নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ডিসেম্বর১৬

ইকোনোমিস্ট

পাঠক১৯৭১

পাঠক১৯৭১

পাঠক১৯৭১ › বিস্তারিত পোস্টঃ

" দুঃখিত, আপনার এখানে মন্তব্য করার অনুমতি নেই । "

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:৪৪

"দুঃখিত, আপনার এখানে মন্তব্য করার অনুমতি নেই ", অনেক পোস্টে কমেন্ট করতে গিয়ে আজকাল আমি এ বাক্যটি দেখছি; কিছুটা অভ্যস্ত হলেও, আমি খুশী নই। বাংলাদেশের তরুণরা তাদের সমবয়সী অন্য দেশের তরুণদের চেয়ে হাজারগুণে পেছনে পড়ে আছে: পড়ালেখায়, আচারে-ব্যবহারে, কাজে কর্মে, খেলাধুলায়, দায়িত্ব-কর্তব্যে; এখন দেখছি, সবকইছুর মতো ব্লগিং এ পেছনে পড়ে বসে আছেন।



ব্লগে আমি গালি শুনে আসছি প্রথম থেকেই: নামকরা ব্লগার থেকে পিগমী ব্লগার সবাই গাল দিয়ে আসছে; 'আমার ব্লগে' যত হাজার একটিভ ব্লগার ছিল ও আছে, তার মাঝে ২০ জনের মত ব্লগার আমাকে গালি দেয়নি; কিছু ব্লগার আমার এত ঘনিস্ট ছিল যে, তারা নিজের নিক থেকে গালি দিতে না পারায়, 'নতুন নিক' নিয়ে আমাকে গালি দিতো।



সামুতে গালি দিয়েছে অনেক; তবে, সামু অথারিটি থেকে ব্যান হওয়ার ভয়ে অনেকে গালি না দিয়ে আমাকে 'কমেন্ট করতে ব্যান করে'; এদের সমসয়া হলো, এরা মোটামুটি বালছাল পোস্ট দেয়; এবং আমি যখনই কোন পোস্ট পড়ি, তাতে কমেন্ট করার চেস্টা করি। যারা বালছাল লিখে ব্লগ ভর্তি করে, আমি তাদের লেখা পড়ার পর, তাদের প্রাপ্য কমেন্ট করি; ব্লগে আমি সবাইকে সমান মনে করি।



আমার পোস্টে আমি কেহকে কোনদিন কমেন্ট করতে ব্যান করিনি।



আজকে মনোকস্ট পেলাম, এক ব্লগার এক ক্যানসার রোগীর জন্য সাহায্য চেয়ে পোস্ট দিয়েছেন, খুবই আগ্রহ করে কমেন্ট করতে গেলাম, দেখি মগজহীন ব্লগার আমাকে কমেন্ট করতে ব্যান করেছে, এত বড় বুলশিটার কিসের ব্লগিং করছে এখানে?



মন্তব্য ৭৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৭৬) মন্তব্য লিখুন

১| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:৪৯

পাঠক১৯৭১ বলেছেন: আমাকে যারা কমেন্ট করতে ব্যান করেছে, তাদের পোস্ট পড়ার মতো লোক পাওয়া কঠিন হবে; সম্ভবত: এ ধরণের ব্লগারেরা হতাশ হয়ে একদিন ব্লগ ছেড়ে চলে যান!

আমাকে যারা গালি দিয়েছিলেন, তাদের অনেকের লেখা কেহ পড়ে না: 'অমি রহমান পিয়ালের' মত ব্লগার সুনাম হারিয়ে বালগারে পরিণত হয়েছে।

২| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:৩২

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
স্যাড :( :P

৩| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:৩৫

সেলিম আনোয়ার বলেছেন: ব্যাপারটা আমিও পছন্দ করিনা ওটা বড় মনের পরিচয় বহন করে না।

৪| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:৩৬

নতুন বলেছেন: পাঠক১৯৭১ ভাই ... কমেন্ট ব্যান করা না ব্লক করা নিজের দূবলতার লক্ষন...

কিন্তু আপনিও মাঝে মাঝে আক্রমনাত্তক কমেন্টস করেন... তাই হয়তো কমেন্ট ব্যান করে আপনাকে...

৫| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:৪৯

পাঠক১৯৭১ বলেছেন: @এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা ,




অংক কেমন লাগছে?

এত দুর্বল তরুনকে কিভাবে খাওয়াবো আমরা? আমরা কি আগাছার পরিচর্যা করার জন্য বাগান করেছি?

৬| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:৫১

পাঠক১৯৭১ বলেছেন: @সেলিম আনোয়ার ,




মানের তো কিছুই নেই, বরং এটা প্রমাণ করছে যে, আমাদের তরুণদের একাংশ ক্ষীণ মস্তিকের অধিকারী।

৭| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:৫৩

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
না, অংক আর নেই। সায়েন্স আর সায়েন্স। পিলোসফি, লজিক :(

আচ্ছা, আপনার সামু ভাল লাগে নাকি অন্যগুলো?

৮| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:৫৫

পাঠক১৯৭১ বলেছেন: @নতুন ,




আসলে 'আক্রমন্ত্নক কমেন্ট' করা আমার ইচ্ছা নয়: আমি 'ভেবেচিন্তে নিজের ইচ্ছার বিরুদ্ধে, হ য ব র ল পোস্টে পজিটিভ' কমেন্ট করার কথা ভাবি মাঝে মাঝে; কিন্তু তাহা কি ব্লগারকে সাহায্য করবে?

৯| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:৫৯

পাঠক১৯৭১ বলেছেন: @এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা ,



ফিলোসোফী ও লজিক? আপনি তো বড়লোক হয়ে যাবেন এবার!


