![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শেখ হাসিনা জাতির মনে থাকবে শুধুমাত্র 'রাজাকারদের সিম্বোলিক বিচারের' জন্য। বিচারের সময়, রাজাকারদের মাতা খালেদা বেগম ও নতুন জেনারেশন রাজাকার শিবিরের আক্রমণ থেকে জাতিকে রক্ষা করার জন্য কোন সঠিক পদক্ষেপ আগের থেকে প্ল্যান করেনি: ফলে, জাতি বিচারে খুশী হলেও, অকারণে জাতিকে বড় মুল্য দিতে হয়েছে গত বছরের ফেব্রুয়ারী ও মার্চে।
ফেব্রুয়ারী, মার্চে খালেদা বেগম ও জামাত-শিবির তান্ডব চালিয়ে সাহসী হয়ে উঠে; তারা সরকারের মেয়াদ শেষে দেশে এনারখিজম প্রতিস্ঠা করে; সরকার টিকে যায়, কিন্তু জাতি আবার ভয়ংকর ক্ষতি গুণে: সন্ত্রাসীরা জাতির ১১০ বিলিন ডলারের জানমালের ক্ষতি করে; দীর্ঘ মেয়াদে পংগু করেছে নিরীহ নাগরিক ও পুলিশের হাজার সদস্যকে। খালেদা বেগম জাতির ক্ষতি সাধন করে শেখ হাসিনার পতন ঘটাতে চেস্টা অব্যাহত রেখেছে; শেখ হাসিনা জাতির ক্ষতিকে ইস্যু করে খালেদাকে ক্ষমতার বাহিরে রাখছে: জাতি ২ দিক থেকে আক্রান্ত ও ক্ষতিগ্রস্ত।
শেখ হাসিনা ৩ বার প্রধানমন্ত্রী হয়ে জাতিকে অর্থনৈতিকভাবে বিপথগামী করেছে: গত ৫ বছরের জাতির জিডিপি যে পরিমাণ বেড়েছে, তা চলে গেছে এমপি, পার্টির পান্ডা, প্রশাসনের লোকজন ও ব্যবসায়ীদের পকেটে: সাধারণ নাগরিক বর্ধিত জিডিপি ও সম্পদের মালিক হয়নি: ২০০৯ সালে যে শ্রমিকের ন্যুনতম বেতন ৩০০০ টাকা ছিল, তা ২০১৩ সালেও সেই বেতনই ছিল; এটা একটা উদাহরণ যে, সম্পদ বেড়েছে; তবে, তাহা সাধারণ মানুষ পায়নি: ৫০ লাখ লোক সবকিছু দখল করেছে।
শেখ হাসিনার গত টার্মে আরও ১ কোটী মানুষ শ্রম বাজারে প্রবেশ করেছে, শেখ হাসিনার সরকার প্ল্যান-ওয়ায়েজ তাদের জন্য কিছু করেনি; অর্থাৎ শেখ হাসিনা অর্থনৈতিক উন্নয়নে সমর্থ নন; তাই উনাকে সরে যেতে হবে।
দেশে সন্ত্রাস চলছে, তাই সরকারের উপর শেখ হাসিনার কন্ট্রোল দরকার; সেজন্য উনি এডভাইজার হিসেবে থাকা সঠিক হবে; কিন্তু উনি প্রধানমন্ত্রী হলে দেশের ভালোর চেয়ে ক্ষতি হবে অনেক বেশী।
আওয়ামী লীগকে সাহসী হবে হবে; উনি স্বেচ্ছায় যদি প্রধানমন্ত্রী পদ থেকে দুরে না থাকে, তাদের উচিত হবে উনাকে বাধ্য করা।
২| ০৯ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:৪৭
†kL Av‡bvqvi বলেছেন: কোথা থেকে কখন যে কি হয়ে গেল
নতুন এমপিরা সব শপথ নিয়ে নিল
টিভির নিউজে দেখলাম
আমার বলার কিছু ছিলনা, নাগো
আমার বলার কিছু ছিলনা
জামাতের অপসংস্পর্শে বিএনপির মত এতবড় একটি দলের যে পরিমান ক্ষতি হয়ে গেল, সে ক্ষতি আদৌ পূরণ হবে কি? জামাত একটি জঙ্গি সংগঠন আর বিএনপিকে প্রমান করে দিল অশান্তি অরাজগতার প্রতিক হিসেবে। এই ভূল পথ থেকে বিএনপি আদৌ নিস্তার পাবে কি?
৩| ০৯ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:৫৫
পাঠক১৯৭১ বলেছেন: @†kL Av‡bvqvi ,
বিএনপি'র কোন ক্ষতি হয় নাই: হাতী মরলেও কোটী টাকার দাঁত বিক্রয় হয়।
বিএনপি ২ বিলয়ন ডলার পেয়েছে শুধু আইএসআই থেকে; ইসলামী ব্যংক, আরবদেশসমুহ, লন্ডন ও আমেরিকার জামাতীরা ও তারেকের মাফিয়া বিলিয়ন পাঠায়েছে।
ক্ষতি যা হয়েছে তা জাতির হয়েছে।
৪| ০৯ ই জানুয়ারি, ২০১৪ রাত ১১:১৭
মেনন আহমেদ বলেছেন: "পাঠক১৯৭১ বলেছেন:বিএনপি ২ বিলয়ন ডলার পেয়েছে শুধু আইএসআই থেকে; ইসলামী ব্যংক, আরবদেশসমুহ, লন্ডন ও আমেরিকার জামাতীরা ও তারেকের মাফিয়া বিলিয়ন পাঠায়েছে।"
একটা গ্রহনযোগ্য সূত্র দেন তো আপনার ঐ কথাটার ।
আর এই পোষ্ট দিলেন কেন? নিজেকে নিরেপেক্ষ প্রমান করার জন্য?? আপনার কি মনে হয় আপনি পেরেছেন???
