নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ডিসেম্বর১৬

ইকোনোমিস্ট

পাঠক১৯৭১

পাঠক১৯৭১

পাঠক১৯৭১ › বিস্তারিত পোস্টঃ

কমেন্ট ব্যান করে 'ওয়াচে' রাখা ফ্রি-স্পীচ অধিকার হরণ

১৩ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৫:০৪

বাংলাদেশ অপক্ষমতার চারণ ভুমিতে পরিণত হয়েছে: সরকার ও বহু কর্পোরেশন মানুষের অধিকার সম্পুর্নভাবে অস্বীকার করে নিজেদের 'কালা-কানুন' চালু করে ফায়দা লুটছে। ৭০% মানুষ এসব কালা-কানুন বুঝতে ও বিশ্লষণ করতে অক্ষম; ফলে, এসব কালা-কানুনের বিপক্ষে কিছু করা সম্ভব হচ্ছে না; সময়ের সাথে এসব কালা-কানুন জীবনের অংশ হয়ে যাচ্ছে।



যারা ব্লগিংকে ব্যবসা হিসেবে চালু করেছেন, তারা বুঝতে চেস্টা করছেন না যে, 'ব্লগিং' এর সাথে 'নাগরিকের ফ্রি -স্পীচ' অধীকার জড়িত; এবং নাগরিকের ফ্রি-স্পীচ দেশের সংবিধান এ বর্ণিত ও রক্ষিত। বেশীর ভাগ ব্লগের মালিক ও এডমিনরা 'ফ্রি-স্পীচ' অধিকার বুঝার ও রক্ষার মত দক্ষ নন; তারা নিজেদের ব্যবসা চালু রাখতে যা দরকার তাই করে চলেছেন।



বাংলা ব্লগ শুরু হওয়ার পর, নতুনদের মাঝে লেখার বেশ সাড়া পড়েছিল: নতুনদের ভাবনা-চিন্তা প্রকাশ পাচ্ছিল ব্লগে; কিন্তু বেশীরভাগ ব্লগ তাদের ব্যবসায়িক দিক রক্ষা করতে গিয়ে, এসব নতুন ভাবনা চিন্তার বিপক্ষে অবস্হান নেয়; অনেক অদক্ষ ব্লগারও ব্লগের এডমিন ও মালিকদের পক্ষে চলে যায় নিজের অজান্তে; ফলে, নতুন ভাবনা-চিন্তার লোকদের স্তব্ধ করা সহজ হয়ে যায় ব্লগের মালিকদের।



যারা ব্লগ ব্যবসায় জড়িত, তারা কিছু মতবাদের মানুষের থেকে অর্থনৈতিকভাবে লাভবান হচ্ছেন; ফলে, তারা তাদের নিজস্ব ধারার বাহিরের ব্লগারদের কৌশলে স্তব্ধ করে দেয়; এই অপকৌশাল গত ২/১ বছরে অনেক ভালো ব্লগারকে পেছনের সারিতে নিয়ে গেছে, অনেক ব্লগ থেকে দুরে সরে যেতে বাধ্য হয়েছেন।



ব্লগিং মাছ-তরকারীর ব্যবসা নয়; যারা দেশের ঘোলা জলে ব্লগিংকে মাছ-তরকারীর ব্যবসার মতো কন্ট্রোল করছেন, তারা নিজেরাই মাছ তরকারীতে পরিণত হবেন আগামী কয়েক বছরে। যারা ব্লগিংকে নতুন জেনারেশনের ভাব প্রকাশের জন্য সঠিকভাবে চালু করবেন, তারা টিকে থাকবেন।

মন্তব্য ২৬ টি রেটিং +০/-০

মন্তব্য (২৬) মন্তব্য লিখুন

১| ১৩ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৫:১৪

পাঠক১৯৭১ বলেছেন: মনে হচ্চে, নতুন মনোভাবের ব্লগ সামনে আসবে: নতুন ভাবনার মানুষদের ভাব প্রকাশের বাহন হবে সেসব ব্লগ।

