নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ডিসেম্বর১৬

ইকোনোমিস্ট

পাঠক১৯৭১

পাঠক১৯৭১

পাঠক১৯৭১ › বিস্তারিত পোস্টঃ

ভয়ংকর মেধা ও ট্রিলিয়ন ডলার হারায়েছে জাতি

১২ ই ফেব্রুয়ারি, ২০১৪ ভোর ৪:০০

২০১৩ সালের প্রথম দিকে খালেদা বেগম ঢাকা শহরে ও বাহিরে কয়েকটা জনসভা করেছিলেন; সেই সভাগুলোতে তিনি জাতিকে 'বিরাট বিরাট কয়েকটা আশার বাণী' শোনায়েছিলেন, আপনার কি তা মনে আছে, নাকি এক কান দিয়ে ঢুকে অন্য কান দিয়ে বের হয়ে গেছে?



তিনি বলেছিলেন যে, তিনি এমন সব পদ্ধতি জানেন যে, 'দেশে একজন মানুষও বেকার থাকবে না, এবং ৫ বছরেই দেশের বিদ্যূত ঘাটতি থাকবে না'; তবে, তিনি বলেছিলেন যে, 'তিনি এসব পদ্ধতির কথা ক্ষমতায় যাওয়ার আগে বলবেন না; ক্ষমতায় গিয়ে নিজেই কার্যকরী করবেন'; এখন মনে পড়েছে?



আপনি যদি সামান্য অংকও জানেন, তা'হলে বুঝতে পারবেন যে, ১০ কোটী কার্যক্ষম বাংগালী যদি কাজ করে প্রতিদিন '৮০ কোটী ঘন্টা কাজ' হওয়ার কথা প্রতিদিন; আমাদের অনেক ব্লগারের কান দিয়ে ধুঁয়া বের হবে এগুলোকে টাকায় পরিণত করতে।



আরেকটা কথা বলেছিলেন, "তিনি নতুন ধরণের গণতান্ত্রিক সরকার গঠন করবেন"; এক নতুন গণতন্ত্র দিয়েছিলেন আইয়ুব খান; এবারের আবিস্কারক ছিলেন আমাদের মাদাম!





এরপর ভাবেন, প্রতি বাড়ীতে, প্রতি কারখানায় বিদ্যুত যোগ হয়েছে ৫ বছরে: যত পারেন বাড়ী বানান, কোন সমস্যাই নেই, বিদ্যুত আসছে, বিদ্যুত আসছে; খালেদা বেগমের ১০ ক্লাশের বিদ্যায় দেশ বিদ্যুতে সয়লাব করে দেবে, আমাদের পিএইচডিরা সবাই চা দোকান চালাতে পারবে, তাদের উপর কোন চাপ থাকবে না।



মানুষ বাড়ছে, কিন্তু সমস্যা নেই, চাকুরী হচ্ছে; ঘরবাড়ী কলকারখানা বাড়ছে, সমস্যা নেই বিদ্যুত যোগ হচ্ছে! সবই ভালো ছিল, শেখ হাসিনা সবই ডুবায়ে দিল; এখন মাদাম খালেদা বেগম সেই সব পদ্ধতি জাতিকে দিবে না; শালার বাংগালী জাতি মেধা ও ট্রিলিয়ন ডলার হারালো!



মন্তব্য ৩৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩৩) মন্তব্য লিখুন

১| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৪ ভোর ৪:০৩

পাঠক১৯৭১ বলেছেন: শেখ হাসিনা যদি প্রতি ঘরে ১ জনকে চাকুরী দিতো, গত ৫ বছরে তাকে এজন্য ৪০ বিলিয়ন ডলার বেশী খরচ করতে হতো; বিলিয়ন লিখতে ১ পরে কত শুন্য দিতে হয়, হাসিনা এজনমেও মনে রাখতে পারবে না। খালেদা বেগমের মেধাটা শেখ হাসিনাই ধ্বংস করলো!

২| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৪ ভোর ৪:২৭

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
১০ না, ৮ :P :P :P

৩| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১:৩০

পাঠক১৯৭১ বলেছেন: ১০ কোটী ভোটার, সবাই তো কাজ করতে চায়; কাজ পেলে কেহ কি টিউশানী করতে যাবে?

ধরলাম ৮ কোটী: দৈনিক ৬৪ কোটী ঘন্টা কাজ; হাসিনার কারণে জাতি খালেদা ম্যাডামের মেধার দেখা পেলো না!

