নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ডিসেম্বর১৬

ইকোনোমিস্ট

পাঠক১৯৭১

পাঠক১৯৭১

পাঠক১৯৭১ › বিস্তারিত পোস্টঃ

আমার কমেন্ট পছন্দ হলে

১৩ ই মার্চ, ২০১৪ রাত ২:১১

সামুতে 'জেনারেল ব্লগার' হিসেবে সঠিকভাবে ব্লগিং করতে পেরেছি ১ মাসের থেকে সামান্য বেশী সময়; এরপর আমাকে 'ওয়াচে' নিয়ে যায়; আমার লেখা সাধারণ পেইজে প্রকাশ বন্ধ হয়ে যায়; এরপর কয়েক স্প্তাহের ব্যবধানে আমার 'কমেন্ট ক্ষমতা কেড়ে নেয়' সামু।



'কমেন্ট ক্ষমটা কেড়ে নিলে' ব্লগিং অর্থহীন হয়ে পড়ে: আমার পছন্দের লেখায় যদি আমি কমেন্ট না করতে পারি, সেটা কি ধরণের ব্লগিং? আজকাল অনেক পাঠক পোস্টে যাচ্ছে, কিন্তু কমেন্ট করছেন না; এটা মোটামুটি ব্রাউজিং, ব্লগিং নয়!



আমি এই ব্লগে আসার পর, মোট ৭ জন ব্লগার আমার লেখা ও কমেন্টের বিরোধীতা করে পোস্ট দিয়েছেন; তাঁরা খোলাখুলিভাবে আলাপ করেছেন আমাকে কমেন্ট ব্যান করার জন্য; একই সময়য়ে পরামর্শ দিয়েছেন সামুর কাছে আমার নামে রিপোর্ট করতে।



আনুমানিক ২০% পোস্টে আমাকে কমেন্ট ব্যান করেন ব্লগারেরা; এসব ব্লগারেরা বিভিন্ন সময়ে খোলাখুলিভাবে আমার বিপক্ষে আলাপ করতেন।



আমি এখনো পড়ছি, ভালো পোস্ট দেখছি, কমেন্ট করতে পারছি না; যারা আমার কমেন্ট ও পোস্ট পছন্দ করেননি, তাঁদের জানা সহজ হয়েছিল; যারা আমার কমেন্ট পছন্দ করেছিলেন, আমাকে জানতে দেবেন; আমি আপনার পোস্টে কমেন্ট করতে পারবো না, কিন্ত আমার নিজের পোস্টে আপনার পোস্টের উপর কমেন্ট করতে পারবো!

মন্তব্য ১৮ টি রেটিং +০/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ১৩ ই মার্চ, ২০১৪ রাত ২:১৮

পাঠক১৯৭১ বলেছেন: আমার ধরণা, বাংগালীদের লেখার হাত খুব ভালো নয়; ব্লগিং টেকনোলোজী সবার জন্য একটা বড় সুযোগ এনে দিয়েছে, অনেক বাংগালী লিখতে ও নিজকে পরখ করে দেখার সুযোগ পাবে।

ব্লগিংকে ব্যবসা হিসেবে নিয়ে, মানুষের ভাবনা ও লেখাকে কন্ট্রোল করা সঠিক নয়: মাছ তরকারীর ব্যবসার সাথে ব্লগিং এর মৌলিক পার্থক্য আছে!

২| ১৩ ই মার্চ, ২০১৪ সকাল ৮:১২

পাঠক১৯৭১ বলেছেন:
@সচেতনহ্যাপী,

নীচের অংশটুকু আপনার সর্বশেষ পোস্ট থেকে নেয়া হয়েছে:


"ইংল্যান্ডের রাজধানী লনডনর প্রপার্টি ব্যাবসায় ৫০০মিলিয়ন পাউন্ডের অংশিদারও এই রাশিয়া। বিশেষজ্ঞদের মতে এই বানিজ্য অবরোধে ইংল্যান্ডের যোগ দেয়া ঠিক হবে না। তাহলে প্রায় অচল হয়ে পড়বে প্রোপার্টি ব্যাবসা। "


৫০০ মিলিয়ন পাউন্ড ইংল্যান্ডের জন্য 'কানাকড়ি'; আপনি এখানে মারাত্মক ভুল করছেন; লন্ডন ৫০০ মিলিয়ন দামের অনেক বিল্ডিং আছে; ৫০০ মিলিয়ন ডলার তো লন্ডনের অনেক সাধারণ ব্যবসায়ীর কাছে আছে! ৫০০ মিলিয়ন ডলার কিছুতেই কোন কিছুর উপর প্রভাব ফেলতে পারে না।

৩| ১৩ ই মার্চ, ২০১৪ সকাল ৮:৩৩

পাঠক১৯৭১ বলেছেন:


পোস্ট: ◦পথহারা বিএনপি...
ব্লগার: মন্ত্রক।


গোজামিল টাইপের পোস্ট, বিএনপি পথ হারায় নাই, বিএনপি'র কাজ আওয়ামী লীগই করছে; বিএনপি'র কোন দরকার নেই মানুষের।


৪| ১৩ ই মার্চ, ২০১৪ বিকাল ৫:৫৪

পথহারা নাবিক বলেছেন: তরল আহা বন্ধু তুমি কি মন্ত্যব করতে পারেতেছ না!! X( X(

৫| ১৩ ই মার্চ, ২০১৪ সন্ধ্যা ৭:৩৯

পাঠক১৯৭১ বলেছেন:



@পথহারা নাবিক ,

Yes, SAMU banned me from commenting.

