![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রাতিস্ঠানিক সামান্য শিক্ষা পেয়েছিল মওলানা ভাসানী; বাংলার মানুষের জীবন, সংস্কৃতি ও বাংলার প্রকৃতি ভাসানীকে শিক্ষিত করে তুলেছিল। বাংলার অন্য গুণী সন্তান শেরে বাংলা ফজলুল হক মওলানাকে ভালোবাসতেন। পাকিস্তান সৃস্টি হওয়ার পর, বাংগালীদের অধিকার প্রতিস্ঠা ও সংরক্ষণ করার জন্য মওলানা আওয়ামী লীগের প্রতিস্ঠা করেন: দলটি উদার মনোভাবের লোকদের নিয়ে বাংগালীদের আর্থিক দিক উন্নয়নের জন্য সঠিক তত্ব নিয়ে সামনে এগুচ্ছিল; কিন্ত শেখ মুজিবর রহমানের ভুলের জন্য দলটি অকারন প্রতিবাদে ও অতি বিপ্লবী দলে পরিণত হয়ে পাকিস্তান সরকারের রোষানলে পড়ে; একই সময়ে প্রতিস্ঠাতা থেকে দলটিকে চিনিয়ে নিয়ে অকেজো দলে পরিণত করে।
শেখ সাহেব, দলের তত্বের বদলে ৬ দফা যোগ করে দলটিকে আন্চলিক দলে পরিণত করে। ৬ দফা পাকিস্তান থেকে বাংলাদেশকে আলাদা করে ফেলে; খারাপ হয়নি, মানুষ আশা করেছিল যে, বাংগালীরা নিজেদের দেশকে শুখী দেশ হিসেবে গড়ে তুলবে। কিন্তু শেখ সাহেব ভুল পথে এগুচ্ছিলেন। ১৯৭৪ সালের দুর্ভিক্ষ উনার চোখ খুলে দেয়: তিনি বুঝতে পারলেন নিজের ভুল; এগুতে চাইলেন মওলানার পথে, কিন্তু মওলানাকে বাদ দিয়ে; শেখ সাহেব পদলোভী ছিলেন। তিনি নতুন তত্ব কার্য্যকরী করতে পারেননি: জিয়ার বিশ্বাসঘাতকতায় তিনি প্রাণ হারান।
শেখ সাহেব আওয়ামী লীগকে কখনো সঠিকভাবে গড়ে তোলেননি; তাঁর মৃত্যুর পর, দলটি প্র্বায় তাসের ঘরের মত হারিয়ে যায়। যাক, উনার মেয়ে দলটিকে দখল করে, বর্তমানে ক্ষমতা দখল করে রেখেছে, তবে খড়ের ঘামলায় ঘুমন্ত কুকুরের মত; কাজের কাজ হচ্ছে না।
সীমিত সম্পদের দেশে ক্যাপিটালিজম করতে গিয়ে ৫০ লাখ লোক সব সম্পদ ও সুযোগ দখল করে নিয়েছে। বাকীরা ক্রীতদাসে মতো খেটে দুবেলা খাচ্ছে; এক কোটী দেশ ছেড়ে পালিয়ে গেছে ভাগ্যের সন্দ্ধানে। দেশের বৈশম্যমুলক অর্থনীতি বেকার ও সন্ত্রাসের জন্ম দিয়েছে।
সন্ত্রাস ভারতের চোখে পড়াতে ভারত আমাদের ক্ষমতা নিয়ে নাক গলানো শুড়ু করেছে, তারা প্রতিবেশী হিসেবে আরেকটি পাকিস্তান চাচ্ছে না; এ কারণে ভারত ও হাসিনার মাঝে কিছু সম্পর্ক গড়ে উঠছে যা হাসিনাকে সাহায্য করছে, কিন্তু জাতিকে নয়। হাসিনা তার বাবার আওয়ামী লীগকে জিয়ার বিএনপির পর্যায়ে নিয়ে এসেছে; এটা জাতিকে কখনো পায়ে দাঁড়াতে দেবে না। আওয়ামী লীগের অসফলটাকে মুলধন করে রাজাকারেরা ভালো করছে।
২| ০৪ ঠা মার্চ, ২০১৪ দুপুর ১২:৪৫
দালাল০০৭০০৭ বলেছেন: কেন ?
