নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ডিসেম্বর১৬

ইকোনোমিস্ট

পাঠক১৯৭১

পাঠক১৯৭১

পাঠক১৯৭১ › বিস্তারিত পোস্টঃ

রাজনীতি সঠিকভাবে জানতে হবে, বুঝতে হবে

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:২৪

এনাটোমি, ফিলিওলোজী, মাইক্রো-বাইওলোজী, বাইও-কেমেস্ট্রী, মেডিসিন ও ফারমেসী পড়ে, ও ভালোভাবে জেনেই একজন মানুষ ডাক্তার হন; একজন ডাক্তার সারা প্রফেশানেল জীবনে গড়ে ২ লাখ রোগী দেখেন। একজন রাজনীতিবিদকে গড়ে কয়েক কোটী মানুষের দায়িত্ব নিতে হয়; তা'হলে একজন রাজনীতিবিদকে কেমন প্রফেশানেল হতে হবে, তাঁকে কোন কোন সাবজেক্টে ভালো হতে হবে?



ভালো প্রফেশানেদের রাজনীতিতে ভালো করার কথা: রাজনীতি, অনেক প্রফেশানের মাতা: সব প্রফেশানই মানুষের ধারণা শক্তি, কমন-সেন্স ও সৃজন ক্ষমতা বাড়ায়। তবে, আধুনিক রাজনীতিতে সঠিক অবদান রাখতে হলে, পলিটিক্যাল সায়েন্স, পলিটিক্যাল ইকোনোমী, ইকোনোমী, ফাইন্যান্স, সোস্যাল সায়েন্স, লজিক, অংক, ফিলোসফি, আইন ও টেকনোলজীতে ভালো ধারণা থাকতে হবে।



কিছু না পড়েও মানুষ ডাক্তারী করে গেছেন: তাদের 'কোয়াক', হাতুড়ী ডাক্তার বলা হতো; এখন প্রায় দেশেই এই ডাক্তারদের বে-আইনী ঘোষণা করা হচ্ছে। তৃতীয় বিশ্বের রাজনীতিতেও 'কোয়াক' আছে; এদের আইন দিয়ে বাধা দেয়া সম্ভব নয়; তবে, শিক্ষিত রাজনীতিবিদদের উদ্ভব ঘটলে, এসব রাজনৈতিক কোয়াকরা পেছনে সরে যেতে বাধ্য হবে।



কবিতা, গল্প বা উপন্যাসের মত ইকোনোমী, সোস্যাল সায়েন্স, ফাইন্যান্স, টেকনোলোজী, লজিক, ফিলোসফি পড়া সম্ভব। চায়ের দোকানের রাজনীতি, সংবাদ পত্রের রাজনীতি থেকে সঠিক রাজনৈতিক কার্যকলাপকে অনুধাবন করতে হলে, তাকে এনালাইসিস করার ক্ষমতা থাকতে হবে; সঠিক সাবজেক্টে সঠিক ধারণা না থাকলে, রাজনীতি বুঝা বা রাজনৈতিক পদকক্ষেপ নেয়া মোটামুটি অসম্ভব: পড়ুন, বুঝুন, কোয়াক হয়ে থাকবেন না।

মন্তব্য ২৬ টি রেটিং +০/-০

মন্তব্য (২৬) মন্তব্য লিখুন

১| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:৪৫

পাঠক১৯৭১ বলেছেন: আমরা রাজনীতি বুঝনা বলে, শেখ হাসিনাকে 'দেশনেত্রী', খালেদা বেগমকে 'আপোষহীন নেত্রী', এরশাদকে 'পল্লীবন্ধু' ডাকছি: আসলে ওরা সবাই 'কোয়াক'।

আমদেরকে ওদের থেকে ভালো হতে হবে; একমাত্র সঠিক ধারণাই তা করতে পারে।

২| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ২:১৬

সচেতনহ্যাপী বলেছেন: সহমত। আমরাই এদের পুজা করছি, সব ভুলে।

৩| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ২:৩৩

পাঠক১৯৭১ বলেছেন: @সচেতনহ্যাপী ,





আমাদের ৬০% ভাগ মানুষ কখনো বুঝতে পারবে না যে, জিয়া, এরশাদ, খালেদা বেগম ও হাসিনার লোকেরা কি করেছে এদেশে।

কিন্তু ৩০% মানুষ, একটু মাথা খাটালে বুঝতে পারবেন, সাইফুর রহমান, কিবরিয়া ও মুহিতেরা রাজনীতির নামে কি করেছেন!

