![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার সামগ্রিক ব্যান চেয়ে যে ৭ জন ব্লগার পোস্ট দিয়েছিলেন, ব্লগার 'মোঃ আনারুল ইসলাম' আমার কাছে সবচেয়ে পরিচিত ব্লগার; উনি ২ টি পোস্ট দিয়েছিলেন: ১ম পোস্টে ২০০ কমেন্ট পড়েছিল, সবাই আমার মৃত্যুদন্ড চেয়েছিলেন; অন্য পোস্টে ৭০/৮০ জন আমার বিপক্ষে কমেন্ট করেন।
ব্লগার 'মোঃ আনারুল ইসলাম' উনার নিজের পোস্টে আমাকে সকালে বিকেলে ব্যান করতেন, আবার ব্যান তুলে নিতেন; আমি একবারও উনাকে বা কোন ব্লগারকে কোনদিন কমেন্ট ব্যান করিনি; কারো ব্যান চাওয়া আমার পক্ষে অসম্ভব।
এখন দেখছি, কুরানের সুরা পোস্টকারী এই মহান ব্লগারকে কমেন্ট ব্যান করেছে সামু; কেন করেছে কে জানে! আমার ধরণা, উনি গালি দেয়ার আগেও 'বিসমিল্লাহ' পড়ে দিতেন: তা'হলে সমস্যা কোথায়!
সামু বাংগালীদের নাগরিক অধিকারকে খর্ব করে 'ব্লগিং' এর নামে ক্লিকিং ব্যবসা করছে; এবং 'মোঃ আনারুল ইসলাম' একজন ভালো ক্লিকার; সামুর উচিত উনাকে ব্যানমুক্ত করার। বাংলাদেশে এরকম ঘোলাজল আজীবন থাকবে না, সামুর জানা উচিত; মানুষ ব্লগিং শুরু করলে সামুর জন্য ভালো হবে না।
২| ০৫ ই এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৬:২০
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
উনি কোনো ভাল ক্লিকার না। ধর্মের নামে মিথ্যা কথা বলে। অশ্লীল জোক করে বেড়ায় আবার ধর্মের কথা বলে। একদিন জিজ্ঞেস করেছিলাম, ধর্মে এসব অশ্লীল জোক অ্যালাউড কি না। বলে হ্যা।
০৭ ই এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৬:৩১
পাঠক১৯৭১ বলেছেন: অতটুকুই উনার দক্ষতা।
লেখাপড়া জানা বাংগালীদের ৯০% উনার মতোই দক্ষ।
৩| ০৫ ই এপ্রিল, ২০১৪ রাত ৮:৪০
দালাল০০৭০০৭ বলেছেন: ধন্যবাদ @এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা । আপনার মত পপুলার ব্লগার ইসলাম সম্পর্কে । কটুক্তি করা কত খানি সমুচিৎ হয়েছে
০৭ ই এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৬:৪৭
পাঠক১৯৭১ বলেছেন: এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা সম্পর্কে না জেনে কথা বলেছেন; উনি আপনার চেয়ে ানেক সঠিকভাবে ইসলামকে ধরণ করে বক্তব্য রাখেন।
৪| ০৫ ই এপ্রিল, ২০১৪ রাত ৯:২০
দালাল০০৭০০৭ বলেছেন: ধন্যবাদ পাঠক১৯৭১ আমি আপনার সাথে একমত সকলের ব্যান উঠিয়ে নেয়া হোক।
০৭ ই এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৬:৩২
পাঠক১৯৭১ বলেছেন: সামনে একটা ছোটখাট ব্যান এর ব্যবস্হা হবে; তা'হবে সামুর মালিকানা ও এডমিনদের ব্যান করা হবে; সামু চলাবে বুয়েট!