You will feel it soon, most of the posts will be unread, uncommented.

৬| ১৩ ই মার্চ, ২০১৪ সন্ধ্যা ৭:৫৬

পাঠক১৯৭১ বলেছেন:


post: " আমরা কি সম্ভাবনার দিকে এগোচ্ছি না পেছনের দিকে হাঁটছি?"
blogger: নুরুল আমিন



একটা জাতি কি সামনে ( উন্নয়নের দিকে) বা পেছনে যাচ্ছে, তা বুঝার জন্য অনেকগুলো সুচক (INDEX ) দিয়ে, সঠিক অংকের মাধ্যমে মাপতে হয়; উনি ভাবছেন যে আওয়ামী লীগের জায়গায় বিএনপি, হাসিনর যায়গায় খালেদা এলে জাতি সামনে পেছনে যাবে, বড়ই ইডিওটিক ধরণের ভাবনা!

৭| ১৩ ই মার্চ, ২০১৪ রাত ১০:১৪

সচেতনহ্যাপী বলেছেন: @ পাঠক আমি কিন্তু টিকায় লিখে দিয়েছিলাম পরিসংখ্যানগুলি বিভিন্ন পত্র-পত্রিকা থেকে সংগ্রহিত,তাই ভুল যদি আমার হয়েই থাকে তবে পত্রিকাগুলি দায়ী।
৫০০ মিলিয়ন পাউন্ড শুধু কেন এর চেয়ে দামী বিল্ডিং ও ধনী ব্যাক্তিও অনেক আছেন। কিন্তু একটা নতুন প্রোজেক্টে এই পরিমান পুজি খাটাবার মত আগ্রহী থাকলে কেন রাশিয়াকে যৌথ প্রস্তাব দেওয়া হয়েছে? শুধু সম্পর্কের উন্নতর কথা ধরে নিলেও কথা একই থেকে যায় না কি??
আমাদের দেশে দেখেন না একটা হাসপাতাল বা ছোট্ট একটা ক্লিনিক খোলার জন্যও সরকারী অনুদানের আশায় দিনের পর দিন বিভিন্ন স্তরে ধন্যা দিতে হয়। অথচ একটা কেন দশটা হাসপাতাল তৈরী করার মত অর্থ ও সম্পদশালী লোকের অভাব আছে কি? ধন্যবাদ।।

৮| ১৩ ই মার্চ, ২০১৪ রাত ১০:২৩

পাঠক১৯৭১ বলেছেন:


@ সচেতনহ্যাপী,




বৃটেন যদি রাশিয়ার বিরুদ্ধে কোনরুপ রাজনৈতিক ডিসিশন নিতে যায় ৫০০ মিলিয়ন পাউন্ডের ব্যবসার কথা বিবেচনায় আনা হবে না; যদি ৫০০ বিলিয়ন পাউন্ড হতো, তখন একটা ফয়াকটর হতো।

আপনি যাদের লেখা পড়েছেন, ওদের সঠিক ধরণা নেই।
বৃটেনের জিডিপি ২.৪ ট্রিলিয়ন ডলার।
বৃটেন বাংলাদেশকে অনুদান হিসেবে এখনো ১৫০ মিলিয়নের মতো দেয়!

৯| ১৩ ই মার্চ, ২০১৪ রাত ১১:১১

পাঠক১৯৭১ বলেছেন:





পোস্ট: আপনি গনতন্ত্রের প্যাচাল পারেন? আসুন দেখি আপনি কত বড় দেশপ্রেমিক, গনতন্ত্রের সাধক!

ব্লগার: আবদুল হালিম মিয়া

গণতন্ত্র সম্পর্কে বড়ই ইডিওটিক ধারণা; উনি লিখেছেন:

"দেশপ্রমের সাথে গনতন্ত্রের সম্পর্ক শতভাগ। "

যখন গণতন্ত্র ছিল না, বা যেখানে এখনও রাজতন্ত্র, ওদের কি দেশ প্রেম নেই?

গণতন্ত্র একটা তত্ব, যেখানে একজন সিটিজেন নিজের ও দেশবাসীর ইচ্ছানুসারে দেশ চালাবেন: সরকার গঠন করবেন, প্রশাসন চালাবেন, আইন তৈরি করবেন, উন্নয়ন করবেন।

উনার ১৮টি প্রশ্নের সাথে গণতন্ত্রের কি সম্পর্ক?

