নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ডিসেম্বর১৬

ইকোনোমিস্ট

পাঠক১৯৭১

পাঠক১৯৭১

পাঠক১৯৭১ › বিস্তারিত পোস্টঃ

ব্লগার সাক্ষাৎকার

১৮ ই এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৭:২২

আমরা ব্লগারদের লেখা পড়ছি; তাঁদের সম্পর্কে জানতেও আগ্রহী; ব্যক্তিগত কোন তথ্য জানতে চাইনা; পাবলিক ডোমেইনে যেসব তথ্য থাকলে কোন অসুবিধা হওয়ার কথা নয়, মাত্র সেগুলো জানার জন্য কিছু প্রশ্ন করা হবে; প্রাথমিকভাবে কিছু প্রশ্ন থাকবে, ব্লগার নিজের পছন্দমত প্রশ্লসমুহের উত্তর দেবেন; সব প্রশ্নের উত্তর দেয়ার কোন বাধ্যবাধকতা থাকবেনা।



অন্য ব্লগারেরা প্রশ্ন করতে পারেন, তবে ব্যক্তিগত প্রশ্ন করা সঠিক হবে না।



প্রশ্নসমুহ:



১) পড়ালেখা কোন বিষয়ে ও কত বছর, ডিগ্রি (অপশান্যাল)?

২) কোন এলাকায় বড় হয়েছেন (অপশান্যাল)?

৩) মুক্তিযুদ্ধ দেখেছিলেন, করেছেন; পরিবারের কেহ করেছেন (অপশান্যাল)?

৪) রাজনীতি, অর্ঠনীতি ও সমাজ নিয়ে আপনার কোন ভাবনা আছে?

৫) বিদেশে ছিলেন, কোন বিদেশী ভাষা জানেন?

৬) কোন বিষয়ে লিখতে ভালোবাসেন!

৭) পোস্ট পড়লে, কমেন্ট করেন?

৮) আপনি কি জাতিকে সাহায্য করতে চান, কিভাবে (অপশান্যাল)?

৯) আপনার বয়স ৩০ এর নীচে, বা উপরে(অপশান্যাল)?

১০) জাতির শিক্ষা ও সংস্কৃতির সম্পর্কে আপনার কোন ভাবনা আছে?





সময়ের সাথে, ব্লগারদের পক্ষ থেকে আরো প্রশ্ন যোগ হবে। যাঁরা সাক্ষাৎকার দিতে চান, মন্তব্যে আপনার নাম লিপিবদ্ধ করুন। সপ্তাহে ২ জনের সাক্ষাতকার প্রকাশ সম্ভব হবে, সম্ভবত!

মন্তব্য ৭৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৭৫) মন্তব্য লিখুন

১| ১৮ ই এপ্রিল, ২০১৪ রাত ৯:২৯

বিজয় কুমার ঘোস বলেছেন: হুম সবই বুঝলাম , আপনার সম্পর্কে কিছু বলুন

১৮ ই এপ্রিল, ২০১৪ রাত ১০:৫২

পাঠক১৯৭১ বলেছেন: আমি ব্লগার, সামু আমাকে 'ওয়াচে' রেখেছে: সাধারণ পেইজে লিখতে ও কমেন্ট করতে পারি না।

১৯৭১ সালের মুক্তিযু্দ্ধের সাথে জড়িত ছিলাম; এখন বয়স ৬০ বছরের বেশী, কাজ করছি, বাংগালীদের সাহায্য করছি সাধ্যমত; দেশের রাজনীতি, অর্থনীতি ও সমাজ আমার পর্যবেক্ষণে আছে।

পড়ালেখা ১৮ বছরের বেশী, ইনজিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড; সাথে অর্থনীতিতে ধরণা আছে। বাংগালীদের সাহায্য করার জন্য চেস্টা করছি: বিশেষ করে শিক্ষায়।

২| ১৮ ই এপ্রিল, ২০১৪ রাত ১০:৪৩

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
অংশগ্রহণ করব, কিন্তু পোষ্ট হিসেবে প্রকাশ করার দরকার নাই।

আপনি বাংলাদেশ যাবেন কবে? নাকি যাবেন না?

১৮ ই এপ্রিল, ২০১৪ রাত ১০:৪৯

পাঠক১৯৭১ বলেছেন: এখানে লিখলে তো পোস্ট হয়ে যাবে; আপনার অন্য কোন ভাবনা আছে?