৫| ০৫ ই এপ্রিল, ২০১৪ রাত ৯:২১
দালাল০০৭০০৭ বলেছেন: এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণাঁ ও পাঠক১৯৭১
এই ছরির ব্যাপারে আপনার মূল্যবান মন্তব্য আশা করছি।
০৭ ই এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৬:৩৬
পাঠক১৯৭১ বলেছেন: ১৭ কোটী মানুষের মাঝে ২/১ জন এদিক সেদিক হবে; তবে, তাদেরকে ঠিক করবো আমরা।
আমরা আমাদের দেশকে ভালোবাসি; হিন্দুষ্তানকে প্রতিবেশীর মতো দেখি; বিশ্বের সাথে আমরা ভালো সম্পর্ক রাখতে চাই।
৬| ০৫ ই এপ্রিল, ২০১৪ রাত ১১:২৬
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
দালাল০০৭০০৭,
আমি ইসলাম সম্পর্কে কোনো কটুক্তিই করিনি। ফালতু কথা বলে বেড়াবেন না। ইসলাম সম্পর্কে জিজ্ঞেস করা যদি কটুক্তি হয় তাহলে আমার কিছু বলার নাই।
সেই পোষ্ট আমাকে নিয়ে অন্যরা যেসব কথা বলেছে, গালি গালাজ করেছে সেটা খুব ইসলাম সম্মত তাই না? নাকি একেকজনের মানসিকতায় এসব মিশে আছে দেখে এসব স্বাভাবিক মনে হয়?
উনি যখন ১৮ প্লাস অশ্লীল সব পোষ্ট দিয়ে বেড়ায় তখন আপনাদের ইসলাম কোথায় থাকে? সানি লিওনের অশ্লীল ছবি পোষ্ট করে বেড়ায়? তখন খুব ভাল তাই না?
আমি পোষ্টটা থেকে জানার জন্য পোষ্টটা আমার প্রিয়তে পর্যন্ত রেখেছিলাম, আর সেখানে এরা বলে আমি নাকি কটুক্তি করেছি।
০৭ ই এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৬:৫০
পাঠক১৯৭১ বলেছেন: ইসলাম সম্পর্কে সঠিক ধারণা রাখে এ রকম একজন ব্লগারও আম সামুতে দেখিনি: এখানে অনেক মোল্লা আছে, তারা হাউকাউ!
৭| ০৫ ই এপ্রিল, ২০১৪ রাত ১১:৪০
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
এই যে এসেছে আরেকজন, পথ হারা নাবিক। @পাঠক১৯৭১, আপনি কি আমাকে দয়া করে বলবেন, কিছু মানুষের ফ্যামিলিতে কেন শিখানো হয় না যে মানুষের সাথে কিভাবে কথা বলতে হয়? মানুষের সাথে কথা বলে 'তুই' সম্বোধন করে। এটা কি তাদের পরিবারের সমস্যা, সমাজের, নাকি শিক্ষার? আমি এধরণের মানুষকে বাড়েবাড়ে বলেছি, প্লিজ স্টার্ট ওভার অ্যান্ড লার্ন সাম এটিকেট। একটা 'আর্গুমেন্ট' যে কিভাবে করতে হয় সেটা তারা জানে না। তাদের মতে 'আর্গুমেন্ট' মানে ফাইট, গালি, ডমিনেটিং অ্যাটিট্যুড। আমি আপনাকে বলেছিলাম না, আমি লজিক শিখছি? সো, এক্সামে কোয়েশ্চেন ছিল, হোয়াট ইজ অ্যান আর্গুমেন্ট? একটা অপশান ছিল ফাইট। আই বিলিভ লেস দ্যান ওয়ান পার্সেন্ট স্টুডেন্টস চোজ দ্যাট অপশান।
আই হ্যাভ দ্যা সেকেন্ড টেস্ট অন মানডে। উইশ মি লাক।
@পথ হারা নাবিক, উপরের কথা গুলো পাঠক১৯৭১ কে বলা। আই হোপ ইউ উড নট ট্রাই টু রিয়্যাক্ট টু দ্যাট।
০৭ ই এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৬:৫৩
পাঠক১৯৭১ বলেছেন: @এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা ,
গত কয়দিন চিটাগং সমিতি নয়ে ব্যস্ত ছিলাম, ব্লগে আসিনি।
পথহারা নাবিক ইতয়াদি হচ্ছে দুষিত মগজের অধিকারী; উনার লেখা হাউকাউ।
বার্মা ভ্রমণে গিয়ে "রোহিংগাদের কান্না" নিয়ে যা লিখেছে, তা একজন ৫ম শ্রেণীর বচ্ছা থেকে নীচু মানের; এরা আবর্জনা।
০৭ ই এপ্রিল, ২০১৪ রাত ৮:৫৬
পাঠক১৯৭১ বলেছেন: পড়ালেখায় সময় দিন, আপনি ভালো করবেন, আপনি ভালো মানুষের মাঝে আছেন।
পরীক্ষার জন্য শুভ-কামনা রলো!
