নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ডিসেম্বর১৬

ইকোনোমিস্ট

পাঠক১৯৭১

পাঠক১৯৭১

পাঠক১৯৭১ › বিস্তারিত পোস্টঃ

নতুন (সরকার) এর ভয়ে

১৩ ই জানুয়ারি, ২০১৪ রাত ৯:০৩

নতুন সরকার ক্ষমতায় এলে, সব দেশেই জনগণের বড় অংশ নতুন আশা নিয়ে বুক বাঁধে; যদিও সব সময় বড় অংশই আশাহত হয়; এবার বাংলাদেশের নতুন সরকার দেখে ভালো কিছু আশা না করার হাজারো কারণ আছে: সবচেয়ে বড় কারণ হলো 'অশ্চিয়তা': শেখ হাসিনা ও এরশাদ ক্ষমতায়, খালেদা বেগম ক্ষমতার বাহিরে: এটা অবশ্যই ক্ষমতা ও অক্ষতার ভয়ংকর ত্রিভুজ।



এবারের ভোটে কোন নির্বাচনী এজেন্ডা, ইশতেহার কিছু নিয়ে মানুষ মাথা ঘামায়নি, কি ঘোড়ার ডিম আর মুলা ছিল কে জানে: সবাই দেখতেছিল যে নির্বাচনী ষড়যন্ত্র কিভাবে কার্যকরী হচ্ছে, এবং কিভাবে বাধাপ্রাপ্ত হচ্ছে।



যদিও মনে হচ্ছে, শেখ হাসিনা এবারের ভোটে খালেদা বেগমকে পরাজিত করেছে, আসলে জনগণই ভালোভাবে পরাজিত হয়েছে; বড় কথা হলো, খালেদা বেগমের পরাজয়ের বিলও জনগণকে বহন করতে হবে। তবে, খালেদা বেগমের পরাজয়কে জনগণের পরাজয় হিসেবে গণ্য করা ভুল হবে; কারণ খালেদা বেগম জয়ী হলে, জনণের আরো বিরাট পরাজয় ঘটতো: জনগণ আলাদাভবে পরাজিত হয়েছে।



এরশাদ জাতির মনোবল ভেংগে দেয়ার জন্য যথেস্ট; রওশন এরশাদ এর মতো গর্দভ যদি কোন জাতির পার্লামেন্টে গিয়ে বসে, সেই জাতি আজীবন দর্জি ও মুছি হয়ে থাকবে।



পুরো মন্ত্রীসভার মাঝে মন্দের ভালো, অদক্ষ বাংগালী জাতির দক্ষ লোক নাহিদই ভালো লোক। বাকীরা সৃজন ক্ষমতাহীন ও অনেকেই শুধুমাত্র ষড়যন্ত্রকারী। মানুষকে সারাক্ষণ চাপে থাকতে হবে, সরকার যেন তাদের ক্ষতি কম করতে পারে!





মন্তব্য ৩৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৩৮) মন্তব্য লিখুন

১| ১৩ ই জানুয়ারি, ২০১৪ রাত ৯:০৫

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
খালেদা জিয়া দেখি কিছুই করতে পারল না।

২| ১৩ ই জানুয়ারি, ২০১৪ রাত ৯:০৬

পাঠক১৯৭১ বলেছেন: এবারের ভোট ছিল ষড়যন্ত্রকারীর বিরুদ্ধে ষড়যন্ত্রের বিজয়: সুতরাং ভালো কিছু আশা করা যাবে না।

খালেদা বেগম থেকে মুক্তি পাওয়া যাবে, এটাই একমাত্র শান্তবনা।

৩| ১৩ ই জানুয়ারি, ২০১৪ রাত ৯:১২

ইউরো-বাংলা বলেছেন:
বুঝের মানুষের জন্য একটি কার্টুনই যথেষ্ট।

৪| ১৩ ই জানুয়ারি, ২০১৪ রাত ৯:১৩

সাইলেন্স বলেছেন: আমার মনে হচ্ছে এই সরকার ভালো কাজ করতে বাধ্য হবে কারণ তাদের ভিত্তি দূর্বল ভেতরে চাপা অসস্তি আছে যদি পাবলিক ক্ষেপে যায়, দেশের জন্যে সেটা শাপে বর হতে পারে, দেখি কি হয়। আপনার মত কি????

৫| ১৩ ই জানুয়ারি, ২০১৪ রাত ৯:১৫

পাঠক১৯৭১ বলেছেন: @এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা ,



গত ফেব্রুয়ারী মাসে শিবিরের তান্ডবে খালেদা বেগম এর সাপোর্ট দেখার পর, আমি ক্রমাগতভাবে পোস্ট দিচ্ছিলাম যে, খালেদা বেগমের পতন হয়ে গেছে, ও শেখ হাসিনা জয়ী হবে; অনেক হাসিনা-ফ্যান-ব্লগারও বিশ্বাস করতে চায়নি; তবে, বলতো 'আমার মুখে ফুল চন্দন পড়ুক'; তখন আমি এ ব্লগে ছিলাম না।

