নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ডিসেম্বর১৬

ইকোনোমিস্ট

পাঠক১৯৭১

পাঠক১৯৭১

পাঠক১৯৭১ › বিস্তারিত পোস্টঃ

নিজের দেয়া ৬ দফা কি ভুলে গিয়েছিলেন শেখ সাহেব?

১৬ ই এপ্রিল, ২০১৪ রাত ৩:১২

৬ দফা পেশ করে শেখ সাহেব নিজকে আন্চলিক নেতায় পরিণত করেছিলেন; এটা সঠিক ভাবনা ছিলো না, তিনি দফা মফা না দিয়ে যদি মানুষের মৌলিক অধিকারের জন্য মানুষকে সংগঠিত করতেন তা'হলে ভালো হতো, পুরো পাকিস্তানের মানুষের মুখপাত্র হতে পারতেন; পুরো পশ্চিম পাকিস্টান আমাদের শোষন করতো না: পাকিস্তানের সামন্য মানুষ পুরো পাকিস্তানকে শোষন করতে শুরু করেছিল। বেলুচ, পাঠান ও সিন্ধদের অবস্হা কোনভাবেই ভালো ছিল না।



যাক, শেখ সাহেব ৬ দফা পাকিস্তানে কার্যকরী করে বাংগালীদের জন্য আলাদাভাবে ভালো কিছু করতে পারেননি; ৬ দফার ভারে পাকিস্তান ভেংগে গেছে। ৬ দফার যে গুণগুলো বাংগালীদের ভাগ্য পরিবর্তন করার কথা ছিলো, পাকিস্তান ভেংগে যাবার পর কি ৬ দফার সেই গুণগুলো কি হারিয়ে গিয়েছিলো?



পাকিস্তান ভাংগার সাথে, ৬ দফার ভালো গুণগুলো হারিয়ে যাবার কথা নয়; কারণ, ৬ দফা ছিলো কতগুলো মৌলিক অর্থনৈতিক ভাবনা, এবং শুধু বাংগালীদের উন্নয়নের জন্য।



দেশ যখন স্বাধীন হলো, ৬ দফার সেই মৌলিক ভাবনাগুলো কার্যকরী করতে শেখ সাহেবকে বাধা দেয়ার জন্য আইয়ুব, ইয়াহিয়া কেহই ছিলো না; তিনি নিজের সেই অর্থনৈতিক ভাবনাগুলোকে বিনা বাধায় সুন্দরভাবে কার্যকরী করতে পারতেন। ১৯৭২ সালের ১০ই জানুয়ারী থেকে উনার মৃতয়ু অবধি, উনার মুখ থেকে আমি আর ৬ দফার কোন কথাই শুনিনি: উনি কি নিজের ৬ দফাকে ভুলে গিয়েছিলেন?

মন্তব্য ১৮ টি রেটিং +০/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ১৬ ই এপ্রিল, ২০১৪ রাত ৩:১৪

পাঠক১৯৭১ বলেছেন:


যেই ৬ দফা দেশ স্বাধীন করেছিল, শেখ সাহেব যদি সেই ৬ দফাকে কার্যকরী করতেন, আমাদের আজকের অর্থনৈতিক ইতিহাস অনেক ভালো হতো!

২| ১৬ ই এপ্রিল, ২০১৪ সকাল ৮:০৯

দ্যা লায়ন বলেছেন: আপনার এই পোস্ট পড়িনি,আজকে ছাড়া পেলাম বলে প্রথম মন্তব্যটা আপনাকে করে গেলাম।

পোস্ট নিয়ে পরে কথা বলবো

ভালো থাকবেন

৩| ১৬ ই এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৬:৫০

পাঠক১৯৭১ বলেছেন:


@ দ্যা লায়ন ,

OK

৪| ১৭ ই এপ্রিল, ২০১৪ রাত ১২:৫৩

পাঠক১৯৭১ বলেছেন:




ব্লগার: মুন্না২৭

পোস্ট: "ছেলেটা যখন মৃত্যু যন্ত্রনায় সটফট করতে ছিল , লোকটি তখন তাকে না বাচিয়ে মোবাইলটা নিয়ে চলে গেল ।"

একসিডেন্টের পর, মৃত বা মৃত প্রায়দের থেকে যারা টাকা-পয়সা, সামগ্রী নিয়ে যায় তারা অবশ্যই মানুষ নয়।

তবে, তারা আপনার মতো পড়ার সুযোগ পেলে, কম্প্যুটার কেনে ব্লগিং করার সুযোগ পেলে, তা করতো না: আপনি তার প্রমাণ; এবং ওদের মত অবস্হানে থাকলে হয়তো আপনিও তা করতেন!

৫| ১৭ ই এপ্রিল, ২০১৪ দুপুর ১২:৩২

নিশাত তাসনিম বলেছেন: একটা নতুন নিক খুলে ফেলেন। এই নিক আর জেনারেল করবেনা মনে হয়।

৬| ১৭ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৫:৫৭

পাঠক১৯৭১ বলেছেন:




@নিশাত তাসনিম

নতুন নিক খুললে, সেই নিকেরও অবস্হা একই হবে, মানুষ বদলাতে পারে না সহজে!

দেখি সামু মানুষ হয় কিনা!

আপনার পোস্ট পড়ছি, দেশকে এরশাদ, খালেদা, তারেক , হাসিনা ও জয় মিলে যেখানে এনেছে, এখান থেকে বের করা মুশকিল হবে!

৭| ১৭ ই এপ্রিল, ২০১৪ রাত ৯:৩৪

নিশাত তাসনিম বলেছেন: আমার মনে হয় আপনি মানুষ হিসেবে একজন ভলো মানুষ। স্রেফ বিনোদনের জন্য হাউকাউ মন্তব্য করেন। হাউকাউ মন্তব্য করা বাদ দিলে আর কি সমস্যা হবে ?