৮| ০৬ ই এপ্রিল, ২০১৪ রাত ১২:২২
দালাল০০৭০০৭ বলেছেন: এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা আমাকে বলেন ত সামুতে১৮+ নিষিদ্ধ কিনা?
যদি হ্যাঁ হয় তাহলে ইরফান আহমেদ বর্ষণের ১৮+ কালেকশনকে আপনি কি খারাপ বলবেন।
আর যদি না হয় তাহলে মোঃআনারুল ইসলামকে আপনি ১৮ প্লাস দেওয়ার অশ্লীল বলার অধিকার নাই। আর সানি লিওনের কথা বলছেন নুমান নমির একটি পোস্ট সানি লিওনকে নিয়ে অশ্লীল কথা থাকার পরও সেটা নির্বাচিত পাতায় যায়নি। তখন আপনি কোথায় ছিলেন আর আপনার আদর্শ কোথায় ছিল???
নাকি মোঃআনারুল ইসলাম ইসলামের প্রচার করছিল সেটাতেই আপনার মনে আঘাত লেগেছে।
৯| ০৬ ই এপ্রিল, ২০১৪ রাত ১২:৪৬
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
@দালাল০০৭০০৭,
আপনি একদম গায়ে পড়ে ঝগড়া করছেন। আমি নোমান নমির পোষ্টে কি কমেন্ট দিয়েছি সেটা একটু দয়া করে পড়বেন। গায়ে পড়ে ঝগড়া করার কোনো দরকার নাই। নোমান নমির পোষ্ট নির্বাচিত পাতায় যাওয়া নিয়ে আমি আগেও কমেন্ট করেছি। দেখেও না দেখার ভান করবেন না।
যাই হোক, মোঃআনারুল ইসলামের ১৮ প্লাস পোষ্ট দেয়া নিয়ে আমি কথা বলেছি কারণ উনি ইসলাম নিয়ে কথা বলে আবার ১৮ প্লাস পোষ্ট দেয়, যেটা কন্ট্রাডিকটরি। এই ব্লগে ইসলাম নিয়ে লিখে আরো ব্লগার আছে এবং যারা খুব ভাল লিখে। তাদেরকে আমি দেখি নাই যে এরকম অশ্লীল জোক, ছবি পোষ্ট করে বেড়ায়।
ইরফান আহমেদ বর্ষণের পোষ্টে কি আছে আমি দেখতে পারছি না। ১৮ প্লাস যেমন মোঃ আনারুল ইসলামের মত দেয়া অশ্লীল সব পোষ্ট হতে পারে, তেমনি ভাল শিক্ষনীয় পোষ্টও হতে পারে। আমার যতটুকু মনে পড়ে উনার পোষ্টটা ভাল ছিল না, এজন্যই হয়ত উনি পোষ্টটা সরিয়ে ফেলেছেন।
আপনি যুক্তিহীন কমেন্ট করলে আর জবাব দিব না।
১০| ০৬ ই এপ্রিল, ২০১৪ রাত ১:০২
দালাল০০৭০০৭ বলেছেন: স্বর্ণা আমি বুঝি মোঃআনারুল ইসলামের উপর আপনার এত রাগ হওয়ার কারণ।
১১| ০৬ ই এপ্রিল, ২০১৪ রাত ১:০৭
দালাল০০৭০০৭ বলেছেন: স্বর্ণা সর্বপরি ভাল থাকুন! আর এই বিষয় নিয়ে কথা বাড়িয়ে লাভ নেই কারণ সামুর আপনাদের মত মহান চরিত্রের ব্লগারদের দরকার আছে।
খোদা হাফিজ বাংলাদেশ জিন্দাবাদ,জাতীয়তাবাদী দল জিন্দাবাদ।
১২| ০৭ ই এপ্রিল, ২০১৪ রাত ১২:৩৬
পথহারা নাবিক বলেছেন: তরল তুমার কি অবস্থা!! তুমার কি কোনো একাউন্ট সেভ হইছে!!