৫| ০৯ ই জানুয়ারি, ২০১৪ রাত ১১:২৭
নীল জানালা বলেছেন: আম্নের বেরেইনের ভিত্রে জট লাইগ্গা গেসে মনে অয়। একদিন কন হাসিনা না ঐলে চলতোনা আরেকদিন কন পুরা উল্টা কথা! আম্নে বাঈ বোলগ থেইকা বিরতি লন কয়েকদিন...পুরা বেড রেস্টে থাকেন।
৬| ০৯ ই জানুয়ারি, ২০১৪ রাত ১১:৩৩
পাঠক১৯৭১ বলেছেন: @ মেনন আহমেদ ,
রেফারেন্স হলো সাকা চৌধুরী।
১ বিলিয়ন লেখাটা শিখেন!
৭| ০৯ ই জানুয়ারি, ২০১৪ রাত ১১:৩৪
HHH বলেছেন: u are an Illegitimate child.. u know that?
৮| ০৯ ই জানুয়ারি, ২০১৪ রাত ১১:৩৬
পাঠক১৯৭১ বলেছেন: @ নীল জানালা ,
ভুল পোস্টে এসে গেছেন; আপনার দরকার "চিনতাইকারীর কবলে অভিনেত্রী কবরী" টাইপের পোস্ট!
৯| ০৯ ই জানুয়ারি, ২০১৪ রাত ১১:৪১
সাইলেন্স বলেছেন: রিভার্স খেলার চেষ্টা করছেন....ভালো, চালিয়ে যান।
১০| ০৯ ই জানুয়ারি, ২০১৪ রাত ১১:৪৮
পাঠক১৯৭১ বলেছেন: @HHH ,
Yes, I know that, I know this, I know lots of other things; what the shit you know, penguin?
১১| ০৯ ই জানুয়ারি, ২০১৪ রাত ১১:৫২
পাঠক১৯৭১ বলেছেন: @সাইলেন্স ,
২ লাইনের কবিতা, ১ লাইনের ফেবু স্টাটাস; ৫ লাইনের ভ্রমন কাহিনী; ৬ লাইনের আস্তিক/নাস্তিক এসব থেকে আপনাকে একদিন বের হটে হবে: আসল ব্লগিং হলো রিয়েলটাইম ভাবনা ও এনালাইটিক্যাল বিশ্লষন।
এগুলো যদি রিভার্স হয়, এগুলো যদি ক্রিটিক্যাল ভাবনা হয়, এগুলোই পড়তে থাকুন; হযরত আশেয়ার বিয়ের সময়ের বয়স নিয়ে আর কতদিন কি-বোর্ডকে কস্ট দেবেন?
১২| ০৯ ই জানুয়ারি, ২০১৪ রাত ১১:৫৫
মোঃ আনারুল ইসলাম বলেছেন: চুপ করুন আর কত দালালি করে তাদের পা চাটবেন?
১৩| ১০ ই জানুয়ারি, ২০১৪ রাত ১২:০৭
পাঠক১৯৭১ বলেছেন: @মোঃ আনারুল ইসলাম ,
আপনারা এত পেছনে পরে গেছেন যে, আপনাদের আসলে গুহা মানব ডাকলে ভুল হবে না।
আপনি হযরত আয়েশা সম্পর্কে জানেন, "জেড-ফোর্সের" হেড কোয়াটার কোথায় ছিল বলতে পারবেন না এ জীবনে; ১৭ কোটীর মাঝে হয়তো ২০০ লোক বলতে পারবে; আপনারা গুহা মানব।
১৪| ১০ ই জানুয়ারি, ২০১৪ রাত ১২:২১
মোঃ আনারুল ইসলাম বলেছেন: আপনি হরেন না নরেন, আপনার হযরত আয়েশা (রাঃ) না জানলেও চলবে..
আপনি গিয়ে সিং এর বিশেষ অংগতে তেল মারুন
১৫| ১০ ই জানুয়ারি, ২০১৪ রাত ১২:৩১
পাঠক১৯৭১ বলেছেন: @মোঃ আনারুল ইসলাম ,
হযরত আয়েশার বিয়ে হয়েছিলো, জীবন ছিলো, এখন নেই; এটাই মানব জাতির ইতিহাসে অংশ।
অকারণে, উনার বিয়ের বয়স ইতয়াদি নিয়ে ব্যস্ত হওয়ার কোন কারণ টো দেখছিনা।
আমি কারণ দেখছি যে, নাগরিক হিসেবে আমাকে জনাতে হবে যে, ভারত যে ১,০০০,০০০,০০০ (১ বিলিয়ন) ডলার দিলো, উহা কি কাজে ব্যভৃত হচ্ছে; আগে ভারত দেয়নি, এখন দিচ্ছে; সে টাকাকে কাজে লাগিয়ে চাকুরী সৃস্টির করা হয়েছে কিনা সেটা নিয়ে ভাবছি।
আমার মাথায় কখনো হযরত আয়েশা কি ৬ না ১৬ বছরের ছিলেন, তা নিয়ে ভাবনা আসেনি কোনদিন, আপনার মাথায় আসছে; কারণ আপনি গুহা মানব।
১৬| ১০ ই জানুয়ারি, ২০১৪ রাত ১২:৩৪
সাইলেন্স বলেছেন: আপনি ভাই বর্শীয়ান ব্যাক্তি আপনার সাথে তর্কে পারবোনা, গুরু বলে মেনে নিলাম....।
১৭| ১০ ই জানুয়ারি, ২০১৪ রাত ১২:৩৭
সাইলেন্স বলেছেন: পোস্টের বিষয়ে মতামত হচ্ছে বর্তমানে আওয়ামী লীগে সেরকম সাহসী কেও নেই।
১৮| ১০ ই জানুয়ারি, ২০১৪ রাত ১২:৩৮
পাঠক১৯৭১ বলেছেন: @সাইলেন্স ,
আমাদের পরিচিতি ব্লাগার: আমরা পরস্পরের শত্রু নই, বরং সম্পুরক; আমাদের ভাবনা ও আইডিয়া সব সময় মিলবে না; কিন্তু আমাদেরকে লজিক্যাল হতে হবে।
১৯| ১০ ই জানুয়ারি, ২০১৪ রাত ১২:৪১
পাঠক১৯৭১ বলেছেন: @সাইলেন্স ,
আপনি ঠিকই বলেছেন যে, আওয়ামী লীগে হাসিনাকে থামানোর মত সাহসী কেহ নেই; কারণ, শেখ হাসিনা এটাকে পার্টি হিসেবে না রেখে একটা টিমে পরিণত করেছে, যার মালিক সে নিজেই; এটা তার পতন ঘটাবে: এরশাদ, বদরুদ্দোজা, মওদুদ, কাজী জাফরের মত লাথি উস্ঠা খাবে।
২০| ১০ ই জানুয়ারি, ২০১৪ রাত ১২:৪১
মোঃ আনারুল ইসলাম বলেছেন: Touted to be silent much longer window of their legs?
