নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ডিসেম্বর১৬

ইকোনোমিস্ট

পাঠক১৯৭১

পাঠক১৯৭১

পাঠক১৯৭১ › বিস্তারিত পোস্টঃ

আপনার পোস্ট পড়ছি, এখানেই কমেন্ট করছি

০৭ ই মার্চ, ২০১৪ রাত ১০:৫২

ব্লগে রাজনীতি, অর্থনীতি, সামাজিক, টেকনোলোজি, সায়েন্স ইত্যাদির উপর যদি আপনি পোস্ট দিয়ে থাকেন; অথবা ভালো কবিতা বা গল্প লিখে থাকেন, আমার নিকে এসে দেখতে পারেন, হয়তো আমি আপনার লেখা পড়েছি ও আপনার লেখার উপর আমার এলাকায় প্রকাশিত পোস্টে কমেন্ট লিখেছি।



সাধারণ এলাকায় আমার কমেন্ট করার ক্ষমতা সামু কেড়ে নিয়েছে; কিন্তু আমি বসে থাকার লোক নই, এখনো পড়তে চাই, এখনো বুঝতে চাই: কারা লিখতে জানেন, কাদের সৃজনশীল মন আছে, কারা আগামীদিনে জাতির কাজে লাগবেন।



আমি হয়তো সব লেখা দেখার সময় পাবো না; আপনার লেখা প্রকাশ হলে, আমার এলাকায় এসে সর্বশেষ পোস্টে জানিয়ে যাবেন। এই পোস্টের কমেন্টেও আপনার লেখার উপর কমেন্ট থাকতে পারে।

মন্তব্য ১৩ টি রেটিং +০/-০

মন্তব্য (১৩) মন্তব্য লিখুন

১| ০৭ ই মার্চ, ২০১৪ রাত ১১:৪২

দালাল০০৭০০৭ বলেছেন: আপনার জন্য কিছু করার নেই ভাইয়া তবে কিছু ক্ষেতরে আপনার মন্তব্য পিড়া দায়ক ছিল । ভাল থাকবেন?

২| ০৮ ই মার্চ, ২০১৪ রাত ১২:১৩

পাঠক১৯৭১ বলেছেন:


@দালাল০০৭০০৭ ,

হতে পারে।

তবে, আমি কাউকে ব্যথা দেয়ার জন্য কমেন্ট করিনি: বাংলা ব্লগ বাংলাদেশের মানুষের সাথে তাল মিলিয়ে পেছনে পড়ে আছে, ব্লগারেরা ভাবার চেস্টা না করে যা ইচ্ছে তাই লিখছে; এগুলো তুলে ধরার দরকার!

আমাকে সাধারণ পাতায় লিখতে দিচ্ছে না, কমেন্ট করতে দিচ্ছে না; আমি না লিখলে এমন কিছু আসে যায় না: আমি এক্সপেরিমেন্ট করে দেখছি যে, খারাপ অবস্হায় থেকেও কিছু বলা যায় কিনা!

৩| ০৮ ই মার্চ, ২০১৪ রাত ১২:২৪

পাঠক১৯৭১ বলেছেন:


পোস্টার নাম:

"গল্পটা সত্যি না হলেও পারতো "

@ব্লগার রবিন,


সুবই সুন্দর ভাবনা, ছোট পোস্ট, কিন্তু শক্তিশালী!



গল্পটা সত্যি না হলেও পারতো

৪| ০৮ ই মার্চ, ২০১৪ রাত ১২:২৫

বেকার সব ০০৭ বলেছেন: পাঠক১৯৭১ ভাই ধর্ম যার যার ব্লগে লেখার এবং মন্তব্য করার অধিকার সবার।ইসলাম ধর্ম নিয়ে আপনার কিছু কিছু মন্তব্য দেখলে খুব খারাপ লাগে। যা সহ করা যায়না। দোয় করি ভালো থাকুন সুস্থ থাকুন

৫| ০৮ ই মার্চ, ২০১৪ রাত ১২:৩১

পাঠক১৯৭১ বলেছেন:


