![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শেখ হাসিনা ৫ বছর থাকার জন্য সরকার গঠন করেছেন, ৫ বছর থাকার জন্য রাজনীতি, ষড়যন্ত্র ও সর্বশেষে শক্তি প্রয়োগ করবেন। হাসিনার সুবিধা হলো যে, রাবনের মতো উনার ১০টা মুখ: কখন কি বলছে, কখন কি করছে, ক্ষুদ্র মস্তিস্কের বাংগালীদের জন্য সবকিছুকে প্রসেসিং করে, আসলে কি হচ্ছে বের করা সহজ ব্যাপার নয়: যেসব বাংগালীরা 'প্যারালাল বা গ্রিড কম্প্যুটিং' এ অভ্যস্ত, তারা হয়তো শেখ হাসিনার কিছু পদক্ষেপকে অগ্রিম কিছুটা অনুমান করতে সক্ষম হবেন।
উনি যখন বলেছেন, কারো কাছে মাথা নত করবেন না: তার অর্থ পরিস্কার, আগামী ভোট ঠিক সময়ে হবে ২০১৮ সালে। আমার ধারণা, সেই ভোটে বিএনপি জয়ী হতে পারবে না।
শেখ হাসিনা যদিও উনার বাবাকে কোনক্রমে অনুসরণ করেন না, ইতিহাস ও সময় এমন পরিবেশ সৃস্ট করেছে যে, মনে হয়, শেখ হাসিনা উনার বাবার সময়ে ও স্হানে ফিরে গেছেন। শেখ হাসিনা ঐক্যমতের সরকার গঠন করেছেন, বাহিরে রয়েছে বিএনপি; উনার বাবা ঐক্যমতের সরকার গঠন করেছিলেন, বাহিরে ছিল জাসদ। উনার বাবার মৃত্যু যখন হচ্ছিল, এরশাদ জানতো; এবারও যদি কিছু ঘটে এরশাদ জানবে।
বাংলাদেশ মিলিটারীতে জিয়া, এরশাদ, মইনুলরা যে নেই ব্যাপার তা নয়; শুধু পরিস্হিতে অনুকুলে নয় বলে অনেক জিয়া, এরশাদ ও মিনুলরা চুপ করে আছে।
জামাতী ও বিএনপি লবিস্টরা সময়ের সাথে চুপ করে যাবে: সেদিক থেকে শেখ হাসিনার কোন বিপদ আসবে না: বিপদ আসবে মানুষে পক্ষ থেকে: মানুষ যদি বেকার থাকে, তারা ক্ষেপে যাবে; মানুষকে ব্যস্ত রাখার একমাত্র উপায় হলো অর্থনীতিতে আমুল পরিবর্তন আনা ও মানুষকে ভালোবাসা। শেখ হাসিনা ২০০৯ সালে এক বিরাট সুযোগ পেয়েছিলেন জাতির উন্নয়ন করে ইতিহাসে যাওয়ার, সেই সুযোগ হেলায় হারায়েছেন; এবার ২০০৯ সালের মত জনপ্রিয়তা নেই উনার, আছে জনপ্রিয়হীনতা।
সবকিছুর পরও, মনে হচ্ছে, শেখ হাসিনার সরকার ৫ বছর টিকবে; কারণ বিএনপি আগামী ভোটেও জয়ী হতে পারবে না।
২| ১৪ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:০৪
সাইলেন্স বলেছেন: আশাকরি উনি উনার বাবার মত তাকে সরানোর সকল গনতান্ত্রিক পদ্ধতি/উপায় গুলো বন্ধ করে দিবেন না, একমাত্র ক্ষমতার লোভে অন্ধরা সেটা করে।
৩| ১৪ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:১০
পাঠক১৯৭১ বলেছেন: @সাইলেন্স ,
আমি উনার বাবার সময়ের শিক্ষত সাক্ষী: উনার বাবা গণতন্ত্র সঠিক রেখাছিলেন; পিন্টু বা হাজী সেলিমকে ভোট দিটে না পেরে যারা গণতন্ত্রের দ্বারা গর্ভ ধারণ করেন, তারা শেখ সাহেবকে বুঝতে পারেনি।