Please Singh's special angate hit the oil
২১| ১০ ই জানুয়ারি, ২০১৪ রাত ১২:৪৪
পাঠক১৯৭১ বলেছেন: @ মোঃ আনারুল ইসলাম ,
I can tell you one thing, you have no chance of brcoming a blogger: you will remain as a cave-man for ever.
২২| ১০ ই জানুয়ারি, ২০১৪ রাত ১২:৪৪
মোঃ আনারুল ইসলাম বলেছেন: Can not understand what will. You are an idiot.
২৩| ১০ ই জানুয়ারি, ২০১৪ রাত ১২:৪৫
সাইলেন্স বলেছেন: এটা নিশ্চয় স্বিকার করবেন লয়াল বিরোধীদল গনতন্ত্র এবং উন্নয়ন দুইটির জন্য হুমকি আমরা যেটা পেতে যাচ্ছি এবার।
২৪| ১০ ই জানুয়ারি, ২০১৪ রাত ১২:৪৬
মোঃ আনারুল ইসলাম বলেছেন: You are worse than the people of the forest
২৫| ১০ ই জানুয়ারি, ২০১৪ রাত ১২:৪৬
পাঠক১৯৭১ বলেছেন: @মোঃ আনারুল ইসলাম,
You are the most intelligent Lilliputian blogger, I ever met!
২৬| ১০ ই জানুয়ারি, ২০১৪ রাত ১২:৪৮
সাইলেন্স বলেছেন: আপনি লেখক হিসেবে উত্তর দিলে সুবিধা হয় নইলে নোটিফিকেশন পাইনা, একটু ভেবে দেখবেন।
২৭| ১০ ই জানুয়ারি, ২০১৪ রাত ১২:৪৮
মোঃ আনারুল ইসলাম বলেছেন: You do not understand Islam. So ignorant in this regard
২৮| ১০ ই জানুয়ারি, ২০১৪ রাত ১২:৫০
মোঃ আনারুল ইসলাম বলেছেন: You are as old as your name hegira
২৯| ১০ ই জানুয়ারি, ২০১৪ রাত ১২:৫১
পাঠক১৯৭১ বলেছেন: @সাইলেন্স বলেছেন:,
রওশন এরশাদ দেশের বা কারো কোন কাজে লাগার কথা নয়, সে সর্বাধিক কিছু চুরিদারী করে বেড়াবে; শেখ হাসিনা তাকে স্হান দিয়ে জাতির ক্ষতি করছে: শেখ হাসিনা বিপদে পড়লে রওশন কি করবে?
এ ধরণের ভুল করেছিলেন শেখ সাহেবও: তোফায়েলকে বড় পোস্ট দিয়েছিলেন, মৃত্যুর মুখোমুখী হয়ে ফোন করে তোফায়েলকে পাননি; ভুলের জন্য মুল্য দি্তে হয়!
৩০| ১০ ই জানুয়ারি, ২০১৪ রাত ১২:৫২
মোঃ আনারুল ইসলাম বলেছেন: Discussion with Brother old person you predict exactly, acknowledged Guru Auction
৩১| ১০ ই জানুয়ারি, ২০১৪ রাত ১২:৫৫
পাঠক১৯৭১ বলেছেন: @মোঃ আনারুল ইসলাম ,
I understand Islam,Judaism, Chritianism & Hinduism; thats why I do not write anything about religion. Religion is not a problem for Bangalees: basic human rights are the problems for our nation.
৩২| ১০ ই জানুয়ারি, ২০১৪ রাত ১:০১
মোঃ আনারুল ইসলাম বলেছেন: The problem of an agent like you to
৩৩| ১০ ই জানুয়ারি, ২০১৪ রাত ১:০৩
নীল জানালা বলেছেন: আপ্নেতো ঐরকম লেখকই। কাজেই আমি জায়গা মতই আছি জনাব বুদ্ধির ঢেঁকি।
৩৪| ১০ ই জানুয়ারি, ২০১৪ রাত ১:০৫
মোঃ আনারুল ইসলাম বলেছেন: You are such a toady pig
৩৫| ১০ ই জানুয়ারি, ২০১৪ রাত ১:১২
মোঃ আনারুল ইসলাম বলেছেন: the benefits of self-contained or anger control and limit the effect of crossing
৩৬| ১০ ই জানুয়ারি, ২০১৪ রাত ১:১৭
পাঠক১৯৭১ বলেছেন: @সাইলেন্স,
সাইলেন্স বলেছেন: "আপনি লেখক হিসেবে উত্তর দিলে সুবিধা হয় নইলে নোটিফিকেশন পাইনা, একটু ভেবে "
আমার কম্প্যুটারে কিছু 'রেস্টিকশানের' ফলে, সামুর সব ফিচার ঠিক মতো আসে না; বাংলা ফন্টও আসে না: আমি অন্যত্র লিখে, পকি/পেস্ট করে ব্লগিং করছি।
স্যারি, অকারন সমস্যার জন্য।
৩৭| ১০ ই জানুয়ারি, ২০১৪ রাত ১:১৯
পাঠক১৯৭১ বলেছেন: @ নীল জানালা ,
You are OK, take it easy!