৪| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৩:১৫

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
রাইট।

৫| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ ভোর ৪:৫০

পাঠক১৯৭১ বলেছেন: @এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা ,




রিকসা ড্রাইবার, দিন মুজুর, চাষী, শ্রমিক ছাত্র, গ্রাজুয়েট সবাই 'কোয়াক রাজনীতিবিদ'; এভাবে চলবে না; দেখি ব্লগারেরা নিজেদের অবস্হান একটু উন্নত করতে পারে কিনা!

৬| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ ভোর ৫:৫৫

nurul amin বলেছেন: লেখক ৭১ উপাধি লাগিয় সব জায়গায় মাতাব্বরি করেন। আপনাকে কিছু বলার সময় অন্তরে ঘা লাগে,কারণ একাত্তর আমাদের প্রেরণা। আপনি৭১ কে যেভাবে অপব্যবহার করছেন এটা মেনে নিতে পারি না। ৭১ নিক লাগিয়ে আপনি যা করছেন তা একটু চিন্তা করে দেখবেন। দয়াকরে ৭১কে এভাবে হাসির পাত্র করবেন না। অন্য একটি নিক এর মাধ্যমে আপনি যা খুশি করতে পারেন কেউ আপত্তি করবে না।

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৯:৫৪

পাঠক১৯৭১ বলেছেন: ১৯৭১ সাল আপনার জন্য একটা বছর বা এ ধরণের কিছু; আমার জন্য জীবন-মরণ, আমার জন্য ছিল মুক্তিযুদ্ধ, আমার জন্য বিজয়। আপনি বিজয়ের কেহ নন: আপনার লেখা কুত্তায় পড়লেও বুঝতে পারবে।

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১০:০৫

পাঠক১৯৭১ বলেছেন: আপনি আমাকে আপনার পোস্টে কমেন্ট ব্লক করেছেন; আপনি ব্লগার হতে পারবেন না; আপনাকে আমি ব্লক করিনি।

৭| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১০:০৫

nurul amin বলেছেন: আপনারা গণতন্ত্রের শত্রু

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১০:০৭

পাঠক১৯৭১ বলেছেন: আপনি যদি 'গণতন্ত্র' বুঝেন মনে করেন; তা'হলে বাংলাদেশের সকল গরুকে গণতন্ত্রে পিএইচডি দিতে হবে।

৮| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১২:২৮

nurul amin বলেছেন: আপনি একটা বাটপার

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৫:২৩

পাঠক১৯৭১ বলেছেন: আপনি আমাকে ১টা গাল দিবেন, আমি একটা দেবো, এভাবে চলতে থাকবে; এটা ব্লগিং নয়!

৯| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৫:৩৩

HHH বলেছেন: বাল-চাল পোষ্ট

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৫:৪৯

পাঠক১৯৭১ বলেছেন: পোস্ট পছন্দ হয়েছে বলাতে ভালো লাগলো!

১০| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৫:৪৪

HHH বলেছেন: সবাই গরু আর আপনি খুব চালাক!!
আপনি আসলে টয়লেট ক্লীনার।

বাল পোষ্ট

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৫:৪৮

পাঠক১৯৭১ বলেছেন: রাজনীতি শিখার জন্য, থিওরিটিক্যাল ব্যাকগ্রাউন্ড গড়ে তোলার দরকার; কোন কোন সাবজেক্ট পড়তে হবে, আমি লিখে দিয়েছি, এখন পড়ার চেস্টা করেন, মানুষ হোন।