খালেদার বিচার হবে।

৬| ১৩ ই জানুয়ারি, ২০১৪ রাত ৯:১৮

পাঠক১৯৭১ বলেছেন: @সাইলেন্স ,



২০০৯ সালেও মানুষ আশা করেছিল যে, সামরিক শাসকের লাথে খেয়ে শেখ হাসিনা ও খালেদা বেগম মানুষ হয়েছে! আসলে টা ঘটেনি।

শেখ হাসিনার সৃজন ক্ষমতা নেই; সে ৫০ লাখ লোকের প্রধানমন্ত্রী; সাধারণ মানুষ থেকে বিএনপি ও জামতী নেটারা শেখ হাসিনার সরকার থেকে লাভবান হবে।

৭| ১৩ ই জানুয়ারি, ২০১৪ রাত ৯:২১

পাঠক১৯৭১ বলেছেন: @ইউরো-বাংলা ,



হ্যাঁ, কার্টুনটা সুন্দরভাবে গত নির্বাচনকে প্রকাশ করেছে।

তবে, এরশাদকে ভুল জায়গায় দেখায়েছে; তারেক হেরেমে বা ভায়াগ্রা ফ্যাক্টরীর সামনে দেখালে ভালো হতো।

৮| ১৩ ই জানুয়ারি, ২০১৪ রাত ৯:২১

মুচি বলেছেন: ঐ মুচি বলে কি আমরা মানুষ না??? সাবধান।

৯| ১৩ ই জানুয়ারি, ২০১৪ রাত ৯:২৩

সাইলেন্স বলেছেন: আমরা কি তবে চিরকাল দূর্ভাগাই থেকে যাবো সঠিক নেতৃত্বের অভাবে??

১০| ১৩ ই জানুয়ারি, ২০১৪ রাত ৯:২৬

পাঠক১৯৭১ বলেছেন: @মুচি ,




দর্জিরা সবার জন্য ভালো কাপড় বানায়, নিজে খালিগায়ে থাকে; মুচিরাও খালি পায়ে হাঁটে: এটা অর্থনীতির দিক থেকে বলা হচ্ছে!

১১| ১৩ ই জানুয়ারি, ২০১৪ রাত ৯:২৯

পাঠক১৯৭১ বলেছেন: @সাইলেন্স ,



শেখ হাসিনা হয়তো ভালো কিছু করতে চাইবে; কিন্ত উনার 'ভালো' বর্তমান পৃথিবীর জন্য 'অপর্যাপ্ত': কারণ উনার সৃজন ক্ষমতা নেই, মুহিতে সৃজন ক্ষমতা নেই!

অর্থনীতিই সব।

১২| ১৩ ই জানুয়ারি, ২০১৪ রাত ১১:৪৬

েফরারী এই মনটা আমার বলেছেন: ধর্ম যার যার উৎসব সবার!!!এই মতবাদের প্রবক্তারা আজ কোথায়?আসুন সবাই পবিত্র ঈদে মীলাদুন নবী ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পালন করি।
Click This Link

১৩| ১৪ ই জানুয়ারি, ২০১৪ রাত ১২:০০

পাঠক১৯৭১ বলেছেন: @েফরারী এই মনটা আমার ,




এই উপল্ক্ষে মেজবান (চট্টগ্রামী স্টাইল) হলো গতকাল রাতে!

১৪| ১৪ ই জানুয়ারি, ২০১৪ রাত ১২:০৫

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
আপনি ব্রুকলীন থাকেন তাই না? আই ন্যু ইট। অনাধিকার চর্চা করলাম, দুঃখিত। কমেন্ট ডিলিট করে দিতে পারেন।

১৫| ১৪ ই জানুয়ারি, ২০১৪ রাত ১২:১৬

পাঠক১৯৭১ বলেছেন: @এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা ,




হ্যাঁ, কমেন্ট থাক, অসুবিধা নেই।

১৬| ১৪ ই জানুয়ারি, ২০১৪ রাত ১২:২৫

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
আমি মনে হয় আপনাকে চিনি :-&

১৭| ১৪ ই জানুয়ারি, ২০১৪ রাত ১২:২৯

পাঠক১৯৭১ বলেছেন: @এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা ,



Really interesting, let me hear it why you think so!

১৮| ১৪ ই জানুয়ারি, ২০১৪ রাত ১:০০

পাঠক১৯৭১ বলেছেন: @এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা ,




একটু হিন্টস দিলে আমি বুঝতে পারবো, আসলে কি আপনি আমাকে চেনেন!

১৯| ১৪ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১১:২৪

ইখতামিন বলেছেন:
আপনি এখনও পড়াশোনা করছেন?

আমিও একটু অনাধিকার চর্চা করার সাহস করলাম।
কমেন্টটা ইচ্ছে করলে ডিলিট করে দিতে পারেন।

১৪ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:০৭

পাঠক১৯৭১ বলেছেন: পড়াশানা করছি।

কমেন্ট মুছার দরকার নেই!

২০| ১৪ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:৩৮

ইখতামিন বলেছেন:
তাহলে মনে হয় আমিও আপনাকে চিনতে পেরেছি। :)

২১| ১৪ ই জানুয়ারি, ২০১৪ রাত ৮:৫১

পাঠক১৯৭১ বলেছেন: মানুষ মানুষকে জানতে চায়, আমাকে চিনলে ভালো; আপনাকেও যেন চিনতে পারি!