৩৮| ১০ ই জানুয়ারি, ২০১৪ রাত ১:২০
পাঠক১৯৭১ বলেছেন: @ মোঃ আনারুল ইসলাম ,
You have lost your last drops of brain, man!
৩৯| ১০ ই জানুয়ারি, ২০১৪ সকাল ৮:৩৫
হাসিব০৭ বলেছেন: আপনি কি মুখ দিয়ে কথা বলেন নাকি নিচের টা দিয়ে
১০ ই জানুয়ারি, ২০১৪ সকাল ৯:৪৫
পাঠক১৯৭১ বলেছেন: নীচেরটা দিয়ে বলছি, যাতে আপনি সহজে বুঝতে পারেন।
৪০| ১০ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:৩৭
হাসিব০৭ বলেছেন: জানি আপনি নিচ নিয়েই কথা বলেন কেননা আপনাদের নেত্রীর মত এত জঘন্য মিথ্যাচার আর কেউ কোন জাতির সাথে করেনি সেটা তো প্রমানিত। আর আপনেরাই বা ভাল হন কিভাবে? আপনাদের পক্ষে থাকলে স্বাধীনতার পক্ষের লোক বলেন আর বিপক্ষে গেলে বলেন স্বাধীনতা বিরোধী। আর কত স্বাধীনতা নিয়ে ব্যভসা করবেন এলা ক্ষ্যান্ত দেন, অনেক তো হল। আমরাও জানি আপনার নেত্রী যেমন আপনারাও তেমন হবেন, নিম গাছ থেকে তো আর আম আশা করা যায় না তাই না। ১৯৭৫ আবারও আসবে মনে রাখবেন সেটা শুধুমাত্র আপনাদের মত চাটুকারদের জন্য। ভয়ংকর পরিনতর জন্য প্রস্তুতি নিয়ে রাখেন কাজে আসবে। ৫-১০ বছরের মধ্যেই বিপুল পরিবর্তন আসবে রাজনীতিতে কথাটা বিশ্বাস করুন আর না করুন এটাই বিশ্বাস করি।
১০ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:৪০
পাঠক১৯৭১ বলেছেন: আপনি আমাকে একজন 'নেত্রী' দিয়েছেন; যাক, আমার কোন নেত্রী নেই।
আপনার জীবনটাই ভুল: ১৯৭৫ সাল সম্পর্কে আপনার মনোভাব তা প্রমাণ করছে।
বর্তমানে 'শিক্ষিতদের' মাঝে বিরাট একটা অংশ রাজনীতি, অর্থনীতি ও সমাজনীতি বুঝার মত পজিশনে নেই; আপনি তাদের একজন।
৪১| ১০ ই জানুয়ারি, ২০১৪ রাত ৮:০৭
হাসিব০৭ বলেছেন: আপনি নিজেকে খুব জ্ঞানী মনে করেন অথচ আপনি একটি গর্ধবের চেয়েও কম জ্ঞান সম্পন্ন মানুষ। যাকে আমরা তরুন সমাজ সেকেলে বলে থাকি। আপনারা ব্যাকডেটেড....... আপডেড হন। মনে করুন আপনার খুব কাছের কেউকে আমি জীবন রক্ষা করেছি তার মানে কি এই যে তার সকল সম্ভ্রম আমার যদি মনে করেন যে তার সকল কিছুই আমার তাহলে আপনি ঠিক না হলে আপনি ভুল। ৪৩ বছর আগে ভারত বা আওয়ামিলীগ দেশকে স্বাধীন হতে সাহায্য করেছিল তার মানে এই না যে ভারত এবং আওয়ামীলীগ বাংলাদেশকে নিয়ে যা ইচ্ছে তাই করবে। আর আপনারা নিজেদের মুক্তিযুদ্ধের পক্ষের বা ততকালীন সময়ের সাক্ষী বলেন অথচ সেই আওয়ামিলীগ আর এই আওয়ামিলীগ কখনই এক না। ১৯৭১ সালের আওয়ামিলীগ আর ৭১ পরবর্তী আওয়ামিলীগ অনেক তফাৎ গড়ে দিয়েছিল। আর এজন্যই ১৯৭৫ এর মত ঘটনা হয়েছিল। চাটুকারদের জন্যই মূলত মুজিব জীবন দিয়েছিল আর হাসিনাকেও এজন্য মূল্য দিতে হবে। চাটুকার কখনই কোন দল বা গোষ্টির হয় না। এরা মূলত হয় সুবিধাবাদী। আর আপনি আমাকে রাজনীতি, অর্থনীতি ও সমাজনীতি বুঝার ক্ষমতা নেই বলেছে আমি মানছি যে ১৯৭১ এর রাজনীতি, অর্থনীতি ও সমাজনীতি বোঝার ক।ষমতা নেই কিন্তু আমি এও বলছি আপনার ও বর্তমানের রাজনীতি, অর্থনীতি ও সমাজনীতি সম্পর্কে আপনি কিছুই জানেন না। ম্থ্ দিয়ে ঠেললে কি পাহাড় সরানো যাবে। আপনারা সবসময়ই একটা কথা বলে আপনাদের সরকার হেন করছে তেন করছে মানে ভাল কাজ গুলোর কথা বলছি। তারা রাজনীতি করে ক্ষমতায় আগে ভাল কাজ করার জন্যই তাই তাদের দ্বায়ীত্ব দেশকে এগিয়ে নিয়ে যাওয়া। আর সরকারে থেকে কেনইবা খারাপ কাজগুলো তাদের দ্বারা সংঘঠিত হবে। আপনারা যারা আওয়ামিলীগের দালালা তারা কি খারাপ কাজগুলো করার জন্যই তাদের ভোট বা সমর্থন দেন?? নিজের বিবেকে জাগ্রত করুন, ভাল কে ভাল এবং মন্দকে মন্দ বলতে শিখুন আর তা না হলে আপনাকে অন্য দেশের দালা হিসেবেই মরতে হবে। আপনি আমি সবাই একদিন মারা যাব তাই এই দেশকে ভালবাসুন এদেশের মানুষকে ভালবাসুন। এই দেশের দালাল হিসেবে মরেন। সবাই আপনাকে স্যালুট জানাবে। দলান্ধ হয়ে মরে কখনই শান্তি পাওয়া যায় না।
