![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আজ ভোরে সামুতে পড়তে গিয়ে দেখলাম যে, এক ব্লগার অনেকদিন পর ব্লগে ফেরত এসে একটা পোস্ট দিয়েছেন ১ম শ্রেণীর একটা ছড়া দিয়ে:
"ঐ দেখা যায় তাল গাছ ঐ আমাদের গা
ঐ খানেতে বাস করে কানাবগির ছা
ঐ বগি তুই খাসকি পানতা ভাত তাস নি"
এ ধরণের পোস্ট ব্লগে প্রকাশিত হওয়া দু:খজনক; কিন্তু পোস্টটি অনেক পড়েছেন, কমেন্ট করেছেন। একই সময়ে মুক্তিযুদ্ধ, অর্থনীতি ও রাজনৈতিক ভালো পোস্ট এসেছে; পাঠক নেই বললে চলে, কমেন্ট নেই!
দেশের রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক, টেকনোলোজী, মানুষের জীবন, চাষাবাদ ও শ্রমিক জীবনের উপর লেখা নেই বললেই চলে; ২/১ টা আসলে আমি পড়ি ও কমেন্ট করি
পুরো ব্লগে ৪/৫ জন কবির কবিতা পড়ে আনন্দ পেতাম, বাকীদেরগুলো পড়ে রাগান্বিত হতাম; ঐ ৪/৫ জনকে মিস করবো।
আরবীসহ সুরা ফাতেহা'র অনুবাদ প্রতি সপ্তাহে আসছে; প্রস্তর যুগের আরবী রাখাল ইবনে কাথীর মাতীরদের বাণী দিয়ে ব্লগ ভরাচ্ছে; সেখানে পাঠক আছে, কমেন্ট আছে।
১৮+ জোকের নামে পর্ণ দিলে পড়ার ব্লগার আছে, কিন্তু কোন সায়েন্টিফিক পোস্ট দিলে পড়ার কেহ নেই।
গতকাল নিয়ে ৭ বার আমার নিক 'পাঠক১৯৭১' এর বিপক্ষে পোস্ট দিলো, কেহ বললো না যে, ব্লগারকে নিয়ে এভাবে লিখতে হয় না। শেষ পোস্টের লেখক নিজে লিখেছে যে, কাজের জায়গায় আমার কমেন্ট দেখতে পেয়েছে, এবং তাতে উনার মাথার গোবরে পোস্টের চারা গাছ জন্ম নিয়েছে; তিনি আরো লিখেছেন যে, পোস্ট লেখার সময় উনার 'লেখা এলোমেলো' হয়ে যায়; কিন্তু আমার বিপক্ষে লিখতেই হবে; দুনিয়ার যত এলেমেলে-বেলে এখানে এসে বমি করতেই হবে!
ঠিক আছে, কানাবগির ছড়ার গুহামানবেরা, লিখুন!
কিছু ভালো লেখাতে কমেন্ট করলে ভালো হতো, উৎসাহিত হতো; সেটা বন্ধ হলো; কানাবকীদের ব্লগ সামু গুহামানবদের থেকে কানাবগী ব্লগার তৈরি করুক!
২| ০৬ ই মার্চ, ২০১৪ রাত ১০:৩১
পাঠক১৯৭১ বলেছেন: It's being taken off.
৩| ০৬ ই মার্চ, ২০১৪ রাত ১০:৩২
পাঠক১৯৭১ বলেছেন: Typo: It's been taken off.
৪| ০৬ ই মার্চ, ২০১৪ রাত ১০:৩৮
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
আপনাকে তো আগেই সতর্ক করেছিলাম। আরেকটা আইডি খুলেন।
৫| ০৬ ই মার্চ, ২০১৪ রাত ১০:৪৮
পাঠক১৯৭১ বলেছেন:
@এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা ,
হ্যাঁ, আপনি সতর্ক করেছিলেন ঠিকই; তবে, এই গুহামানবেদের বুঝা মুশকিল! কিছু সময় ব্লগের বাইরে থাকতে চাই।
আমি শনি, রবিবার চিটাগং সমিতির বাড়ীতে বাংগালীদের পড়াই!
৬| ০৬ ই মার্চ, ২০১৪ রাত ১০:৫২
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
সেটা তো আমি জানি।
আমি কমেন্ট দিলে, জবাব দিয়েন কিন্তু।
৭| ০৬ ই মার্চ, ২০১৪ রাত ১০:৫৮
পাঠক১৯৭১ বলেছেন: @এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা ,
I will.
