![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ব্লগার 'বিচিত্র জিসান' গণিতবিদ রামানুজনের' উপর একটা পোস্ট দিয়েছেন; সেখানে খুব সহজ ভাষায় রামানুজনের গাণিতিক দক্ষতার কথা বলেছেন; ৪৩ জন পড়েছেন, ১ জনও কমেন্ট করেননি। আমি পড়েছি, আমার কমেন্ট ক্ষমতা কেড়ে নিয়েছে সামু; তাই মন্তব্য করতে পারিনি! এ ধরণের একটা পোস্টে কমেন্ট করতে না পারায় আমি খুবই হতাশ হয়েছি!
ব্লগার 'রাসেল হাসান' হাসির জোকস নিয়ে কি একটা পোস্ট দিয়েছেন, আমি পড়ে দেখিন; ২০৩ পড়েছেন, ১৬ জন মন্তব্য করেছেন।
রামানুজনের উপর পোস্টটি হাসির জোকস এর অনেক আগে দিয়েছেন; মানুষ কি পড়বে, তা মানুষের ইচ্ছে; আমি সেটা নিয়ে কিছু বলছি না; আমি দেখছি মানুষের পড়ার ট্রেন্ড কোন দিকে!
বাংগালী তরুণ সমাজ কথায় ক্থায় বলেন যে, উনারা রাজনীতি বুঝেন না, ভালোবাসেন না; সেই স্টেইটমেন্ট থেকে বুঝা যায় যে, এই তরুণ সমাজ 'অংক' বুঝার সম্ভাবনা কম: কারণ রাজনীতি, অর্থনীতি, লজিক, অংক, ফিলোসফি, সোস্যাল সায়েন্স, পলিটিক্যাল ইকোনোমি সবই একই সুতোয় বাঁধা।
জোকস ইত্যাদিও জীবনের অংশ, না হয় সাধারণ নলেজ ও হিউমার হারিয়ে যাবে; কিন্তু শুধু হিউমার জীবনের ভিত্তি নয়।
ব্লগে আজ সারাদিন পড়ার মতো তেমন কিছুই ছিল না: ইকোনোমিস্ট আবুল বারাকাত সম্পর্কে ব্রাকের এক ভদ্রলোক কিছু লিখেছেন, যা তেমন কিছু নয়; শিরোনামটা বড়ই এ্যাবস্ট্রাক্ট! এমপি রনি'র লেখাকে পোস্ট হিসেবে দিয়েছেন ব্লগার 'পথহারা নাবিক'; কেন দিয়েছেন বুঝা মুশকিল; তবে, এই রকম ইডিয়ট লেখক (রনি) যে আমাদের এমপি ছিল, তা বেশ হতাশ হওয়ার মতো!
আমার কমেন্ট করার ক্ষমতা কেড়ে নিয়েছে সামু, তাই মতামত দিতে পারছি না; তবে, আজকের লেখা পড়ে মনে হচ্ছে, এগুলো ব্লগিং নয়, ফ্লগিং !
২| ১২ ই মার্চ, ২০১৪ দুপুর ১২:৩২
বেকার সব ০০৭ বলেছেন: আপনার লেখার আর মন্তব্য করার দরকার নাই সারাদিন পড়েন আর পড়েন দেখবেন রেজাল একদিন ভাল হবেই হবে। গেরান্টি ১০০০%
৩| ১২ ই মার্চ, ২০১৪ রাত ৮:০৬
পাঠক১৯৭১ বলেছেন:
@বেকার সব ০০৭ ,
I am never alone: I meet close to 70 very intelligent Baglees every Weekends.
The Blog things, I read just to see how many Bangalee young people can think right, write & read; thats all.
৪| ১২ ই মার্চ, ২০১৪ রাত ৮:০৮
পাঠক১৯৭১ বলেছেন:
@বেকার সব ০০৭ ,
Yes, I read; I read to look into the brains of the writers to detect if there exist any intelligent Bangalees!
৫| ১২ ই মার্চ, ২০১৪ রাত ১০:০৪
বৃত্তবন্দী শুভ্র বলেছেন: আপনি ব্লক খাইছেন কেন? একজন ভাল পাঠক আর মন্তব্যকারী আপনি
৬| ১২ ই মার্চ, ২০১৪ রাত ১১:১৮
পাঠক১৯৭১ বলেছেন:
@ বৃত্তবন্দী শুভ্র ,
মনে হয়, সামু চায় আমি অন্য ব্লগারদের মতো হই।
অনেক অন্য ব্লগার আমার বিরু্দ্ধে অভিযোগ করেছেন ।
আমার নিকের উপর ৭ টি পোস্ট দেয়া হয়েছিল যে, আমি উনাদের মতো নই; এই পোস্টগুলো অনেক অনেক কমেন্ট পেয়েছিল। ১ম টা কয়েক মিনিটে ৯০ টা কমেন্ট পাবার পর, ব্লগার সেটাকে সরায়ে নেন। ২য়টা ১৫০ এর বেশী কমেন্ট পায়।
প্রচুর ব্লগার আমাকে তাদের পোস্টে কমেন্ট করতে ব্যান করে।
এগুলো আমার বিপক্ষে গেছে।
৭| ১৩ ই মার্চ, ২০১৪ রাত ১:২২
দালাল০০৭০০৭ বলেছেন: আপনার অবস্থা কি
দুঃখিত, নীতিমালা ভঙ্গের কারণে আপনাকে কমেন্ট ব্যান করা হয়েছে ।
অনুরুপ
৮| ১৩ ই মার্চ, ২০১৪ রাত ১:৪৭
পাঠক১৯৭১ বলেছেন:
@দালাল০০৭০০৭,
ভালো আছি।
মনে হচ্ছে, সামু কিছু নীতির কথা বলছে, যা উনারা করেছেন; কিন্তু সেই নীতিগুলো বাংলাদেশের নাগরিকের 'স্বাধীন মত প্রকাশের' সাথে মিল রেখে করেছেন বলে মনে হয় না।
ব্লগে আমি এমন কিছু করিনি যে, অন্যদের 'স্বাধীনভাবে মত প্রকাশে' বাধার সৃস্টি করেছে।
আমি চাচ্চি সামু আমাদের সংবিধান মেনে ব্যবসা করুক!
©somewhere in net ltd.
১|
১২ ই মার্চ, ২০১৪ দুপুর ১২:২৮
বেকার সব ০০৭ বলেছেন: কি খবর পাঠক ১৯৭১ দিন কাল কেমন কাটতেছে একা একা