বাংলাদেশে যাবার প্ল্যান এখনো আছে; তবে, হঠাৎ করে অসুস্হতার লক্ষণ দেখা দিচ্ছে; আমি চিন্তিত।

৩| ১৮ ই এপ্রিল, ২০১৪ রাত ১০:৫১

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
আপনাকে নিয়ে লেখা আর্টিকেলটা যদি সামুতে কেউ পোষ্ট করত আপনার ব্লগিং নাম দিয়ে, আপনি কি বিব্রত বোধ করতে, বাই এনি চান্স?

১৮ ই এপ্রিল, ২০১৪ রাত ১০:৫৮

পাঠক১৯৭১ বলেছেন: না, সামুতে বা অন্য কোথায়ও প্রকাশ ঠিক হবে না।

আমি দেশে কিছু করলে তখন প্রকাশ করলে ঠিক হবে, এখন নয়!

ডাক্তার দেখাচছি।

আপনি আমেরিকান পড়ালেখার উপর, ইউনিভার্সিটি সিস্টেমের উপর লেখা শুরু করুন; আমাদের ছাত্রদের কাজে লাগবে।

৪| ১৮ ই এপ্রিল, ২০১৪ রাত ১০:৫২

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
আমি উত্তর দিব পরে, এখানে।

আপনি ডক্টর দেখান?

৫| ১৮ ই এপ্রিল, ২০১৪ রাত ১১:০৫

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
আপনার ডক্টর কি বাংলাদেশী ডক্টর? আই অ্যাম সর‍্যি টু সে, বাংলাদেশী ডক্টরদের অনেক অনিয়ম। আমার মাকে উলটা পালটা ওষুধ দিয়েছে, পরে অনেক ভাল একটা হসপিটালে যাওয়ার পর তারা বলে অন্য অসুখ। সেটার চিকিৎসা করেছে সাথে সাথে।

আমি আগে পোষ্ট দিতাম বিদেশে বাঙ্গালিদের সাফল্য ও ভাল কাজ নিয়ে। আপনারটাও দিতাম আপনার ব্লগিং পরিচয় না দিয়ে, কিন্তু পেপারটা এখন সাথে নেই :P এসব পত্রিকার অনলাইন ভার্সান নেই কেন? অনেক টাইপ করতে হত।

৬| ১৮ ই এপ্রিল, ২০১৪ রাত ১১:০৭

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
উপরের কমেন্ট দু'বার এসেছে, একটা দয়া করে ডিলিট করেন।

পোষ্ট দেয়ার টাইম নাই।

১৮ ই এপ্রিল, ২০১৪ রাত ১১:১৪

পাঠক১৯৭১ বলেছেন: এপ্রিল, মে ছাত্রদের জন্য কস্টকর সময়; সামারে কোর্স না নিয়ে থাকলে তখন লিখবেন।

ডাক্তার মোটামুটি আমেরিকান।

৭| ১৮ ই এপ্রিল, ২০১৪ রাত ১১:২৫

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
এখানে লিখে কি হবে? বিনিময়ে গালি।

সামারে কোর্স আছে, আরো অনেক কিছু আছে।

১৮ ই এপ্রিল, ২০১৪ রাত ১১:৩২

পাঠক১৯৭১ বলেছেন: বাংলাদেশী ব্লগারদের কাছে এ মহুর্তে গালি ছাড়া অন্য কিছু নেই দেয়ার মতো!

আপনি গালিকে ভয় পান?

গালি না দিলে তরুণদের মাঝে কয়জন কোয়ালিটি মানুষ আছে, কিভাবে বুঝবেন?

যাক, সময় করে লেখাই হবে সঠিক কাজ; সামারে কোর=স নিলে আপনি গরম পানিতে থাকবেন!

১৯ শে এপ্রিল, ২০১৪ রাত ১:৩১

পাঠক১৯৭১ বলেছেন: যেহেতু সাধারণ পেইজে আমার পোস্ট প্রকাশ হয় না, ব্লগারদের সাক্ষাৎকারটি আপনি প্রকাশ করুন; তাতে অনেকেই সহজে অংশ নিতে পারবে।

৮| ১৯ শে এপ্রিল, ২০১৪ রাত ৩:৩৪

পাঠক১৯৭১ বলেছেন:


•সচেতনহ্যাপী
•ভাঙ্গা মাস্তুল!!
•প্রবাসী পাঠক
•এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা
•হতাশ নািবক
•নিশাত তাসনিম
•দালাল০০৭০০৭
•বিজয় কুমার ঘোস
•আদ_দ্বীন
•পথহারা নাবিক
•উড়োজাহাজ
•পোভ০০৭০০৭
•রজনী সেন
•পথ হারা নাবিক
•ছবিঘর
•সাইলেন্স
•দ্যা লায়ন
•কালপুরুষ০০৯
•ভীতু সিংহ
•কলাবাগান১