২| ১৩ ই এপ্রিল, ২০১৪ রাত ৮:৪৩

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
আপনি আমার কমেন্টের জবাব দেন না কেন? আপনাকে নিয়ে লেখাটা পড়েছি। আপনার ছবি দেখেছি :P

১৪ ই এপ্রিল, ২০১৪ রাত ২:৩৮

পাঠক১৯৭১ বলেছেন: আপনি কোন পোস্টে কমেন্ট করেছেন? আমি আপনার কমেন্ট দেখতে পাইনি।

আমি জানি না, আমার ছাত্র কেন আমাকে নিয়ে অযথা লিকেছে!

৩| ১৪ ই এপ্রিল, ২০১৪ রাত ২:৫১

প্রবাসী পাঠক বলেছেন: শুভ নববর্ষ ।

১৪ ই এপ্রিল, ২০১৪ সকাল ৭:৩৬

পাঠক১৯৭১ বলেছেন: শুভ নববর্ষ, সুখী হোন জীবনে।

সব বাংগালী সুখী হোক

৪| ১৪ ই এপ্রিল, ২০১৪ রাত ২:৫৩

নিশাত তাসনিম বলেছেন: পাঠক ভাই কেমন আছেন ?

৫| ১৪ ই এপ্রিল, ২০১৪ ভোর ৬:০১

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
অযথা না তো, আপনার সম্পর্কে অনেক কিছু জানতে পেরেছি :#)

১৪ ই এপ্রিল, ২০১৪ সকাল ৭:৩৯

পাঠক১৯৭১ বলেছেন: নববর্ষের শুভেচ্ছা, ভালো থাকুন!

আমাদের ছাত্ররা সব সময় শিক্ষককে বড় করে।

আপনার কোন কমেন্টর কথা বলেছিলেন?

আপনার পড়ালেখা কেমন যাচ্ছে?
কোন ব্যাপারে অসুবিধা থাকলে জানাবেন।

৬| ১৪ ই এপ্রিল, ২০১৪ সকাল ৮:০০

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
আপনাকেও শুভেচ্ছা। মেলায় গিয়েছিলেন/ যাবেন? :P

কমেন্ট দিয়েছিলাম, আপনি দেখেন না।

লেখাপড়া ভাল।

আপনি মেডিক্যাল ছাড়লেন কেন /:)

৭| ১৪ ই এপ্রিল, ২০১৪ সকাল ৮:০৩

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন: ওহ। View this link

৮| ১৪ ই এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৬:১৪

পাঠক১৯৭১ বলেছেন:




@এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা ,

Left Dhaka Medical to learn Socialism; I was expecting that Sheikh Sb will become a socialist.


Whicj mela, when?

Next Sunday, some people will eat togather home made food in Jamaica on Boishahi Occation; You are invited. I will let you know time & place.

link does not work from here, I will check in the evening.

৯| ১৪ ই এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৬:২০

পাঠক১৯৭১ বলেছেন:




@ নিশাত তাসনিম ,

I am OK.
Bengali New Year's Best wishes.
Hope, you are doing good.

১০| ১৪ ই এপ্রিল, ২০১৪ রাত ৮:০৮

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:

I am leaving NYC on Monday. Thank you for inviting. I rarely go out of home, so it is difficult to go anywhere as I have to tell my parents where I am going :P :P :P

I will see.

১১| ১৪ ই এপ্রিল, ২০১৪ রাত ৮:১৭

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
মেলা জ্যাকসন হাইটস। আই অ্যাম নট গোইং।

১২| ১৪ ই এপ্রিল, ২০১৪ রাত ৮:১৯

পাঠক১৯৭১ বলেছেন:


@এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা ,

It's a good family rule, it helps.
Have a safe trip.