৪| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১:৫২

মুনেম আহমেদ বলেছেন: এর আগের পাঁচ বছরে ম্যাডাম জিয়ার ঐ মেধা কই ছিল? নাকি স্বপ্নে পাওয়া :D

১২ ই ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:১৭

পাঠক১৯৭১ বলেছেন: এসব ম্যাডাম প্যাডাম কি করে এ ধরণের জাতির মাথায় বসে অনবরত পেসাব করে যাচ্ছে, ভাবনার বিষয়।

৫| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:৩৭

মুনেম আহমেদ বলেছেন: তাজুদ্দিন সাহেব, মুহিত, কিবরিয়া ও সাইফুলদের সেই মগজ কখনো ছিল না খালেদা জাতির মাথায় পেশাব করে হাসিনার মাথায় কিছু নাই।


তাইলে জনাব আপনার মাথায় এতো কিছু থাকতে জাতির জন্য কোন বাল টা পালাইছেন শুনি??? X(( X(

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ২:২৬

পাঠক১৯৭১ বলেছেন: আমি আমার পজিশন থেকে সবচেয় বড় কাজে অংশ নিয়েছি জাতির জন্য।
এখনও করে যাচ্ছি। কিন্তু আপনাকে জানানো সম্ভব হবে না; ২ জন ব্লগার জানেন।

৬| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ২:৪৬

পাঠক১৯৭১ বলেছেন: @মুনেম আহমেদ ,



শেখ হাসিনা যখন বলেছিল যে, প্রতিঘরে ১ জনের চাকুরী দেবে, আমি ১৭ কোটীর ১ জনকে কিছু বলতে দেখিনি, আমি হিসেবসহ পোস্ট দিয়েছি ৫ বছর। আপনি সেটার উপর কয়টা পোস্ট দিয়েছিলেন?

আপনি তো দুরের কথা, দেবব্রত ভট্টাচায্যও হিসেব দিতে পারেনি।
আপনারা কি বুঝেন সেটাই বুঝা যায় না।

৭| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১২:২১

মুনেম আহমেদ বলেছেন: এটাই কি আপনার জাতির জন্য বড় কাজ :D

৮| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৫:০২

পাঠক১৯৭১ বলেছেন: জাতির জন্য আমি অন্য কাজ করছি, জাতির এক ক্ষুদ্রতম অংশ তাতে উপরকৃত হচ্ছে।

হাসিনা প্রতিঘরে ১ জনকে চাকুরী দিবে বলে যখন জাতিকে ফাঁকি দিয়েছিল, সেটা সঠিকভাবে বুঝে ব্লগারদের বুঝানো একটা বড় কাজ


জাতির অবস্হা সঠিকভাবে বুঝা ও সে বিষয়ের উপর সঠিক ধারণা সৃস্টির ব্যাপারে কথা বলার চেস্টা করছি আমি: যেমন এই পোস্টে বলা হয়েছে যে, খালেদা বেগম ভোটের আগে বেকারত্ব, বিদ্যুত ও 'নতুন সরকারের' কথা বলে ভোট নিতে চেয়েছিল, উনার মাথায় গোবর ছাড়া কিছুই নেই।

কিন্তু ছাত্র রাজনীতি নিয়ে আপনি যে পোস্ট দিয়েছেন, সেখানে ছাত্র রাজনীতি নিয়ে আপনার ধারণা ভুল।

৯| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৫:৩৯

সাইলেন্স বলেছেন: শেখ হাসিনা যদি প্রতি ঘরে ১ জনকে চাকুরী দিতো, গত ৫ বছরে তাকে এজন্য ৪০ বিলিয়ন ডলার বেশী খরচ করতে হতো।
আপনার কি মনে হয় সেই প্রতি ঘরের চাকরি প্রাপ্ত একজন বসে বসে বেতন নিত?

হাসিনা এখন ২০৪১ দেখাচ্ছে এ বিষয়ে আপনার মহা মূল্যবান মন্তব্যের অশায় পুরো জাতি।

আওয়ামী লীগ ক্ষমতায় আছে সব মিলিয়ে ১৩ বছর (স্বাধীনতার পর থেকে) আমরা কতটা উন্নত হয়েছি ? বুকে হাত দিয়ে বলেন।

আশার বাণি দু`জনেই শুনিয়েছেন, একজনকে নিয়ে মশকরা করছেন খারাপ মন্তব্যও করছেন।

শেইম ফর দ্য পিপল লাইক ইউ।

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:২৭

পাঠক১৯৭১ বলেছেন: বর্তমান আওয়ামী লীগ দেশকে শেখ সাহেবের ভাবনার বিপরিতে নিয়ে গেছে; শেখ সাহেব সীমিত সমাজতন্ত্রের ভিত্তির উপর দেশের অর্থনীতি গড়ে তুলতে ছেয়েছিলেন, আওয়ামী লীগ জিয়ার 'গলাকাটা' ক্যাপিটেলিজম অনুসরণ করছে।