আপনারা সবাই নিজের সম্পর্কে বলুন, আপনাদের জানতে চাই: সবাই জানতে চায়।


ব্লগার 'ক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা' যদি 'ব্লগার সাক্ষাৎকার' চালু করে, অনেক ব্লগার সম্পর্কে অনেক ভালো তথ্য জানা যাবে।

৯| ১৯ শে এপ্রিল, ২০১৪ ভোর ৫:০৫

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
কোন ভাল তথ্য জানা যাবে না, এদের অনেকে আমাকে গালি দিবে ও দিয়েছে।

১৯ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৪:৪৯

পাঠক১৯৭১ বলেছেন: তথ্য মানে অনুমান করা যাবে, কি পরিমাণ ব্লগার সঠিকভাবে ভাবতে পারে, কিভাবে দেশ ও মানুষকে বুঝে।

যারা গাল দেয়, তারা ব্লগে থাকে না দীর্ঘদিন।
আপনি সাধারণ পেইজে চালু করুণ। আমার পেইজে খুব অল্প ব্লগার আসে মাত্র।

১০| ১৯ শে এপ্রিল, ২০১৪ দুপুর ১:১৪

রজনী সেন বলেছেন: এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা কেন তারা তোমাকে গালি দেই?

১৯ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৪:৫১

পাঠক১৯৭১ বলেছেন: 'তোমাকে' শব্দটা ব্যবহার করতে হয় ঘনিস্টদের সাথে, তাও কথা বলার সময়, ব্লগে নয়!

১১| ২০ শে এপ্রিল, ২০১৪ রাত ১২:৫৪

সচেতনহ্যাপী বলেছেন: কেউ যদি আসে আমার সম্বন্ধে জানতে,ফিরাবো না তাকে।। আর এই ব্যাপারটাকে স্বাগতঃ জানাই। যেহেতু দেশে নেই,প্রবাসে তাই অনলাইনেই এটা নেওয়া যেতে পারে।। (তবে কিছু কিছু ব্যাপারে আমি গোপনীয়তা রক্ষা করবো।। ধন্যবাদ।।

২০ শে এপ্রিল, ২০১৪ রাত ২:২৬

পাঠক১৯৭১ বলেছেন: আপনার সাক্ষাৎকার নেয়া হবে, হয়তো প্রথম। আমার নিজস্ব এলাকা থেকে তা সুবিধা হবে না।

তাই, দেখি ব্লগার এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা সাক্ষাৎকারগুলো উনার ব্লগ থেকে করে কিনা!

১২| ২০ শে এপ্রিল, ২০১৪ ভোর ৬:৫২

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
না, আমার এসব মাল্টিদের কাছ থেকে 'আমি' 'তুমি' আর 'গালি' খাওয়ার কোনো ইচ্ছা নাই। ব্লগার সচেতনহ্যাপী দিবেন, উনি উইকএন্ড এনজয় করার কিছু খুঁজে পান না, উনি সাক্ষাতকার নিবেন :P

২০ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৪:৩৪

পাঠক১৯৭১ বলেছেন: ভালো লেখে গালি শুনলে আপনি ব্লগারদের মাপতে পারবেন। আমি আপনার লেখার সাথে পরিচিত; যদি গালির কারণে এ ধরণের 'সাক্ষাৎকার' নিতে না চান, সেটা ভুল হবে। মালটি পালটিদের জন্য ব্লগিং ক্ষণিকের, ওরা হারিয়ে যায়।

পড়ালেখার চাপ যদি থাকে, আপনি ও সচেতনহ্যাপি মিলে, যেোকন একজনের নিক থেকে চেস্টা করতে পারেন।

এ সাক্ষাৎকার মানুষকে জানার একটা ভালো সুযোগ।

১৩| ২০ শে এপ্রিল, ২০১৪ সকাল ৯:৩৯

রজনী সেন বলেছেন: স্বর্ণা তুমি করে বলা কি অন্যায় ? কাছের মানুষকেই ত তুমি বলা যায় তাই না? :)

আগের জিজ্ঞাসার উত্তর না পাওয়ায় আবারও জিজ্ঞাসা করছি, এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা কেন তারা তোমাকে গালি দেয় ?

