![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শেখ হাসিনার জন্য সুসংবাদ যে, খালেদা বেগম কোনদিন জামাত ছাড়তে পারবে না: জামাত ছাড়ার আগেই খালেদা বেগমকে রাজনীতি থেকে বিদায় নিতে হবে। জেনারেল জিয়ার বিএনপি'র সাথে খালেদার কোন মিল ছিল না: ঐতিহাসিক কারণে খালেদা বেগম জামাতীদের পক্ষে, তথা পাকিস্তানের পক্ষে ছিলেন; কিন্তু জেনারেল জিয়ার মৃত্যু উনাকে জিয়ার পার্টিতে নিয়ে আসে ও মাথায় বসিয়ে দেয়। জেনারেল জিয়ার মৃতয়ুর পর, জেনারেলের পার্টির উদ্দেশ্য ও আদর্শ একদিনে বদলে যায়: বিএনপি হঠাৎ করে অনেকের পার্টি হয়ে যায়; আগে ছিল জেনারেল জিয়ার পার্টি: জিয়া নিজেই ছিলেন আদর্শ, জিয়া নিজেই ছিলেন পার্টি; বাকীরা ছিলেন উজির, নাজির।
যদি অসম্ভব কিছু ঘটে, আসলে খালেদা বেগম জামাতকে ছেড়ে দেয়, কোন বাংগালী তা বিশ্বাস করবে না: জামতীরাও বিশ্বাস করবে না; সুতরাং, শেখ হাসিনা আজীবন বলতে পারবেন, "রাজনীতি করতে হলে, জামাত ছাড়ুন"। খালেদার পক্ষে কোনভাবে প্রমাণ করা সম্ভব হবে না যে, খালেদা বেগম জামাত ছেড়েছেন। খালেদা বেগমের গত কালের মিটিং এ জামাত নাকি যায়নি! খালেদা বেগমের মিটিং এ মন্চে জামাত না বসলেই কাজ হয়ে গেলো: জামাত নেই!
জামাত বিহীন বিএনপি বলতে আর কিছু নেই, জামত বিএনপি'কে গিলে ফেলেছে; শেখ হাসিনা বরং জামাতকে বলতে পারে, "বিএনপি'কে ফেরত দাও"।
বিএনপি'তে যারা আছে, তারা বাংলাদেশে বিশ্বাস করে: তবে, তারা মুক্তিযু্দ্ধের স্বপ্নে বিশ্বাস করে না: ওরা পাকিস্তানের মতো বাংলাদেশে বিশ্বাস করে।
আওয়ামী লীগ বিশ্বাস করে যে, মুক্তিযুদ্ধের ফলে বাংলাদেশের উদয় হয়েছে; বাংলাদেরশ পাকিস্তানের মত হবে না: পাকিস্তান থেকে ভালো হবে কোন একদিন। শেখ হাসিনা বিশ্বাস করেন যে, শেখ সাহেব বাংলাদেশ চেয়েছিলেন, সেজন্য মুক্তিযু্দ্ধ হয়েছে: আলাদা দেশ করতে হলে যুদ্ধ হয়; যুদ্ধে মানুষ মরে, এটাই নিয়ম; এর বাইরে কিছু আছে বলে উনার ধারণা থাকার কথা নয়!
২| ২২ শে জানুয়ারি, ২০১৪ রাত ১২:৪১
অন্তরন্তর বলেছেন:
আপনার লিখার সাথে অনেকাংশে সহমত।
আপনার পোস্ট প্রথম পাতায় যাচ্ছে না শুনে একটু
খারাপ লাগল। যারা আপনার বিরুদ্ধে রিপোর্ট করেছিল
আমার জানামতে শুধু আপনার অন্য ব্লগারদের পোস্টে
বিরূপ মন্তব্য করার জন্য। কিন্তু তাই বলে সামু আপনার
প্রথম পাতার এক্সেস বন্ধ করল কেন বুঝলাম না।
কত ব্লগারদের নোংরামি, গালাগালি আরও কত বাজে
কাজকারবার দেখার পরও তাদের বিরুদ্ধে কোন পদক্ষেপ
নিতে দেখলাম না। মনে হয় কেও ওইসকল ব্লগারদের
বিরুদ্ধে রিপোর্ট করে নি।
শুভ কামনা সবসময়।
৩| ২২ শে জানুয়ারি, ২০১৪ রাত ১:০৬
পাঠক১৯৭১ বলেছেন: @ অন্তরন্তর ,
যথাসম্ভব, আমার কিছু সমস্যা আছে, যা আমার নিজের চোখে ধরা পড়ে না: আমি কারো পোস্টে 'বিরূপ' মন্তব্য করতে চাই না; পড়ার পর, যা মাথায় আসে তাই লিখি, বদলাতে চাই না; এতে সমস্যা হচ্ছে।
যাক, সামু তাদের ব্যবসার জন্য যা ভালো মনে করে তাই করুক।
৪| ২২ শে জানুয়ারি, ২০১৪ রাত ১:১৪
অন্তরন্তর বলেছেন:
আশা করি সমস্যার দ্রুত অবসান হবে।
আপনার জন্য শুভ কামনা।
৫| ২২ শে জানুয়ারি, ২০১৪ রাত ১:২৭
পাঠক১৯৭১ বলেছেন:
@অন্তরন্তর ,
Good Wishes for you too.