কোন ব্লগের 'মালিকদের' আমার ভালো লাগেনি: সামুতে আমি 'ওয়াচে' আছি, অন্য ব্লগগুলোতে 'ব্যানে' আছি; যেগুলোতে ব্যান করেছে, সেগুলোতে নতুন কোন একাউন্ট করবো না।

১০| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:০৪

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
মালিক না, মডারেটর। তারাও ব্লগার :P

ব্লগাররা কেমন?

আপনাকে ব্যান করলে তো আপনাকে আমরা হারাবো :( :( :( :( :( :( :(

১১| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:৩০

পাঠক১৯৭১ বলেছেন: @এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা ,





বাংগালীরা পড়ালেখায়, সংস্কৃতি, লজিক, এনালাইটিক্যাল নলেজ, কমন সেন্স, দৃস্টিভংগিতে বেশ পেছনে পড়ে গেছে; ব্লগিং এ এগুলোর ঘাটতি সহজে ধরা পড়ছে।
মডারেটরদের মাঝে আমি এসব ঘাটতি দেখছি।

আমি ব্যান হলে, 'মুক্তিযোদ্ধা' ও '৭১ এর মানুষের একজন রিপ্রেজেনটেটিভ কমে যাবে, এটুকু!

আমি সব ব্লগারকে ভালোবাসি: এঁদের মধ্য থেকে বড় বড় লেখক, কবি, চিন্তাবিদ বেরিয়ে আসবেন।

১২| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:৩১

পাঠক১৯৭১ বলেছেন:
@এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা ,



পড়ালেখার পর, সময় পেলে লিখুন!

১৩| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১১:৪১

ইখতামিন বলেছেন:
দুঃখজনক

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৫:৪৪

পাঠক১৯৭১ বলেছেন: ব্লক করা বেকুবের কাজ।

১৪| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১১:৫০

মামুন রশিদ বলেছেন: কাউকে ব্লক করে দেয়ার পক্ষপাতি আমি নই । আবার অপ্রাসঙ্গিক মন্তব্যেও আমার সায় নেই ।

মন্তব্যে তীব্র আলোচনা, সমালোচনা, দীর্ঘালোচনা, খুঁচালোচনা, রসালোচনা, পুঙ্খালোচনা থাকতেই পারে, তবে তা প্রাসঙ্গিক হওয়াই সমীচীন ।

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৫:৪৩

পাঠক১৯৭১ বলেছেন: আমি চেস্টা করি সঠিক মন্তব্য করার জন্য।

ভুল লেখার পরও, অকারণে 'ভালো লেখা' বলে আমি বন্ধু হতে চাই না।

১৫| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১২:০৯

ঘুড্ডির পাইলট বলেছেন: জানামতে যখন কেউ কারও মন্তব্য প্রত্যাশা করেন না তখন তাকে ব্লক করে দেন । এখন যে ব্যাক্তি আপ্নাকে ব্লক করেছেন তিনি কেন আপ্নাকে অপ্রত্যাশা করেন সেটা তিনি ভালো বলতে পারবেন । তবে মনে হয় সহনশীল মানুষদের ব্লগে কম কম ব্লক খেতে হয় ।

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৫:৪১

পাঠক১৯৭১ বলেছেন: ব্লক করে ইডিয়টরা: যতজন আমাকে ব্লক করেছে, ততজন ইডিয়ট আছে ব্লগে।

১৬| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:১১

মামুন রশিদ বলেছেন: সব লেখা আপনার পছন্দ হবে এটা যেমন কথা নয়, কোন লেখক আপনার পছন্দ অনুযায়ী লেখবেন এমনও কথা নয় । আপনার পছন্দ না হলে পোস্টের বিষয়ে আপনার সমালোচনা করতে পারেন । কিন্তু অনেক ভাল পোস্টেও আপনি লিখে আসেন "হাউকাউ"

তখন কেন জানি মনে হয় আপনার "ম্যাডকাউ" রোগ হয়েছে । ইচ্ছে হয় তখন আপনাকে বলি, জরুরী ভিত্তিতে ম্যাডকাউ রোগের ভ্যাকসিন নিন ।

১৭| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:৪১

মুদ্‌দাকির বলেছেন:

আহা !! সো স্যাড !! মনে হয় আপনার প্রাপ্যটাই দিয়েছে

১৮| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:৪২

পাঠক১৯৭১ বলেছেন: @মামুন রশিদ ,




ভাল পোস্টে "হাউকাউ" লেখাটা মোটামুটি অসম্ভব; তারপরও আমি খেয়াল রাখব।

১৯| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:৪৫

পাঠক১৯৭১ বলেছেন: @মুদ্‌দাকির ,




আমাকে যারা কমেন্ট করতে ব্যান করেছে, তাদের ৯৯% ব্লগে সুবিধা করতে না পারার সম্ভাবনা আছে: তারা একদিন হতাশ হয়ে ব্লগ ছেড়ে চলে যাবে।

২০| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:১১

নিশাত তাসনিম বলেছেন: কিন্তু আপনি তো কিছু ভালো পোস্টে গিয়েও হাউকাউ মন্তব্য করেন।

২১| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:২৩

পাঠক১৯৭১ বলেছেন: @নিশাত তাসনিম ,




কোন পোস্ট আপনার কাছে 'ভালো' লাগলে আমার কাছেও কি ভালো লাগতে হবেই?

২২| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:৫৬

চানাচুর বলেছেন: কমেন্ট পছন্দ না হলে ব্লক করতেই পারে!!

২৩| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১২:০৩

পাঠক১৯৭১ বলেছেন: If one does not like comments, and blocks, thats the symptoms of idiocy!

