নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ডিসেম্বর১৬

ইকোনোমিস্ট

পাঠক১৯৭১

পাঠক১৯৭১

পাঠক১৯৭১ › বিস্তারিত পোস্টঃ

বাংলাদেশ বিক্রয় হচ্ছে, সিকিম হচ্ছে: মগজহীনদের রাজনীতি

০৫ ই মার্চ, ২০১৪ রাত ১০:০৬

শেখ সাহেব বাংলাদেশ বিক্রয় করেছিলেন ভারতের ইন্দিরার কাছে, ইন্দিরা গান্ধী বুঝে নেননি; সেই সুযোগকে কাজে লাগিয়ে উনার মেয়ে ২য় বার বাংলাদেশকে বিক্রয় করছে ড: মনমোহন সিং এর কাছে। ভারতের তুলনায় বাংগালীরা ভালো ব্যবসায়ী, একই জিনিষ ২য় বার বিক্রয় করা গেলো ড: মনমোহনের কাছে, শিখ কি আর বাংগালীর সাথে পারে?



শেখ সাহেব ভারতের সাথে ২৫ বছরের সহযোগীতা, উন্নয়ন ও প্রতিরক্ষার চুক্তি করেছিলেন; জাসদ সেই চুক্তিকে 'বাংলাদেশ' বিক্রয় হচ্ছে বলে প্রচার চালায়। জাসদের এত মগজধারী রাজনীতিবিদরা কোথা থেকে উদয় হয়েছিল? উনারা শেখ সাহেবের ছাত্রলীগের একাংশ। ছাত্রলীগের গর্দভদের আপনারা নিশ্চয় চেনেন! তখন মুসলিম লীগ ও জামাতীরা জাসদের সাথে গলা মিলতো, তবে গর্তের ভেতর থেকে।



এখন তারা সবাই গর্তের বাহিরে: এখন ব্লগ, ফেইসবুক, মিডিয়া, সভা সমিতিতে পাগল ছাগল, ঘোড়া গর্দভ, পিএইচডি সবাই বলছে বাংলাদেশ বিক্রয় হয়ে যাচ্ছে।



ইন্দিরা গান্ধীর সাথে চুক্তিটি শেখ সাহেব কার্যকরী করেননি; করলে বাংলাদেশ উপকৃত হতো; ইন্দিরা বাংলাদেশের জন্মের সাথে জড়িত ছিলেন, ভালোবাসতেন বাংলাদেশকে, চেয়েছিলেন সাহায্য করতে; কিন্তু শেখ সাহেবকে খুঁজে পাননি; শেখ সাহেব আরবদের কাছে, ইসলামী দেশ সমুহের কাছে ভিক্ষা করতে গিয়ে ইন্দিরা গান্ধীকে ভুলে গিয়েছিলেন। শেখ সাহেবকে যারা হত্যা করেছিল, তারাও বলতো যে, এই চুক্তিতে বাংলাদেশকে 'বিক্রয়' করা হয়েছিল;এই জল্লাদেরা ছিল মুর্খ; কিন্তু তারা চুক্তিটি বাতিল করেনি: সময়ের সাথে ১৯৯৭ সালে চুক্তিটির শেষ হয়।



১৮৭২ সালে, শেখ সাহেব দেশ চালনায় নতুন ছিলেন; ইন্দিরা গান্ধী নতুন ছিলেন না; ইণ্দিরা বিশ্বাস করতেন যে, নতুন দেশ হিসেবে বাংলাদেশকে সাহায্য করার দরকার, এবং সেই ক্ষমতা ইন্দিরার ছিল; তিনি ভারতকে শক্তভাবে গড়ছিলেন; চেয়েছিলেন শেখ সাহেবকেও সাহায্য করতে; শেখ সাহেব বন্ধুত্ব না বুঝে ভুল পথে সময় নস্ট করেছেন; অবশেষে ইন্দিরা গান্ধী সাহায্য করতে পারেননি। ইন্দিরার মতো কোন রাজনীতিবিদ বাংলাদেশে কোনদিন জন্ম নেবে না; ইন্দিরা গান্ধী বাংলাদেশ কেনার মত বেকুব ছিলেন না; বাংগালীরা কমবুদ্ধির মানুষ, না বুঝে ইন্দিরা গান্ধীর বন্ধুত্বকে অপবাদ দিয়েছে।

মন্তব্য ৭ টি রেটিং +০/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ০৫ ই মার্চ, ২০১৪ রাত ১০:০৭

পাঠক১৯৭১ বলেছেন: শেখ সাহেবের বাংলাদেশ বিক্রয় ব্যাখ্যা করলাম; পরে শেখ হাসিনার বাংলাদেশ বিক্রয়ের কথা বলবো।

২| ০৫ ই মার্চ, ২০১৪ রাত ১১:৫৩

বেলা শেষে বলেছেন: ...both of us have difference kinds of openion- then also i respect you,
Happy Blogging, good days, good luck....
If you like may write lilllebeat on Technology, on PC or about Typing...???

৩| ০৬ ই মার্চ, ২০১৪ রাত ১২:২৬

পাঠক১৯৭১ বলেছেন:


@বেলা শেষে ,

I work in technonological sector; I would rather be happy to write on it; but currently, the lack of knowledge on economy & politics of the new generation is bothering me a lot; and thats keeping me busy.

I will write on technology when I will be working on technology for the people.

৪| ০৬ ই মার্চ, ২০১৪ রাত ১:৪৮

নীলাবেশ বলেছেন: ইন্দিরা গান্ধী বাংলাদেশ কে ভালবাসতেন এবং হেল্প করতে চাইসিলেন কিন্তু এখন যারা ক্ষমতাই আছে তারা তো বাংলাদেশ কে ভালবাসে না তারা হেল্প করবে না বরং বাংলাদেশ কে ছিবড়া বানাই দিবে।

৫| ০৬ ই মার্চ, ২০১৪ রাত ২:২০

পাঠক১৯৭১ বলেছেন:


@নীলাবেশ ,


আমার ধরণা কংগ্রেস সব সময় চেয়েছিল যে, বাংলাদেশ ভারতের সাথে গড়ে উঠুক; আমাদের থেকে ওরা কোনদিন সাড়া পেয়েছে বলে আমার মনে হয় না।

বিজপি আসলে হয়তো অনেক কিছু বদলে যাবে; বিজেপি আমাদের বিএনপি বা জামাতের কাছাকাছি।

৬| ০৬ ই মার্চ, ২০১৪ সন্ধ্যা ৬:৪৬

পথহারা নাবিক বলেছেন: @তরল গুল্লু মুল্লু ! তোর ছবি পাইছি শেষ পর্যন্ত!!

৭| ০৬ ই মার্চ, ২০১৪ রাত ৯:৪১

পাঠক১৯৭১ বলেছেন:



@পথহারা নাবিক ,


আমার ছবি বিনা পারমিশনে ব্লগে দেয়ায় আপনার বিরুদ্ধে আমি ব্যবস্হা গ্রহন করবো।

যাক, আমার ছবিটা ভালোই এসেছে।

১৭ কোটীর মাঝে ১৬ কোটী বাংগালীই হাউকাউ; ইয়েমেনের ৬৫% লোকের মানসিক সমস্যা আছে; বাংগালীদের অবস্হা আরো খারাপ।



আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.