গণতন্ত্র সঠিক ছিল, ১৯৭৩ সালে ভোট হয়েছিল, ১৯৭৮ সালেও হতো: কোন অসুবিধা হওয়ার কথা ছিল না: উনাকে হতয়া করেছে 'সমাজতন্ত্র' প্রতিস্ঠা করার পদক্ষেপ নেয়ার জন্য; ভুল থেকে বের হওয়ার চেস্টা করুন।
৪| ১৪ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:১১
ইখতামিন বলেছেন:
শেখ হাসিনার সরকার খুব সহজেই আগামী ৫ বছর টিকে থাকবে।
৫| ১৪ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:১৩
ইখতামিন বলেছেন:
আর বিএনপি আগামী কয়েক নির্বাচনে সরকারে আসার সম্ভাবনা খুবই কম।
৬| ১৪ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:১৫
পাঠক১৯৭১ বলেছেন: @ইখতামিন,
সঠিক, আমিও ভাবছি যে শেখ হাসিনার সরকার ৫ বছর থাকবে।
তবে, উনাকে হতয়ার প্রচেস্টা অব্যাহত থাকবে। জিয়া ১৮ বার টিকেছিল,
৭| ১৪ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:১৬
আহলান বলেছেন: না টেকার কোন সম্ভাবনা এখনো দেখা যাচ্ছে না ....
৮| ১৪ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:১৬
পাঠক১৯৭১ বলেছেন: @ইখতামিন ,
বিএনপি যে পথে গেছে, সেই পথ থেকে ফেরার পথ নেই!
৯| ১৪ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:১৮
পাঠক১৯৭১ বলেছেন: @আহলান ,
মানুষ বোমা হাতে জামাত-শিবিরকে নতুন করে চিনেছে, '৭১ এ এদের আগের জেনারেশন রাইফেল হাতে কি করেছে, অনুমান করতে পেরেছে; তাই শেখ হাসিনাকে তাড়াতে চাইবে না সহজে।
১০| ১৪ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:২৪
মোমের মানুষ বলেছেন: শেখ হাসিনার সরকার বারবার দরকার
১১| ১৪ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:৩৩
পাঠক১৯৭১ বলেছেন:
@মোমের মানুষ ,
যেভাবে গতবার ৫ বছর ব্যয় করেছে, এভাবে এবার চেস্টা করলে খবর আছে! উনি বাংগালীদের জন্য উল্লেকঃযোগ্য কিছু করেননি: যা করছেন এটা গড্ডালিকা, এরশাদ বা জিয়া ের থেকে ভালো করতে পারতো, মনে হয়!
১২| ১৪ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:৩৫
মোঃ আনারুল ইসলাম বলেছেন: এ সরকার অবৈধ, অসাংবিধানিক ও অগ্রহণযোগ্য
১৩| ১৪ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:৩৯
পাঠক১৯৭১ বলেছেন: @মোঃ আনারুল ইসলাম ,
ড: কামাল হোসেন কি তাই বলেছেন?
খালেদা বেগমের উক্তিকে গ্রহন করলে নিজেই বেকুবদের দলে চলে যাবেন।
অস্বাভাবিক গণতান্ত্রিক নির্বাচন হয়েছে, তাতে সন্দেহ নেই!
