![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সামু হলো 'মগজ হারা নাবিক'দের মতো ব্লগারদের আড্ডাখানা/ট্যাবলয়েড: যা ইচ্ছে তাই পোস্ট করে যাচ্ছে; কোন সময় ২ লাইন, কোন সময় এক শিরোনাম অন্য লেখা; নিজের দেয়াল পত্রিকার মতো। আজ নাকি তাঁকে ব্যান করা হয়েছে? উনার গোটা 'তিনেক নিক' আছে, বিড়ালের মত প্রাণ, উনাকে সামু কি করে ব্যান করবে?
তাঁকে ব্যান করায় খুশী হইনি; কাউকে ব্যান করলে আমি কোনদিন খুশী হইনা; আমি আমার পোস্ট থেকে কাউকে কোনদিন ব্যান করিনি।
'পথহারা নাবিক' আমাকে সকাল বিকাল ব্যান করতম আবার ছেড়ে দিতো; তাই উনাকে বলেছিলাম যে উনার ব্লগিং বা ফ্লগিং এর সময় কমে আসছে; উনি নিজেই সবকিছুতে ইস্তেফা দিয়ে অবসরে চলে যাবেন সহসা। কিন্তু সামু উনাকে ব্যান করায় উনার আরো কিছুদিন থাকার সম্ভাবনা বাড়লো।
উনার ব্যান তুলে নেয়া হোক; উনার কিছু সাগরেদ আছেন; সাগরেদেরা একটা পোস্ট দিয়ে কান্নাকাটি শুরু করেছেন উনার ব্যান তুলে নিতে। তবে, সাগরেদেরা হয়তো জানে না যে, উনি হয়তো অন্য নিক থেকে ব্যান তোলার পোস্টে কমেন্ট করছেন, বা করবেন!
উনি যে শুধু পথহারা তা নয়: কিছুটা মগজহারাও বটে; সামু মগজ-হারাদের খুঁজছে: কাজে লাগতে পারে, সামুর প্রয়োজনে উনার ব্যান তুলে নেয়া হোক!
২| ১০ ই এপ্রিল, ২০১৪ রাত ১১:২১
পাঠক১৯৭১ বলেছেন:
Typo:
আমার কোন সাগরেদ নেই আমার ব্যান উঠানোর জন্য আন্দোলন করার জন্য; আমাদের আছে অসংখ্য 'অসাগরেদ'
Should be: আমার কোন সাগরেদ নেই আমার ব্যান উঠানোর জন্য আন্দোলন করার জন্য; (আমাদের) আছে অসংখ্য 'অসাগরেদ'
৩| ১০ ই এপ্রিল, ২০১৪ রাত ১১:৪৬
পাঠক১৯৭১ বলেছেন:
@ব্লগার গুগলরকস , কলাবাগান১ ,
Thanks for both of you, for knocking down Flogger 'path-hara nabik' . I never support any kinds of ban; but it was a good lesson for the 'Magaj-hara nabik'.
৪| ১১ ই এপ্রিল, ২০১৪ রাত ১:০২
নিতু সিং বলেছেন: আপনি একটা বলদ না হলে সকলকে হাউকাউ ট্যাগদেন। বৃদ্ধ হয়ে কি মাথা মগজ হাটুতে চলে আসল।।
৫| ১১ ই এপ্রিল, ২০১৪ রাত ১:৩২
পাঠক১৯৭১ বলেছেন:
@নিতু সিং,
আমি আপনার পোস্টও পড়ি; আমি যা পড়ি, তা নিজের সময় ব্যয় করে পড়ি; তাই কমেন্ট সঠিভাবে করতে হয়।
আপনার বেলায়, আপনি সব হিন্দুদের 'আর্য সন্তান' বলেছেন; তা ভুল। আমাদের বাংলার ও পশ্চিম বাংলাদের প্রায় হিন্দুই দ্রাবিড়; বাংলার মুসলমানরাও দ্রাবিড়; এগুলো ঠিক করতে গেলে মুখ খুলতে হয়।
৯০% ব্লগার এগুলো সঠিভাবে বুঝে না; ৯০% ব্লগার মন দিয়ে পড়ে না; পড়লে কমেন্ট করে না; আমি তাদের মতো নই, সেখানেই সমস্যা!
