![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
৫ই জানুয়ারী ভোট দিলে, হিন্দুদের আক্রমণ করার কথা; ৫ই জানুয়রীতে ভোট না দিলে, হিন্দুদের আক্রান্ত হওয়ার সম্ভাবনা; ভোটে কেহ হারলে হিন্দুদের আক্রমণ করার কথা; ভোটে কেহ জয়ী হলে, হিন্দুরা আক্রান্ত হওয়ার কথা; প্যাটার্ণ পরিস্কার।
খালেদা বেগম ও তাহার অনুসারীরা হিন্দুদের সইতে পারে না: এ স্বভাব পাকিদের থেকে পেয়েছেন আমাদের বেগম ও উনার সাহাবীরা। জামাত-শিবির ও হেফাজতীরা হিন্দুদের হত্যার করার পক্ষে, এটা উনাদের ধর্মীয় দায়িত্ব। আওয়ামী লীগ হিন্দুদের আক্রমণ করে চাঁদার জন্য, সাথে সাথ বিএনপি, জামাত ও হেফাজতের বিরুদ্ধে ইস্যু তৈরি করার জন্য; এটাও একটা পরিচিত প্যাটার্ণ।
এবার ভোট যে প্যাটার্ণে হয়েছে, তাতে হিন্দুদের আক্রান্ত হতেই হবে; এটা কি মাতা-কচ্চপ ও বাচ্ছা-কচ্চপের কাছে পরিস্কার ছিল না? মা ও ছেলের যে মগজ, তাতে এটা হয়তো ধরা নাও পড়তে পারে; কিন্তু ভোটের পর, দাংগা হওয়ার ভয়ে মিলিটারীকে রাস্তায় রাখার কথা হয়েছিল কয়েকদিনের জন্য; সেখানে কি হিন্দু এলাকা পড়েনি?
আমেরিকান ফেরত বাচ্ছা-কচ্ছপের মাথায় কোন মগজ নেই, থাকলে ২০ বছর আমেরিকা থাকার পর, এ ধরণের হাংগামা রোধের জন্য অগ্রিম ব্যবস্হা নিতো; ঘটনা ঘটার পর ম্যাও ম্যাও করতো না। মা-কচ্চপ গত কয়েক ভোটে দেখেছে যে, হিন্দুরা আক্রান্ট হয় সব সময়; এবার তো শাঁখের করাত; মিলিটারীকে কি আগে এ বয়াপারে দায়িত্ব দেয়ার দরকার ছিলো না?
২| ০৮ ই জানুয়ারি, ২০১৪ রাত ২:৩৩
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
৩| ০৮ ই জানুয়ারি, ২০১৪ রাত ২:৪১
পাঠক১৯৭১ বলেছেন: @এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা ,
এবার ভোটে গেলে হিন্দুদের আক্রমণ করার কথা বিএনপি, জামাত, শিবির ও হেফাজত এবং লুটেরারা।
ভোটে না গেলে আক্রমণ করার কথা আওয়ামী লীগের। তা'হলে সরকার মিলিটারী হিন্দু গ্রামগুলোতে পাঠালো না কেন?
৪| ০৮ ই জানুয়ারি, ২০১৪ রাত ৩:০৬
পথ-হারা এক পথিক বলেছেন: লেখা পুরোদস্তুরে খারাপ বলবো না।বেশ কিছুটা সহমত।তবে উন্নয়নশীল দেশের সরকারের ক্ষমতাও সীমিত।গ্রাম পর্যায়ের জামায়াত সমর্থকরা খুবই উগ্র।আর জয়ের রুট লেভেল পর্যন্ত পৌছাতে আরো কিছুটা সময় লাগবে, এখনো তার কানেক্টিভিটি সমাজের উচ্চবিত্ত ও উচ্চমধ্যবিত্তদের গন্ডিতেই রয়ে গেছে।তাইতো তিনি পাবলিকের সাথে যোগাযোগ ম্যাইন্টেইন করেন ফেসবুক- টুইটারের মাধ্যমে।তবে সেদিক দিয়ে আবার খাম্বা তারেক এগিয়ে আছে! ২০০৬ এর আগেই সে তৃনমুল পর্যন্ত কানেক্টিভিটি ব্রিজ তৈরী করেছে।গ্রামে গ্রামে গিয়ে দলের নেতা কর্মীদের সাথে আলাপ-আলোচনা করেছে। জয়কে এখন আরো প্রোডাক্টিভ হতে হলে সমাজের সকল শ্রেণীর কাছে পৌছাতে হবে।
৫| ০৮ ই জানুয়ারি, ২০১৪ রাত ৩:৪৩
পাঠক১৯৭১ বলেছেন: @ পথ-হারা এক পথিক ,
Yes, someday Joy will reach the average people; but he will have nothing to offer.
I know Tareq has some grass-root access; but he used all those to rob the people.
৬| ০৮ ই জানুয়ারি, ২০১৪ রাত ৩:৫২
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
দুঃখের মাঝে গান শুনেন View this link
৭| ০৮ ই জানুয়ারি, ২০১৪ ভোর ৪:১১
পাঠক১৯৭১ বলেছেন: @এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা ,
ভালো।
গান মানুষকে সবকিছুর মাঝে কিছুটা প্রশান্তি দেয়, অদ্ভুত!
৮| ০৮ ই জানুয়ারি, ২০১৪ ভোর ৫:৫৫
নিশি মানব বলেছেন: আপনি ঠিকই বলেছেন পাঠক
প্রথম পোষ্টের সাথে সহমত পোষণ করেছি।
আপনার মন্তব্যের কথা আপনি যেমন ব্যঝেন,তেমনি সিওবাই বুঝে। কিন্তু কেউ মানতেই চায়না।
০৮ ই জানুয়ারি, ২০১৪ সকাল ৭:১২
পাঠক১৯৭১ বলেছেন: ব্লগ হলো নিজের ভাবনাকে পরীক্ষা করে দেখার মতো যায়গা; সহমত মানে আপনিও একই রকম ভাবছেন, ভালো।
৯| ০৮ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:১৮
আজ আমি কোথাও যাবো না বলেছেন: ভালো আছেন আংকেল?
১০| ০৮ ই জানুয়ারি, ২০১৪ রাত ১১:১১
পাঠক১৯৭১ বলেছেন: Yes, doing fine!
Yesterday, I read your post on attack on the minorities, it was excellent!
Hope, we will crisscross here!
©somewhere in net ltd.
১|
০৮ ই জানুয়ারি, ২০১৪ রাত ২:৩২
পাঠক১৯৭১ বলেছেন: শেখ হাসিনা ও উনার ছেলে জয়ের মাথায় প্রয়োজনীয় অনেক বুদ্ধি নেই, গায়ের জোরে সবকিছু সম্ভব হবে না। এদের দুইজনকে পেছনের সারিতে নিয়ে, তোফায়েল, নাহিদদের সামনে আসতে হবে।