১১| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৮:৪৮

মুনেম আহমেদ বলেছেন: !:#P B-)) B-) কারে কি কইবেন বাংলাদেশের চায়ের দোকানদার থেকে শুরু কৈরা সবাই রাজনীতি বিশেষজ্ঞ

১২| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:৪২

পাঠক১৯৭১ বলেছেন: @মুনেম আহমেদ ,



চা দোকানের রাজনীতি, অশিক্ষার রাজনীতি; সেটা আমাদের পার্লামেন্টে পৌঁছে গেছে; এখন আমাদেরকে সঠিক রাজনীতি নিয়ে এগুতে হবে: বিশ্ব মানের রাজনীতির জন্য আমরা তৈরি হবো।

১৩| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:৩৫

বেলা শেষে বলেছেন: .....please do not fight each others...calm & try to works together....

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:১৩

পাঠক১৯৭১ বলেছেন: সঠিক, পরস্পরের সাথে মারামারি করে কোন লাভ নেই!

১৪| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:০২

আজ আমি কোথাও যাবো না বলেছেন: আপনার একটা কমেন্ট ছিল পিগমী এবং চিকেন ব্রেইন। এই টাইপ স্পিসিস দের দেখলাম উপরে কমেন্ট করছে। ;)

পোস্টের সাথে সম্পূর্ণ সহমত!

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৭:৫২

পাঠক১৯৭১ বলেছেন: আমার কিছু বন্ধু আছেন, মশার মতো!

১৫| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১:৪২

অন্তরন্তর বলেছেন:


একটা চমৎকার রাজনীতির দিকনির্দেশনামূলক পোস্ট।
বর্তমানে রাজনীতির জন্য এইগুলো অত্যাবশ্যক। কিন্তু
আমরা শুধু খারাপের পেছনে ছুটছি, যা হওয়া উচিৎ ছিল না।
খুব সুন্দর একটা পোস্টের জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
শুভ কামনা।

১৬| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ২:১২

পাঠক১৯৭১ বলেছেন: আমরা রিকসা ড্রাইবারের জন্য সন্মানজনক চাজুরী সৃস্টি করবো, তবে না বুঝে রাজনীতি করে কমিশনার হতে দেবো না; আমরা রাজনীতি না জানা মানুষকে মন্ত্রী বা এমপি পদে যেতে দেবো না।

১৭| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:২৩

পাঠক১৯৭১ বলেছেন: এখন খালেদা বেগম নির্ভর যে বিএনপি আছে, তা বদলে যাবে; শেখ হাসিনা বিরোধীরা দীর্ঘদিন খালেদা বেগমকে ভোট দিয়ে নিজেদের ক্ষতি করে, শেখ হাসিনাকে শাস্তি দিয়ে শান্তনা পেয়ে আসছিল; এখন তারা দেখছে যে, শেখ হাসিনার সাথে লড়াই করে টিকার মতো ক্ষমতা খালেদার নেই; ফলে, শেখ হাসিনা বিরোধীদের নতুন কারো পেছনে শক্তি খরচ করে নিজ পায়ে কুড়াল মারতে হবে।

খালেদা বেগম বুঝতে পেরেছিল যে, শেখ হাসিনা উনার লাগাম

১৮| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৮:১৬

পাঠক১৯৭১ বলেছেন: 'বিশ্ব ব্যাংক তো টাকাই দেয়নি, টাকা চুরি হলো কিভাবে?' ২০১২ সালে, এটা ছিল শেখ হাসিনার প্রথম বাক্য পদ্মাসেতুর ঘুষের ঘটনায়; বাংলাদেশের ৯৯% ভাগ মানুষ শেখ হাসিনার কথায় বিশ্বাস করে, বিশ্ব ব্যাংকের বিপক্ষে কথা বলেছে। আসলে কি ঘটেছে, শেখ হাসিনা সবই জানতো; যখন মানুষ শেখ হাসিনার সুরে কথা বলা শুরু করলো শেখ হাসিনা বুঝলো যে, সে আধুনিক গোয়েবলস থেকেও মেধাবী, ও এই জাতি মোটামুটি গাধায় পরিণত হয়েছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.