০৪ ঠা মার্চ, ২০১৪ বিকাল ৫:৪৪
পাঠক১৯৭১ বলেছেন: কেন? কারণ ওটুকুই ওর দক্ষতা।
কম সম্পদের দেশে ১৭ কোটী লোককে চালানোর মত ক্ষমতা হাসিনার নেই, তাই সে ৫০ লাখের জন্য কিছু করছে।
৩| ০৪ ঠা মার্চ, ২০১৪ বিকাল ৫:৪৮
পাঠক১৯৭১ বলেছেন:
@এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা;
পরিক্ষা কেমন হচ্ছে? মিডটার্মগুলো ছাত্র জীবনের কঠিন সময়!
৪| ০৪ ঠা মার্চ, ২০১৪ বিকাল ৫:৫৩
দালাল০০৭০০৭ বলেছেন: ভাইজান!! আপনি কি কোন রাজনৈতিক দলের সাথে জড়িত?
৫| ০৪ ঠা মার্চ, ২০১৪ সন্ধ্যা ৭:১০
পথহারা নাবিক বলেছেন: তরল তোর ব্লক খুইলা দিছি!! আয় বাছাধন আয়!!
৬| ০৪ ঠা মার্চ, ২০১৪ সন্ধ্যা ৭:৩১
সাইলেন্স বলেছেন: তিনি নতুন তত্ব কার্য্যকরী করতে পারেননি: জিয়ার বিশ্বাসঘাতকতায় তিনি প্রাণ হারান।
ফাউ কথা বলেন কেন ? আজ পর্যন্ত প্রমান করা যায়নি, অনেক চেষ্টা করা হয়েছে, ইভেন এখনও হচ্ছে মাঝে প্রথম আলো হাজার খানেক দলিল পত্র সহ নিয়মিত ফিচার দিয়ে প্রমাণ করতে পারে নি।
ইউ মাস্ট প্রুভ ইট।
৭| ০৪ ঠা মার্চ, ২০১৪ রাত ৮:২০
পাঠক১৯৭১ বলেছেন:
@দালাল০০৭০০৭ ,
আমি কোন রাজনৈতিকদলের সাথে যুক্ত নই; আমি আওয়ামী লীগকে সাপোর্ট করতাম ১৯৭০ সালে।
৮| ০৪ ঠা মার্চ, ২০১৪ রাত ৮:২৫
পাঠক১৯৭১ বলেছেন:
@সাইলেন্স ,
কি প্রমাণ হয়নি?
জিয়া শেখ মুজিবর রহমানকে হত্যা করেছে সেটা প্রমাণ হয়নি?
সেটা কেহ প্রমাণ করতে চায়নি, সেজন্য প্রমাণ হয়নি।
আপনি যেটা বুঝেন না, সেটার প্রমাণ নাই, এ ধরণের কথা গ্রহনযোগ্য নয়।
এতদিনে যদি আপনি প্রুভ না পেয়ে থাকেন, আপনাকে প্রুভ দেয়া যাবে না।
৯| ০৪ ঠা মার্চ, ২০১৪ রাত ৮:২৭
পাঠক১৯৭১ বলেছেন:
@পথহারা নাবিক ,
আপনি কি হারানো মগজ ফিরে পেলেন?
১০| ০৪ ঠা মার্চ, ২০১৪ রাত ১০:০৫
সাইলেন্স বলেছেন: হোয়াট এ সিলি।
আপনি কোন গর্তে ছিলেন এতদিন।
ব্লগে মহা পন্ডিত গিরি করে বেড়ান, কে প্রমাণ করতে চায়নি?
এত লম্বা বিচার কার্য সম্পন্ন হলো কই জিয়ার নাম শুনলাম না !