৪২| ১০ ই জানুয়ারি, ২০১৪ রাত ৮:১৮
পাঠক১৯৭১ বলেছেন: @হাসিব০৭ ,
"যাকে আমরা তরুন সমাজ সেকেলে বলে থাকি। আপনারা ব্যাকডেটেড....... আপডেড হন। "
এখনও কি 'টিউটরের' কাছে সকাল বিকেল যাচ্ছেন, বা সর্বশেষ কোন সময় গিয়েছিলেন? আপনারা বাংলার বাগানে অনাকাংখিত আগাছা।
'৭১ এর আওয়ামী লীগ নেই; কিন্তু উহা জামাতে পরিণত হয়নি।
শেখ সাহেবকে হত্যা করেছে 'সমাজতন্ত্র বিরোধীরা', আপনার মত কয়েকজন ক্লীবকে দু'পয়সায় কিনে।
ভারত সঠিভাবে এগুচ্ছে; আপনি আলকায়দায় বা ব্রাদারহুডে যাবেন সময় মতো; তারপর গুয়ানতানামো-বে।
৪৩| ১০ ই জানুয়ারি, ২০১৪ রাত ৮:৩৮
মোঃ আনারুল ইসলাম বলেছেন: You are such a toady pig
৪৪| ১০ ই জানুয়ারি, ২০১৪ রাত ৯:০৩
পাঠক১৯৭১ বলেছেন: @মোঃ আনারুল ইসলাম ,
You are an intelligent person, surely; now, do you really feel it?
৪৫| ১০ ই জানুয়ারি, ২০১৪ রাত ৯:০৪
হাসিব০৭ বলেছেন: আমার হাতে যদি ক্ষমতা থাকত তাহলে বাংলা থেকে আপনার মত দালাদের নিশ্চিহ্ন করে দিতামা যাতে আগামী প্রজন্ম শান্তিতে এবং নিরাপদে বসবাস করতে পারে।
৪৬| ১০ ই জানুয়ারি, ২০১৪ রাত ৯:০৬
হাসিব০৭ বলেছেন: আপনি একজন দলান্ধ দালাল আজকেই শেষ আগামীতে কখনও আপনার মত আবালের পোষ্টে ঢুকে সময় নষ্ট করব না। দালাল, দালাল, দালাল, দালাল, দালাল, দালাল, দালাল, দালাল, দালাল, দালাল, দালাল, দালাল, দালাল, দালাল, দালাল, দালাল, দালাল, দালাল, দালাল, দালাল, দালাল, দালাল, দালাল, দালাল, দালাল, দালাল, দালাল, দালাল, দালাল, দালাল, দালাল, দালাল, দালাল, দালাল, দালাল, দালাল, দালাল, দালাল, দালাল, দালাল, দালাল, দালাল, দালাল, দালাল, দালাল, দালাল, দালাল, দালাল, দালাল, দালাল, দালাল, দালাল, দালাল, দালাল, দালাল, দালাল, দালাল, দালাল, দালাল, দালাল, দালাল, দালাল, দালাল, দালাল, দালাল, দালাল, দালাল, দালাল, দালাল, দালাল, দালাল, দালাল, দালাল, দালাল, দালাল, দালাল, দালাল, দালাল, দালাল, দালাল, দালাল, দালাল, দালাল, দালাল, দালাল, দালাল, দালাল, দালাল, দালাল, দালাল, দালাল, দালাল, দালাল, দালাল, দালাল, দালাল, দালাল, দালাল, দালাল, দালাল, দালাল, দালাল, দালাল, দালাল, দালাল, দালাল, দালাল, দালাল, দালাল, দালাল, দালাল, দালাল, দালাল, দালাল, দালাল, দালাল, দালাল, দালাল, দালাল, দালাল, দালাল, দালাল, দালাল, দালাল, দালাল, দালাল, দালাল, দালাল, দালাল, দালাল, দালাল, দালাল, দালাল, দালাল, দালাল, দালাল, দালাল, দালাল, দালাল, দালাল, দালাল, দালাল, দালাল, দালাল, দালাল, দালাল, দালাল, দালাল, দালাল, দালাল, দালাল, দালাল, দালাল, দালাল, দালাল, দালাল, দালাল, দালাল, দালাল, দালাল, দালাল, দালাল, দালাল, দালাল, দালাল, দালাল, দালাল, দালাল, দালাল, দালাল, দালাল, দালাল, দালাল, দালাল, দালাল, দালাল, দালাল, দালাল, দালাল, দালাল, দালাল, দালাল, দালাল, দালাল, দালাল, দালাল, দালাল, দালাল, দালাল, দালাল, দালাল, দালাল, দালাল, দালাল, দালাল, দালাল, দালাল, দালাল, দালাল, দালাল, দালাল, দালাল, দালাল, দালাল, দালাল, দালাল, দালাল, দালাল, দালাল, দালাল, দালাল, দালাল, দালাল, দালাল, দালাল, দালাল, দালাল, দালাল, দালাল, দালাল, দালাল, দালাল, দালাল, দালাল, দালাল, দালাল, দালাল, দালাল, দালাল, দালাল, দালাল, দালাল, দালাল, দালাল, দালাল, দালাল, দালাল, দালাল, দালাল, দালাল, দালাল, দালাল, দালাল, দালাল, দালাল, দালাল, দালাল, দালাল, দালাল, দালাল, দালাল, দালাল, দালাল, দালাল, দালাল, দালাল, দালাল, দালাল, দালাল, দালাল, দালাল, দালাল, দালাল, দালাল, দালাল, দালাল