০৭ ই এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৭:০২
পাঠক১৯৭১ বলেছেন: আমার অবস্হা ভালো!
আপনার অবস্হা ভালো নয়; আপনি এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণাকে যেভাবে কথা বলেছেন, আমি সত্যই আপনার ব্যাপারে হতাশ; আপনার বার্মা ভ্রমণ পড়ে, রোহিংগাদের ব্যপারে আপনার ধরণা দেখে মনে হচ্ছে, আপনি ব্লগার হিসেবে সফল হতে হলে আপনাকে বদলাতে হবে!
১৩| ০৭ ই এপ্রিল, ২০১৪ রাত ৮:৩৪
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
গুড টু সি ইউ ব্যাক।
১৪| ০৭ ই এপ্রিল, ২০১৪ রাত ৯:২১
পথহারা নাবিক বলেছেন: @তরল বলতো বিদেশে কারা থাকে। যারা দেশে কিছু করতে পারে না মানে দেশে সুইপার হওয়ার যোগ্যতাও রাখে না তারা বিদেশে গিয়ে কিছু একটা করে দেশের মানুষকে চাসা ভুষা অশিক্ষিত বলে ছোট করে। শালারা মনে করে বিদেশে যাইয়া তারা জাতে উঠে গেছে।
আসলে ওই দেশে তাদেরকে সুইপারের থেকেও ছোট জাত বলে মনে করে। আমার এক জুনিয়র অরিজিনাল আমেরিকান আমাকে এই কথাটা বলেছিলো।
আমেরিকান প্রবাসী কারো সাথে আমার মন্তব্য মলে গেলে আমি আন্তরিক ভাবে দুঃখিত!!
০৭ ই এপ্রিল, ২০১৪ রাত ৯:৪৭
পাঠক১৯৭১ বলেছেন: দেশে আমার পক্ষে কিছু করা সম্ভব হয়নি, তাই আমেরিকা চলে এসেছি; বাংলাদেশের সবাইে ' আমেরিকান ভিসা' দেবে ঘোষনা দিলে, খালেদা-হাসিনা ও তাদের সৃস্টি করা ৫০ লাখ চোর-ডাকাত ব্যতিত সবাই আমেরিকা চলে যাবে; বাংলাদেশের লোক সংখ্যা ৫০ লাখ ডাকাতে গিয়ে দাঁড়াবে।
আপনার বন্ধু নিশ্চয়ই আপনারা মতো 'আরেক মগজহারা নাবিক' হবেন; এবং যা বলেছেন, তা আপনার জন্যই বলেছেন।
১৫| ০৭ ই এপ্রিল, ২০১৪ রাত ৯:২৭
পথহারা নাবিক বলেছেন: @পথ হারা নাবিক, উপরের কথা গুলো পাঠক১৯৭১ কে বলা। আই হোপ ইউ উড নট ট্রাই টু রিয়্যাক্ট টু দ্যাট।
স্বর্ণা আপা বাংলায় একটা কথা আছে, "দেশী কুত্তা বিদেশী ঘেউ"
আপা দয়া করে কি বাংলায় কথা বলবেন। দেশ বিদেশ যখন ঘুরি তখন ইংরেজী না জানার কারণে ইশারার মাধ্যমে কাজ সারি। চাসা ভুষা তো তাই।
তর আপা আমি এইটা বুঝছি যে আপনে আমারে অভিনয় করতে মানা করছেন। হইছে না আপা। আমি পাশ কি বলেন আপা। আপা আমারে আমেরিকা নিয়া যাইবেন শুনছি ওইখানে বিশাল বিশাল বাড়ী ঘর আছে। ওইখানে বলে হাগু মুতু করতেও টাকা দেওয়া লাগে। আমগো দেশের মতো বন জঙ্গলে হাগু মুতু করা যায় না!! আপা ঘটনা কি হাচা না মিচা!!