২৪| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১২:১০

চানাচুর বলেছেন: এখানে ইডিওসির কিছু নেই। অনেকেই তো আপনাকে ব্লক করেছে। বরং ব্লক খাওয়ার পর এই টাইপ পোস্ট দেওয়াটা ইডিওসি।

২৫| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১২:১৭

স্বপ্নবাজ অভি বলেছেন: আপনার কাছে আমার কয়েকটা দাবী আছে কোন পোষ্টে হাউকাউ কমেন্ট করলে

১- কেন হাউকাউ তা বলবেন !
২- কিভাবে লিখলে হাউকাউ হতোনা তা লিখবেন!
ব্যাস আপাতত এতটুকু হলেই চলবে ! তবে আমি আপনার হাউকাউ মন্তব্য টা উপভোগ করি , তাই জানার ইচ্ছে আর কি ঠিক কেন হাউকাউ বলেন।

২৬| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১২:৫০

পাঠক১৯৭১ বলেছেন: @ স্বপ্নবাজ অভি ,




১) প্রথমত: শিরোনাম দেখে আমি পোস্ট পড়তে যাই; যখন দেখি যে, শিরোনামের সাথে লেখার কোন মিল নেই, বিষয়বস্তুর উপর ব্লগারের কোন ধারণাই নেই, শুরু করেছে কিছু দিয়ে শেষ করেছে অন্য কিছু দিয়ে, বা বিষয়বস্ত সম্পর্কে এক লাইনও লিখেনি, বা প্রতিস্ঠিত লজিককে ভুলভাবে পরিবেশন করছে, ইত্যাদি ক্ষেত্রে আমি 'হঊকাউ' হিসেবে গ্রেডিং করি।

২) লেখা বর্তমান সময়ের লেভেলে হতে হবে: লেখার মান, বিষয়বস্তু, উপস্হাপনা সমসাময়িকদের মতো বা ভালো হওয়া দরকার।

২৭| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১২:৫৭

পাঠক১৯৭১ বলেছেন: @চানাচুর ,




কমেন্টে ব্যান না খাওয়ার মতো কমেন্ট আমি করতে পারি, তাতে লেখকের লাভ হবে না: ক্ষতি হবে; ামাকেও নিজের মনের বাইরে কাজ করতে হবে।

এ পোস্টটা দিয়েছি ব্লগারদের সাহায্য করার জন্য, যারা আমাকে ব্লক করছে, ওরা নিজেদের ভুল নিজেরা ধরতে পারবে না; এক সময় হতাশ হয়ে ব্লগিং ছেড়ে দেবে।

আমাকে যারা ব্যান করছে, ৩ মাসের ভেতর ওদের অনেকেই ব্লগে ইনএ্যাকটিভ হয়ে যাবে।

২৮| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৩:৫৩

স্প্লিকনট অয়ন বলেছেন: মানুষ নিজের দুর্বলতা ঢাকতেই সমালোচনাকারীর কাছ থেকে দূরে থাকতে চায়। লেখা সবার ভালো লাগবে এমন কোন কথা নেই। তাই বলে কি সমালোচনা করা যাবে না? ব্লগ হচ্ছে মুক্তচিন্তার প্রকাশের মাধ্যম। অতএব আমি আপনার সাথে একমত।

২৯| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৪ ভোর ৪:০৫

একজন ঘূণপোকা বলেছেন:



কিছুকিছু ক্ষেত্রে আপনি অনেক বিরক্তিকর আচরন করেন। বিরক্তিকর অতিথিকে মানুষ পছন্দ করেনা, বাসায় ঢুকতে দেয়া তো দুরের কথা??

যদি একজন বা দুজন করত, সেটা কে আপনি তাদের দুর্বলতা বলতে পারতেন। কিন্তু যেহেতু অনেকেই করেছে, এইবার নিজেকে বিচার করার সময় মনে চলে আসছে।

আর এই পোস্টে আপনি উত্তর দিতে গিয়ে মন্তব্যের ঘরে কেন উত্তর দিচ্ছেন???

আপনার প্রাপ্য পাচ্ছেন কিনা ভেবে দেখবেন।

৩০| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৪ ভোর ৪:২৩

পাঠক১৯৭১ বলেছেন:


@একজন ঘূণপোকা ,





আমি যে কম্প্যুটারে আছি, উহার ব্রাউজার সামুর সব ফিচার সাপোর্ট করে না: কমেন্টের উত্তর লেখার 'ডায়ালগ আসে না, ও ফন্ট ইংরাজী'; আমি অন্যত্র থেকে বাংলায় লিখে পেস্ট করছি।


আমার মনে হয়, আমাদের ব্লগিং আড্ডার মাঝেই থেকে যাচ্ছে: লেখার কোন স্টান্ডার্ড নেই; আমি সেটার সমালোচনা করায় অনেকে ১ম বার এ ধরণের সমালোচনার সন্মুখীন হয়ে ক্ষেপে যাচ্ছে।

৩১| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৪ ভোর ৪:২৪

পাঠক১৯৭১ বলেছেন: @স্প্লিকনট অয়ন ,




I believe in the same way.

৩২| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১:০২

গ্রীনলাভার বলেছেন: হাউকাউ পোষ্ট। :D :D :D :D :D

এটা ঠিক যে আপনি একজন ব্যতিক্রমী কমেন্টার।

৩৩| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:০০

পাঠক১৯৭১ বলেছেন: আমি পড়ছি, ও আমার ক্ষমতানুসারে পোস্টকে বুঝার চেস্টা করছি!