, দালাল, দালাল, দালাল, দালাল, দালাল, দালাল, দালাল, দালাল, দালাল, দালাল, দালাল, দালাল, দালাল, দালাল, দালাল, দালাল, দালাল, দালাল, দালাল, দালাল, দালাল, দালাল, দালাল, দালাল, দালাল, দালাল, দালাল, দালাল, দালাল, দালাল, দালাল, দালাল, দালাল, দালাল, দালাল, দালাল, দালাল, দালাল, দালাল, দালাল, দালাল, দালাল, দালাল, দালাল, দালাল, দালাল, দালাল, দালাল, দালাল, দালাল, দালাল, দালাল, দালাল, দালাল, দালাল, দালাল, দালাল, দালাল, দালাল, দালাল, দালাল, দালাল, দালাল, দালাল, দালাল, দালাল, দালাল, দালাল, দালাল, দালাল, দালাল, দালাল, দালাল, দালাল, দালাল, দালাল, দালাল, দালাল, দালাল, দালাল, দালাল, দালাল, দালাল, দালাল, দালাল, দালাল, দালাল, দালাল, দালাল, দালাল, দালাল, দালাল, দালাল, দালাল, দালাল, দালাল, দালাল, দালাল, দালাল, দালাল, দালাল, দালাল, দালাল, দালাল, দালাল, দালাল, দালাল, দালাল, দালাল, দালাল, দালাল, দালাল, দালাল, দালাল, দালাল, দালাল, দালাল, দালাল, দালাল, দালাল, দালাল, দালাল, দালাল, দালাল, দালাল, দালাল, দালাল, দালাল, দালাল, দালাল, দালাল, দালাল, দালাল, দালাল, দালাল, দালাল, দালাল, দালাল, দালাল,
৪৭| ১০ ই জানুয়ারি, ২০১৪ রাত ৯:২১
মোঃ আনারুল ইসলাম বলেছেন: You are a crazy old man
৪৮| ১০ ই জানুয়ারি, ২০১৪ রাত ৯:৩১
লিখেছেন বলেছেন: এই মুল লেখার বিষয় বস্তু সম্পর্কে আমার ব্যাক্তিগত মতামত কি সেঁতা নিয়ে আজ কিছু লেখবনা, আমি একটা বেকুব, বুদ্ধি প্রতিবন্ধী উজবুককে ইংলিশ লেখার চেষ্টারত অবস্থায় দেখে হেসে কুল পাই না। এই বেকুবের পরিচয় এখানে আছে -
Click This Link
৪৯| ১০ ই জানুয়ারি, ২০১৪ রাত ৯:৪০
মোঃ আনারুল ইসলাম বলেছেন: @লিখেছেন তুই কি তোর বাপের সন্তান না অন্য কারো নাম, ত কইলি না
৫০| ১০ ই জানুয়ারি, ২০১৪ রাত ৯:৪৩
মোঃ আনারুল ইসলাম বলেছেন: @লিখেছেন-সেঁতা আর তুই আসছিস আমাকে শিক্ষাতে
এখনও তুই কি তোর বাপের সন্তান না অন্য কারো নাম, ত কইলি না
৫১| ১০ ই জানুয়ারি, ২০১৪ রাত ৯:৪৪
লিখেছেন বলেছেন: লিখেছেন বলেছেন: আমি হয়ত বলতে পারি -- ২৯ নং মন্তব্যের ( Click This Link )মত -
হাসিব০৭ wrote: তুই তো শুয়রের বীর্যে জন্ম নেয়া মাল তোর আসল বাপ কোনটা সেইটা আগে ডিএনএ টেষ্ট কইরা যাচাই কর আবার দেখিস আমার সাথে যেন মিলে না যায়
( বিস্তারিত জানতে Click This Link)
কারণ লেখক যেই আশঙ্কা করেছেন শেষের বাক্যে - সেঁতা কিন্তু আমার ও ভয়- কারণ যৌবনের সেই উদ্দাম দিনগুলিতে আমি ও কিছুটা পথ চ্যুত হয়েছি ।। তাঁরই পরিণতিতে আজ সামুর মত অভিজাত আড্ডার স্থলে মানব বিষ্ঠা গ্রহণকারী কিছু হারাম প্রাণীর মত ব্লগার আজ বিভিন্ন ব্লগারদের পাতায় তাঁর প্রিয় খাদ্যই উদ্গিরন করছে ; প্রকারন্ত্রে তাঁর কিছুটা দায়ভার সম্ভবত আমার ঘাড়ে ও পড়বে । আমার যৌবনের রুচি নিয়ে ও কিছু ব্লগার প্রশ্বন তুলতে পারেন। জার জবাব আমি হয়ত দিতে পারব না।
আর তাই সেসব এড়িয়ে আমি শুধু বলব --
লিখেছেন wrote: লিখেছেন wrote: লিখেছেন wrote: @@ মোঃ আনারুল ইসলাম
আপনার এই বালখিল্য আচরণ নেহায়েত এই শুনে ধরা সমাজের সামাজিক অবক্ষয় , অশ্লীলতা, ফাসিকই , বেহায়াপনা, পারিবারিক মূল্যবোধ হীনতা, অভিভাবকদের দাম্পত্য কলহ, চারিত্রিক বিকৃতি, দারিদ্র , বেকারত্ব , ভূমিহীনতা ও সর্বোপরি সৃষ্টিকর্তার অপার অনুগ্রহ বঞ্চিত এক দুখী ব্যাক্তিত্তের কুৎসিত মুখছবি ফুটে উতেছে। ভাল থাকুন, সুন্দর থাকুন ও এই সুন্দর পৃথিবীর রূপ রস অন্তত এক দিনের জন্য ও উপভোগ করুন এই নিরন্তর শুভ কামনায়।
৫২| ১০ ই জানুয়ারি, ২০১৪ রাত ৯:৪৫
লিখেছেন বলেছেন:
৫৩| ১০ ই জানুয়ারি, ২০১৪ রাত ৯:৪৭
মোঃ আনারুল ইসলাম বলেছেন: @লিখেছেন-সেঁতা আর তুই আসছিস আমাকে শিক্ষাতে