১৪| ১৪ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:৫১
সাধারণ মুসলমান বলেছেন: এইটা আল্লাহ ছাড়া আর কারও পক্ষেই বলা সম্ভব না। এইসব চিন্তা বাদ দিয়া চলেন ভাত খাই। তবে এভাবে মানুষকে 'দাবায়ে' রাখা যায় নাই কখনো।
১৫| ১৪ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:৫৪
মোঃ আনারুল ইসলাম বলেছেন: আপনার অবস্থা বিচার মানি কিন্তু তালগাছ আমার
১৬| ১৪ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:৫৭
পাঠক১৯৭১ বলেছেন: @সাধারণ মুসলমান ,
মানুষকে দাবায়ে রেখেছিল জিয়া, এরশাদ; এখন দাবায়ে রাখছে শেখ হাসিনা ও খালেদা বেগম।
সমসয়া হচ্ছে যে, মানুষ নিজের জন্য কিছু করতে চাহে না: মানউষ শেখ হাসিনা ও খালেদার জন্য প্রাণও দিচ্ছে, এত ইডিয়ট বিশ্ব আর কোঠায় আছে?
১৭| ১৪ ই জানুয়ারি, ২০১৪ রাত ১১:০০
পাঠক১৯৭১ বলেছেন: @মোঃ আনারুল ইসলাম ,
আপনার কথায় মনে হচ্ছে যে, ক্ষমটায় আমি, শেখ হাসিনা নয়; আমি শেখ হাসিনার ক্ষমতা, বুদ্ধি, ষড়যন্ত্র ও শক্তিকে বুঝে কিছু কথা বলছি; উনাকে আমি ভোট দেইনি, বা উনাকে ক্সমটায় রাখার ক্ষমটা আমার নেই; আমি দেখছি যে, উনি কিভাবে থাকতে পারে, কত সময় থাকতে পারে; তালগাছ হোক বা মান্দার গাছ হো সেটা উনাদের!
১৮| ১৫ ই জানুয়ারি, ২০১৪ রাত ১২:৩০
পিচ্চি পোলা বলেছেন: ৫ বছর।
১৯| ১৫ ই জানুয়ারি, ২০১৪ রাত ১২:৪৩
পাঠক১৯৭১ বলেছেন: @ পিচ্চি পোলা ,
এটা সঠিক যে, ৫ বছরের বিএনপি হয়তো হাসিনাকে চ্যালেন্জ করতে পারবে না।
তবে, সে যে রকম কম জনপ্রিয়তা নিয়ে সেখানে গেছে, তা ভালো নয়; এবং তিনি সেটা আরও কমিয়ে আনবেন নিজেই!
২০| ১৫ ই জানুয়ারি, ২০১৪ রাত ১২:৪৮
পাঠক১৯৭১ বলেছেন: ওকে,
সামু বলছে, আমার পোস্ট আর ১ম পেইজে প্রকাশ হবে না, সুতরাং আগের মতো আর ব্লগিং হবে না হয়তো; সভার জন্য শুভেচ্ছা রলো!
-পাঠক১৯৭১
২১| ১৫ ই জানুয়ারি, ২০১৪ সকাল ৭:৩২
সাইলেন্স বলেছেন: এটা মারাত্বক অন্যায়, আপনাকে কোন কারনে ওয়াচে নিয়েছে সেটা কি বলেছে???
২২| ১৫ ই জানুয়ারি, ২০১৪ সকাল ৭:৩৭
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
আপনি সরকার নিয়ে কথা বলেন, মডুরা কি এই ভয় পায়?