৩৪| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৮:৪৬

চটপট ক বলেছেন: আমার পোস্টে যে আপনি কমেন্ট করেছিলেন ওইটা আমার খুব ভালো লেগেছিল B-)

৩৫| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৮:৫৫

পাঠক১৯৭১ বলেছেন: @চটপট ক ,




I always try to be reasonable; but I am a human too.

৩৬| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:০৩

আজ আমি কোথাও যাবো না বলেছেন: আংকেল কিছু কথা এটাকে উপদেশ ভেবে বসবেন না আবার।
প্রথমত আমি আমুতে আপনার পোস্ট গুলো পড়তাম। এবং আপনি অল্প কথায় অনেক কিছু বলতেন। যতটুকু পারি ততটুকুতে আপনার পোস্টে কমেন্ট করতাম এবং আমার কাছে যেটা প্রাসঙ্গিক সেটাই তুলে ধরে কমেন্ট করতাম।

আর সামু সেই তুলনায় অনেকখানি হিউজ ব্লগ। এবং আগাছা ব্লগার মাল্টি নিক এসব ও আছে। তবে আপনাকে কেউ আগাছা সাফ করার দায়িত্ব কি দিয়েছে? খামাখা তো যেটা আপনার কাছে ময়লা সেটা ঘাটা ঠিক না। আপনার পছন্দ হয়নি লেখা বিদ্রুপাত্মক কমেন্ট করবেন না। তাইলেই হতো।

আর একটা কথা ঢালাও ভাবে সবাইকে পিগমী ব্রেইনলেস এগুলা বলাটাও অশোভন।

আমি এই পর্যন্ত কয়েকজনকে ব্লক দিয়েছি তারা আমার পোস্টে অশ্লীল কথা বলেছে এই কারণে। এখন আপনি নিজেকে তাদের লেভেলে না নামিয়ে আনলেই হয়।। আর উচিত কথা সবার পেটে নাও সইতে পারে।

৩৭| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:৫১

পাঠক১৯৭১ বলেছেন: @আজ আমি কোথাও যাবো না ,




ঠিক বলেছেন। কমেন্টের সময় ভাবতে হবে, মনে হচ্ছে!

ব্লগ 'ক্লিন-আপের দায়িত্ব' আমাকে কেহ দেয়নি, সঠিক; কিন্তু যারা লিখছেন, আমি তাঁদের সবাইকে সফল দেখতে চাই: আমি চাই তাঁরা যা লিখছেন, তা স্টান্ডার্ড হোক, সেই ভাবনা থেকে, মনে হয় দায়িত্বটা আমার কাঁঢে এসে গেছে; আমি আমাদের তরুণদের আমেরিকা বা ইউরোপের তরুণদের মত শিক্ষিত হিসেবে দেখতে চাই!

৩৮| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:৫৯

অপ্রচলিত বলেছেন: অকপটে নিজের মতামত জানানো আমি অগাধ শ্রদ্ধার চোখে দেখি।
ভালোকে ভালো বলা উচিত, খারাপকে খারাপ। আপনার এই দৃষ্টিভঙ্গির সাথে আমি সম্পূর্ণ একমত। তবে শুধুমাত্র খারাপ ব্লগিং করার জন্য গালিগালাজ কখনোই কাম্য হতে পারেনা।

তবে এটা ঠিক আপনি একজন ব্যতিক্রমী ব্লগার। ভালোই লাগে আপনার "হাউকাউ" মন্তব্যসমূহ :P

নিরন্তর শুভ কামনা থাকলো।
ভালো থাকুন।

৩৯| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:০২

পাঠক১৯৭১ বলেছেন: @অপ্রচলিত ,




আমাদের তরুণদের সার্বিক উন্নয়ন সম্পর্কে জানার জন্য আমি তাঁদের লেখা পড়ি, সেইভাবে কমেন্ট করি; আমি ব্লগারদের সম্মান করি।

৪০| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:০৪

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
:P

৪১| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:১৬

পাঠক১৯৭১ বলেছেন: @এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা ,




নতুন কি শিখছেন?

৪২| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:১৮

পাঠক১৯৭১ বলেছেন: @গ্রীনলাভার ,




আমি আগ্রহ নিয়ে পড়ছি, আমি আমার মতামত জানাতে চাই!

৪৩| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:১৮

পাঠক১৯৭১ বলেছেন: @গ্রীনলাভার ,




আমি আগ্রহ নিয়ে পড়ছি, আমি আমার মতামত জানাতে চাই!

৪৪| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:৪৯

অপ্রচলিত বলেছেন: আমাদের তরুণদের সার্বিক উন্নয়ন সম্পর্কে জানার জন্য আমি তাঁদের লেখা পড়ি, সেইভাবে কমেন্ট করি; আমি ব্লগারদের সম্মান করি।

কথাটা মাথায় থাকবে আমার পাঠক১৯৭১
ভালো থাকা হোক সর্বদাই।

৪৫| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ২:১৫

রাসেলহাসান বলেছেন: আপনি কি শুধু "হাউকাউ" করেন এজন্য সবাই ব্লক করে নাকি?? :|

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১০:১৮

পাঠক১৯৭১ বলেছেন: মনে হয়!