যাহোক বোকার সাথে তর্ক করে নিজের জ্ঞান কমাতে চাইনা।
আপনি এক কাজ করেন নতুন করে " সহি বড় বাংলাদেশের ইতিহাস নামা " লিখে ফেলেন জাতি উপক্রিত হোক।
১১| ০৪ ঠা মার্চ, ২০১৪ রাত ১০:১৮
পাঠক১৯৭১ বলেছেন: @সাইলেন্স ,
"যাহোক বোকার সাথে তর্ক করে নিজের জ্ঞান কমাতে চাইনা। "
This is the best policy: you should not lose your intelligencia.
Zia was an intelligent person, he did not leave any clue for an ordinary John Doe.
Because of his death, and because of the threat from the military in 1996, Hasina did not include Zia's name.
১২| ০৪ ঠা মার্চ, ২০১৪ রাত ১০:২২
পাঠক১৯৭১ বলেছেন: @সাইলেন্স ,
" ভৌতিক অভিজ্ঞতা-৩, ভৌতিক অভিজ্ঞতা-2, ভৌতিক অভিজ্ঞতা-1"
-The above posts are your creations?
Yes, thats your area of understandings; you will never know what Zia did or what Sh. Mujub was after!
১৩| ০৫ ই মার্চ, ২০১৪ রাত ১২:৩২
দালাল০০৭০০৭ বলেছেন: ভাই কিছু মনে করবেন না!!!!
আমি আপনার পোস্টগুলো পড়লাম কিন্তু আমার মনে হল, আপনি মনে হয় বাংলাদেশের জন্য ক্ষতিকারক ব্যাক্তি ???????
১৪| ০৫ ই মার্চ, ২০১৪ রাত ১২:৪০
পাঠক১৯৭১ বলেছেন:
@দালাল০০৭০০৭ ,
আপনার ভাবনা আপনার জন্য সঠিক।
এবং আপনি একা নন, আপনার মত আগাছায় দেশ ভরে গেছে।
১৫| ০৫ ই মার্চ, ২০১৪ রাত ১২:৪৫
পাঠক১৯৭১ বলেছেন:
@দালাল০০৭০০৭ ,
সামুতে আপনার ১টা পোস্টই আছে; পোস্টে আপনি সামুর 'হিট লেখা'গুলোকে 'সংগ্রহ' হিসেবে লিংক দিয়েছেন; কেহ বলেছিল আপনাকে সেটা করতে? সেটা কি ধরণের ইডিওটিক ব্লগিং? সেটা তো সাময় নিজে করছে?
এ ধরণের বালছাল যখন করছেন, আপনি কি ধরণের ব্লগার, আপনি কি কাজে লাগবেন, আগাছা?
১৬| ০৫ ই মার্চ, ২০১৪ রাত ১২:৪৯
পাঠক১৯৭১ বলেছেন:
typo: ----.সেটা কি ধরণের ইডিওটিক ব্লগিং? সেটা তো সাময় নিজে করছে?
Should be: --->সেটা কি ধরণের ইডিওটিক ব্লগিং? সেটা তো 'সামু ' নিজে করছে?
১৭| ০৫ ই মার্চ, ২০১৪ রাত ১২:৫০
দালাল০০৭০০৭ বলেছেন: আই এম সরি আমার আসলে আপনার মত অতিবুদ্ধি মানের পোস্টে আমার মন্তব্য করা ঠিক হয়নি ?
আবারও সরি, ভাল থাকবেন
১৮| ০৫ ই মার্চ, ২০১৪ রাত ১২:৫৯
পাঠক১৯৭১ বলেছেন:
@দালাল০০৭০০৭ ,
Commenting was the right decision, simply you was not supposed to reveal your thinking process which is good enough for a caveman.
১৯| ০৫ ই মার্চ, ২০১৪ রাত ৮:৪৬
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
আপনি ধর্মকে আঘাত করেন কেন?
২০| ০৫ ই মার্চ, ২০১৪ রাত ৯:০১
পাঠক১৯৭১ বলেছেন:
@এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা ,
I never talked against Allah, or God.
Whan needed, I talk about old & outdated policies of many religions!
