্ত তাহলে এরকম বলদের ও ছাগলের মত কথা বলতেন না @ গ্রাম্যবালক

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.