নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ডিসেম্বর১৬

ইকোনোমিস্ট

পাঠক১৯৭১

পাঠক১৯৭১

পাঠক১৯৭১ › বিস্তারিত পোস্টঃ

পিলখানার আন-প্রফেশানেল অফিসারেরা

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৭:৫০

পিলখানা হত্যাকান্ডের সময়, পিলখানার অফিসারদের প্রাণ রক্ষার আকুল আবেদন সর্ত্বেও কমান্ড মিলিটারর নিয়ম অনুযায়ী বাস্তব কোন পদক্ষেপ নেয়নি; এজন্য দেশের পাখী-মারা জেনারল সেনাপতি মইন মিয়াকে ফায়ারিং স্কোয়াডে দেয়ার দরকার ছিল।



ক্যানটনমেন্ট টেলিফোন পৌছার ৫ মিনিটের মাঝে প্রয়োজন ছিল, নীচু উচ্চতায় উড্ডনের হেলিকপ্টারে বহনযোগ্য ২ টি হালকা ট্যাংক পিলখানার ২/৩ মাইলের মাঝে নামিয়ে দেয়া; সাথে ২ প্লাটুন কমান্ডো; তারা দরবার হলের নিকটবর্তী গেইট বা দেয়াল ভেংগে ভিতরে ঢুকলে অফিসারদের বিরাট অংশ বেরিয়ে আসতে পারতো।



ক্যানটনমেন্ট থেকে তাদের অফিসারদের, বা বন্ধুদের রক্ষার জন্য কোনরুপ পদক্ষেপ নেয়া হয়নি; ক্যানটনমেন্টে কোন জেনারেল আছে বলে আমি বিশ্বাস করিনা: পাখী শিকারী জেনারেল থাকতে পারে; যদি মাত্র একজন সৈনিক এমন অবস্য়ায় পড়তো, কমান্ড তাকে রক্ষা করতে দরকার হলে ১০০ জনকে হারালে কোন ক্ষতি হতো না।



দেশ রক্ষা করতে, দেশ দখল করতে যুদ্ধ হয়, সৈনিকেরা প্রান হারায়; তাই আোফিসার ও সৈনিকদের সবচেয়ে বেশী প্রশিক্ষণ দেয়া হয় নিজের ও নিজ বাহিনীর প্রাণ রক্ষার জন্য। নিশ্চয় বাংলাদেশ বাহিনীও সেই নিয়ম অনুসারে প্রশিক্ষণ দিয়েছে।



পিলখানায় ৫৭ জন অফিসার যেভাবে প্রাণ হারায়েছিল, তাতেপরিস্কার যে, বাংলাদেশ সেনাবাহিনী অফিসারদের সঠিক ট্রেনিং ছিল না; অথবা অফিসারদের প্রয়োজনীয় কোয়ালিটী ছিল না।



পরিস্হিতি, সময়, অবস্হান সবকিছু বিবেচনা করলে এত কম সময়ে, এত বেশী পরিমাণ অফিসারের প্রাণ হারানো রূপকাহিনীর মতো; মনে হচ্ছে, এইসব অফিসারেরা নিজেদের রক্ষার জন্য সঠিক পদক্ষেপ নেয়ার মতো পজিশনে ছিলো না।



সবচেয়ে বড় ভুল, অফিসারেরা নিজেদের সৈনিকদের বুঝতো না মোটেই, তারা নিজেদের সৈনিকদের সাথে সঠিক সম্পর্ক স্হাপন করেনি; যদি অফিসারেরা সৈনিকদের বুঝতো, তারা জানতো আক্রমণ আসন্ন; আবার সম্পর্ক সঠিক থাকলে, যত বড় ষড়যন্ত্রই হোক না কেন, অফিসারদের রক্ষায় বিরাট সংখ্যক সৈনিক প্রাণ হারাতো ।



ডোডো পাখী পৃথিবী থেকে নিশ্চিন্ন হয়ে গেছে, কারণ বেঁচে থাকার মতো সঠিক বুদ্ধি তাদের ছিল না।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ২:৫৫

পাঠক১৯৭১ বলেছেন: অফিসারদের সঠিক ট্রেনিং ছিল না; উনাদের সেনাপতি ছিল পাখী-মারা জেনারেল; জেনারেলকে ফায়ারিং স্কোয়াডে দেয়ার দরকার।

২| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১:১০

পাঠক১৯৭১ বলেছেন: @পথহারা নাবিক,





You are a lost sailor; now you have lost your rotten brain too; why banned me from commenting, pigmy?

৩| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:১৭

পথহারা নাবিক বলেছেন: Click This Link

৪| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:৩৫

পাঠক১৯৭১ বলেছেন: @পথহারা নাবিক ,




The Lilliputians, the Pimes, the Cavemen will come & get lost; I have nothing to offer them!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.