৪৬| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১১:৩২

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
View this link

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৫:৪৩

পাঠক১৯৭১ বলেছেন: হানস' (ঘোড়াটি) বাংলাদেশে থাকলে ভোটার হতে পারতো; এবং ১৪ বছরের জার্মান কিশোর,তথা ১৮ বছরের বাংগালী কিশোরের মত 'গণতান্ত্রিক আচরণ' করতে পারতো।

ইন্টারেস্টিং

৪৭| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৫:৫৫

HHH বলেছেন: পাঠক ১৯৭১

তোমার মাথা ভর্তি গোবর। তুমি আমেরিকা যেয়ে সাদা চামড়াদের টয়লেট আর পায়খানা ছাফ করতে করতে তোমার মাথাটা পায়খানায় ভর্তি হয়ে গেছে।

যারা পোষ্ট দেয় তাদের সবার পোষ্টই তোমার সব পোষ্টের চেয়ে অনেক বেশি উন্নত মানের। সবার পোষ্টে যেয়ে সবাইকে ছোট করে তুমি নিজেকে আসলে মহাজ্ঞানী প্রমান করার চেষ্টা কর। কিন্তু আসলে তুমি একটা ধারি রামছাগল ছাড়া আর কিছু না।

কি জন্য মনে হল যে তোমার কাছে ভাল না লাগলেই সব পোষ্ট হাউ কাউ? তুমি এমন কি বালের রাজা হয়ে গেছো যে সবাই কে তোমার ভাল লাগার মত করে ব্লগিং করতে হবে। তোমার মাথায় কি পায়খানা?

সবার এতো রিপোর্ট স্বত্তেও তুমি এখনো এই ব্লগে ব্যান হও নাই, কারণ মডারেটরদের সাথে তোমার গোপন সম্পর্ক আছে নিশ্চই। তা না হলে অন্য ব্লগের মত এখানেও তোমার একই অবস্থা হত।

৪৮| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:০৬

শামস৭১ বলেছেন: উপরের অনেকের মন্তব্য পড়লাম । কমেন্ট ব্যান করাটা নিজের দুর্বলতার পরিচয় দেয় সত্যি কিন্তু এক্ষেত্রে একটা কথা আছে ।

নেড়ি কুকুর যখন বাড়ির উঠানে এসে ঘেউ ঘেউ শুরু করে ঘরের মালিক প্রথমে তাকে লাঠি উঠিয়ে তাড়ানোর চেষ্টা করে । যখন বারবার তাড়ানোর পরে সেই কুকুর এসে হাজির হয় তখন তাড়ানোর চেষ্টা না করে বাড়ির গেটটি বন্ধ করে দেওয়াই যুক্তিযুক্ত মনে হয় ।
আপনি বুদ্ঢিমান মানুষ । তাই মানুষ আপনাকে কেন ব্যান করে আশা করি আপনি বুঝতে পারছেন ।

আমি সামুর সাথে আসি বেশ কিছুদিন ধরে । গালী দেওয়ার কারনে আমার আগের একটা নিক ব্যানও হয়েছে । তাই এখন আর কমেন্ট করা হয় না খুব । কে কেমন লেখে মোটামুটি জানি এবং কে কোন স্বভাবের তার উপরেও মোটামুটি ধারনা আছে । বেশ কয়েকটা পোষ্টে আমি আপনার মন্তব্য দেখেছি এবং সেখানে মন্তব্য গুলো দেখে আমার মনেই হয়েছে এমন বালছাল ব্লগারের সামুতে থাকার কোন দরকার নেই ।

৪৯| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:১৩

HHH বলেছেন: শামস৭১ বলেছেন, নেড়ি কুকুর যখন বাড়ির উঠানে এসে ঘেউ ঘেউ শুরু করে ঘরের মালিক প্রথমে তাকে লাঠি উঠিয়ে তাড়ানোর চেষ্টা করে । যখন বারবার তাড়ানোর পরে সেই কুকুর এসে হাজির হয় তখন তাড়ানোর চেষ্টা না করে বাড়ির গেটটি বন্ধ করে দেওয়াই যুক্তিযুক্ত মনে হয় ।

তাই মানুষ আপনাকে কেন ব্যান করে আশা করি আপনি বুঝতে পারছেন ।


কচু গাছের সাথে ঝুলে পরেন, যদি লজ্জা থাকে

৫০| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:২৫

nurul amin বলেছেন: আমি একই উপদেশ দিলাম।

৫১| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৮:৪০

পাঠক১৯৭১ বলেছেন: @শামস৭১ ,




পোস্টদাতা ব্লগার(বাড়ীর মালিক), কমেন্টেটর ব্লগার ( হয়তো নেড়ী) এর জন্য এত কঠিন রুপক (মালিক ও নেড়ী) আপনি ভেবে বের করেছেন; ভালো।

ব্লগে রিলেশানশীপ এর থেকে ঘনিস্ট।

অনেক পড়ে, কমেন্ট করে না; আমি পড়লে কমেন্ট করি, আমার ধরণা শক্তি অনুসারে। অনেকে অকারণে বেশী উৎসাহ দেয়, আমি সমালোচনা করি।

৫২| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৮:৪৪

পাঠক১৯৭১ বলেছেন: @nurul amin ,




আমার এ অবস্হা দেখে উপদেশ অনেকেই দিচ্ছেন: আপনার উপদেশটা দেখুন, তারপর ভাবুন, আপনার স্হান কোথায়! আসলে আপনি একটা উপদেশও দিতে পারেননি, অন্যের উপর ভর করছেন: পরগাছা হয়ে কত ঝুলে থাকবেন?

৫৩| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৮:৪৬

পাঠক১৯৭১ বলেছেন: @HHH ,




You look at your blog history; who should give advice, me or you?

৫৪| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ২:০৫

শামস৭১ বলেছেন: আপনি "বালছাল" সমালোচনা করে ।
বালছাল শব্দটা আপনার মন্তব্য থেকেই নেওয়া !