৬| ১১ ই এপ্রিল, ২০১৪ রাত ১:৫৪
ভাঙ্গা মাস্তুল!! বলেছেন: পথহারা নাবিকের ব্যান এবং সামুতে ভাদা পাদাদের দৌরাত্য বৃদ্ধির জন্য খুশীতে নাচুন।
৭| ১১ ই এপ্রিল, ২০১৪ রাত ২:০৩
সাইলেন্স বলেছেন: সকল প্রকার ব্যান কেই ব্যান করা হোক, মুক্ত আলোচনার প্লাটফর্ম হিসেবে ব্লগ তার ব্লগারদের সন্তানের মত দেখবে এটাই কাম্য। কোন রকম সতর্কি করন ছাড়া সরা সরি ব্যান তাও আবার অন্যের অভিযোগে এটা ভালো কোন উদাহরণ নয় (আমার মতা)।
আপনার কমেন্ট (আমার পোস্টে) মিস করি, আপনাকে নিয়ে পোস্ট দিলে আপনার অসাগরেদ`রা অযথা বকাবকি করবে মন্তব্যে নইলে দিতাম।
তবে আনারুল ইসলাম আনব্যান হয়েছে আপনিও দ্রুত মুক্তি পাবেন আশাকরি।
৮| ১১ ই এপ্রিল, ২০১৪ রাত ২:২০
পাঠক১৯৭১ বলেছেন:
@ ভাঙ্গা মাস্তুল,
I never support any ban.
I am not happy that 'Path-hara Nabik' has been banned.
I am happy that now he can understand what is ban, why he was banning me all the time!
By the by, me & Nabik have good relationship!
৯| ১১ ই এপ্রিল, ২০১৪ রাত ২:২৫
পাঠক১৯৭১ বলেছেন:
@ সাইলেন্স ,
I like your comments.
I like to read & comment.
Thanks fior saying that you would post in my favour, it is not needed.
More than 200 Bloggers wanted & asked for my ban, thats make me happy; I know how many bloggers roam around with so little brain.
Please never post for me.
I am experimenting with myself, I do not care for SAMU.
১০| ১১ ই এপ্রিল, ২০১৪ রাত ৩:০২
পাঠক১৯৭১ বলেছেন:
"
উপপাদ্য বলেছেন: করলে ন্যায় বিচার করেন, সবার সাথে সমান আচরন করেন। একই অপরাধে কাউকে গুরুদন্ড, কাউকে লঘু ডন্ড, কাউকে কোন দন্ড নয় আবার কাউকে পুরুষ্কার এটা কোন নীতি হতে পারেনা।
অ.ট.
পাঠক১৯৭১ নিশ্চয় খুব খুশী পথহারা নাবিকের ব্যানে। "
-- আমি কোনদিন কারো ব্যান চাইনি, কাউকে ব্যান করিনি; আমাকে ৫০ জনের বেশী ব্লগার কমেন্ট ব্যান করেছিল; ২০০ ব্লগার আমার ব্যান চেয়ে কমেন্ট করেছিলন; ৭ টি পোস্ট এসেছি আমার বিপক্ষে।
-- আমার বিপক্ষে ২টি পোস্ট দিয়েছিলেন নিক' আনারুল ইসলাম'; আমি উনার ব্যানের বিপক্ষে লিকেছি; আমি 'পথহারা নাবিকের' ব্যানের বিরোধিতা করছি এই পোস্টে!
১১| ১১ ই এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৭:৫১
পথ হারা নাবিক বলেছেন: কিরে তরল কেমন আছিস!!
১২| ১১ ই এপ্রিল, ২০১৪ রাত ৮:১৬
পাঠক১৯৭১ বলেছেন:
@ পথ হারা নাবিক ,
I am good; I told everybody that SAMU cannot ban the 'pathhara nabik': nabik has lots of other IDs.
I told you that your blogging life getting shorter by the day, remember? It happened, my friend! it happened!
I wish you were here always, but my friend, your days are couted!
১৩| ১১ ই এপ্রিল, ২০১৪ রাত ৯:০৯
দালাল০০৭০০৭ বলেছেন: পাঠক১৯৭১ বলেছেন: আপনার বেলায়, আপনি সব হিন্দুদের 'আর্য সন্তান' বলেছেন; তা ভুল। আমাদের বাংলার ও পশ্চিম বাংলাদের প্রায় হিন্দুই দ্রাবিড়; বাংলার মুসলমানরাও দ্রাবিড়; এগুলো ঠিক করতে গেলে মুখ খুলতে হয়।
কি চাচ্চু!!!!! আপনি কি বাংলার মুসলমানরাও দ্রাবিড় এটা বলে মুসলমানদেরকে ছোট করেছেন ???
১৪| ১১ ই এপ্রিল, ২০১৪ রাত ১০:৩৩
পাঠক১৯৭১ বলেছেন:
@দালাল০০৭০০৭ ,
কাক্কু, আপনি যদি শিখদের মত বা দিল্লির লোকদের মত না হয়ে, সাধারণ বাংগালীর মত হোন, তা'হলে ৯০% সম্ভাবনা যে, আপনি শারীরিক (রেইছ) দিক থেকে দ্রাবিড় ও ধর্মের দিক থেকে মুসলমান; মংগল, মোগল, হুন, মারাঠা, বাংগালী সবাই মানুষ; লজ্জিত বা ছোট হওয়ার কিছু নেই!