১৩| ১৪ ই এপ্রিল, ২০১৪ রাত ৮:২৪

পাঠক১৯৭১ বলেছেন:




@এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা ,
Unfortunately, melas are on Sat & Sun, I am busy on those 2 days.

১৪| ১৪ ই এপ্রিল, ২০১৪ রাত ৮:৪৫

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:



সোশ্যালিজম শিখতে রাশা? অনেক বুদ্ধি তো আপনার মাথায় ;) ;)

আপনি অনেক ইন্টেলিজেন্ট। আমি আপনার কথা শুনেই বুঝেছিলাম, এজন্যই তো আমি বুঝেছিলাম আপনি কে, উইদাউট ইউ সেয়িং হু ইউ আর। মাই ফাদার অফটেন টকস অ্যাবাউট ইঊ।

১৫| ১৪ ই এপ্রিল, ২০১৪ রাত ৯:০৯

পাঠক১৯৭১ বলেছেন:



@এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা ,

I was a dummy, and still I am.

Then, of course, I know the gentleman(your father); simply, not as your father; I will be glad to the gentleman if identification is given.

১৬| ১৪ ই এপ্রিল, ২০১৪ রাত ১১:৪৯

পাঠক১৯৭১ বলেছেন:




typo: I will be glad to the gentleman if identification is given.

Should be: I will be glad to have the identification of the gentleman .

১৭| ১৫ ই এপ্রিল, ২০১৪ রাত ১:২৫

কালপুরুষ০০৯ বলেছেন: =p~ =p~ =p~

১৮| ১৫ ই এপ্রিল, ২০১৪ রাত ২:০১

পাঠক১৯৭১ বলেছেন:



@কালপুরুষ০০৯ ,

The emos are always mysterious to me like the ORION (কালপুরুষ) Constellation.

১৯| ১৫ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৫:৫৩

পাঠক১৯৭১ বলেছেন:





ব্লগার: দালাল০০৭০০৭
পোস্ট: অপূর্ণ ইচ্ছে

আপনাকে এখনো কিভাবে ব্লগে থাকতে দিচ্ছে, তা আমি বুঝতেছি না; আপনি ব্লগে ইচ্ছা প্রকাশ করেছেন মানুষ হত্যা করতে: সে মানুষগুলোকে বাঁচাতে আপনাকে পুলিশের হাতে তুলে দেয়ার দরকার!

আপনার গন্তব্য জেল, বা আরো খারাপ যায়গা।

২০| ১৬ ই এপ্রিল, ২০১৪ রাত ১:৩৪

পাঠক১৯৭১ বলেছেন:




ব্লগার: সাইলেন্স

পোস্ট: "মহাখালীর তথাকথিত হোটেলের আড়ালে নারী ব্যাবসা এবং অধমের কিছু প্রশ্ন।"

বাংলাদেশের সামাজিক অবনতি ও গলাকাটা ক্যাপিটেলিস্ট অর্থনীতির শিকার হচ্ছে লাখ লাখ মেয়ে; যেসব মেয়ে একদিন সমাজে বধু, মাতা হয়ে পরিবার গঠনের আশায় ছিল।

এসব মেয়েদের সবারই বয়স হবে ৫০ বছরের নীচে: এদের সবার জন্ম নতুন বাংলাদেশেই, এসব মেয়েদের এ অবস্হার জন্য দায়ী শেখ সাহেব, জিয়া, এরশাদ, খালেদা ও হাসিনা।

২১| ১৭ ই এপ্রিল, ২০১৪ সকাল ১১:৪৩

দালাল০০৭০০৭ বলেছেন: ধন্যবাদ চাচ্চু আপনার মূল্যবান কমেন্ট করার জন্য।

২২| ১৭ ই এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৬:০০

পাঠক১৯৭১ বলেছেন:



@দালাল০০৭০০৭ ,

Stay Alive!
People who think to kill, normally cannot stay alive!

২৩| ২৪ শে এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৭:০৯

পাঠক১৯৭১ বলেছেন:



I am banned, see you all.

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.