![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জাতি ৫০০ ডাকাত বানাচ্ছে!
'উপজেলা চেয়ারম্যান' নাম দিয়ে ৫০০ উপজেলায় জাতি ৫০০ ডাকাত বানাচ্ছে, যাতে জাতির ক্ষতি করতে পারে; নির্বাচিত ৫০০ চেয়ারম্যানের মাঝে, কমপক্ষে ২০০ জন আগামী ৫ বছরে জেলে যাবে; যারা নির্বচিত হচ্ছে, তাদের শতভাগই ইতিমর্যেই কোন না অপরাধের সাথে যুক্ত: এদের অনেকের নাম আইন শৃংখলা বাহিনীর খাতায় আছে।
'লোক্যাল গভর্মেন্ট' গড়ে তোলার জন্য এ পদ্ধতিটা বেচে নেয়া হয়েছিল; বাংলাদেশে উপজেলা পর্যায়ে 'লোক্যাল গভর্মেন্টের ' এডমিনিস্টেটর হচ্ছে 'টিএনও', এরা সরকারী চাকুরে, এদের পড়ালেখা ও ট্রেনিং আছে; কিন্তু এরাও চোর; কম মেধার লোক চোর হয়; এরা ধুর্ত, ধুর্ত মানে বুদ্ধিমান নয়। এই পদে বুদ্ধিমান লোককে নিয়োগ দিলে লোক্যাল গভর্মেন্ট সঠিকভাবে চালানো সম্ভব হতো।
লোক্যাল এডমিনিস্ট্রেটরকে উপজেলার বাজেট তৈরি করা পাশ করানো, ও তা গড়ে ৬ লাখ মানুষের উন্নয়নে ব্যয় করার মত দক্ষ হতে হবে; এত দক্ষ কোন টিএনও আমার চোখে এখনো পড়েনি। সরকার চাচ্ছে যে, উপজেলার উন্নয়নের কাজটা 'উপজেলা চেয়ারম্যানের' অধীনে যাক; কিন্তু পার্টির ডাকাত ক্যাডাররা কি পড়ালেখা, বাজেট ইত্যাদি বুঝে? ডিগ্রিধারী টিএনওগুলো বাজেট বা উন্নয়ন বুঝার মত দক্ষ নয়।
জাতি ইলেকশান ভালোবাসে, ভোট বিক্রয় করে মাথাপিছু ২০০/৩০০ টাকা পেয়ে উপজেলাকে ডাকাতের হাতে তুলে দিচ্ছে। উপজেলার এই ডাকাত তৈরি পদ্ধতি বাতিল করে, অর্থনীতি ও প্রশাসনে ট্রেনিং প্রাপ্ত টিএনও নিযুক্তি দিয়ে উপজেলাকে শক্তিশালী করা সম্ভব; তা না করে, জাতি ' ৫০০ জন ডাকাত নিযুক্ত করছে'।
২| ১৫ ই মার্চ, ২০১৪ সন্ধ্যা ৬:৫৩
দালাল০০৭০০৭ বলেছেন: ১৭ কোটীর মাথায় মগজ নেই
৩| ১৬ ই মার্চ, ২০১৪ রাত ২:১৯
পাঠক১৯৭১ বলেছেন:
@দালাল০০৭০০৭,
মগজ থাকলে কেন তারা একজন 'বিসিএস' অফিসারের উপরে একজন ডাকাতকে বসানোর পক্ষে ভোট দিচ্ছে?
যেই ৫০০ জন নির্বচিত হচ্ছে, সবাই চোর ডাকাত, এবং দক্ষতাহীন!
৪| ১৬ ই মার্চ, ২০১৪ রাত ২:২৬
বেলা শেষে বলেছেন: Excuse me Brother, it is very good for India, i like it becaus i like "HindiFilms"!!!
১৬ ই মার্চ, ২০১৪ ভোর ৬:১৭
পাঠক১৯৭১ বলেছেন: আপনার কমেন্টের অর্থ পরিস্কার নয়; অর্ঠ ইংরেজির কনস্ট্রাকসনের মাঝে হারিয়ে গেছে, স্যরি!
৫| ১৭ ই মার্চ, ২০১৪ রাত ১:৪৬
সচেতনহ্যাপী বলেছেন: যেখানে প্রতিটি সরকারই ডাকাত, সেখানে উপজেলা চেয়ারম্যানরা সাধু বা দরবেশ হবে এটা কিভাবে আশা করতে পারি? যেমন গুরু শিষ্যওতো তেমন হবে,তাই না??
১৭ ই মার্চ, ২০১৪ রাত ২:৫৩
পাঠক১৯৭১ বলেছেন: সরকার ও সরকারী চাকুরেদের মাঝে ৯৯% চোর।
সরকারী অনেক পদ দরকারী।
উপজেলা চেয়ারম্যান পদটি redundant.
©somewhere in net ltd.
১|
১৫ ই মার্চ, ২০১৪ বিকাল ৫:২০
পাঠক১৯৭১ বলেছেন: ১৭ কোটীর মাথায় মগজ নেই, এরা জেনে শুনে ডাকাত বানাচ্ছে উপজেলায়: ২০১৯ সালের মাঝে, ২০০ শত উপজেলা চেয়ারম্যান জেলে যাবে বা এদের নামে চুরির জন্য কেইস হবে।
এই ৫০০ জনই পরিচিত চোর ডাকাত!