১৫| ১১ ই এপ্রিল, ২০১৪ রাত ১১:০৩
পথ হারা নাবিক বলেছেন: @তরল কাক্কু আমি যতদুর জানি তুমি ইকোনোমিস্ট!! তা জাতিতত্ব নিয়া কবে লেখা পড়া করলা নাকি গুগল মামুর কাছ থেকে জেনে ভাব মারছো!!
১৬| ১১ ই এপ্রিল, ২০১৪ রাত ১১:২১
খালেদা_হাসিনা জোট বলেছেন: আপনি ত খুব খারাপ মানসি! দেখছি ইসলাম নিয়ে বেশী চুল্কানি
১৭| ১১ ই এপ্রিল, ২০১৪ রাত ১১:৪৪
পাঠক১৯৭১ বলেছেন:
@পথ হারা নাবিক ,
Everything is related: one must have all basic knowledge to understand & analyze today's world.
I wish to o see you here in the blogg, so learn along.
১৮| ১১ ই এপ্রিল, ২০১৪ রাত ১১:৪৫
পাঠক১৯৭১ বলেছেন:
@খালেদা_হাসিনা জোট ,
I spend time learning many religions, including Islam; so, I comment, I talk.
১৯| ১১ ই এপ্রিল, ২০১৪ রাত ১১:৫৫
মোঃ আনারুল ইসলাম. বলেছেন: তাতে কি হল আপনি ইসলামকে খাট করে দেখবেন
২০| ১২ ই এপ্রিল, ২০১৪ রাত ১২:৩১
পাঠক১৯৭১ বলেছেন:
@ মোঃ আনারুল ইসলাম.
ইসলামকে কি করে 'খাট' করে দেখতে হয়, তা আমি এখনো জানি না; আপনি বুঝায়ে বলার চেস্টা করুন; সম্ভব হলে তখন চেস্টা করে দেখা যাবে!
কোথাকার কোন এক পিগমী কি একটা বলেছে, তা নিয়ে আপনি ম্যা ম্যা করছেন কেন?
ইসলামকে কিভাবে 'খাট' করে দেখতে হয়?
২১| ১২ ই এপ্রিল, ২০১৪ রাত ১২:৩৮
পাঠক১৯৭১ বলেছেন:
@হতাশ নািবক,
Hello, how are you! Welcome to my blog-area.
২২| ১২ ই এপ্রিল, ২০১৪ রাত ১:৫৯
পাঠক১৯৭১ বলেছেন:
পথহারা নাবিকের রিটার্ণ নামে এক পোস্টে নিক "পথা হারা নাবিক" (পথহারা নাবিক নন) এর কমেন্ট:
"
লেখক বলেছেন: শুনলাম আমার আসার খবর পেয়ে অনেকেই প্যান্টে হিসু করে দিয়েছে!!! "
আপনি তো আসেননি: আপনি আপনার অন্য নিক ব্যবহার করছেন; এবার আপনাকে পালিত গাধার মত থাকতে হবে; মানুষকে হিসু করছে বললে, সামু আপনাকে হিসু করায়ে ছেড়ে দেবে। আপনার এ নিকটিও ব্যান হয়ে যাবে শীঘ্রই!
২৩| ১২ ই এপ্রিল, ২০১৪ দুপুর ১২:০৩
হতাশ নািবক বলেছেন: আমি "পথ হারা নাবিক" আর "পথহারা নাবিক" এই দুইটা নিয়ে খুব কনফিউশনে ছিলাম।
আপনার কথায় বিষয়টা ক্লিয়ার হলাম।
আশা করি দ্রুত আপনার নিজস্ব অধিকার ফিরে পাবেন।
ধন্যবাদ।
১২ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৪:৫০
পাঠক১৯৭১ বলেছেন: আমি যেকোন ব্লগে ব্লগিং করতে পারি, কিন্তু সামু যেভাবে আমাকে ৯০% ব্যানের মাঝে রেখেছে তা 'বাংলাদেশের মানুষের ফ্রি-স্পিচ অধিকারের অবমাননা'।
আমি সব ব্লগারের ফ্রি-স্পিচ অধিকার রক্ষার জন্য চেস্টা করছি। নাবিক পাবিক আসবে যাবে, তাতে কিছু আসে যায় না, সবাই ব্লগিং করুক, এটাই কাম্য।
২৪| ১২ ই এপ্রিল, ২০১৪ দুপুর ২:০৬
পোভ০০৭০০৭ বলেছেন: @ গাধা পাঠক বলেছেনঃ- কোথাকার কোন এক পিগমী কি একটা বলেছে, তা নিয়ে আপনি ম্যা ম্যা করছেন কেন?