২২| ১৪ ই জানুয়ারি, ২০১৪ রাত ৯:৩৫

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
কোনো হিন্টস দিব না। চেনা, না চেনা কোনো ব্যাপার না।

@ইখতামিন, আপনি চিনেন না।

২৩| ১৪ ই জানুয়ারি, ২০১৪ রাত ৯:৪৫

পাঠক১৯৭১ বলেছেন: @এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা ,



OK, no problem.

২৪| ১৪ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:১৪

ইখতামিন বলেছেন:
ওহ.. তাহলে বোধ হয় অন্য কেউ..
....

২৫| ১৫ ই জানুয়ারি, ২০১৪ রাত ১২:৪৯

পাঠক১৯৭১ বলেছেন: ওকে,

সামু বলছে, আমার পোস্ট আর ১ম পেইজে প্রকাশ হবে না, সুতরাং আগের মতো আর ব্লগিং হবে না হয়তো; সভার জন্য শুভেচ্ছা রলো!

-পাঠক১৯৭১

২৬| ১৫ ই জানুয়ারি, ২০১৪ রাত ২:৫৮

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
সো স্যাড। প্লি ডোন্ট গেট ডিজঅ্যাপোয়েন্টেড।

আপনাকে কি ওয়াচে নেয়া হয়েছে?

অন্যদের পোষ্টে কমেন্ট দিতে পারছেন?

২৭| ১৫ ই জানুয়ারি, ২০১৪ রাত ৩:৩৩

পাঠক১৯৭১ বলেছেন: @এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা ,


Yes, I am under watch from now on; I still can comment ; so, I will be OK. Simply, difficult to understand the Blog authorities!

২৮| ১৫ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১১:৫৪

ইখতামিন বলেছেন:
খবরটা ভালো লাগলো না।

ভালো থাকুন।
শুভ কামনা রইলো।

২৯| ১৫ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ২:১০

গ্রীনলাভার বলেছেন: ভাই কতগুলা ক্লাসিকেল পর্নো স্টোরি লিখে ফেলেন, ম*দের ভাল লাগবে। ;) ;) ;) দেখেন সেইফ হতে পারেন কিনা.....

৩০| ১৫ ই জানুয়ারি, ২০১৪ রাত ৮:৪৬

পাঠক১৯৭১ বলেছেন: @গ্রীনলাভার ,



আমি যদি পর্ণ টাইপের কিছু লিখি, হয়তো বাংলাদেশে অশিক্ষত থাকবে না: ামার লেখা পরার জন্য বুড়োরাও বাংলা শিখে নিবে।

৩১| ১৫ ই জানুয়ারি, ২০১৪ রাত ৮:৪৭

পাঠক১৯৭১ বলেছেন: @ইখতামিন ,



ওকে, সময়ের সাথে সবকিছু বদলায়

৩২| ১৬ ই জানুয়ারি, ২০১৪ রাত ১২:২৭

মুচি বলেছেন: আল্লাহ আমারে খালি পায়ে রাখে নাই, সব মুচি খালি পায়ে হাঁটে না ভাই।

তবে আজকাল সব জেলে কিন্তু না খেয়ে থাকে না, তাহারা আমাদের না খাইয়ে রাখবে।

আপনার স্ট্যাটাস এর ডিমোশন হইছে !! শুনে ভাই কষ্ট লাগলো।

৩৩| ১৬ ই জানুয়ারি, ২০১৪ রাত ১:৩১

পাঠক১৯৭১ বলেছেন: @ মুচি ,



I am happy for the tailors & cobblers are doing better; but people are facing financial problems in the country.


Yes, SAMU put me under watch, thats OK.

৩৪| ১৬ ই জানুয়ারি, ২০১৪ রাত ১:৫৩

মোঃ আনারুল ইসলাম বলেছেন: @পাঠক১৯৭১ আপনার পোস্ট প্রথম পাতায় যাচ্ছে না ?? খুব দুঃখ পেলাম।

আসলে আপনার বিরোধীতা করতে করতে কখন যে আপনার পোস্টের একজন নিয়মিত পাঠক হয়ে ছিলাম বলতে পারব না।

আমি অত্যন্ত দুঃখিত।। :( :(

৩৫| ১৬ ই জানুয়ারি, ২০১৪ রাত ১:৫৬

মোঃ আনারুল ইসলাম বলেছেন: এজন্যই আজকে আপনার লিখা একটাও দেখলাম না??

Sorry bro..

৩৬| ১৬ ই জানুয়ারি, ২০১৪ রাত ২:১৯

পাঠক১৯৭১ বলেছেন: @মোঃ আনারুল ইসলাম ,



Thats OK, let me hang around for sometimes!

৩৭| ১৬ ই জানুয়ারি, ২০১৪ রাত ২:২১

পাঠক১৯৭১ বলেছেন: @মোঃ আনারুল ইসলাম ,



Yes, its not published on the main page; anyway, I will get more time to read, not bad!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.