১৬| ০৭ ই এপ্রিল, ২০১৪ রাত ১১:১১
দালাল০০৭০০৭ বলেছেন: @পাঠক১৯৭১ আপনি কি ঠিক আছেন? এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা সম্পর্কে না জেনে কথা বলেছেন; উনি আপনার চেয়ে ানেক সঠিকভাবে ইসলামকে ধরণ করে বক্তব্য রাখেন। এটাও বিশ্বাস করতে বলছেন ?
পাগলে কিনা বলে ছাগলে কি না খাই ।
০৭ ই এপ্রিল, ২০১৪ রাত ১১:৩১
পাঠক১৯৭১ বলেছেন:
@দালাল০০৭০০৭ ,
যারা ধারণা শক্তি সঠিক, সেজন সবকিছুই সঠিভাবে ভাবতে পারেন; আমি দেখেছি যে, এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা সঠিকভাবে ভাবতে পারেন ও বলতে জানেন; তাই আমার ধরণা, উনি অবশ্যই ধর্ম সম্পর্কে সঠিক ধারণা রাখেন।
১৭| ০৭ ই এপ্রিল, ২০১৪ রাত ১১:৩৩
পথহারা নাবিক বলেছেন: আমেরিকান ভিসা' দেবে ঘোষনা দিলে, খালেদা-হাসিনা ও তাদের সৃস্টি করা ৫০ লাখ চোর-ডাকাত ব্যতিত সবাই আমেরিকা চলে যাবে; বাংলাদেশের লোক সংখ্যা ৫০ লাখ ডাকাতে গিয়ে দাঁড়াবে।
এই জন্যই বলছি শালারা মনে করে বিদেশে যাইয়া তারা জাতে উঠে গেছে। এই শালা যোগালী এখন তোর বিচিতে লাথি মারতে ইচ্ছা করতেছে। শালা সবাই কি তোর মতো কুলাঙ্গার নাকি!! বেজন্মা শালা আমার সিঙ্গাপুরে পি আর আছে কিন্তু আমি কোনো দিন যাইয়া ১ সপ্তাহের বেশী থাকিনি!!
০৭ ই এপ্রিল, ২০১৪ রাত ১১:৪৭
পাঠক১৯৭১ বলেছেন: চোর ডাকাতরা বাংলাদেশে কুলীন, আপনিও বাংলাদেশের কুলীন।
সিংগাপুর আপনার জন্য নিশ্চয় বিরাট কিছু, না হলে ১ সপ্তাহের জন্য যাবেন কেন? আমি ১ ঘন্টার জন্যও সিংগাপুর যাবো না।
আমেরিকান ভিসা পেলে আপনি ১ম কার্গো ফ্লাইটেই চলে আসবেন!
১৮| ০৭ ই এপ্রিল, ২০১৪ রাত ১১:৫৮
পথহারা নাবিক বলেছেন: কুলাঙ্গার গাফফার চৌধুরি হইছো তাই না!! বিদেশে বইসা দেশে সম্পর্কে লেখো। জুতা মাইরা ভন্ডামি ছুটাইয়া দিমু।
হারামি থাকোছ বিদেশে তুই দেশের সম্পর্কে কি জানোছ রে হারামজাদা। তোএ খোমাটা দেখতে মন চায়!! তুই কোন সাহসে বিদেসে থেকে দেশ সম্পর্কে লিখোছ। তোর ফেবু আইডিটা দে তোর সোনার বদন মুখখানা টা দেখি!! আমি মগজ হারা তোর মতে আর তুই তো মা হারা বেজন্মা!! তুই কি জানস আমার ৫ বছরের জন্য আমেরিকান ভিসা আছে(seafarers visa)!! আমার কম্পানি আমারে ভিসা কইরা দিছে ৫ বছরের জন্য! কই কোনো দিনতো মন চায় নাই বারেক মামার দেশ থেকে ঘুরে আস্তে। এই একটা কুলাঙ্গার দেশে ঢুক্তে হইলে আমাদের ভিসা নিতে হয় আর কোনো দেশে এই রকম নাই!!