@বেকার সব ০০৭ ,

আমি ইসলাম বিরোধী নই; তবে, যারা কোন কিছু বুঝে না; কিন্তু 'ইসলাম' বুঝে বলে মনে করে, আমি তাদের বিশ্বাস করি না।

যারা ইসলাম বুঝতো না, তারাই ১৯৫৩ সালে লাহোরে দান্গা লাগিয়ে নারী, পুরুষ, বাচ্ছাদের হত্যা করেছে; সেই দাংগার কারণে মওদুদীর ফাঁসী হয়েছিল: মওদুদী ইসলাম বুঝতো না, সে জল্লাদ ছিলো; ব্লগে অনেক জল্লাদ ইসলাম না বুঝে পোস্ট দিয়ে যাচ্ছে; ১৯৭১ সালের মত সময় এলে এরা মানুষ মারবে।

৬| ০৮ ই মার্চ, ২০১৪ রাত ১২:৫৩

পাঠক১৯৭১ বলেছেন:



********
post: নিয়মের বলি-এক

@রোকসানা লেইস,

অর্থনৈতিক দুরাবস্হায় পড়ে বাংলাদেশের ৫০% মেয়ে বেঠিক স্বামীর ঘরে যায়, জীবনের স্বাদ পায় না।

৭| ০৮ ই মার্চ, ২০১৪ রাত ১:০০

পাঠক১৯৭১ বলেছেন:


**********
post: গ্রাম বাংলার ঐতিহ্য ২০৯ টি প্রবাদ- প্রবচন ব্যাখা সহ!

@হাসান স্কাই৯৯৯,

এ প্রবাদগুলো লেখার মাঝে ব্যবহৃত হয়, খনার বছনের মতই শক্তিশালী; ভালো সংগ্রহ।

৮| ০৮ ই মার্চ, ২০১৪ রাত ১:১৪

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
ভাল বুদ্ধি।

৯| ০৮ ই মার্চ, ২০১৪ রাত ১:৩২

পাঠক১৯৭১ বলেছেন:



@এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা,

দেখছি, খারাপ অবস্হায় কি করে টিকে থাকা যায়!

১০| ০৮ ই মার্চ, ২০১৪ রাত ১:৩৬

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
সার্ভাইভাল অব দা ফিটেস্ট :(

১১| ০৮ ই মার্চ, ২০১৪ সকাল ৭:৪৭

পাঠক১৯৭১ বলেছেন:





পোস্ট:
একান্ত ব্যক্তিগত,আপনারা কেউ কি এমন অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন??


@সচেতনহ্যাপী,
আপনার স্ত্রীর অনুমতি নিয়ে, সেই মহিলাকে আপানার বিয়ে করা উচিত ছিল।

১২| ১৪ ই মার্চ, ২০১৪ রাত ১২:৩০

সচেতনহ্যাপী বলেছেন: @ পাঠক হঠাৎ করেই আপনাকে নিরুদ্দেশ দেখে,জানতে আপনার বাড়ীতে এসে দেখি আপনি গৃহবন্ধী।লেখা বা কমেন্ট করার অধিকার কেড়ে নেওয়া হয়েছে,তাই।।ছোট্ট একটা কথা বলি,যারা আপনাকে পছন্দ করে না---তাদের পোষ্টে কমেন্ট না করলে কি আসে যায়?যেমন আমি আধুনিক কবিতা বুঝি না বলে বরাবর এড়িয়ে যাই। ভেবে দেখবেন আমার কথা।
হতভাগীনীর জেদের কাছে প্রথম থেকেই আমাকে হার মানতে হচ্ছিলো।তা না কারো সাধ্য ছিলো না আমাকে বাধা দেওয়ার।একটা "বিশেষ কারনে"ওই প্রধান বাধা ছিলো। আল্লাহ ওকে বেহেস্তে রাখুন এই কামনাই করি অহরহ।ধন্যবাদ।

১৩| ১৪ ই মার্চ, ২০১৪ রাত ২:০৪

পাঠক১৯৭১ বলেছেন:



@সচেতনহ্যাপী ,

I do not know your & her internal story; I believe in life: her life made me sad & cry.

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.