সমালোচনার ভাষা আর আপনার ভাষার ভিতর আকাশ পাতাল ফারাক ! সমালোচনা কেমন করে করতে হয় জানা আছে আপনার ?
আপনি মানুষকে আক্রমন করতে পছন্দ করতে পছন্দ করেন । এবং নিজেকে খুব বেশি জ্ঞানী জাহির করার চেষ্টা করেন, যার কোনটাই আপনি নন ।
খালি কলসি যেমন বাজে বেশি তেমনি আপনি বড় জ্ঞানী ।

শুনুন সমালোচনাই যদি করবেন তাহলে কোন ব্লগ পোষ্টের কোন পয়েন্ট আপনার ভাল লাগে নি সেই টা উল্লেখ করবেন সেটার পিছনে যুক্তিযুক্ত কারন ব্যাখ্যা করবেন তাহলে হবে সমালোচনা । আর আপনি কি করেন ? বালছাল আর হাউকাউ ।
এই হল আপনার সমালোচনা ?
হাস্যকর ।



গায়ে মানে না আপনে সমালোচক ।
বালছাল সমালোচক ।

সবার শেষে একটা লাইন বলছি, আপনি একটা মন্তব্যের জবাবে বললেন না যে আপনি না পড়লে সেই সব ব্লগাররা পাঠক পাবে না, এই কথার উত্তরে কেবল বলছি, আপনার বালছাল পাঠক সামুর অতীতে দরকার ছিল না, বর্তমানে নেই এবং ভবিষ্যতেও দরকার পড়বে না ।

৫৫| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৩:০৯

পাঠক১৯৭১ বলেছেন: @শামস৭১ ,





আপনার অবস্হা দেখে মনে হচ্ছে, আমি আপনার লেখা পড়েছি!

৫৬| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ ভোর ৪:৫২

সচেতনহ্যাপী বলেছেন: আপনি মন্তব্য করা থেকে বিরত থাকতে বলেছেন তবুও তা অমান্য করছি বলে ক্ষমা করবেন।
মানুষের স্বভাবজাত ধর্মই হলো প্রশংসা অর্জন এবং নিজেকে নিয়ে গর্ববোধ করা।এখানে কম্প্রোমাইজ খব কমই হয়ে থাকে। তাই ভাল না লাগলে কিছু না বলে ফিরে যান। দেখবেন কেউ বিরুদ্ধাচারন করছে না।
অন্ততঃ আমি তাই করি। আধুনিক কবিতা আমার কোনদিনই বোধগম্য নয়, সেখানে আমি পড়ে চুপ করে ফিরে আসি। কারোতো ক্ষতি হচ্ছে না তাতে। ঠিক না?

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৭:৫১

পাঠক১৯৭১ বলেছেন: মন্তব্য করা থেকে বিরত থাকতে আমি বলিনি, স্যরি!

ভালো না লাগলে আমাকে কিছু বলতে হচ্ছে; এবং এটাই সমস্যা, যা আপনি নিজেই বলেছেন।

৫৭| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৮:৪৪

কলাবাগান১ বলেছেন: প্রিজুডিসড জাতি আমরা... সবই কিছু নিয়েই একটা ধারনা নিয়ে থাকি.... ও খারাপ তো ওর দ্বারা কোন ভাল কাজই হতে পারে না.......কেউ ভাল কাজ করলে, নিশ্চয়ই কোন খারাপ উদ্দেশ্য আছে..। এটা মেনে নিয়েই বেচে থাকতে হবে।


এই জাতির উন্নতি নাই।

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:৩৩

পাঠক১৯৭১ বলেছেন: লোহার টুকরা পাশাপাশি রাখলে জোড়া লাগে না: ১৬০০ ডিগ্রি সেন্টিগ্রেড তাপে টুরাগুলো গলে গিয়ে জোড়া লাগে; সবকিক্ছুর জন্য সম্পুরক পরিবেশ সৃস্টি করতে হয়। ১৭ কোটী আলাদাভাবে ভাবছে, তাদের ভাবার স্তরে 'সমতা নেই, এক হতে পারছে না।

৫৮| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৫৮

মুনেম আহমেদ বলেছেন: সামুতে আমি 'ওয়াচে' আছি, অন্য ব্লগগুলোতে 'ব্যানে' আছি; B-) :D মজা পাইলাম।

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৮:১৯

পাঠক১৯৭১ বলেছেন: বাংলাদেশের ব্লগ,খালেদা বেগম যে জাতির প্রধান হতে পারে, সেখানে ব্লগের মালিক ও মডারেটর কারা!

৫৯| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৮:২৪

nurul amin বলেছেন: আপনার মনেহয় ব্লগিং ছাড়া আর কোন কাজ নাই। আপনি কি বাপের হোটেলে খান? হ্যা হলে এসব ছেড়ে কিছু একটা করেন।

১০ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১২:২৯

পাঠক১৯৭১ বলেছেন: হ্যাঁ, ব্লগিং এ অনেক সময় যাচ্ছে।

আমার আসল কাজটা হলো সপ্তাহে ১৬ ঘন্টা ভলনটিয়ারী কাজ(বেটন ছাড়া)। এই কাজটা সঠিভাবে করি ও ভালোবাসি।

৬০| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১:৫৫

প্রবাসী পাঠক বলেছেন: কমেন্ট ব্লগিয় কালচারে খুবই গুরুত্বপূর্ণ একটি অংশ। ব্লগ পোষ্ট যদি একটি ঘর হয় তাহলে কমেন্ট উক্ত ঘরের শোভাবর্ধনকারী আসবাবপত্রের ন্যায়। কোন ঘরের মালিক নিশ্চয়ই চাইবে না যে তাঁর ঘর আসবাবপত্র শুন্য থাকবে। ঠিক তেমনি বিকৃত রুচির কোন আসবাবপত্র যা ঘরের শোভা বাড়ানোর পরিবর্তে যখন ঘরের শোভা নষ্ট করে তখন গৃহকর্তা অবশ্যই তা তাঁর ঘরে রাখবে না।

