![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সামু মামুর ওয়াচ পোয়াচ, হাউকাউ
ব্লগিং করতে গেলে ব্যান করে দেয়, গালাগালী করে, 'ওয়াচে' নিয়ে যায়; পাকিস্তানী আমলে কথা বললে জেলে নিয়ে যেতো, বাংলাদেশ আমলে মেরে ফেলে, শান্তি নেই; ব্লগেও খালেদা বেগম আর হাসিনার মগজের ক্লোনেরা এডমিন হয়ে বসে আছে। এডমিন তো গেলো এডমিন, তার উপর ব্লগে আছে ব্যাডমিন।
অন্য ব্লগে শুধু ব্যান করে দেয়, সামুতে নতুন ঝামেলা হলো ব্যাডমিন: এরা হাউকাউ লিখে ব্লগ ভরায়ে ফেলে, কিছু বললে কমেন্ট ব্যান করে দেয়। সেদিন এক মেডিক্যাল ডাক্তার লিখেছে, আল্লাহের কথা মতে চললে রোগ বালাই হবে না, আমরা সবাই ভালো থাকবো; আরে শালা মগজহীন, তা'হলে তুমি ডাক্তারী কেন পড়েছ? বললাম, আমাকে পায়ের ব্যথার 'তাবিজ' দিতে, ইডিয়ট আমাকে কমেন্ট ব্যান করে দিলো। ঠিক আছে, তোমাদের বালছাল হাউকাউ নিজেরা পড়গে; তবে, আমাকে যারা যারা কমেন্ট ব্যান করেছে, তাদের পোস্টে বানরও প্রস্রাব করে না, কয়েকজন দেখি ব্লগে আর পায়খানা করছে না।
ওয়াচে আর থাকতে চাচ্ছি না, চাচ্ছি ব্যান করে দেক:ওয়াচ পোয়াচ হাউকাউ ভালো লাগে না। আর যারা আমাকে কমেন্ট ব্যান করেছিলেন, তাদেরকে আমি সিউরিটি দিচ্ছি আপনারদের পোস্ট পড়ার জন্য তেলে পোকাও খুঁজে পাবেন না।
ওকে এডমিন, আর ওয়াচে নয়, আমাকে মোয়াচে নেয়া হোক: ব্যান করা হোক!
২| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৮:২৫
হাসান কালবৈশাখী বলেছেন:
আমাকেও একটা ফালতু কারনে পঙ্গু করে রেখেছিল ৯ মাসের মত!
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৮:২৮
পাঠক১৯৭১ বলেছেন: বানরকে ক্ষমতা দিলে মাথায় উঠে!
৩| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৮:৪৭
সাইলেন্স বলেছেন: এখনো ওয়চেই আছেন ????
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:০০
পাঠক১৯৭১ বলেছেন: হ্যাঁ, চাচ্ছি ব্যান করে দেক।
৪| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৮:৫৭
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
ব্যাডমিনটন
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:০২
পাঠক১৯৭১ বলেছেন: আছে এডমিন।
সাথে ব্যাড & মিন।
৫| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:১২
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
এত কথা বললে আপনাকে সত্যি ব্যান করে দিবে
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:৪০
পাঠক১৯৭১ বলেছেন: এডমিনদের ভালোবাসার চিঠি লিখেছিলাম এই বলেছে যে, সবার মতো হবো; কাজ হয়নি
৬| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:২১
সাইলেন্স বলেছেন: আপনি আর একটা নিক খুলে ফেলেন.....গোপনে।
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:৩৮
পাঠক১৯৭১ বলেছেন: উনারা নিজে নিজে ব্লগিং করুক।
নতুন নিক নিয়ে সুবিধে হবে না, স্বভাব তো থেকে যাবে।
৭| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:৪২
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
নতুন নিক খুলেন 'হাউকাউ'
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:৫৩
পাঠক১৯৭১ বলেছেন: ট্রেইড মার্ক!
৮| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:৫২
সাইলেন্স বলেছেন: এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
নতুন নিক খুলেন 'হাউকাউ`।
আসলেই তাই, হাউ কাউ কমানো উচিত।
আপনার সবচেয়ে বড় সমস্যা আপনি ঠোঁটকাটা মানুষদের মত মন্তব্য করেন অন্যের পোস্টে এটা অন্যের পছন্দ নাও হতে পারে, সমালোচনাটা গঠনমূলক হলে সবাই গ্রহণ করতে বাধ্য হয় যেটা আপনি বেশিরভাগ ক্ষেত্রেই করেন না।
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:৫৮
পাঠক১৯৭১ বলেছেন: সমালোচনার মত কিছু চোখে কম পড়ে।
মানুষ পার্লামেন্ট নিয়ে লেখে, নিজেই জানে না যে এমপি'র দায়িত্ব কি! মানুষ পদ্মাসেতু নিয়ে লিখতে গিয়ে, লেখে ড: ইউনুসের কারণে লোন পাওয়া যায়নি: কিসের সমালোচনা করবেন?
ডাক্তার লেখেন আমরা সৃস্টিকর্তার কথা সুনলে রোগ শোক থাকবে না; ইহার সমালোচনা করা সম্ভব নয়!
৯| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ২:৩২
গ্রীনলাভার বলেছেন:
মাঝে মাঝে মনে হয় এগুলো ব্যাডমিনদের একগুয়েমি। রুলস জারির সাথে সাথে শাস্তির মেয়াদ ও ঘোষনা দেয়া হোক।
©somewhere in net ltd.
১|
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৫৭
পাঠক১৯৭১ বলেছেন: বাংলাদেশ ভরে গেছে মগজহীন খালেদা আর হাসিনার ফটোকপিতে!