আরে রাবিশ তুই কি? তুই ত পিগমী, পায়খানার কিট, বদের বাচ্চা ভারতের এর দালাল। ইডিয়েট
১২ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৪:৫৭
পাঠক১৯৭১ বলেছেন: আমি ভারতের নই, ইন্দিরা গান্ধীর সাপোর্টার।
ইসলাম নিয়ে কথা বলার মতো ব্লগার আমি এখনো ব্লগে দেখিনি; ইসলাম সম্পর্কে আমার সম্যক ধরণা আছে, ফলে আমার পোস্টে হাউকাউ করা সহজ হবে না।
১২ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৫:১৩
পাঠক১৯৭১ বলেছেন: আপনার কবিতা, "চাঁদটা গেছে ডুবে" ভালো লেগেছে: মালয়েশিয়ায় রাবার বাগানে কাজে নিযুক্ত বাংগালীদের কথা মনে করায়ে দিয়েছে। আমার কমেন্ট করার ক্ষমতা কেড়ে নিয়েছে সামু, না হয় আপনার পোস্টে ভালো একটা কমেন্ট করার ইচ্ছে ছিল; আমি মেহনতি মানুষের পক্ষের মানুষ, আপনি তাঁদের হয়ে লিখেছেন, ভালো!
২৫| ১২ ই এপ্রিল, ২০১৪ দুপুর ২:১২
রজনী সেন বলেছেন: পাঠক১৯৭১ পথহারা নাবিককে
বলেছিস আপনি তো আসেননি: আপনি আপনার অন্য নিক ব্যবহার করছেন; এবার আপনাকে পালিত গাধার মত থাকতে হবে; মানুষকে হিসু করছে বললে, সামু আপনাকে হিসু করায়ে ছেড়ে দেবে। আপনার এ নিকটিও ব্যান হয়ে যাবে শীঘ্রই!
তুই যাই বল মাইরী, তুই পিক এর বাচ্চা
১২ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৪:৫৩
পাঠক১৯৭১ বলেছেন: আমি যেটা বলেছি ওটাই সঠিক, নিক 'পথ হারা নাবিক' ও 'পথহারা নাবিক' ২ জন আলাদা ব্লগার, কিংবা একজনের 'মালটি'; এটুকু কি আপনার মাথার পায়খানয় প্রসেসিং হবে?
আমি মানুষর বচ্ছা; আপনি ডোডো পিগমী!
১২ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৫:২০
পাঠক১৯৭১ বলেছেন: আমি কবিতা পড়ি; আপনার ১ম পোস্ট কবিতা, মোটামুটি হয়েছে; বিরহ, বিচ্ছেদের কবিতায় ব্লগ ভরে থাকে, অনেক পাঠক নিজেই বিরহ ও বিচ্ছেদে আছে, এখানে মন জয় করা সহজ হবে, তবে অনেক উননচুমানের পংক্তি থাকতে হবে।
আমার কমেন্টের ক্ষমতা সামু কেড়ে নেয়ায় আপনার পোস্টে কমেন্ট করতেপারলাম না।
১২ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৫:২৩
পাঠক১৯৭১ বলেছেন: আপনার 'নিক'টা আমাকে বিমোহিত করেছে: একটা নাম সব সময় আমাকে বিমোহিত করে: 'রজনী সুধা রায়'।
২৬| ২৪ শে এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৭:১১
পাঠক১৯৭১ বলেছেন:
I am banned, see you all.
২৭| ২৪ শে এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৭:১৯
দালাল০০৭০০৭ বলেছেন: কেন ?
২৮| ২৪ শে এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৭:৫০
গারো হিল বলেছেন: একবার বাংলা লিখছেন আর একবার ইংলিশ এটার মাজেজা কি ????
©somewhere in net ltd.
১|
১০ ই এপ্রিল, ২০১৪ রাত ৯:৫৪
পাঠক১৯৭১ বলেছেন: সামু আমাকে ৯০% ভাগ ব্যান করে রেখেছে; আমার কোন সাগরেদ নেই আমার ব্যান উঠানোর জন্য আন্দোলন করার জন্য; আমাদের আছে অসংখ্য 'অসাগরেদ' যারা ৭ টি পোস্ট ও ৫৫০ টির মতো কমেন্ট করেছিল আমাকে ব্যান করার জন্য।
আমি রাগ করে এখনো সামুতে ঝুলছি।