২৩| ১৫ ই জানুয়ারি, ২০১৪ রাত ৮:৪০
পাঠক১৯৭১ বলেছেন: @এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা ,
মড়ুরা নিশ্চয় আমেরিকান নয়, উনারাও বাংগালী; আমি নিজেও বাংগালী; '৭১ সালে বাংগালীরা একবার সামান্য সময়ের জন্য মানুষ হয়েছিল।
২৪| ১৫ ই জানুয়ারি, ২০১৪ রাত ৮:৪২
পাঠক১৯৭১ বলেছেন: @সাইলেন্স ,
লিখেছে নিয়ম ভংগের জন্য; কোনটা নিয়ম, কোনটা অনিয়ম সেটা উনারাই জানেন; আমি বিশ্বের ব্লগিং মেনে চলি ।
২৫| ১৫ ই জানুয়ারি, ২০১৪ রাত ৮:৪৮
সাইলেন্স বলেছেন: মতের ভিন্নতা থাকতে পারে তবে আপনার সমসাময়িক বিশ্লেষণ আমার ভালো লাগতো। কি বা করতে পারবো আপনার জন্য কেবল অনুরোধ করবো কয়েকটা দিন অপেক্ষা করে দেখেন চলে যাবার সিদ্ধান্ত নিয়েন না।
শুভ কামনা রইল, দ্রুত প্রথম পাতায় ফিরে আসবেন আশা করি।
২৬| ১৫ ই জানুয়ারি, ২০১৪ রাত ৯:২২
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
আপনার কমেন্ট নিয়ে উনাদের প্রবলেম, কিন্তু আপনার পোষ্ট বন্ধ করল কেন।
আপনাকে তো আগেই বলেছিলাম, পোষ্টের অশ্লীল কমেন্ট ডিলিট করেন।
২৭| ১৫ ই জানুয়ারি, ২০১৪ রাত ৯:২৮
লিখেছেন বলেছেন: ঠিক - স্বর্ণা বরাবরের মতই অত্যন্ত সুচিন্তিত মতামত দিয়েছে । আপনার আমলে নেয়া উচিত
২৮| ১৫ ই জানুয়ারি, ২০১৪ রাত ৯:৩১
nurul amin বলেছেন: লেখক সব জায়গায় পাকনামি করতে গিয়ে ধরা খাইছেন
২৯| ১৫ ই জানুয়ারি, ২০১৪ রাত ৯:৩১
পাঠক১৯৭১ বলেছেন: @এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা ,
You was right; but I thought that those were the comments from our active bloggers: and it is the reality in our blogging. Its Ok, I am not lost!
৩০| ১৫ ই জানুয়ারি, ২০১৪ রাত ৯:৩৬
পাঠক১৯৭১ বলেছেন: @nurul amin ,
I have benn put under watch for my posts and comments; I have my way.
People like you have no say; so, you will survive always like the ants.
৩১| ১৮ ই জানুয়ারি, ২০১৪ রাত ১:১৬
HHH বলেছেন: বালের পোষ্ট।
আপনি কি টয়লেট ক্লীনার? মাথায় তো দেখি টয়লেট ছাড়া আর কিছু নাই
৩২| ১৮ ই জানুয়ারি, ২০১৪ রাত ১:৪৪
পাঠক১৯৭১ বলেছেন: @HHH ,
Because people like you exist in BD, Sheikh Hasina was bound to keep Khaleda out of election.
৩৩| ১৮ ই জানুয়ারি, ২০১৪ রাত ১:৪৭
পাঠক১৯৭১ বলেছেন: @HHH ,
A donkey could be a better blogger than you, dummy; below is the shitty blogging record of you:
পোস্ট করেছেন: ৯টি
মন্তব্য করেছেন: ৪৯৭টি
মন্তব্য পেয়েছেন: ৪০টি
ব্লগ লিখেছেন: ৯ মাস ৩ সপ্তাহ
ব্লগটি মোট ৫৭৫ বার দেখা হয়েছে
৩৪| ১৮ ই জানুয়ারি, ২০১৪ রাত ১:৫২
HHH বলেছেন: আমার বাসার টয়লেটটা ক্লীন করে দিতে কত নিবেন?
আমার চাকর-বাকরদের একটা টয়লেট আছে, ওটাও ক্লীন করতে হবে, তবে সেটার টাকা চাকরদের সাথে মিটিয়ে নিবেন।
ওকে? পাঠক১৯৭১?
৩৫| ১৮ ই জানুয়ারি, ২০১৪ রাত ২:০০
পাঠক১৯৭১ বলেছেন: @HHH ,
If your wife is pretty, I will do it free; else do it yourself.