১০| ১৪ ই মার্চ, ২০১৪ রাত ১:৪৪

প্রবাসী পাঠক বলেছেন: আপনার কমেন্ট দেখি না কারো পোস্টেই, ভেবেছিলাম আপনি বোধ হয় ব্লগে নাই। কিন্তু আপনার পোষ্টে দেখলাম , আপনি কমেন্ট ব্যান এ আছেন। যদিও আপনার কমেন্টগুলো আমার পছন্দ নয় ( কেন পছন্দ নয় টা আপনার একটা পোষ্টে বিস্তারিত লিখেছিলাম)। কিন্তু আপনার প্রাণশক্তির প্রশংসা করতেই হয়। কমেন্ট করার এক অভিনব পদ্ধতি দেখে। আপনার এই পদ্ধতিটা পছন্দ হয়েছে। ভাল থাকুন।

১১| ১৪ ই মার্চ, ২০১৪ রাত ১:৫৩

পাঠক১৯৭১ বলেছেন:



@প্রবাসী পাঠক ,

So far, I believe that my comments were accurate; SAMU is managed by a bunch of people like any other ordinary Bengali Businessmen. They took it as a business niche, they do not care for any impacts.

Bangladeshi people wish that everybody has to serve them, they desrve or not; similary, the the bloggers expects good comments after posting a shit post.

I am hanging around.

১২| ১৪ ই মার্চ, ২০১৪ রাত ২:০০

পাঠক১৯৭১ বলেছেন:


post: "প্রধানমন্ত্রী নিরাপদে পৌঁছালেন গণভবনে, নাহিদের দেহটা পৌঁছে গেলো স্বজনের কাছে : সাথে পুরনো একটি ধাঁধা"

Blogger: Eisenheim:


Hasina & Khaleda were supposed to be in the jail only; people made mistake, and people have to pay for their mistakes; the death of that kid without help is the punishment of peoples' miskaes.

১৩| ১৪ ই মার্চ, ২০১৪ রাত ২:১৪

প্রবাসী পাঠক বলেছেন: May be you are accurate from your point of view.

আজকের টি ২০ উদ্ভোদন অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত কি ?

১৪| ১৪ ই মার্চ, ২০১৪ রাত ২:২৫

পাঠক১৯৭১ বলেছেন:




@প্রবাসী পাঠক ,

I have not seen the inaguration ceremony; from the news, it seems that the Indians & their ideas have dominated it, I do not like that.

I do not like any M.R Khan, or any foreign shits; I like our people; it was supposed to be organized & run by our people.

১৫| ১৪ ই মার্চ, ২০১৪ রাত ৩:০৭

পাঠক১৯৭১ বলেছেন:


Post: "হিন্দির আগ্রাসন ঠেকাতে প্রয়োজন বাঙ্গালী জাতীয়তাবাদ "
Blogger: মিজানুর রহমান মিলন

You wrote:

"আর এটার শেষ তখনই হবে যখন বাংলা অর্থনৈতিক, বিজ্ঞান ও প্রযুক্তিতে ভারতের চেয়ে এগিয়ে থাকবে বা অন্তত ভারতের সমকক্ষ হবে। "

Yes, thats the key.

১৬| ১৪ ই মার্চ, ২০১৪ দুপুর ১২:২৭

মোমেরমানুষ৭১ বলেছেন: আপনি সাম্প্রদায়িকতা উস্কে দেয় এমন বক্তব্য দিয়ে আসছেন বিভিন্ন সময়ে। কোন ধর্মে বিশ্বাসী হন না হন সেটা আপনার ব্যক্তিগত বিষয়, কিন্তু ধর্মকে কটুক্তি করে আপনি যে সমস্ত বক্তব্য দিয়ে আসছেন সে অধিকার আপনার নেই

১৪ ই মার্চ, ২০১৪ বিকাল ৪:৩৭

পাঠক১৯৭১ বলেছেন: ধর্মকে আমি কটুক্তি করতে চাইনি, বিশ্বে ৮০% মানুষ ধর্মের সাথে যুক্ত; আমি এত মানুষের মনে কস্ট দিতে চাইনা।

ব্লগে যারা ধর্ম সম্পর্কে ভুল, মনগড়া কিছু লিখছে, তাদের বিরুদ্ধে কথা বলেছি।

রাজতন্ত্র, ধর্ম, সবকিছুই মানুষের ইতিহাসের অংশ, সময়ের সাথে এসেছে, সময়ের সাথে হারিয়ে যাবে; মানুষ প্রতিদিন নতুনভাবে ভাবছে, পুরাতন ও অকেজো সবই হারিয়ে যেতে বাধ্য।

১৭| ১৫ ই মার্চ, ২০১৪ বিকাল ৪:৪৮

পাঠক১৯৭১ বলেছেন:

পোস্ট ও ব্লগার: •ভৌতিক অভিজ্ঞতা-৩ - সাইলেন্স

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.