২১| ০৫ ই মার্চ, ২০১৪ রাত ১১:৫১
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
আপনার কথাগুলো আক্রমণাত্মক হয়।
২২| ০৫ ই মার্চ, ২০১৪ রাত ১১:৫৪
পাঠক১৯৭১ বলেছেন:
@এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা ,
Sorry, I will be careful from now on.
২৩| ০৭ ই মার্চ, ২০১৪ রাত ১২:৩৫
সচেতনহ্যাপী বলেছেন: আপনার প্রথম প্যারার উত্তরে শুধু বলবো রাজনৈতিক নেতা হিসাবে শেখ মুজিব সেরাদের একজন কিন্তু ৭২ পরবর্তিতে শাসক হিসাবে চরম ব্যর্থ।
জিয়ার বিশ্বাসঘাতকতায় তিনি প্রাণ হারান।এখানে কথা হলো দায়ী যদি করতেই হয়,তাহলে আওয়ামী লীগেরই নেপথ্য নায়ক,সেনাপ্রধানসহ নিরাপত্বা বিষয়ক প্রতিটি বিভাগীয় প্রধানদের বাদ দেওয়া চলে না( কারন তাহলে তাদের কাজ কি? নিরাপত্বাই যদি নিশ্চিত না করতে পারলো।) তবে বেনিফিসিয়ারী বলতে আমার দ্বিধা নেই। যেমনটি এরশাদ।
আর ভারতের ভুমিকার ব্যাপারে কিছু বলতে চাই না। কারন রাজনীতি পড়ুয়া সাধারন ছাত্রও এটা বুঝে। প্রতিবেশী যখন বৃহৎশক্তি হয়,তখন কপাল থাপরানো আর অভিশাপ ছাড়া পথ থাকে না।
আমার ব্যাখ্যায় ভুল হলে জানাবেন বলে আশা করছি। ধন্যবাদ।
২৪| ০৭ ই মার্চ, ২০১৪ রাত ১২:৪৪
পাঠক১৯৭১ বলেছেন:
@সচেতনহ্যাপী ,
আপনি সঠিক আছেন।
ভারতের বেলায় বাংগালীদের ভুমিকা একেবারেই নেগেটিভ, না হয় কিছুটা ভালো হতো।
আমেরিকা থেকে কানাডা ও মেক্সিকো লাভবান হচ্ছে; তেমনি জার্মানী থেকে ইতালী ও স্পেন লাভবান হয়।
ভারত আমেরিকা বা জার্মানীর মতো ভালো নয়; তবুও বাংলাদেশ ইন্দিরা গান্ধী ও কংগ্রেস থেকে সব সময়ই লাভবান হতে পারতো।
২৫| ০৭ ই মার্চ, ২০১৪ রাত ৩:০১
সচেতনহ্যাপী বলেছেন: তা পারতো কি না জানি না ।। কিন্তু ভারত তার ভৌগলিক স্বার্থেই করছে না, এটা মানেন??