Study good, try to get good grade.
৮| ০৭ ই মার্চ, ২০১৪ রাত ৩:০৫
সচেতনহ্যাপী বলেছেন: এখানে আমার কোনো অধিকার নেই, কিছু বলার।। মজাই লাগছে দু'জনের তর্কঝুদ্ধ।।
৯| ০৭ ই মার্চ, ২০১৪ রাত ৩:৫২
পাঠক১৯৭১ বলেছেন:
@সচেতনহ্যাপী,
"মানবাধিকার...।ও গনতন্ত্র। আসলে এর সংজ্ঞা কি? "
উপরের শিরোনামে আপনার পোস্ট পড়েছি; আমার কমেন্ট ক্ষমতা কেড়ে নিয়েছে সামু, ফলে কমেন্ট করতে পারছি না।
গণতন্ত্রের ডেফিনেশন খুবই ছোট; কিন্তু পেছনে বিরাট বিরাট অংক রয়েছে: আপনার নির্বাচিত প্রতিনিধিকে আপনার জন্য ও বাকী ১৭ কোটীর জন্য বাজেট করতে হবে, আপনার ৪ মৌলিক অধিকারের জন্য ৫ বছর কাজ করতে হবে। আপনার জন্য ১ লাখ ২৫ হাজার কোটীর একাংশ খরচ করতে হবে আপনার প্রতিনিধিকে; এটা হলো মিনিমাম।
সেই রকম বাংগালী বাংলায় জন্মেনি এখনো
১০| ০৯ ই মার্চ, ২০১৪ ভোর ৬:১১
অন্তরন্তর বলেছেন:
আপনার কমেন্ট বেন শুনে খারাপ লাগছে। সবচেয়ে
খারাপ ব্যাপার হল যারা আপনার বিরুদ্ধে অভিযোগ
করেছে তাদের মধ্যে অনেক ব্লগার খারাপ কথা, জারজ
অথবা মা বাবা তুলে গালাগালি করে। আমি মনে করি
ওইসব গালিবাজ ব্লগারদের কোন অভিযোগ করার অধিকার
নেই। সামুর মালিক এবং মডুদের এই গালিবাজদের বেন
করা উচিৎ।
আমি ব্লগে কম আসি। যখনই আসব আপনার ব্লগ ভিজিট
করব। শুভ কামনা।
১১| ০৯ ই মার্চ, ২০১৪ সন্ধ্যা ৬:৫১
চাইনা বলেছেন: আহারেএএএএএএএএএএএএএএএএএএএ...................।
১২| ১২ ই মার্চ, ২০১৪ রাত ৯:১০
একজন অবাঙ্গালী বলেছেন: যদিও আপনার কমেন্টস গুলো পোস্টের বিষয় বহিভূত ছিল, এবং আপনার ভেতর যদিও সব জানি সব বুঝি ব্যাপার রয়েছে তারপরও একজন সহব্লগার হিসেবে কমেন্টস করতে না দেয়াটা সমর্থন করতে পারলাম না। সহমর্মি। যারা বিপরীত মত কে ভয় করে তাদের জন্য করুনা।
১৩| ১২ ই মার্চ, ২০১৪ রাত ৯:২৩
পাঠক১৯৭১ বলেছেন:
@ অন্তরন্তর ,
এ ব্লগে আসার পর, আপনাকে জেনেছি, খুশী হয়েছি।
অনেকে আমাকে গালি দেয়, এটা কিছুই না।
আমি খেয়াল রেখেছি কয়জন 'মা-বাবা-ভাই-বোন-স্ত্রীকে' গালি দেয়।
১৪| ১২ ই মার্চ, ২০১৪ রাত ৯:২৪
পাঠক১৯৭১ বলেছেন:
@একজন অবাঙ্গালী ,
I am a follower of you!
১৫| ১২ ই মার্চ, ২০১৪ রাত ৯:২৫
পাঠক১৯৭১ বলেছেন:
@চাইনা ,
Probably, you are a lost person.
©somewhere in net ltd.
১|
০৬ ই মার্চ, ২০১৪ রাত ১০:২৭
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
আপনার কমেন্ট করার অপশন নেই?