এখনও তুই কি তোর বাপের সন্তান না অন্য কারো নাম, ত কইলি না
৫৪| ১০ ই জানুয়ারি, ২০১৪ রাত ৯:৪৯
লিখেছেন বলেছেন: লিখেছেন বলেছেন: লিখেছেন বলেছেন: আমি হয়ত বলতে পারি -- ২৯ নং মন্তব্যের ( এই ব্লগের মন্তব্য ৫১ দেখুন )মত -
হাসিব০৭ wrote: তুই তো শুয়রের বীর্যে জন্ম নেয়া মাল তোর আসল বাপ কোনটা সেইটা আগে ডিএনএ টেষ্ট কইরা যাচাই কর আবার দেখিস আমার সাথে যেন মিলে না যায়
( বিস্তারিত জানতেএই ব্লগের মন্তব্য ৫১ দেখুন )
কারণ লেখক যেই আশঙ্কা করেছেন শেষের বাক্যে - সেঁতা কিন্তু আমার ও ভয়- কারণ যৌবনের সেই উদ্দাম দিনগুলিতে আমি ও কিছুটা পথ চ্যুত হয়েছি ।। তাঁরই পরিণতিতে আজ সামুর মত অভিজাত আড্ডার স্থলে মানব বিষ্ঠা গ্রহণকারী কিছু হারাম প্রাণীর মত ব্লগার আজ বিভিন্ন ব্লগারদের পাতায় তাঁর প্রিয় খাদ্যই উদ্গিরন করছে ; প্রকারন্ত্রে তাঁর কিছুটা দায়ভার সম্ভবত আমার ঘাড়ে ও পড়বে । আমার যৌবনের রুচি নিয়ে ও কিছু ব্লগার প্রশ্বন তুলতে পারেন। জার জবাব আমি হয়ত দিতে পারব না।
আর তাই সেসব এড়িয়ে আমি শুধু বলব --
লিখেছেন wrote: লিখেছেন wrote: লিখেছেন wrote: @@ মোঃ আনারুল ইসলাম
আপনার এই বালখিল্য আচরণ নেহায়েত এই শুনে ধরা সমাজের সামাজিক অবক্ষয় , অশ্লীলতা, ফাসিকই , বেহায়াপনা, পারিবারিক মূল্যবোধ হীনতা, অভিভাবকদের দাম্পত্য কলহ, চারিত্রিক বিকৃতি, দারিদ্র , বেকারত্ব , ভূমিহীনতা ও সর্বোপরি সৃষ্টিকর্তার অপার অনুগ্রহ বঞ্চিত এক দুখী ব্যাক্তিত্তের কুৎসিত মুখছবি ফুটে উতেছে। ভাল থাকুন, সুন্দর থাকুন ও এই সুন্দর পৃথিবীর রূপ রস অন্তত এক দিনের জন্য ও উপভোগ করুন এই নিরন্তর শুভ কামনায়।
৫৫| ১০ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:০২
মোঃ আনারুল ইসলাম বলেছেন: @লিখেছেন যেহেতু সোনামনি তুই তোর বাপের না বলতেই পারলিনা, তাই হয়ত লোকে তোকে জারজ বলবে, সেহেতু আমি তোকে সন্তান হিসেবে গ্রহন করে তোর বাপের না বলা নাম দিলাম।
আজ থেকে আমাকে বাবা বলেডেকো। কেমন সোনা,ধোন আমার
THE END................
৫৬| ১০ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:০৩
লিখেছেন বলেছেন: লিখেছেন বলেছেন: লিখেছেন বলেছেন: লিখেছেন বলেছেন: আমি হয়ত বলতে পারি -- ২৯ নং মন্তব্যের ( এই ব্লগের মন্তব্য ৫১ দেখুন )মত -
হাসিব০৭ wrote: তুই তো শুয়রের বীর্যে জন্ম নেয়া মাল তোর আসল বাপ কোনটা সেইটা আগে ডিএনএ টেষ্ট কইরা যাচাই কর আবার দেখিস আমার সাথে যেন মিলে না যায়
( বিস্তারিত জানতেএই ব্লগের মন্তব্য ৫১ দেখুন )
কারণ লেখক যেই আশঙ্কা করেছেন শেষের বাক্যে - সেঁতা কিন্তু আমার ও ভয়- কারণ যৌবনের সেই উদ্দাম দিনগুলিতে আমি ও কিছুটা পথ চ্যুত হয়েছি ।। তাঁরই পরিণতিতে আজ সামুর মত অভিজাত আড্ডার স্থলে মানব বিষ্ঠা গ্রহণকারী কিছু হারাম প্রাণীর মত ব্লগার আজ বিভিন্ন ব্লগারদের পাতায় তাঁর প্রিয় খাদ্যই উদ্গিরন করছে ; প্রকারন্ত্রে তাঁর কিছুটা দায়ভার সম্ভবত আমার ঘাড়ে ও পড়বে । আমার যৌবনের রুচি নিয়ে ও কিছু ব্লগার প্রশ্বন তুলতে পারেন। জার জবাব আমি হয়ত দিতে পারব না।
আর তাই সেসব এড়িয়ে আমি শুধু বলব --
লিখেছেন wrote: লিখেছেন wrote: লিখেছেন wrote: @@ মোঃ আনারুল ইসলাম
আপনার এই বালখিল্য আচরণ নেহায়েত এই শুনে ধরা সমাজের সামাজিক অবক্ষয় , অশ্লীলতা, ফাসিকই , বেহায়াপনা, পারিবারিক মূল্যবোধ হীনতা, অভিভাবকদের দাম্পত্য কলহ, চারিত্রিক বিকৃতি, দারিদ্র , বেকারত্ব , ভূমিহীনতা ও সর্বোপরি সৃষ্টিকর্তার অপার অনুগ্রহ বঞ্চিত এক দুখী ব্যাক্তিত্তের কুৎসিত মুখছবি ফুটে উতেছে। ভাল থাকুন, সুন্দর থাকুন ও এই সুন্দর পৃথিবীর রূপ রস অন্তত এক দিনের জন্য ও উপভোগ করুন এই নিরন্তর শুভ কামনায়।
