![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
'বিশ্ব ব্যাংক তো টাকাই দেয়নি, টাকা চুরি হলো কিভাবে?' ২০১২ সালে, এটা ছিল শেখ হাসিনার প্রথম বাক্য পদ্মাসেতুর ঘুষের ঘটনায়; বাংলাদেশের ৯৯% ভাগ মানুষ শেখ হাসিনার কথায় বিশ্বাস করে, বিশ্ব ব্যাংকের বিপক্ষে কথা বলেছে। আসলে কি ঘটেছে, শেখ হাসিনা সবই জানতো; যখন মানুষ শেখ হাসিনার সুরে কথা বলা শুরু করলো শেখ হাসিনা বুঝলো যে, সে আধুনিক গোয়েবলস থেকেও মেধাবী, ও এই জাতি মোটামুটি গাধায় পরিণত হয়েছে।
অনেকে পোস্ট দেয়, 'শেখ হাসিনা ১০ টাকা কেজিতে চালের দাম রাখবে'; শেখ হাসিনা যদিএ ধরণের মুলা দিয়ে ভোট পায়, বেকুব কে? চালের উৎপাদন খরচ দেখলেই বুঝা যাবে যে, বাংলাদেশে চালের দাম ১০ টাকা কিলো কখনো সম্ভব নয়; যারা এ ব্যাপারে শেখ হাসিনাকে দোষারুপ করে এখন, তারা বুদ্ধিমান হতে পরে না; তখনই লেখার দরকার ছিল।অনেকে পোস্ট দেয়, 'শেখ হাসিনা ১০ টাকা কেজিতে চালের দাম রাখবে'; শেখ হাসিনা যদিএ ধরণের কথা বলে ভোট পায়, বেকুব কে? চালের উৎপাদন খরচ দেখলেই বুঝা যাবে যে, বাংলাদেশে চালের দাম ১০ টাকা কিলো কখনো সম্ভব নয়; যারা এ ব্যাপারে শেখ হাসিনাকে দোষারুপ করে এখন, তারা বুদ্ধিমান হতে পরে না; তখনই লেখার দরকার ছিল
খালেদা বেগম বলেছিলেন যে, তিনি এমন সব পদ্ধতি জানেন যে, 'দেশে একজন মানুষও বেকার থাকবে না, এবং ৫ বছরেই দেশের বিদ্যূত ঘাটতি থাকবে না'; তবে, তিনি বলেছিলেন যে, 'তিনি এসব পদ্ধতির কথা ক্ষমতায় যাওয়ার আগে বলবেন না; ক্ষমতায় গিয়ে নিজেই কার্যকরী করবেন'; ক্ষমতায় যাওয়ার আগে এ সব প্দ্ধতির কথা প্রকাশ করবেন না।
খালেদা বেগম আরেকটা কথা বলেছিলেন, "তিনি নতুন ধরণের গণতান্ত্রিক সরকার গঠন করবেন"; এক নতুন গণতন্ত্র দিয়েছিলেন আইয়ুব খান; এবারের আবিস্কারক ছিলেন আমাদের মাদাম!
