![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শেখ হাসিনা অপ-রাজনীতি করে অপ-রাজনীতির আরেক রাণী খালেদাকে একটা ভালো লাথি মেরেছে এবার; খালেদার পতনকাল চলছে, এক সময় সে থাকবে না; কিন্তু পতনকালে সে জাতির আরেকটা বড় ক্ষতি করে যাচ্ছে: তা'হলো ছাত্রদল পুনর্গঠন।
তার ছাত্রদল ছিল প্রফেশানেল মাফিয়াদের দল; এরা আমাদের জাতির শিক্ষাংগনকে পুরোপুরি মাফিয়ার চারণক্ষেত্রে পরিণত করেছে: আমাদের শিক্ষার মান ভারত ও শ্রীলংকা থেকে অনেক নীচু।
এবার খালেদা আরো ছাত্রদের তার ছাত্রদলে নিয়ে আসার চেস্টা করছে, এটা জাতির সাথে তার আরেক বিশ্বাসঘাতকতা।
ছাত্ররাজনীতি বলে একটা অপশব্দ তৈরি হয়েছিল পাকিস্তান রাস্ট্রের জন্মের সাথে সাথ; সেই পাকিস্তান ভেংগে গেছে, কিন্তু সেই অপ-রাজনীতি আরো শাখা প্রশাখা বিস্তার করতে পেরেছে।
ছাত্র রাজনীতি বন্ধ করতে হবে শক্তি প্রয়োগ করে, কারণ তথাকথিত ছাত্র রাজনীতিবিদরা পেশীশক্তিকে কাজে লাগিয়ে টিকে থাকে। তাদের আবার সাপোর্টার আছে সরকারী, বিরোধীদল ও সকল রাজনৈতিকদলে। শেখ হাসিনা এখন কিছুটা বিশ্বাস করে যে, ছাত্রলীগগ জাতির ক্ষতি করছে; কিন্তু সে বিশ্বাস করে যে, ছাত্রলীগ না থাকলে শিবির শিক্ষাংগন দখল করে নেবে।
শেখ হাসিনার যুক্তি, বা খালেদা ও জামাতের কৌশলে ছাত্ররা মাফিয়া হয়ে আমাদের দেশের ভয়ংকর ক্ষতি করছে: গত বছর ও এই বছরে শিবির জাতির প্রায় ১০০ বিলিয়ন ডলারের সমান সম্পদ ও মানুষের প্রাণহানী ঘটায়েছে।
খালেদার এই পদক্ষেপের ব্যাপারে জাতি কিছু বলছে না; শিক্ষকেরা চুপ, নাহিদ চুপ; শিক্ষিতদের এ ধরণের আচরণ জাতির জন্য খুবই কস্টকর; জাতিকে শিক্ষিত করতে হলে ছাত্র রাজনীতির সাথে জড়িত ৪০ হাজার মাফিয়াকে দেশ থেকে চিরতরে বিদায় করতে হবে।
আপনাদের মাঝে যারা জাতির ভালো চান, যারা শিক্ষিত ও শক্তিশালী জাতি চান, তারা ব্যাপারগুলো ভেবে দেখতে পারেন।
২| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:৩৮
পাঠক১৯৭১ বলেছেন:
@নানাভাই,
আপনাকে মনে হচ্ছে, 'ওয়াচে' নিয়ে গেছে; আমার সহানুভুতি রলো।
আপনি সামুর কাছে সেই ব্যপারে প্রতিবাদ করতে গিয়ে আমার বিরুদ্ধ লিখেছেন অকারণে; আমি মাত্র ১ মাস ব্লগিং করেছি সঠিকভাবে, আমাকে 'ওয়াচে' রেখেছে সামু।
এ যাবত ৬ টা পোস্ট এসেছিল আমার বিপক্ষে, এসব ব্লগারদের লেখা আসলে পড়ার মতো নয়; এরা ভালো ব্লগার হওয়ার সম্ভাবনা কম।
৩| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১২:৩৭
পথহারা নাবিক বলেছেন: তরল তোর বউ যেহেতু কাজের লোকের সাথে পালিয়েছে তাই তুই তোর কাজের মেয়েকে বিয়ে করে ফেল!!
৪| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১২:৪৩
পাঠক১৯৭১ বলেছেন:
@পথহারা নাবিক ,
ব্লগে মা-বাবা-বউ-ভাই-বোন কাউকে নিয়ে কথা বলতে হয় না; ব্লগারের সাথে সব কথা।
আমি বাংগালীদের মানুষ করার জন্য ব্লগে সময় দিচ্ছি। যারা কম্প্যুটার কিনতে পারে, লিখতে পারে, তাদেরকে সঠিক পথে এনে জাতিকে ভালোর দিকে নেয়া আমার ইচ্ছো
৫| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১২:৪৫
পাঠক১৯৭১ বলেছেন:
@পাঠক১৯৭১ ,
ব্লগারের সাথে সমস্যা থাকলেও একজন ব্লগারকে 'তুই' সম্বোধন করা ঠিক নয়!