৫৭| ১০ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:০৬
পাঠক১৯৭১ বলেছেন: @লিখেছেন ,
আমার ধারণা, মানুষ হাসিনাকে প্রধানমন্ত্রীর পোস্টে আর দেখতে চাচ্ছে না; যদিও শিবিরের আক্রমণ ঠেকাতে তাকেঁ দরকার হবে; উনি সেটা এডভাইজার পদ থেকে কন্ট্রোল করতে পারেন।
৫৮| ১০ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:১৮
লিখেছেন বলেছেন: পাঠক ভাই, প্রথমেই আমার প্রথম যৌ বনের করা কিছু ভুলের কারণে আপনার ব্লগের পরিবেশ দুষিত হওয়ায় খা চাচ্ছি। আমি রাজনীতির মানুষ না, এগুলো নিয়ে চিন্তা না ক্ রে আমি আমার লেখা লেখির জগতেই থাকাটাকে শ্রেয় মনে করি । পরিশেষে আবার ও দুঃখিত আমার যৌবনের পদ স্খলন এ সৃষ্ট আপদ এর জন্য
৫৯| ১০ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:২১
লিখেছেন বলেছেন: * ক্ষমা
৬০| ১০ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:৪৫
পাঠক১৯৭১ বলেছেন: @ লিখেছেন ,
Never feel guilty, we are blogging here: we talk, argue, joke, concile, reconcile.
৬১| ১০ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:৫৭
লিখেছেন বলেছেন: তাও যখন দেখি ও নিজের সম্পর্কই নিজে কৌতুক করছে, তখন দুঃখ হয় ।। এ আমি কি করেছিলাম । ওর essay কৌতুকটা আসলে ওর নিজের জীবন থেকেই নেয়া । আমি আর লিখতে পারবনা -- আমায় মেহেরবানি ক্রে একা থাকতে দিন
Click This Link
৬২| ১১ ই জানুয়ারি, ২০১৪ রাত ১২:৩১
লিখেছেন বলেছেন: সে লজ্জা পেয়ে তার কৌতুকটা বদলে ফেলেছে -
আমি আপানর অবগতির জন্য তা দিচ্ছি -
( বি দ্র - আমার নাম কিন্তু আবার আবুল নয় - সে নাম বদলে ফেলেছে -)
আবুল এর পোলায়,ইংরেজীতে পুরাই কাচাঁ....! গজামিল দিয়া ইংরেজী মিলায়....! তাই তার পোলা বহু কষ্টে 'MY FRIEND' রচনাটি মুখস্থ করতে না পেরে EXAM HALL এ নকল নিয়ে গেল!
কিন্তু EXAM এ আসলো 'MY FATHER' রচনা.....
এইটা দেইখা উনি চিনতা করলেন, যে রচনা তো রচনা-ই !
FRIEND এর জায়গায় FATHER লাগায়া দিলেই হইব!
তাই উনি লেখা শুরু করলেন:
I am very FATHERly person.
.
.
I have lotz of FATHERS.
.
.
Some of my FATHERS are MALES and some are FEMALES.
.
.
My true FATHER is my NEIGHBOUR.
৬৩| ১১ ই জানুয়ারি, ২০১৪ রাত ১২:৩২
লিখেছেন বলেছেন: আমার চোখে পানি চলে আসছে - আহা হা হা
৬৪| ১১ ই জানুয়ারি, ২০১৪ রাত ১২:৩৩
লিখেছেন বলেছেন: কার ও এক মুহূর্তের সুখ কারও জন্য সারা জীবনের গ্লানি -
৬৫| ১১ ই জানুয়ারি, ২০১৪ রাত ১২:৩৪
লিখেছেন বলেছেন: beginning of the End
---------------------
৬৬| ১১ ই জানুয়ারি, ২০১৪ রাত ১২:৪৩
পাঠক১৯৭১ বলেছেন: @ লিখেছেন ,
আনারুল বিচিত্র ধরণের ব্লগার: মুলত ১৮+ জোকস ( বা পর্ণ জোকস) লিখেন; আবার ধর্মীয় বিষয়ে লেখেন।
রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক বিষয়ে সঠিক কোন ধারণা নেই; কি কারণে খালেদা বেগমের ভক্ত বলা মুশকিল!
৬৭| ১১ ই জানুয়ারি, ২০১৪ রাত ১২:৪৬
লিখেছেন বলেছেন: ওর ছবিটা অনেকেই দেখতে চেয়েছেন - এই যে নিচে
৬৮| ১১ ই জানুয়ারি, ২০১৪ রাত ১২:৫১
লিখেছেন বলেছেন: হ্যাঁ , আপনি জেনে অবাক হবেন - ইন্টারনেটের জগতে সবচেয়ে বেশি পর্ণ অনুসন্ধিত হয় পাকিস্তান থেকে ।
আমি কিছুই শেখাতে পারি নি , এ দায় আমার ও
৬৯| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:৩৪
পাঠক১৯৭১ বলেছেন: @লিখেছেন ,
True.
©somewhere in net ltd.
১|
০৯ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:১৫
পাঠক১৯৭১ বলেছেন: শেখ হাসিনা যদি জাতিকে সাহায্য করতে চায়, উনাকে এডভাইজার হতে হবে: কোন অবস্হায় প্রধানমন্ত্রী হওয়া চলবে না।