![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
উপজেলা পর্যায়ে যদি 'লোকেল গর্ভমেন্ট' গঠন করতে হয়, তাহলে খুবই দক্ষ ব্যুরোক্র্যাটদের উপজেলায় পাঠাতে হবে 'টিএনও' পদে। যারা বিসিএস পরীক্ষায় ভালো করে, তাদের 'ফরেন সার্ভিসে' নেয়; আমাদের ফরেন সার্ভিসে চাকুরী, রিটায়ারমেন্টের সমান, কাজ কর্মের মাঝে হলো বিদেশ সফর, অথবা কনস্যুলেটে বসে সরকারী টাকা হজম করা।। যারা টেনে টুনে পাশ করে, তাদের উপজেলায় পাঠায়।
উপজেলা থেকে যদি আমাদের বাজেট প্ল্যানিং করতে হয়, তবে সবচেয়ে ভালো ও দক্ষ ব্যুরোক্র্যাটদের ওখনে পাঠানো দরকার, যারা ভিলেজ অর্থনীতি ও ফাইন্যান্সে ভালো। উপজেলায় গড়ে ৫ লাখের বেশী মানুষ বসবাস করে; এদের জন্য বাজেট তৈরি করতে হলে, সোস্যাল সায়েন্স, অর্থনীতি ও ফাইন্যান্সে ভালো দক্ষতা দরকার।
বর্তমানে উপজেলায় 'টিএনও' আছে; যদিও এমপি'দের কোন এডমিনস্ট্রেটিভ ক্ষমটা নেই, তারাও ওখানে একটি প্যারালাল লোকেল গভর্মেন্ট চালু রেখেছে; তার উপর অশিক্ষিত চোর-ডাকাত 'উপজেলা' চেয়ারম্যান নামে পার্টির ক্যাডার কি জন্য?
যারা উপজেলায় নির্বাচিত হয়, তাদের কোন দক্ষতা থাকার কথা নয়: এসব লোক ইউনিয়ন চেয়ারম্যানের সমান; এরা অর্থনীতি, বাজেট, ফাইন্যান্স বুঝার কথা নয়। 'টিএনও' ও এমপি থাকার পর, এই চোর-ডাকাতদের দরকার কেন? এই সব লোক চুরি ছাড়া গত ২৫ বছরে কিছুই করেনি।
'বটম-আপ' বাজেট পদ্ধতির জন্য শক্ত লোকেল গভর্মেন্ট গঠন করতে হলে, এসব চোর ডাকাতদের নির্বাচন করে তা সম্ভব হবে না: উপজেলাতে দক্ষ ব্যুরোক্র্যাটদের পাঠাতে হবে।
উপজেলা চেয়ারম্যান পদটা বিলুপ্ত করা দরকার; অকারণে ডাকাত সৃস্টি করা হচ্ছে!
২| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:৩৩
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
আমি আপনার পোষ্টে কমেন্ট না করলে কেউই আপনার পোষ্টে কমেন্ট করে না। ব্যাপারটা লক্ষ্য করেছি
৩| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:৫৪
পাঠক১৯৭১ বলেছেন: @এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা ,
আমিও তা লক্ষ্য করেছি!
দু:খের বিষয়, আমি কারো পোস্টে প্রথম কমেন্ট করলে, সেই পোস্টে পরে কমেন্ট বেশী পড়তো না।
'আমার ব্লগে', বেশ কিছু ব্লগার ভয়ে থাকতো যে, আমি যেন ১ম কমেন্ট না করি: আসলে ওরা চাইতো যে আমি কমেন্ট করি; আমি রহমান পিয়ালও সেই দলে ছিল!
৪| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:৫৯
পাঠক১৯৭১ বলেছেন: @এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা,
কমেন্ট করার মতো ব্লগারের সংখ্যা খুবই কম; কারণ বাংগালীরা রাজনীতি, অর্থনীতি, সমসাময়িক ঘটনা প্রবাহ সঠিকভাবে বুঝে না।
তারা ভুতের গল্প, ভালোভাসার কবিতা, আজগুবি কেচ্ছা-কাহিনী, ধর্ম, ১৮+ ইত্যাদিতে কমেন্ট করে; কারণ, ওখানে বুঝার, এনালাইসিস করার কিছুই নেই!
৫| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:১১
পাঠক১৯৭১ বলেছেন: Typo in comment #3
It should be:
'আমার ব্লগে', বেশ কিছু ব্লগার ভয়ে থাকতো যে, আমি যেন ১ম কমেন্ট না করি: আসলে ওরা চাইতো না যে আমি কমেন্ট করি; আমি রহমান পিয়ালও সেই দলে ছিল!
৬| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:১৩
বৃত্তবন্দী শুভ্র বলেছেন: আপনার পোস্টে কমেন্ট করতে ভয় লাগে কী থেক্কে আবার দেখা যাবে কী ভুল ধরবেন
৭| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:৫২
পাঠক১৯৭১ বলেছেন: @বৃত্তবন্দী শুভ্র ,
ভয়ের কিছু নেই, আমি চাচ্ছি শিক্ষিত বাংগালীরা কিছু বলার সময় ভেবেচিন্তে বলুক, এটুকুই।
©somewhere in net ltd.
১|
২০ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ২:৪৬
পাঠক১৯৭১ বলেছেন: উপজেলা চেয়ারম্যান পদে চোর ডাকাত ছাড়া কেহ নির্বাচিট হয় না: এদের একমাত্র কাজ সরকারী টাকায় ভাগ বসানো ও ব্যবসা বাণিজ্য থেকে ছাঁদা তোলা, সরকারী সম্পত্তি দখল করা।