নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ডিসেম্বর১৬

ইকোনোমিস্ট

পাঠক১৯৭১

পাঠক১৯৭১

পাঠক১৯৭১ › বিস্তারিত পোস্টঃ

ইয়াবা ইমরান সরকারের 'ফ্রী বিরানী ও গান বাজনার দল'

০৯ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৫:০৯

গণজাগরেণের ইমরান সরকার একটা রাজনৈতিক দল গঠন করবে; নাম কি হবে ভাবনায় আছে; আমি প্রস্তাব করছি, 'ফ্রি-বিরানী দল'(ট্রেইড মার্ক)। ইমরান সরকার, গোলাম রসুল(ব্লগার শনিবারের চিঠি), ব্লাগার অমি রহমান পিয়াল, ব্লগার আজাদ মাস্টার দল গঠন করলে, দেশে বিরানী, পানির বোতল, ইয়াবার সাপ্লাই সবাই পাবেন, অনেকই ফ্রি পাবেন।



যুদ্ধাপরাধীদের বিচারের দাবীতে মানুষ শাহবাগে একত্রিত হয়েছিল; এখন আর একত্রিত হয় না: ইমরাণ থেকে শুরু করে, ওখানে যারা নেতৃত্ব দিয়েছে, সবাই কোটী কোটী টাকার চাঁদাবাজী করেছে; কিছু করতে টাকা লাগে; তবে চাঁদাবাজরা নিশ্চয় রাজনীতিবিদ হতে পারে না।



জাগরণ মন্চের ইমেজ ব্যবহার করে, প্রথমদিকে কিছু ইয়াবা তরুণের সমাবেশ ঘটাতে পারলেও, ইমরাণ বেশীদিন টিকবে না।



শেখ হাসিনা এমরানের পেছনে টাকা খরচ না করে, সেই টাকা দিয়ে নতুন একটা বিএনপি গঠন করলে টাকাগুলো কাজ দেবে; ইমরাণ ইয়াবা রাজনীতিবিদ বা গর্দভ, উহার পেছনে টাকা খরচ করলে, সেই টাকা পানিতে পড়বে।

মন্তব্য ৭ টি রেটিং +০/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ০৯ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৫:৩০

পাঠক১৯৭১ বলেছেন:





ব্লগার: মুজিব রহমান
পোস্ট: এবার আমার মেয়েকেই স্কুলে নির্যাতন করা হল


ক্লাশ সেভেনের একটা মেয়েকে যে শিক্ষক পিটায়, সে লোক শিক্ষক নয়, তকে বের করে দেয়া দরকার।

তবে, আপনি আপনার পুরাতন শিক্ষক সম্পর্কে যেভাবে লিখেছেন, আপনিও ইডিয়ট; ফলে, আপনার মেয়েটা সেই কারণে ভিকটিম হচ্ছে কি না দেখুন, অনেকে খারাপ লোকের বাচ্ছারদের শাস্তি দিয়ে রাগ উড়ায়!

২| ০৯ ই এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৬:০৭

পাঠক১৯৭১ বলেছেন:





blogger: Googlerocks

পোস্ট: মডুরা পথ হারা নাবিক নামের এই ব্লগারের আইপি সহ ব্যান চাই, কারন স্ক্রিন সট সহ দিলাম!


আপনার পোস্ট দেখে খুশী হলাম; 'পথহারা নাবিক' হাউকাউ ব্লগার, সে নিজেই হারিয়ে যাবে।

৩| ০৯ ই এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৭:৩৪

পাঠক১৯৭১ বলেছেন:



@দালাল০০৭০০৭,

Blgger 'Googlerocks' has published a post asking ban for 'pathrhara nabik'; I like the post; but do not want a 'ban for pathhara nabik'; 'pathhara nabik' ia actually 'brainless nabik': he curses the blogger with mother father's name, thats not acceptable.

Soon, 'pathhara nabik' will be gone! He will not be a blogger, he is just a flogger!

৪| ১০ ই এপ্রিল, ২০১৪ রাত ২:৩৫

পথহারা নাবিক বলেছেন: উ লালা উ লালা
তরলের বউ গেলো পালাইয়া!!

তরল তুমিতো জাত ব্লগার কিন্তু তুমি কেনো ব্যান। আসলে সব পাগল নিজেকে ছাড়া অন্য সকলকে পাগল এবং মগজ হারা মনে করে।
সমস্যা নাই আমি ফ্লগার!! খুশী তরল!! উপরের অণু কাব্য নিছক মজা করে লেখা তুমার বউয়ের সাথে মিলে গেলে সরি!!

১০ ই এপ্রিল, ২০১৪ ভোর ৪:৪০

পাঠক১৯৭১ বলেছেন: আমি পড়লে বুঝতে পারি, কে বুঝে ও লিখতে পারে!

৫| ১৩ ই এপ্রিল, ২০১৪ রাত ২:৫৫

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
কমেন্টেড ইন ওয়ান অব ইউর পোষ্টস, প্লিজ রিপ্লাই অ্যান্ড ডিলিট দিস কমেন্ট।

৬| ১৩ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৫:৪০

পাঠক১৯৭১ বলেছেন: OK, I will delete this one; but I could not find find your NEW comment.

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.