২৬| ১১ ই মার্চ, ২০১৪ রাত ৮:৪৩
সাইলেন্স বলেছেন: উত্তর দিতে দেরি হয়ে গেল বলে দুঃখিত, আসলে কি করবো বলুন জীবিকার জন্য শ্রম দিতে হয় অন্যদের মত নেশা পেয়ে বসেনি, এক সময় নিয়মিত পত্রিকায় ছোট গল্প লিখতাম এখন সময় করে লেখা হয় না, সামান্য কিছুটা সময় ব্লগ কাটাই, তাও সপ্তাহে দুই কি তিন দিন, জাফর ইকবাল, হুমায়ূন, কাজী আনোয়ার দের বই পড়তে পড়তে বড় হয়েছি রহস্যের প্রতি তাদের আকর্ষন ছিলো প্রবল সেটা আমাকেও আকর্শন করে সেই থেকেই এ সম্পর্কিত গল্প লেখার চেষ্ট। সেটা আপনার কাছে হাস্যকর মনে হতেও পারে।
রাজনীতি নিয়ে আমার একটা পোস্টের নাম আপনি উল্লেখ করেন নি।
এক সময় ব্লগে দেখেছি রাজনৈতিক মতামত প্রকাশ করার পর মা বাবা কে নিয়ে গালাগালী আর ট্যাগিং......আজ পর্যন্ত এই ব্লগে যাদের আদর্শ মানি কেউই রাজনৈতিক লেখা লেখেন না তারা সবাই কিন্ত হিট ব্লগা।
দেখুন যেখানে মানুষ আজ এত হাজার হাজার বছর আগের ঘটে যাওয়া ঘটনা কিংবা তার পিছনের খবরের রহস্য বের করতে পারছে সেখানে মাত্র ৪০ বছর আগের একটা ঘটনার এত বড় রহস্য গোপন থেকে গেল যদিও আপনার কথা মত হাসিনা সেটা চায়নি।
হাসিনা যেভাবে চেয়েছে সেভাবে বিচার কার্য সম্পন্ন হয়েছে......আপনার কথায় সেটাই প্রমানিত হয়......যতদুর মনে পড়ে মেজর ডালিম এক সাক্ষাৎকারে এ হত্যাকান্ডের পেছনের যুক্তি বেশ খোলামেলা ভাবে তুলে ধরেছিলেন সেদিন তার কথায় এমন কিছু শুনি নি বা আভাস পাই নি।
আমরা যারা সে সময়ে জন্মায়নি তারা কি ভুল ইতিহাস পড়ছি, আমার সন্তান কি ভুল ইতিহাস পড়ে বড় হবে ? আপনার কি মনে হয়?
এক সময়ের জনপ্রিয় লেখক আহমদ সফার একটা লেকার লিংক দেবো আপনাকে পারলে পড়ে দেখবেন।
বলতে দ্বিধা নেই আমার পুরনো আই ডি টার পাসওয়ার্ড ভুলে যাবার কারনে এই আইডিটা ব্যাবহার করতে হচ্ছে পূরনো লেখা গুলো উদ্ধার করতে চেষ্টা করছি যেদিন পারবো সেদিন আমার আন্ডারস্ট্যান্ডংয়ের পরিধি কিছুটা পরিষ্কার হবে।
ভালো থাকবেন, হ্যাপি ব্লগিং।
২৭| ১১ ই মার্চ, ২০১৪ রাত ৮:৫৭
সাইলেন্স বলেছেন: View this link
২৮| ১১ ই মার্চ, ২০১৪ রাত ১০:৫৭
পাঠক১৯৭১ বলেছেন:
@সাইলেন্স ,
Please never give me any link, I am not much interested into what other people say, I just want to know how you as a blogger look into it, and analyze it.
২৯| ১২ ই মার্চ, ২০১৪ বিকাল ৪:৫৩
সাইলেন্স বলেছেন: লিংক বাদ দেন মন্তব্যের জবাব দেন।
৩০| ১২ ই মার্চ, ২০১৪ রাত ১১:৩১
পাঠক১৯৭১ বলেছেন:
@সাইলেন্স ,
স্যরি, আপনার রাজনৈতিক লেখাটা চোখে পরেনি তখন। পরে সেই লেখাটা দেখবো।
১৯৭৫ সালের ১৫ই আগস্ট সকাল ৭:০০টায় আমি শেখ সাহেবের মৃতয়ুর সংবাদ পাই; সাথে সাথে আমি ধরে নিয়েছি যে, এটা ঝিয়ার কাজ।
সকাল ৮:০০টার দিকে আমি একজন কেজিবি অফিসারকে ফোন করলাম, তিনি বললেন যে, পশ্চিমের নিযুক্তি পেয়ে জিয়ার অধীনে এই হত্যাকান্ড চালানো হয়েছে। জিয়ার অধীনে আমি ৬ মাস সৈনিক ছিলাম।
©somewhere in net ltd.
১|
০৪ ঠা মার্চ, ২০১৪ রাত ৩:৫৭
পাঠক১৯৭১ বলেছেন: হাসিনা মুল আওয়ামী লীগের আদর্শকে ধ্বংস করায় রাজারকার শিবির, বিএনপি লাভবান হয়েছে।