৬| ২২ শে জানুয়ারি, ২০১৪ সকাল ১০:১৭
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
ইউ আর ইম্প্রুভিং।
৭| ২২ শে জানুয়ারি, ২০১৪ সকাল ১০:৪০
সাইলেন্স বলেছেন: বি এন পির হয় জামাতকে ছেড়ে দিতে হবে অথবা রাজনীতি....দেখা যাক কোনটা ছাড়।
পোস্টের কিছু বিষয়ে বিনয়ের সাথে দ্বিমত পোষণ করছি।আপনি জ্ঞানী মানুষ নিশ্চয় বুঝবেন।
৮| ২২ শে জানুয়ারি, ২০১৪ সকাল ১০:৫৮
বিষন্ন পথিক বলেছেন: ভালো পর্যবেক্ষন
৯| ২২ শে জানুয়ারি, ২০১৪ রাত ৯:১২
পাঠক১৯৭১ বলেছেন: @এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা ,
আমার ইমপ্রুভমেন্ট দরকার: এখন সব ব্লগ থেকে আউট: একদিক থেকে ভালো হয়েছে।
১০| ২২ শে জানুয়ারি, ২০১৪ রাত ৯:১৫
পাঠক১৯৭১ বলেছেন: @ বিষন্ন পথিক ,
আসলে শেখ হাসিনা যায়গা দখল করাতে খালেদা বেগম ক্ষমতা নিতে পারেনি।
জাতি কিন্তু ডুবছে।
১১| ২২ শে জানুয়ারি, ২০১৪ রাত ৯:১৯
পাঠক১৯৭১ বলেছেন: @সাইলেন্স ,
এক জনের চেয়ে ২ জনের ভাবনা সব সময় ভালো হয়, এমন কি ২ জনের ভাবনা যদিও পুরোটা না মিলে।
আমরা কেহ নিশ্চয় সম্পুর্ণতার কাছেও নই; তবুও আমাদের অনেকের ভাবনার মুল অংশের মাঝে মিল থাকবে।
১২| ২৩ শে জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:৫৪
মুনেম আহমেদ বলেছেন: হাউকাউ
১৩| ২৩ শে জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:২৯
একজন ঘূণপোকা বলেছেন: আপনে রিপ্লাই অপশনে রিপ্লাই করেন। কমেন্ট অপশনে কেন????
১৪| ২৩ শে জানুয়ারি, ২০১৪ রাত ৮:৫২
পাঠক১৯৭১ বলেছেন: @ মুনেম আহমেদ ,
Be with me, be somebody!
১৫| ২৩ শে জানুয়ারি, ২০১৪ রাত ৮:৫৪
পাঠক১৯৭১ বলেছেন: @ একজন ঘূণপোকা ,
Did not understand what you are talking about?
১৬| ২৩ শে জানুয়ারি, ২০১৪ রাত ৯:৩১
HHH বলেছেন: ্বালের পোষ্ট
১৭| ২৩ শে জানুয়ারি, ২০১৪ রাত ১০:১৫
পাঠক১৯৭১ বলেছেন: @HHH ,
আপনার বুঝার ক্ষমতা ক্রমেই বাড়ছে, আপনার বিবর্তন হচ্ছে; যথাসম্ভব, একদিন আপনি ডারুইনকে ভুল প্রমাণ করবেন যে, একালেও বানর থেকে মানুষ হচ্ছে!
১৮| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১:৫১
পাঠক১৯৭১ বলেছেন: Khaleda is not a factor anymore!
©somewhere in net ltd.
১|
২১ শে জানুয়ারি, ২০১৪ রাত ১০:৪০
পাঠক১৯৭১ বলেছেন: আমার পোস্টগুলো সামনের পাতায় প্রকাশিত হচ্ছে না: কেহ এখানে এসে পড়লে কোন কারণে, পড়ে দেখতে পারেন!