| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বাংলাদেশ অপক্ষমতার চারণ ভুমিতে পরিণত হয়েছে: সরকার ও বহু কর্পোরেশন মানুষের অধিকার সম্পুর্নভাবে অস্বীকার করে নিজেদের 'কালা-কানুন' চালু করে ফায়দা লুটছে। ৭০% মানুষ এসব কালা-কানুন বুঝতে ও বিশ্লষণ করতে অক্ষম; ফলে, এসব কালা-কানুনের বিপক্ষে কিছু করা সম্ভব হচ্ছে না; সময়ের সাথে এসব কালা-কানুন জীবনের অংশ হয়ে যাচ্ছে।
যারা ব্লগিংকে ব্যবসা হিসেবে চালু করেছেন, তারা বুঝতে চেস্টা করছেন না যে, 'ব্লগিং' এর সাথে 'নাগরিকের ফ্রি -স্পীচ' অধীকার জড়িত; এবং নাগরিকের ফ্রি-স্পীচ দেশের সংবিধান এ বর্ণিত ও রক্ষিত। বেশীর ভাগ ব্লগের মালিক ও এডমিনরা 'ফ্রি-স্পীচ' অধিকার বুঝার ও রক্ষার মত দক্ষ নন; তারা নিজেদের ব্যবসা চালু রাখতে যা দরকার তাই করে চলেছেন।
বাংলা ব্লগ শুরু হওয়ার পর, নতুনদের মাঝে লেখার বেশ সাড়া পড়েছিল: নতুনদের ভাবনা-চিন্তা প্রকাশ পাচ্ছিল ব্লগে; কিন্তু বেশীরভাগ ব্লগ তাদের ব্যবসায়িক দিক রক্ষা করতে গিয়ে, এসব নতুন ভাবনা চিন্তার বিপক্ষে অবস্হান নেয়; অনেক অদক্ষ ব্লগারও ব্লগের এডমিন ও মালিকদের পক্ষে চলে যায় নিজের অজান্তে; ফলে, নতুন ভাবনা-চিন্তার লোকদের স্তব্ধ করা সহজ হয়ে যায় ব্লগের মালিকদের।
যারা ব্লগ ব্যবসায় জড়িত, তারা কিছু মতবাদের মানুষের থেকে অর্থনৈতিকভাবে লাভবান হচ্ছেন; ফলে, তারা তাদের নিজস্ব ধারার বাহিরের ব্লগারদের কৌশলে স্তব্ধ করে দেয়; এই অপকৌশাল গত ২/১ বছরে অনেক ভালো ব্লগারকে পেছনের সারিতে নিয়ে গেছে, অনেক ব্লগ থেকে দুরে সরে যেতে বাধ্য হয়েছেন।
ব্লগিং মাছ-তরকারীর ব্যবসা নয়; যারা দেশের ঘোলা জলে ব্লগিংকে মাছ-তরকারীর ব্যবসার মতো কন্ট্রোল করছেন, তারা নিজেরাই মাছ তরকারীতে পরিণত হবেন আগামী কয়েক বছরে। যারা ব্লগিংকে নতুন জেনারেশনের ভাব প্রকাশের জন্য সঠিকভাবে চালু করবেন, তারা টিকে থাকবেন।
২|
১৩ ই এপ্রিল, ২০১৪ রাত ৮:৪৩
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
আপনি আমার কমেন্টের জবাব দেন না কেন? আপনাকে নিয়ে লেখাটা পড়েছি। আপনার ছবি দেখেছি
১৪ ই এপ্রিল, ২০১৪ রাত ২:৩৮
পাঠক১৯৭১ বলেছেন: আপনি কোন পোস্টে কমেন্ট করেছেন? আমি আপনার কমেন্ট দেখতে পাইনি।
আমি জানি না, আমার ছাত্র কেন আমাকে নিয়ে অযথা লিকেছে!
৩|
১৪ ই এপ্রিল, ২০১৪ রাত ২:৫১
প্রবাসী পাঠক বলেছেন: শুভ নববর্ষ ।
১৪ ই এপ্রিল, ২০১৪ সকাল ৭:৩৬
পাঠক১৯৭১ বলেছেন: শুভ নববর্ষ, সুখী হোন জীবনে।
সব বাংগালী সুখী হোক
৪|
১৪ ই এপ্রিল, ২০১৪ রাত ২:৫৩
নিশাত তাসনিম বলেছেন: পাঠক ভাই কেমন আছেন ?
৫|
১৪ ই এপ্রিল, ২০১৪ ভোর ৬:০১
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
অযথা না তো, আপনার সম্পর্কে অনেক কিছু জানতে পেরেছি
১৪ ই এপ্রিল, ২০১৪ সকাল ৭:৩৯
পাঠক১৯৭১ বলেছেন: নববর্ষের শুভেচ্ছা, ভালো থাকুন!
আমাদের ছাত্ররা সব সময় শিক্ষককে বড় করে।
আপনার কোন কমেন্টর কথা বলেছিলেন?
আপনার পড়ালেখা কেমন যাচ্ছে?
কোন ব্যাপারে অসুবিধা থাকলে জানাবেন।
৬|
১৪ ই এপ্রিল, ২০১৪ সকাল ৮:০০
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
আপনাকেও শুভেচ্ছা। মেলায় গিয়েছিলেন/ যাবেন?
কমেন্ট দিয়েছিলাম, আপনি দেখেন না।
লেখাপড়া ভাল।
আপনি মেডিক্যাল ছাড়লেন কেন
৭|
১৪ ই এপ্রিল, ২০১৪ সকাল ৮:০৩
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন: ওহ। View this link
৮|
১৪ ই এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৬:১৪
পাঠক১৯৭১ বলেছেন:
@এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা ,
Left Dhaka Medical to learn Socialism; I was expecting that Sheikh Sb will become a socialist.