শুধুমাত্র পোষ্ট নয় , কমেন্টের মাধ্যমেও একজন ব্লগারের মেধা, জ্ঞান, রুচি, ব্যক্তিত্ব, সর্বোপরি একজন ব্লগারের প্রকৃত ইমেজ ফুটে উঠে। তাই কমেন্ট করার ক্ষেত্রে একটু সাবধান থাকাটা অনেক জরুরি একটা বিষয়।

ভাল লেখার জন্য প্রশংসা আর খারাপ বা ভুল তথ্যসম্বলিত লেখার সমালোচনা করাটাই শ্রেয়। সমালোচনা করা মানে নিন্দা বা ব্যাক্তি আক্রমন নয়। সমালোচনা একজন লেখকের লেখাকে আরও সমৃদ্ধ করতে সহায়তা করে। সমালোচনার নামে নেতিবাচক মন্তব্য, অশ্লীল, কুরুচিপূর্ণ ভাষা বা ব্যক্তি আক্রমন করা মন্তব্য কখনই কাম্য নয়।


এবার আপনার লেখা পোষ্ট আর কমেন্ট এর কিছু বিষয় নিয়ে সমালোচনার ধৃষ্টতা দেখাচ্ছি। আশা করি সমালোচনা সহজভাবে গ্রহন করবেন।

বেশ অনেকগুলো পোষ্টে আপনি আপনার ট্রেড মার্ক কমেন্ট হাউকাউ কমেন্টটি করেছেন। সামুতে প্রতিদিন যতগুলো পোষ্ট আসে সবগুলো লেখা আপনার কাছে ভাল নাও লাগতে পারে এটাই স্বাভাবিক। কিন্তু কি জন্য ভাল লাগে নি তা আপনি ক্লিয়ার করেন নি। শুধুমাত্র হাউকাউ শব্দটির মাধ্যমে সমালোচনা করে আপনি লেখকের লেখার মান বাড়ানোর জন্য কি উপকার করছেন তা আমার বোধগম্য নয়।



পাঠক১৯৭১ বলেছেন: @মোঃ আনারুল ইসলাম ,



Never call a fellow blogger badname ever.


পাঠক১৯৭১ বলেছেন: @ইমরাজ কবির মুন ,


Blogging needs creative minds, you are simply Half-man, roaming aimlessly in the human society.

Be a real blogger.


আপনার দুইটি কমেন্ট এখানে উল্লেখ করলাম। একটাতে আপনি বলছেন ব্লগারদের বাজে কোন নামে না ডাকার জন্য। কিন্তু আপনি নিজে অন্য একজন ব্লগারকে হাফ-ম্যান বলছেন। কাউকে কাউকে আপনি কমেন্টে ডামি , পিগমি ব্লগার বলে উল্লেখ করেছেন। এটা কতটা যুক্তিযুক্ত আশা করি ভেবে দেখবেন।




পাঠক১৯৭১ বলেছেন: If one does not like comments, and blocks, thats the symptoms of idiocy!

লেখক বলেছেন: ব্লক করে ইডিয়টরা: যতজন আমাকে ব্লক করেছে, ততজন ইডিয়ট আছে ব্লগে।


আপনি যারা আপনাকে ব্লক করেছে তাদের ইডিয়ট বলে সম্বোধন করছেন। দুঃখিত আপনার মন্তব্যের সাথে দ্বিমত পোষণ করছি। আমার ব্লগে অপ্রাসঙ্গিক ক্যাচাল বাঁধানো ব্লগার কিংবা অশ্লীল মন্তব্যকারীকে অবশ্যই ব্লক করব। আমার ব্লগের পরিবেশ সুস্থ রাখার জন্যই আমাকে এটা করতে হবে।



মালটিপল-চয়েসের যুগের 'টিউটোরিয়েল জেনারেশনের' চিকেনেরা ২ লাইনের বেশী লিখতে গেলে কি-বোর্ড ভেংগে যাবার উপক্রম হচ্ছে: উনারা হ্যাঁ, না, বা টিক-মার্ক দিতে অভ্যস্ত; কোন লেখাকে বুঝতে হলে টিউটরের কাছে সকাল বিকাল পড়তে হয়; এসব লোকেরা পোস্ট বুঝবে কি করে?


পাঠক১৯৭১ বলেছেন: আমি পিগমী পোস্ট, ডোডো পোস্ট, লিলিপুটিয়ান পোস্ট, সবই পড়ি; কমেন্ট করার চেস্টা করি: রিপোর্ট করি না; আমাকে অনুসরণ করুন, একদিন ব্লগিং এর আনন্দ অনুভব করার মত সুযোগ হবে আপনার।


আপনার পোষ্টের কিছু অংশ আর একটা কমেন্ট উল্লেখ করলাম। দুটিই চরম আপত্তিজনক। আপনি একটি জেনারেশন নিয়ে আপত্তিজনক উক্তি করার ধৃষ্টতা দেখাতে পারেন না। ব্যাক্তি জীবন আর ভার্চুয়াল জীবন দুটি সম্পূর্ণ আলাদা একটি বিষয়। ব্যাক্তি জীবনে আপনি যেই হোন না কেন , ভার্চুয়াল জগতে আপনার লেখাই আপনার পরিচয় বহন করে। সহ ব্লগাররা আপনার কাছ থেকে তাদের প্রাপ্য সম্মানটা আশা করতেই পারে।

পাঠক১৯৭১ বলেছেন: এত লোক সাগর-রুনীর বিচার চান, কিন্তু প্রাইভেট ডিটেকটিভ দিয়ে ঘটনাটা কোর্টে আনতে পারলেন না; সব ইডিয়ট বাংলাদেশে জমা হয়েছে?