৬| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১২:৪৭
পাঠক১৯৭১ বলেছেন: typo:------------->@পাঠক১৯৭১
Should be:--------->@পথহারা নাবিক ,
৭| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১২:৫৩
বেলা শেষে বলেছেন: পাঠক১৯৭১ বলেছেন:
আমি বাংগালীদের মানুষ করার জন্য ব্লগে সময় দিচ্ছি। যারা কম্প্যুটার কিনতে পারে, লিখতে পারে, তাদেরকে সঠিক পথে এনে জাতিকে ভালোর দিকে নেয়া আমার ইচ্ছো.....
Therefore we have Need a lot of Training, Pogramming, Desining etc....littlebit less politics...
To much Respect & Salam to you..
...happy bloging, happy beautiful days, sweet life...
...up to next time.
৮| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১:১৩
পাঠক১৯৭১ বলেছেন:
@বেলা শেষে ,
OK, good wishes for you.
৯| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ২:৪৪
সচেতনহ্যাপী বলেছেন: কিছুটা একতরফা মনে হচ্ছে না?যদিও সমালোচনার অনুবিক্ষনের নিচে বড় দু'দলই আছে। তবুও ক্ষোভটা দলের প্রতি বেশীই মনে হচ্ছে।
আর নামের সাথে কাদের,নানক,আজমদেরও তো থাকা উচিৎ। (ছাত্রদলের কথা তো আপনিই বলেছেন বলে তাদের নাম আর উল্লেখ করলাম না)
আর একটি কথা না বলে পারছি না সেটা হলো এদেশে ছাত্ররাজনীতি কোনদিনই বন্ধ হবে। যেখানে শিক্ষকরাই জড়িত। আর রাজনীতিবিদদের ক্ষমতায় যাওয়ার সোপান তো এরাই। উনারা তো আন্দোলনের ডাক দিয়ে এসিরুমে বসে থাকেন। আর ছাত্ররা থাকে রাজপথে।। পুলিশ,বিজিবি গুতানী-প্য্যাদানী আর গুলি বুকে নিয়ে কালো পথকে রঙ্গীন করে তোলে ক্ষমতায় যাওয়ার। ধন্যবাদ।
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৯:৩১
পাঠক১৯৭১ বলেছেন: আমি শিবির ও ছাত্রলীগ সম্র্কে বলিনি এজন্য যে, ওগুলো চলমান প্রক্রিয়ার অধীনে চলছে; কিন্তু খালেদা নতুন করে ছাত্রদের লোভ দেখায়ে দলে নেয়ার একটা নতুন পদক্ষেপ নিয়েছে।
আজম, নানক এগুলো ক্রিমিনাল হিসেবে আগেই পরিচিত ছিল; তাই ওদের কথা বলিনি।
মেনন,মতিয়াদের কথা বলেছি এজন্য যে, অনেক মনে করে যে এরা সফল ছাত্র রাজনীতিবিদ; আসলে ওরাও সফল নয়, ওগুলোও অপদার্থ ও দুস্ট।
ছাত্র রাজনীতি বন্ধ হয়ে যাবে বাংলাদেশে
১০| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:৪৭
পথহারা নাবিক বলেছেন: দোস্ত আসো!! তুমার পায়ের বেড়ি খুইলা দিছি!!
১১| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:২৫
পাঠক১৯৭১ বলেছেন:
@পথহারা নাবিক ,
সুমতি?
আমার পায়ের শৃংখল নিজেই গলে যাবে।
১২| ০১ লা মার্চ, ২০১৪ রাত ১:৫৬
তৌফিক মাসুদ বলেছেন: ছাত্ররা রাজনীতি করে টাকা কামাইয়ের জন্য, দেশের জন্য কিংবা ছাত্রদের জন্য নয়। ছাত্র রাজনীতির মূল উদ্দেশ্য ছাত্রদের অধিকার নিশ্চিত করা। কোন রাজনৈতিক দলের জন্য জীবন দেয়া নয়।
১৩| ০১ লা মার্চ, ২০১৪ রাত ২:১৮
পাঠক১৯৭১ বলেছেন:
@তৌফিক মাসুদ ,
রাজনীতির নিয়ম ও ক্ষমতাকে কাজে লাগিয়ে টাকা আয় করা অন্যায়, এবং তা রাজনীতির বিরু্দ্ধে; তাই এই হীন পেশাকে বিদায় করতে হবে।
©somewhere in net ltd.
১|
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:২৩
পাঠক১৯৭১ বলেছেন: মেনন, ইনু, সুরনজন সেনগুপ্ত, রব, মতিয়াসহ কিছু লোক ছাত্র রাজনীতির পক্ষে কথা বলেছে: এদের জীবন দেখেন, এরা না ছাষী, না রাজনীতিবিদ: হিজড়া রাজনীতিবিদ। এদের ছেলেমেয়রা আমেরিকা ও কানাডায় পড়ে রাজনীতির কাছেও নেই।