নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ডিসেম্বর১৬

ইকোনোমিস্ট

পাঠক১৯৭১

পাঠক১৯৭১

পাঠক১৯৭১ › বিস্তারিত পোস্টঃ

সামুর প্রতি

১০ ই মার্চ, ২০১৪ রাত ৯:১৬

কোন দেশে সোস্যাল মিডিয়ায় ব্যবসা করতে হলে সেই সোসাইটির নিয়ম ও সেই দেশের সাংধানিক নিয়ম, নাগরিকের অধিকার মেনে ব্যবসা করা উচিত; সোস্যাল মিডিয়ায় ব্লগিংকে ব্যবসা হিসেবে নিয়ে ব্লগ ব্যবসায়ীরা নিজের কর্পোরেট নিয়ম চালু করতে পারে যাহা, দেশের নাগরিকার সাংবিধানিক অধিকারকে খর্ব করতে পারবে না।



সামুর নিজস্ব ব্লগিং নিয়ম আছে; কিন্তু তাহা তা কি বাংলাদেশের নাগরিকদের সাংবিধানিক অধিকারকে খর্ব করছে কিনা দেখার সময় হয়েছে মনে হচ্ছে: সামু 'ব্লগারদের বেশী সময় পর্যবেক্ষণে রাখছে, কমেন্ট করার ক্ষমতা কেড়ে নিচ্ছে'; এগুলো সামুর নীতিতে ঠিক হলেও 'নাগরিক অধিকার'কে খর্ব করছে বলে আমার ধরণা। সামু কোন অবস্হায় সাংবিধানিক অধিকারকে খর্ব করতে পারার কথা নয়।



আমাকে 'জেনারেল' স্ট্যাটাস থেকে 'ওয়াচে' নেয়ার পর, গত ২ মাসে বহুবার রিপোর্ট করেছি আমার সমসয়া সমাধান করার জন্য; কোন উত্তর পাইনি; ২ মাসে কোন ব্যবস্হা নেয়া হয়নি; আমার মনে হয়, এটা সঠিক নয়: ব্যবসা করতে হলে নিয়ম মেনে চলতে হবে।



এরপর আমার কমেন্ট করার ক্ষমতা কেড়ে নেয়া হয়েছে, এটা সামুর নিয়ম হলেও, আমার মনে হচ্ছে, সামু বাংলাদেশের মানুষের স্বাধীনভাবে মত প্রকাশের অধিকারকে খর্ব করছে; সামুকে এ ব্যাপারগুলো পরিস্কার করতে হবে । যেহেতু সামু আমার সমস্যাগুলো রিপোর্ট করার পর কোনরূপ ব্যবস্হা নিচ্ছে না, আমি পোস্ট আকারে প্রকাশ করলাম।

মন্তব্য ৯ টি রেটিং +০/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ১০ ই মার্চ, ২০১৪ রাত ১০:৩৪

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
আপনাকে আর কোনদিনও কমেন্ট করতে দিবে না। সো নিউ আইডি খুলেন।

২| ১১ ই মার্চ, ২০১৪ রাত ১২:২৫

পাঠক১৯৭১ বলেছেন:




@এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা ,

SAMU surely will unban my commenting capability someday, and that will be the right thing to do on SAMU's side.

৩| ১১ ই মার্চ, ২০১৪ সকাল ১১:১৪

দালাল০০৭০০৭ বলেছেন: এই আইডি থেকেই আপনি আবার ও কথা ও কমেন্ট করতে পারবেন অপেক্ষা করা লাগবে হয়ত কিছু কাল।

৪| ১১ ই মার্চ, ২০১৪ সন্ধ্যা ৬:১৯

বেলা শেষে বলেছেন: এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
আপনাকে আর কোনদিনও কমেন্ট করতে দিবে না। সো নিউ আইডি খুলেন।
Brother you may open new one.....& later please use both of them, that is not illigal-----

৫| ১১ ই মার্চ, ২০১৪ সন্ধ্যা ৭:১০

পাঠক১৯৭১ বলেছেন:




@দালাল০০৭০০৭ ,



সামুর শামুকের মত মগজ দেখে মনে হচ্ছে তাই ঘটবে; তবে, সামুকে মানুষের নাগরিক অধিকারের সাথে সম্ন্ময় করে ব্যবসা করতে হবে; ব্লগিং 'ঘর ভাড়া' দেয়ার মত কিছু নয়!

৬| ১১ ই মার্চ, ২০১৪ সন্ধ্যা ৭:১২

পাঠক১৯৭১ বলেছেন:




@বেলা শেষে ,




I am not thinking of creating another ID; I am waiting and see. I hope that SAMU will understand citizens' rights.

৭| ১১ ই মার্চ, ২০১৪ রাত ৮:০৪

সাইলেন্স বলেছেন: অন্যকে আক্রমন করে যে মজা আপনি নেবার চেষ্টা করেন সেটা পরিত্যাগ না করলে আমি আপনার এই সাসপেনসন সমর্থন করি, সামান্য পরিমান সন্মান যে আন্যকে দেখাতে জানেনা সে কিভাবে অন্যদের থেকে সন্মান অাশা করে????

সামুর মডারেশন ভালো ভাবেই জানে এই প্রাচিন (অর্বাচিনের বিপরীত শব্দ) কে খোয়াড়ে না ভরলে একসময় সব ব্লগার কে গুতিয়ে ব্লগের বাইরে ফেলে দেবে।

নতুন নিক / আফটার রিলিজ ফ্রম সাসপেনশন ইউ শুড ট্রাই টু বি সোশ্যাল,

মোর‌্যাল ইজ===== বন্যেরা বনেই সুন্দর --------- বাকিটা থাক।

শুভ কামনা রইল।

৮| ১১ ই মার্চ, ২০১৪ রাত ১০:৫১

পাঠক১৯৭১ বলেছেন:



@সাইলেন্স ,


আপনার কমেন্টের উত্তর এর প্রতনমভাগে কয়েকটা স্টেইটমেন্ট দি্ই:

১। বই মেলায় যত বই বের হয়, তার ৯০% ভাগ আবর্জ না; এই লেখকগুলো হাউকাউ।

২। ব্লগে ৯০% ব্লগার ৮০% হাউকাউ পোস্ট দেয়; তাদের শিরোনামের সাথে বিষয়ের কোন মিল থাকে না; 'কনটেন্ট' খুবই নীচু মানের। ঐ দেখা যায় তালগাছ ........ স্টানডার্ড

৩। গত ২০ বছরের মাঝে যারা মাস্টার্স শেষ করেছে তাদের ৮০ %ভাগ 'টিউটরের' কাছে পড়ালেখা করা, এগুলো কোনদিন 'টিউটর' ব্যতিত কিছু লিখতে পারবে না।

আপানদের মতো লেখকের লেখা আমি পড়ি, তবে উদ্দেশ্য সেগুলো না পড়া।

৯| ১৩ ই মার্চ, ২০১৪ রাত ১:০১

পাঠক১৯৭১ বলেছেন:



type : -----> "আপানদের মতো লেখকের লেখা আমি পড়ি, তবে উদ্দেশ্য সেগুলো না পড়া। "

Should be ---> "আপানদের মতো লেখকের লেখা আমি পড়ি, তবে উদ্দেশ্য সেগুলো পড়ে ব্লগারদের বুঝা। "

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.