নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ডিসেম্বর১৬

ইকোনোমিস্ট

পাঠক১৯৭১

পাঠক১৯৭১

পাঠক১৯৭১ › বিস্তারিত পোস্টঃ

হাসিনার অবস্হা হবে গাদাফী বা মুবারকের মতো

০৩ রা এপ্রিল, ২০১৪ রাত ২:১৭

হাসিনা যেভাবে ভোটে জয়ী হচ্ছে, যেভাবে দেশ চালাচ্ছে, সবই এখন পরিস্হিতির কারণে দরকারী; তবে, পরিস্হিতি এ পর্যায়ে আনার জন্য তাকে দায়ী করা হবে; তারপর, তার অবস্হা হবে গাদাফী বা মুবারকের মতো; গত ভোটে হাসিনা যেখানে অনয়াসে জয়ী হতে পারতো, সেই ভোটকে সে গায়ের জোরে জয় করেছে: যেখানে সে সুনামের ভাগী হওয়ার কথা, সেখানে সে দুর্নামের ভাগী হয়েছে; সে যাদের জন্য কিছু করার চেস্টা করছে, তারাই তাকে তার বাবার মতো অপবাদ দেবে।



গত ভোটে জয়ী হওয়ার জন্য তাকে ২০০৯ সাল থেকে জাতির জন্য কাজ করার দরকার ছিল; সে জাতির জন্য কাজ না করে, ৫০ লাখ লোকের পক্ষে দেশ চালায়েছে, সাড়ে ১৬ কোটীর জন্য তেমন কিছু করেনি; কিন্তু ভোটে পরাজিট হয়ে, খালেদা ও জামাতকে ক্ষমতায় আসতে দেয়াও অস্ভব ছিল: খালেদা ও জামাত-শিবির ২০১৩ সালে জাতিকে ধ্বংসের মুখে নিয়ে যায়; তারা জাতির ১১০ বিলিয়ন ডলারের সম্পত্তি ও প্রাণের ক্ষতি সাধন করে।



বাংলাদেশকে বাংগালীদের দেশ হিসেবে রাখতে হলে, হাসিনাকে এবার খালেদা-তারেক ও জামাত-শিবিরকে দেশ ছাড়া করতে হবে; এই ভয়ানক অোরাধীদের দেশ ছাড়া করানোর জন্য তার নিজের যে পরিমাণ শিক্ষিত ও ভালো মানুষের দরকার তা হাসিনার নেই; তাই মনে হচ্ছে, হাসিনার অবস্হা গাদাফী বা মুবারকের মতো হবে; গাদাফী ও মুবারক এক সময় জনপ্রিয় ছিলো।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৩ রা এপ্রিল, ২০১৪ দুপুর ১:৩৭

সাইলেন্স বলেছেন: ভালো বলেছেন।

বাংলাদেশকে বাংগালীদের দেশ হিসেবে রাখতে হলে, হাসিনাকে এবার খালেদা-তারেক ও জামাত-শিবিরকে দেশ ছাড়া করতে হবে।

৩/৪ কোটি বি এন পি জামাত সমর্থক সহ দেশছাড়া করে ভারত পাঠায়ে দিতে হবে, আপনার পরামর্শ মত। ;)

২| ০৩ রা এপ্রিল, ২০১৪ বিকাল ৫:৫১

পাঠক১৯৭১ বলেছেন:




@সাইলেন্স ,

Jamai-shibir, Khaleda-Tareq's are not Bangalees; Bangladesh is for the Bangalees only.

Musa had to leave Egypt with his bad people, still the same rule in place!

৩| ০৪ ঠা এপ্রিল, ২০১৪ রাত ১২:১২

সাইলেন্স বলেছেন:
আপনার পেয়ারের লীগ তখন মনোপলী বিজনেসের মত ফঁাকা মাঠে গোল দিব।

৪| ০৪ ঠা এপ্রিল, ২০১৪ রাত ১২:২৭

পাঠক১৯৭১ বলেছেন:


@সাইলেন্স ,

The AL owe lots to the nation: they have a historical role yet to play!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.