Whicj mela, when?
Next Sunday, some people will eat togather home made food in Jamaica on Boishahi Occation; You are invited. I will let you know time & place.
link does not work from here, I will check in the evening.
৯|
১৪ ই এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৬:২০
পাঠক১৯৭১ বলেছেন:
@ নিশাত তাসনিম ,
I am OK.
Bengali New Year's Best wishes.
Hope, you are doing good.
১০|
১৪ ই এপ্রিল, ২০১৪ রাত ৮:০৮
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
I am leaving NYC on Monday. Thank you for inviting. I rarely go out of home, so it is difficult to go anywhere as I have to tell my parents where I am going
I will see.
১১|
১৪ ই এপ্রিল, ২০১৪ রাত ৮:১৭
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
মেলা জ্যাকসন হাইটস। আই অ্যাম নট গোইং।
১২|
১৪ ই এপ্রিল, ২০১৪ রাত ৮:১৯
পাঠক১৯৭১ বলেছেন:
@এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা ,
It's a good family rule, it helps.
Have a safe trip.
১৩|
১৪ ই এপ্রিল, ২০১৪ রাত ৮:২৪
পাঠক১৯৭১ বলেছেন:
@এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা ,
Unfortunately, melas are on Sat & Sun, I am busy on those 2 days.
১৪|
১৪ ই এপ্রিল, ২০১৪ রাত ৮:৪৫
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
সোশ্যালিজম শিখতে রাশা? অনেক বুদ্ধি তো আপনার মাথায়
![]()
আপনি অনেক ইন্টেলিজেন্ট। আমি আপনার কথা শুনেই বুঝেছিলাম, এজন্যই তো আমি বুঝেছিলাম আপনি কে, উইদাউট ইউ সেয়িং হু ইউ আর। মাই ফাদার অফটেন টকস অ্যাবাউট ইঊ।
১৫|
১৪ ই এপ্রিল, ২০১৪ রাত ৯:০৯
পাঠক১৯৭১ বলেছেন:
@এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা ,
I was a dummy, and still I am.
Then, of course, I know the gentleman(your father); simply, not as your father; I will be glad to the gentleman if identification is given.
১৬|
১৪ ই এপ্রিল, ২০১৪ রাত ১১:৪৯
পাঠক১৯৭১ বলেছেন:
typo: I will be glad to the gentleman if identification is given.
Should be: I will be glad to have the identification of the gentleman .
১৭|
১৫ ই এপ্রিল, ২০১৪ রাত ১:২৫
কালপুরুষ০০৯ বলেছেন:
১৮|
১৫ ই এপ্রিল, ২০১৪ রাত ২:০১
পাঠক১৯৭১ বলেছেন:
@কালপুরুষ০০৯ ,
The emos are always mysterious to me like the ORION (কালপুরুষ) Constellation.
১৯|
১৫ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৫:৫৩
পাঠক১৯৭১ বলেছেন:
ব্লগার: দালাল০০৭০০৭
পোস্ট: অপূর্ণ ইচ্ছে
আপনাকে এখনো কিভাবে ব্লগে থাকতে দিচ্ছে, তা আমি বুঝতেছি না; আপনি ব্লগে ইচ্ছা প্রকাশ করেছেন মানুষ হত্যা করতে: সে মানুষগুলোকে বাঁচাতে আপনাকে পুলিশের হাতে তুলে দেয়ার দরকার!
আপনার গন্তব্য জেল, বা আরো খারাপ যায়গা।
২০|
১৬ ই এপ্রিল, ২০১৪ রাত ১:৩৪
পাঠক১৯৭১ বলেছেন:
ব্লগার: সাইলেন্স
পোস্ট: "মহাখালীর তথাকথিত হোটেলের আড়ালে নারী ব্যাবসা এবং অধমের কিছু প্রশ্ন।"
বাংলাদেশের সামাজিক অবনতি ও গলাকাটা ক্যাপিটেলিস্ট অর্থনীতির শিকার হচ্ছে লাখ লাখ মেয়ে; যেসব মেয়ে একদিন সমাজে বধু, মাতা হয়ে পরিবার গঠনের আশায় ছিল।
এসব মেয়েদের সবারই বয়স হবে ৫০ বছরের নীচে: এদের সবার জন্ম নতুন বাংলাদেশেই, এসব মেয়েদের এ অবস্হার জন্য দায়ী শেখ সাহেব, জিয়া, এরশাদ, খালেদা ও হাসিনা।
২১|
১৭ ই এপ্রিল, ২০১৪ সকাল ১১:৪৩
দালাল০০৭০০৭ বলেছেন: ধন্যবাদ চাচ্চু আপনার মূল্যবান কমেন্ট করার জন্য।
২২|
১৭ ই এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৬:০০
পাঠক১৯৭১ বলেছেন:
@দালাল০০৭০০৭ ,
Stay Alive!
People who think to kill, normally cannot stay alive!
২৩|
২৪ শে এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৭:০৯
পাঠক১৯৭১ বলেছেন:
I am banned, see you all.
©somewhere in net ltd.
১|
১৩ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৫:১৪
পাঠক১৯৭১ বলেছেন: মনে হচ্চে, নতুন মনোভাবের ব্লগ সামনে আসবে: নতুন ভাবনার মানুষদের ভাব প্রকাশের বাহন হবে সেসব ব্লগ।