সাগর রুনীর হত্যাকাণ্ডের বিচার না হওয়ার হতাশা নিয়ে লেখা একটি পোষ্টে আপনার মন্তব্য সত্যিই হতাশাজনক। আপনার মন্তব্য দেখে মনে হল আপনি বাংলাদেশের বর্তমান রাষ্ট্র ব্যাবস্থা সম্পর্কে সম্পূর্ণ অজ্ঞ।


কোন ব্লগের 'মালিকদের' আমার ভালো লাগেনি: সামুতে আমি 'ওয়াচে' আছি, অন্য ব্লগগুলোতে 'ব্যানে' আছি; যেগুলোতে ব্যান করেছে, সেগুলোতে নতুন কোন একাউন্ট করবো না।

সামুতে গালি দিয়েছে অনেক; তবে, সামু অথারিটি থেকে ব্যান হওয়ার ভয়ে অনেকে গালি না দিয়ে আমাকে 'কমেন্ট করতে ব্যান করে'; এদের সমসয়া হলো, এরা মোটামুটি বালছাল পোস্ট দেয়; এবং আমি যখনই কোন পোস্ট পড়ি, তাতে কমেন্ট করার চেস্টা করি। যারা বালছাল লিখে ব্লগ ভর্তি করে, আমি তাদের লেখা পড়ার পর, তাদের প্রাপ্য কমেন্ট করি; ব্লগে আমি সবাইকে সমান মনে করি।


আপনি নিজেই লিখেছেন প্রায় প্রতিটি ব্লগে আপনি ব্যান। আর সামুতে ওয়াচে আছেন। এই লেখাগুলোর ভিতরেও আপনি কিছু অশ্লীল শব্দ ব্যবহার করেছেন। কোন একটি ব্লগের মডারেশন প্যানেল যদি আপনার সাথে এই আচরন করত তাহলে আপনার অভিযোগ গ্রহণযোগ্যতা পেত। কিন্তু সবগুলো ব্লগ প্লাটফরম যদি একই আচরন করে তবে আপনার নিজেরই ভেবে দেখা উচিত সমস্যাটা আপনার নয়ত।


দুঃখিত অনেক বড় ম্যারাথন টাইপ কমেন্ট করলাম। আমার কমেন্টটি গঠনমূলক সমালোচনা হিসাবেই দেখবেন আশা করি। আমার কমেন্টের কোন অংশ যদি আপনার মনে কষ্ট দিয়ে থাকে তাহলে আমি অত্যন্ত দুঃখিত।

আনন্দময় কাটুক আপনার ব্লগিং।






১৩ ই ফেব্রুয়ারি, ২০১৪ ভোর ৪:৪৫

পাঠক১৯৭১ বলেছেন: আপনার কথাগুলো পছন্দ হয়েছে, ভালো কমেন্ট; অনেক কিছু এ্যানালাইটিক্যালী তুলে ধরেছেন, ভালো।

আমার মনে হয়, বাংগালীদের ব্যাপারে আমি উঁচু ধারণা পোষণ করায়, অনেক ক্ষেত্রে প্রত্যাশার সাথে মিলছে না।

৬১| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৪ ভোর ৫:১৮

ফরটি ইজ দা নিউ থারটি বলেছেন: আপনি আমার একটা পোস্টে পিগমি বলে গালি দিয়েছেন, আমি সাধারনত ব্লক করতে পছন্দ করি না, তবে গালাগালি করার জন্য আপনাকে যারা ব্লক করেছে তাদেরকে সমর্থন না করে পারছি না

নিজের সম্পর্কে অহংকারটা বাদ দিন, আল্লাহ আপনাকে হেদায়েত করুন, এই দোয়া করি

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৯:০৪

পাঠক১৯৭১ বলেছেন: আপনার সাথে তো আমার দেখা হয়নি, আপনি কি নিজকে পিগমী মনে করেন?

আপনার লেখা পড়ে হয়তো ভেবেছিলাম লেখা ভালো হয়নি।

৬২| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৪ ভোর ৫:২৬

প্রবাসী পাঠক বলেছেন: প্রত্যাশা আর প্রাপ্তির মধ্যে ব্যবধান থাকাটাই স্বাভাবিক। কখনও কখনও প্রাপ্তিটা কম থাকে আবার কখনও কখনও প্রাপ্তি প্রত্যাশাকেও ছাড়িয়ে যায়। যুদ্ধাপরাধীদের বিচার এর জন্য আন্দোলন কিংবা রানা প্লাজা ধ্বসের সময় গন মানুষের সহযোগিতা কি আমাদের প্রত্যাশার চেয়ে কি বেশি প্রাপ্তি এনে দেয়নি?

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৯:০৬

পাঠক১৯৭১ বলেছেন: রানা প্লাজায় অংশ গ্রহন এক ধরণের উদাহরণ, আর শিক্ষিত মানুষের ভাবনা অন্য ব্যাপার।

৬৩| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৪ ভোর ৪:৪৫

ফরটি ইজ দা নিউ থারটি বলেছেন: আমি নিজেকে আল্লাহর বান্দা মনে করি। পিগমীরাও আল্লাহর বান্দা। এই জগতে নিজে নিজেকে শ্রেষ্ঠ ভাবার মত অহংকার যারা করে তাদের অনেকের পতন সরাসরি টিভিতে দেখেছি, আল্লাহ আপনাকে অহংকার পরিত্যাগ করার নেয়ামত দান করুন, এই দোয়া করি

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৯:২২

পাঠক১৯৭১ বলেছেন: আমরা ব্লগিং করছি, এবাদত করছি না ব্লগে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.