আওয়ামী লীগ বলতে কিছু নেই, আছে শেখ হাসিনা; ২০৪১ সালে হাসিনার বয়স হবে ৮২/৮৩ বছর, আমাদের জনসংখ্যা হবে ২২ কোটী; সে যা বলছে এগুলো প্রলাপ।


খালেদা বেগম কোন আশার বাণী শোনানি, কে ইডিয়ট হিসেবে নিয়েছে , হাসিনা বাংগালীদের ইডিয়ট হিসেবে ধরে নিয়ে দেশ চালাচ্ছে।

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:৩২

পাঠক১৯৭১ বলেছেন: মানুষ বসে বসে বেতন নিতো না; তবে, ৪০ বিলিয়ন হাসিনার কাছে ছিল না।

সে ৩ বিলিয়ন থাকা সত্বেও পদ্মাসেতু বানাতে পারেনি; সে কিভাবে ৪০ বিলিয়ন যোগাড় করবে?

সে মানুষকে বেকুব বানাতে পারে, সেটাই শেখ হাসিনার একমাত্র গুণ।

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:৩২

পাঠক১৯৭১ বলেছেন: মানুষ বসে বসে বেতন নিতো না; তবে, ৪০ বিলিয়ন হাসিনার কাছে ছিল না।

সে ৩ বিলিয়ন থাকা সত্বেও পদ্মাসেতু বানাতে পারেনি; সে কিভাবে ৪০ বিলিয়ন যোগাড় করবে?

সে মানুষকে বেকুব বানাতে পারে, সেটাই শেখ হাসিনার একমাত্র গুণ।

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:৩৩

পাঠক১৯৭১ বলেছেন: মানুষ বসে বসে বেতন নিতো না; তবে, ৪০ বিলিয়ন হাসিনার কাছে ছিল না।

সে ৩ বিলিয়ন থাকা সত্বেও পদ্মাসেতু বানাতে পারেনি; সে কিভাবে ৪০ বিলিয়ন যোগাড় করবে?

সে মানুষকে বেকুব বানাতে পারে, সেটাই শেখ হাসিনার একমাত্র গুণ।

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:৩৪

পাঠক১৯৭১ বলেছেন: মানুষ বসে বসে বেতন নিতো না; তবে, ৪০ বিলিয়ন হাসিনার কাছে ছিল না।

সে ৩ বিলিয়ন থাকা সত্বেও পদ্মাসেতু বানাতে পারেনি; সে কিভাবে ৪০ বিলিয়ন যোগাড় করবে?

সে মানুষকে বেকুব বানাতে পারে, সেটাই শেখ হাসিনার একমাত্র গুণ।

১০| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৫:৪৩

মুনেম আহমেদ বলেছেন: আমি আপনার মতো শুধু নিজেকে জ্ঞানী বলে গরিমা করিনা অন্যদের চিন্তাকে অশ্রদ্ধা করিনা যেটা আপনি করেন। আমি ঐ পোষ্টে কোনো ধারনার কথা বলিনি শুধূ বাংলাদেশে এর স্বরূপটা তুলে ধরেছি।

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:১৯

পাঠক১৯৭১ বলেছেন: আপনি লিখেছেন, "আমি আপনার মতো শুধু নিজেকে জ্ঞানী বলে গরিমা করিনা অন্যদের চিন্তাকে অশ্রদ্ধা করিনা যেটা আপনি করেন।"


এগুলো জাস্ট ব্যক্তিগতভাবে জড়ায়ে পড়ার মত বাক্য।


আমি অন্যের চিন্তাকে বিশ্লাষন করে দেখি, ওটা কোন চিন্তা , না ভুল। আপনার ধারণা 'ছাত্ররা রাজনীতি' করছে, আমি দেখছি ওরা 'মাফিয়াগিরি' করছে; এখানেই ধারণার পার্থক্য।

১১| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:৩৯

মুনেম আহমেদ বলেছেন: বড় কিছু করার জন্য বড় পজিশন তৈরী করে নিতে হয়। আপনার যে জাতির জন্য এত চিন্তা সেই জাতির মাথায় কতগুলো মগজহীন মানুষ (আপনার মতে) বসে আছে। আর আপনি দেশ ছেড়ে বিদেশে বসে থেকে বলছেন : আমি আমার পজিশন থেকে সবচেয় বড় কাজে অংশ নিয়েছি জাতির জন্য। এইটা তো হইবার পারে না।

