![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমাকে ব্যান করার সম্ভাবনা বাড়ছে; আমি অন্য 'নিকে' সামুতে ফিরে আসবো না; সামান্য সময়ে অনেক ব্লগারের সাথে পরিচিত হলাম; অনেক ব্লগারের ভাবনা ও প্রকাশের ক্ষমতায় সাথে পরিচিত হলাম।
দেশ ক্রমাগতভাবে অপরাধী মানুষের কন্ট্রোলে চলে যাচ্ছে; ফলে, সবকিছুতে বিশৃংখলা জাতির সহন ক্ষমতার বাহিরে চলে গেছে; পরিবর্তনের ভিত্তি গড়ে উঠছে: ১৯৭১ সালের ১৬ই ডিসেম্বরের পর যুদ্ধাপরাধীরা যেমন করে হালকা বাতাসে শুন্যে মিলায়ে গিয়েছিল, অপরাধীদের বেলায়ও তাই ঘটবে।
১৯৭১ সালে যারা জাতিকে রক্ষা করতে রনাংনে গিয়েছিলেন, তাঁদের কিছু অংশ এখনও আছেন, তাঁরা সবকিছু দেখছেন, তাঁরা কিছু একটা নতুন ভাবনা নিয়ে আসবেন।
আমি সেই সব বাংগালীদের জানি, যাঁরা নতুন উদ্যম ও নতুন ভাবনা নিয়ে সামনে আসবেন আবারো। ব্লগে এসেছিলাম কথা বলতে, কিছু বলেছি, অনেকটুকু বলা হয়নি; সময়ের সাথে বলার চেস্টা করবো।
যদি ব্যান করে দেয়, অন্যত্র আবার কথা হবে!
২| ১৪ ই মার্চ, ২০১৪ সকাল ৭:৩৭
এহসান সাবির বলেছেন: ভাই ব্যান তুলে নাই এখনো???
১৪ ই মার্চ, ২০১৪ বিকাল ৪:০৮
পাঠক১৯৭১ বলেছেন: না, সামু কানেও নেয় না।
সামু তার মন মতো চলে, সামু পাঠানদের মতো স্বাধীন: ব্লগারদের নিয়ে অত ভাবে না।
৩| ১৪ ই মার্চ, ২০১৪ সকাল ৭:৪৭
সেলিম আনোয়ার বলেছেন: শুভকামনা থাকলো আপনার জন্য।
১৪ ই মার্চ, ২০১৪ বিকাল ৪:১১
পাঠক১৯৭১ বলেছেন: থাকার চেস্টা করছি, ব্লগিং থেকে ব্যান করলেও আপনাদের শুভ কামনা আজীবনের জন্য হৃদয়ে থেকে যাবে।
১৪ ই মার্চ, ২০১৪ বিকাল ৪:১১
পাঠক১৯৭১ বলেছেন: থাকার চেস্টা করছি, ব্লগিং থেকে ব্যান করলেও আপনাদের শুভ কামনা আজীবনের জন্য হৃদয়ে থেকে যাবে।
৪| ১৪ ই মার্চ, ২০১৪ সকাল ৮:১৫
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
স্যাড।
১৪ ই মার্চ, ২০১৪ বিকাল ৪:১৩
পাঠক১৯৭১ বলেছেন: কিছু ভালো ব্লগার থেকে বিচ্ছিন্ন হওয়ার সম্ভাবনা আছে, সামুকে মিস করবো না।
৫| ১৪ ই মার্চ, ২০১৪ সকাল ১১:০২
Eisenheim বলেছেন: আশা করি ব্যান হবেন না
শুভকামনা রইলো ভাই, ভালো থাকুন..
১৪ ই মার্চ, ২০১৪ বিকাল ৪:০৬
পাঠক১৯৭১ বলেছেন: আমি সামুকে বলেছি যে, এখন থেকে আমি 'সামুর সাগরেদ' হবো: ১ লাইন পোস্ট দেবো, মুভী রিভিউ করবো, মেয়েদের সাজুগুজু নিয়ে ও ভালোবাসা নিয়ে লিখবো; আশাকরি আমাকে থাকতে দিবে; ব্লক আর ব্যান হতে হতে বিরক্ত হয়ে যাচ্ছে।
৬| ১৪ ই মার্চ, ২০১৪ বিকাল ৪:০৭
দালাল০০৭০০৭ বলেছেন: আপনার দুঃখে আমরাও দুখিঃত
১৪ ই মার্চ, ২০১৪ বিকাল ৪:১৫
পাঠক১৯৭১ বলেছেন: আমি ব্লগিং এর সুবিধা হারালেও আপনাদের ভুলব না; আপনাদের খুঁজে নেবো বারবার!
৭| ১৫ ই মার্চ, ২০১৪ রাত ১:২০
সচেতনহ্যাপী বলেছেন: @পাঠক..আমি ব্যক্তগত কারনে সবাইকে এড়িয়ে চলি। এমনকি প্রবাসীদের কোন অনুষ্ঠানেও যোগ দেই না।যা বলা সম্ভব না । আর থাকি কুয়েতে,সরকারী কর্মচারী হিসাবে। (দেশ ও সমাজ আমাকে আমাকে চায় নি বলে)। আপনার আগ্রহ এবং সমবেদনার জন্য ধন্যবাদ।
৮| ১৫ ই মার্চ, ২০১৪ রাত ২:০৩
পাঠক১৯৭১ বলেছেন:
@সচেতনহ্যাপী ,
বুঝলাম, কুয়েতে হয়তো অনেক কিছু অন্য রকম।
আমি সবার সাথে চলতে চেস্টা করি; মাঝে মঝে আমার অবস্হা খারাপ হয়ে যায়(ব্লগে আমার অবস্হার মতো); কিন্তু আমি তাতে হতাশ হইনে; আপনি আমার মতি চেস্টা করে দেখতে পারেন।
৯| ১৬ ই মার্চ, ২০১৪ দুপুর ১২:২৯
বৃত্তবন্দী শুভ্র বলেছেন: শুভকামনা পাঠক ১৯৭১
১০| ১৭ ই মার্চ, ২০১৪ সন্ধ্যা ৭:১৭
পাঠক১৯৭১ বলেছেন:
@বৃত্তবন্দী শুভ্র ,
Best Wishes for you too.
©somewhere in net ltd.
১|
১৪ ই মার্চ, ২০১৪ ভোর ৬:৩৭
পাঠক১৯৭১ বলেছেন:
পোস্ট: "দু'দিন সাপ্তাহিক ছুটি..........সময় কাটানোর একমাত্র মাধ্যমে কি দেখছি? "
ব্লগার: সচেতনহ্যাপি
মনে হচ্ছে, উইকেন্ডস আপনার জন্য কস্টকর সময়; কিন্তু আপনিই বলছেন যে, আপনি মানুষকে এড়িয়ে চলেন।
আমাকে উইকএন্ডের দাওয়াত এড়িয়ে চলতে হয় সময়ের অভাবে; আপানর পার্সোন্যাল সিক্রেট না হলে বলতে পারেন আপনি কোন দেশে থাকেন; তখন কিছুটা অনুমান করতে পারবো।