১৯| ০৮ ই এপ্রিল, ২০১৪ রাত ১২:৪৫
মোমেরমানুষ৭১ বলেছেন: ভদ্রতা বজায় রাখি
০৮ ই এপ্রিল, ২০১৪ রাত ১:০৩
পাঠক১৯৭১ বলেছেন: ভালো পলিসি।
২০| ০৮ ই এপ্রিল, ২০১৪ রাত ১:০০
অন্তরন্তর বলেছেন:
আপনি গালাগালি প্রশ্রয় দিচ্ছেন। আপনার ব্লগে আমি
কমেন্ট করলে তার উত্তর আপনি দিবেন কিন্তু অন্য কোন
ব্লগার আমাকে কিছু বলার অধিকার নাই। আপনার ব্লগে আমি
কমেন্ট করলাম আর অন্য ব্লগার আমাকে গালি দিল বা কোন
অফেন্সিভ কথা বলল তখন আপনার করনীয় কি? এদের আপনার
ব্লক করা উচিত বলেই আমি মনে করি।
আমাদের সকলের উচিত ভদ্রতা বজায় রাখা।
০৮ ই এপ্রিল, ২০১৪ রাত ১:১১
পাঠক১৯৭১ বলেছেন: আমি কাউকে কোনদিন ব্লক করিনি; তদুপরি, মানুষ যেন নিজের পরিচয় দিতে পারে তার ব্যবস্হা করছি নিয়মিত।
নিক 'পথহারা নাবিক' অকারণে ব্লগার এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা'কে হাউকাউ কিছু বলেছিল।
২১| ০৯ ই এপ্রিল, ২০১৪ রাত ৯:৫৫
রায়হান০০৭ বলেছেন: এই পোস্ট ক্যামনে আমার চোখ মিস করসে তাই তো বুঝবার পারতাছি না ,
চরম জমছে,
পোস্ট পর্যবেক্ষণে
১০ ই এপ্রিল, ২০১৪ ভোর ৪:৩৮
পাঠক১৯৭১ বলেছেন: এগুলো ঝামেলা নিয়ে আলাপ, পোস্ট নয়!
২২| ১০ ই এপ্রিল, ২০১৪ রাত ৩:৩৪
মোঃ আনারুল ইসলাম. বলেছেন: I am back পাঠক১৯৭১
১০ ই এপ্রিল, ২০১৪ ভোর ৪:৩৭
পাঠক১৯৭১ বলেছেন: সুসংবাদ, আপনার আগমনে খুশী হলাম; ভালো থাকুন, চেস্টা করুন ব্যান না হতে!
২৩| ১৪ ই এপ্রিল, ২০১৪ রাত ২:৪৭
প্রবাসী পাঠক বলেছেন: @ পথহারা নাবিক - প্রবাসীদের সম্পর্কে আপনার ধারনা এবং বিশ্লেষণ সত্যিই অভিভূত হওয়ার মতন। তবে একটা কথা কি জানেন প্রবাসীরা সুইপারের ( আপনার ভাষায়) কাজ করে বৈদেশিক মুদ্রা আপনাদের দেশে ( আমাদের দেশ না লিখে আপনাদের দেশ লিখলাম কারণ আপনি বলেছেন প্রবাসে থাকলে দেশ নিয়ে লিখা যায় না ) পাঠায় বলেই দেশের অর্থনীতি এখনও বেঁচে আছে।
২৪| ১৪ ই এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৭:৩৯
পাঠক১৯৭১ বলেছেন:
@প্রবাসী পাঠক ,
There are millions of idiots like 'path hara nabik': they simply do not understand economy, finance, technology; but they visit sometime other countries spending hard currencies, which they cannot earn.
২৫| ২৮ শে নভেম্বর, ২০২৩ ভোর ৫:১২
সোনালি কাবিন বলেছেন: .
©somewhere in net ltd.
১|
০৫ ই এপ্রিল, ২০১৪ রাত ১:৩৪
পাঠক১৯৭১ বলেছেন: বাংলাদেশে অরাজকতার সুযোগ নিয়ে, সামু মানুষের 'ফ্রি-স্পিচ' অধিকার হরণ করে 'ক্লকিং' ব্যবসা করছে!
সামুর উচিত প্রতিটি ব্লগারের ব্যান তুলে নেয়া!