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:৫০

পাঠক১৯৭১ বলেছেন: আমি একা নই, অনেকই চেয়েছিলেন যে, শেখ সাহেবের সাথে দ্বন্দে যাওয়া ঠিক হবে না; আমরা সরে গিয়েছিলাম।

একবার বের হওয়ার পর, ফিরে যাওয়া সম্ভব হয়নি; আমরা অনেকেই সাধারণ চাষী পরিবারের চেলে ছিলাম, আমাদের নিজস্ব বোঝাও ছিল।

এখনও চেস্টা করছি, বাংগালীদের সাহায্য করতে।

১২| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:১৬

মুনেম আহমেদ বলেছেন: বিশাল ইতিহাস একটু একটু করে শেয়ার করবেন।

১৩| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:১৬

মুনেম আহমেদ বলেছেন: অপ্রাসঙ্গিক:বাংলা গান শুনেন? :)

১৪| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:৩০

পাঠক১৯৭১ বলেছেন: @মুনেম আহমেদ ,






হ্যাঁ, বাংলা গান শুনি।

১৫| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:৩২

পাঠক১৯৭১ বলেছেন: @মুনেম আহমেদ ,





কোন বিশাল ইতিহাসের কথা বলছেন?

১৬| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১১:৩৬

মুনেম আহমেদ বলেছেন: আপনার জীবনের ।কোন বই লিখেছেন?

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:১২

পাঠক১৯৭১ বলেছেন: না, আমি কোন বই লিখিনি।

আমি রাজনীতির উপর একটা বই লেখার কথা ভাবছি।

১৭| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৩০

মুনেম আহমেদ বলেছেন: লিখুন। দেশের সমাজতন্ত্রী রাজনীতিবিদ দের সাথে যুক্ত আছেন??

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৪৫

পাঠক১৯৭১ বলেছেন: সমাজতন্ত্রী অনেকের সংগে জানাশোনা আছে, ঘনিস্টতা নেই।

১৮| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৪৭

পাঠক১৯৭১ বলেছেন: আপনি সমাজতান্ত্রিক অর্ঠনীতি নিয়ে ভেবেছেন কখনো?

১৯| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৮:০৯

মুনেম আহমেদ বলেছেন: না এতো ভারী বিষয় নিয়ে ভাবার বয়স হয়নি !:#P সরদার আমিন কে চিনেন?

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১:৩৮

পাঠক১৯৭১ বলেছেন: না সর্দার আমিন নামে কোন ব্যক্তিকে জানি না। নাহিদ, মেনন, মতিয়া, সেলিম, দিলীপ বাবু এদের সাথে জানাশোনা আছে।

২০| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১:০৪

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: ভাই আমি অন্য বিষয় নিয়ে কিছুই বলতে চাই না। শুধু বলতে চাই শিক্ষাগত যোগ্যতা নিয়ে যা নিয়ে আপনি কটাক্ষ্য করেছেন।




আপনি নিঃশ্চয় জানেন পৃথিবীতে অনেক বড় বড় নেতা এবং রাষ্ট্র নায়ক ছিলেন যারা গোলাপী (আপনাদের ভাষায়) বেগমের চেয়েও নিরক্ষর ছিলেন। সেযাই হোক আপনার মত মহা শিক্ষিতরা গোলাপীর একটা লোমের যোগ্য না। ৫ জন লোকের সামনে দাড়ায়ে একটা বক্তব্য দিতে দিলে তো পাছা দিয়ে পাতলা গু বের হয়ে যাবে। মুতের কথা বাদই দিলাম।




সুতরাং হাসিনাই হোক আর খালেদাই হোক তারা বড় মাপের নেতা/নেত্রী তাদেরকে সম্মান করতে শিখুন। তারা একটা ডাক দিলে হাজার হাজার আপনার মত মহা শিক্ষিত লোক রাস্তায় নেমে যাবে।


তবে আপনার মত মহা শিক্ষিত লোকের পিছনে একটা ডালখোরও যাবে না। কথাটা মনে রাইখেন।



ধন্যবাদ।

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:২৬

পাঠক১৯৭১ বলেছেন: আপনার ভাবনা ঠিক আছে।
আপনার মত লোকে দেশ ভরে গেছে।

৯১৭১ সালে, দেশে ৬ কোটী লোক দেশ চেয়েছিলেন, ১লাখ ২০ হাজার যুদ্ধে গেছেন; বাকীরা আপনার মত ছিলেন।

যেসব ইডিয়টরা হাসিনা/খালেদার ডাকে বের হয়, সেখান থেকেই কুকুরের মত মরে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.