৮| ১৭ ই এপ্রিল, ২০১৪ রাত ১০:১১

পাঠক১৯৭১ বলেছেন:




ব্লগার: সচেতনহ্যাপী

পোস্ট:
দুই নেত্রীর কাছে আবেদন………..একমাত্র আপনারাই পারবেন।।


পোস্ট থেকে কোট: "এখান থেকেও কি শিক্ষার কিছু নেই? আসলে কেউ দুধ বেচে মদ খায় আর কেউ মদ বেচে দুধ। আমরা প্রথমদলে।। "

-আপনার পোস্ট কোন ক্লাশের মাঝে পড়ে না: হাইস্কুলের বাচ্ছাদের ভাবনা। হাসিনা খালেদা সম্পর্কে ব্যক্তি পর্যায়ে মানুষ যা বলছে, এগুলো কোন সমস্যা নয়: ওদের জীবন এতটুকুই।

আপনি বাংলাদেশের সমস্যা থেকে দুরে আছেন!

৯| ১৭ ই এপ্রিল, ২০১৪ রাত ১০:১৯

পাঠক১৯৭১ বলেছেন:



@নিশাত তাসনিম ,

" স্রেফ বিনোদনের জন্য হাউকাউ মন্তব্য করেন। হাউকাউ মন্তব্য করা বাদ দিলে আর কি সমস্যা হবে ? "

My comments are my primary reaction to the posts; I never take any post for fun, I take them seriously.


১০| ১৭ ই এপ্রিল, ২০১৪ রাত ১০:৪১

সচেতনহ্যাপী বলেছেন: @পাঠক দেশ থেকে অনেক দুরেতো (আপনাকে কিন্তু আগেই কোন একদিন বলেছিলাম,হয়তো ভুলে গেছেন।)তাই দেশের সমস্যা চোখে পড়ছে না।। কিন্তু উপলব্ধি করছি তাই লিখেছি। মান নিয়ে যাচাই-বাছাই করতে যাই নি।
ধন্যবাদ আপনাকে কষ্ট করে আমার বাড়িতে যাওয়ার জন্য।।

১১| ১৮ ই এপ্রিল, ২০১৪ রাত ৩:০০

পাঠক১৯৭১ বলেছেন:




ব্লগার: ব্লগ মাফিয়া


পোস্ট:
ইলিয়াস আলী : জেগে আছে বিপ্লবে, বিদ্রোহে এবং স্মৃতির উজ্জল পর্দায়

ইলিয়াস আলী হয়তো নিজে পালিয়ে আছে, সময় মতো বেরিয়ে এসে নিজের পাপকে ঢেকে দেবে; আর যদি কেহ তাকে সঠিক শাস্তি হিসেবে গায়েব করে দিয়ে থাকে; বাংগালী জাতির জন্য ভালো হয়েছে!

১২| ১৮ ই এপ্রিল, ২০১৪ রাত ৩:০৯

পাঠক১৯৭১ বলেছেন:




ব্লগার: ইফতেখার ভুঁইয়া

পোস্ট: আমেরিকায় প্রবাস জীবন: পর্ব-১

- আপনি আমেরিকায় কি পড়ছেন? লেখার স্টাইলে মনে হচ্ছে, কিন্ডার গার্টেন থেকে শুরু করলে সঠিক হবে!

১৩| ১৯ শে এপ্রিল, ২০১৪ রাত ৩:৪৪

পাঠক১৯৭১ বলেছেন:


ব্লগার: ভাংগা মাস্তুল

পোস্ট: সেন্টমারটিনে ডুবে যাওয়া ছাত্রদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া হোক!!


ক্ষতিপুরণ হিসেবে যদি পরিবারগুলোকে 'ছাগল' দেয়া হয়, আমরা তো আপনাকে হারাবো!

ভাবতে শিখেন, যাদের ছেলেমেয়েরা ছাত্রবস্হায় সেন্ট মার্টিনে যায়, তাদের অবস্হা মোটামুটি ভালো; আর ক্ষতিপুরণ হিসেবে তাদের পক্ষে ছাগল নেয়া সম্ভব না হবার সম্ভাবনা বিরাট।

ভাবতে শিখেন, কতযু ছাগল হয়ে থাকবেন?

১৪| ২৪ শে এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৭:০৮

পাঠক১৯৭১ বলেছেন:



I am banned, see you all.

১৫| ২৪ শে এপ্রিল, ২০১৪ রাত ১১:৩৯

উপপাদ্য বলেছেন: আপনি কোথায়? আপনি কি আছেন এখনো?

১৬| ২৫ শে এপ্রিল, ২০১৪ রাত ১২:৩৫

পাঠক১৯৭১ বলেছেন:


@ উপপাদ্য ,

I am still logged in; once I will log out perhaps, I will not be allowed to get in.

Best wishwes.

১৭| ২৫ শে এপ্রিল, ২০১৪ রাত ১২:৩৯

উপপাদ্য বলেছেন: শিট ম্যান.... হোয়াই?? আপনি একটা বেদনা বটে, বাট আপনি তথাকথিত আউল ফাউল, গালিবাজ কিংবা বমি শিয়াল টাইপ ব্লগার না।

ফেসবুকে আওয়াজ দেন

১৮| ২৫ শে এপ্রিল, ২০১৪ রাত ১২:৫৯

পাঠক১৯৭১ বলেছেন:





@উপপাদ্য ,

It's Ok.
I never liked FaceBook, do not have an id, now will start one. I still will be able to read.

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.