শেখ হাসিনা ও খালেদা বেগম এগুলো বলে ২৩ বছর ক্ষমটা দখল করে ছিলেন ও আছেন; উনারা জাতিকে অবশ্যই বেকুব হিসেবে ধরে নিয়েছেন। অবশ্য খালেদা বেগম ও শেখ হাসিনা যেভাবে জাতিকে ব্যবহার করেছেন, জাতির ব্যাপারে ভালো কিছু বলা সহজ নয়।
২| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:১৮
অগ্নিঝরা আগন্তুক বলেছেন: You are a good entertainer
১৪ ই ফেব্রুয়ারি, ২০১৪ ভোর ৪:২২
পাঠক১৯৭১ বলেছেন: চেস্টা করছি আপনাদের বিনোদন দিতে; মগজ সি্দ্ধান্ত নেয় কোনটা বিনোদন, কোনটা ভাবনা-বর্ধন।
৩| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:৩৯
পাঠক১৯৭১ বলেছেন: চেস্টা করছি আপনাদের বিনোদন দিতে; মগজ সি্দ্ধান্ত নেয় কোনটা বিনোদন, কোনটা ভাবনা-বর্ধন।
৪| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৩:২০
পাঠক১৯৭১ বলেছেন: ব্লগার 'শেখ সেলিম' এর পোস্ট থেকে:
" তৎকালীন ইষ্ট বেঙ্গল রেজিমেন্টের কিছু সেনা কর্মকর্তা এবং আওয়ামী লীগের কতিপয় নেতা যারা প্রাণভয়ে ভারতে পালিয়ে যান, তাদের জামাই আদর দিয়ে লুফে নেন। তাদের সামনে রেখে ভারত বিভিন্ন সীমান্তবর্তী এলাকায় নামমাত্র ট্রেনিং সেন্টার স্থাপন করে। "
পোস্টের নাম মনে হয়, "বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও তারপর"
আমি বাংলাদেশে এ রকম জঘন্য বিহারী আছে বলে কখনো বিশ্বাস করিনি:
৫| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৪ ভোর ৪:২১
পাঠক১৯৭১ বলেছেন: মুক্তিযুদ্ধ ও বেংগল রেজিমেন্টের বিরু্দ্ধে মিথ্যা পোস্ট:
শেখ সেলিম
বাংলাদেশের মুক্তিযুদ্ধ এবং তারপর—–––
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:১৬
৬| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৮:১৭
Eisenheim বলেছেন: খালেদা বেগম বলেছিলেন যে, তিনি এমন সব পদ্ধতি জানেন যে, 'দেশে একজন মানুষও বেকার থাকবে না, এবং ৫ বছরেই দেশের বিদ্যূত ঘাটতি থাকবে না'
তবে, তিনি বলেছিলেন যে, 'তিনি এসব পদ্ধতির কথা ক্ষমতায় যাওয়ার আগে বলবেন না; ক্ষমতায় গিয়ে নিজেই কার্যকরী করবেন'; ক্ষমতায় যাওয়ার আগে এ সব প্দ্ধতির কথা প্রকাশ করবেন না।
দ্বিতীয় প্যারার কথাগুলো কি তিনি হুবহু এভাবেই বলেছিলেন? নাকি যাস্ট বেকারত্ব দূর করা আর বিদ্যুৎ ঘাটতি কমানোর কথা বলেছিলেন? :-&
১৪ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৮:৩৩
পাঠক১৯৭১ বলেছেন: আমি যেভাবে লিখেছি, উনার কথার সারমর্ম একেবারেই এমন ছিল।
৭| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১১:৪০
মুনেম আহমেদ বলেছেন: উনারা জাতিকে অবশ্যই বেকুব হিসেবে ধরে নিয়েছেন।তারা কি ভূল করছেন? জাতি সম্পর্কে আপনার ধারনা কি?
১৫ ই ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:০৩
পাঠক১৯৭১ বলেছেন: ৫০া% লেখাপড়া জানে না: বর্তমান বিশ্বে তাদের বেকুব করে রাখা হয়েছে।
শিক্ষিতদের মাঝে ৫০% কুশিক্ষিত, এরা বেকুব; ছাত্রদের মাঝে ৫০% লেখাপড়া করে না।
সবকিছু যোগ করলে ৮০% বেকুব; সুতরাং, জাতি বেকুবের ঘরে।
©somewhere in net ltd.
১|
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:২৯
পাঠক১৯৭১ বলেছেন: শেখ হাসিনা ও খালেদা বেগমের দীর্ঘ সময় ক্ষমতায় থাকাটা জাতির সম্পর্কে খারাপ ধারনা দেয়।