৩৬| ১৮ ই জানুয়ারি, ২০১৪ রাত ২:০৭
HHH বলেছেন: পাঠক১৯৭১
কেন, তোমার নিজের স্ত্রী কি তোমার পাশের বাড়ির মালিকের ড্রাইভারের সাথে ভেগে গেছে?
প্রব্লেম নাই। আমার চাকর-বাকরের মাঝে কিছু গৃহপরিচারিকাও আছে। চাইলে তুমি ওদের সংগ পাবার আবেদন করতে পারো। তবে টয়লেট ক্লীন ঠিক মত না করতে পারলে রিজেক্ট করা হবে।
তোমার অবগতির জন্য জানাচ্ছি, আমি অবিবাহিত ।
৩৭| ১৮ ই জানুয়ারি, ২০১৪ রাত ২:৫৩
পাঠক১৯৭১ বলেছেন: @HHH,
Hey low brain, I just said that your wife have to be pretty, nothing much!
You see, you have all kinds of problems of understandings: people like to have pretty wives.
You are still unmarried? No wonder, you have a low brain!
৩৮| ১৮ ই জানুয়ারি, ২০১৪ রাত ৩:০৯
নষ্ট ছেলে বলেছেন: শেখ হাসিনার সামনে বড় চ্যালেঞ্জ হচ্ছে পশ্চিমাদের সন্তুষ্ট করা। কিন্তু সেটা করতে গেলে আবার ভারত অখুশি হবে। পশ্চিমাদের সন্তুষ্ট করার ক্ষেত্রে শেখ হাসিনা খুব বেশি কিছু করছে বলে মনে হয় না।
আইএমএফ, ওয়ার্ল্ড ব্যাংক এই দুই অস্ত্র দিয়ে পশ্চিমারা বাংলাদেশ অচল করে দিতে পারে।
৩৯| ১৮ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১০:৪৪
পাঠক১৯৭১ বলেছেন: শেখ হাসিনার লোকেরা যদি চুরি না করে, কেহ বাংলাদেশকে বিপদে ফেলতে পারবে না
৪০| ১৮ ই জানুয়ারি, ২০১৪ রাত ১১:০৩
HHH বলেছেন: আমার মাথায় লো হোক আর হাই হোক, ব্রেইন তো আছে।
তোমার মত ছাগলের মাথায় আমার কমোডের নিচে জমে থাকা কিছু মানব বিষ্ঠা ছাড়া আর কিছুই নাই। তোমার কাজ হল ব্লগে এসে সবাইকে বিনোদন দেওয়া। তোমার পোষ্ট নিয়া সবাই যে হাসাহাসি করে এটা কি তুমি বুঝ?
আবাল কোথাকার!
সাদা চামড়াদের টয়লেট ছাফ ছাড়া আর কিছু কি জীবনে করছো?
৪১| ১৯ শে জানুয়ারি, ২০১৪ রাত ২:৩৪
পাঠক১৯৭১ বলেছেন: @HHH ,
আমি কি করি, আপনি কি করেন, এসবের খবর রাখা কঠিন কাজ; এটা ঠিক যে, আমি কি লিখি তা আপনি পড়েন; আপনিও এমন কিছু লিখুন, যা আমি পড়বো ও অন্য ব্লগারেরা পড়বেন।
©somewhere in net ltd.
১|
১৪ ই জানুয়ারি, ২০১৪ রাত ৯:২৬
পাঠক১৯৭১ বলেছেন: শেখ হাসিনার সরকার ৫ বছর টিকবে, মাঝখানে নির্বাচন দিলে বিএনপি জয়ী হওয়ার সম্ভাবনা নেই!
শেখ হাসিনা যদি মানুষকে ভালোবেসে অর্থনীতি পরিবর্তন আনে, বিএনপি'র কথা মানুষ ক্রমে ভুলে যাবে।