১৪| ২০ শে এপ্রিল, ২০১৪ সকাল ৯:৪৮

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
@রজনী সেন,

আমি আপনার মত এত ভাল না তো তাই। সবাইকে আপনার মত 'তুমি' বলে আপন করে নিতে পারি না! #( /:)

আমি বলি নাই অন্যায়। অন্য কাউকে বলা কথা নিজের উপর নিয়ে নিবেন না। এই কথাটা আগেও পাঠক১৯৭১ এর অন্য একটা পোষ্টে বলেছিলাম /:)

১৫| ২১ শে এপ্রিল, ২০১৪ রাত ১২:৪৬

সচেতনহ্যাপী বলেছেন: @ স্বর্না না ভাই আর বিপদে পড়তে চাই না। চাই না কারো শত্রু হতেও। দয়া করে আমাকে আমার মত থাকতে দিন। আমি নিজেকেই এপর্যন্ত বুঝে বা চিনে উঠতে পারি নি। তাই দয়া করে অন্য কাউকে বাছুন।। ধন্যবাদ।

১৬| ২১ শে এপ্রিল, ২০১৪ রাত ১২:৫২

সচেতনহ্যাপী বলেছেন: @পাঠক আমাকে বেছে নেওয়ার জন্য ধন্যবাদ। কিন্তু স্বর্নাকে যা বলেছি আপনাকেও তাই। প্লিজ আপনারা কিছু মনে করবেন না,অনগ্রহ করে।।

২১ শে এপ্রিল, ২০১৪ রাত ২:০৬

পাঠক১৯৭১ বলেছেন: পুরো বাংলাদেশে ২০/২৫ হাজার একটিভ ব্লগার থাকতে পারে; এঁরাই একমাত্র মডারেট ও কিছুটা ভাবনাশক্তি সম্পন্ন লোক; এদের এত ভয় পেলে কিভাবে হবে?

১৭| ২১ শে এপ্রিল, ২০১৪ রাত ২:২২

নিশাত তাসনিম বলেছেন: আপনার ১০০ তম পোস্টের জন্য অভিনন্দন ।

১৮| ২১ শে এপ্রিল, ২০১৪ রাত ২:৪৯

উড়োজাহাজ বলেছেন: আপনার আকর্ষণের তালিকায় আমার নাম দেখে একটু অবাকই হয়েছি। আসলে আমার সম্পর্কে বলার কিছু নেই। আর চাইনা এখানে আমি আমার সম্বন্ধে কিছু বলতে। অনেকটা লাজুক, মুখচোরা স্বভাবের মানুষ আমাকে বলতে পারেন।
তবে আপনার সম্পর্কে আমার একটা আকর্ষণ আছে। এটা অপছন্দের দিক থেকেও হতে পারে। তবে মনে হয় আপনার মধ্যে একটা ভাল মানুষ আছে। আপনার বয়স ও প্রজ্ঞা অনুযায়ী আপনার আচরণ আমার কাছে মানানসই মনে হয় না। এমন কেন সেটা ঠিক বুঝে উঠতে পারি না বলেই হয়তো একটা রহস্য কাজ করে। আপনার কাছ থেকে আরো মার্জিত আচরণ কামনা করি।
আপনি হয়তো মনে রেখেছেন আমি আপনাকে এক সময় ব্লক করেছিলাম।
আসলে আপনার আচরণ টলারেট করার মত ছিল না। পরিণতি যা্ হওয়ার তাই হয়েছে। আপনি কমেন্ট ব্যানড হলেন।
তবুও মাঝে মাঝে আপনার ব্লগে ঘুরে যাই। আপনার মত নিষ্ঠাবান ব্লগার খুব কমই আছে। তাই বলি, একটু সংযত আচরণ করুন। আপনার সাথে আমার ব্যক্তিগত কোন শত্রুতা নেই। আমার বক্তব্যে বা লেখায় ভুল থাকতে পারে। চিন্তাও ভিন্ন ধারার হতে পারে। তার জন্য আপনি আমাকে একেবারে উড়িয়ে দিয়ে কথা বলবেন সেটাই বা আমি মেনে নেব কেন? বিশেষ করে যখন আপনার সাথে আমার ব্যক্তিগত শত্রুতা নেই। ব্যক্তিগতভাবে পরিচয়ও নেই।
আমি খুব সাধারণ মানুষ। সাংবাদিকতার সাথে জড়িত আছি। এর বেশি বিশেষ কিছু বলতে চাই না। ভাল থাকেন। আশা করি সামু কর্তৃপক্ষ আপনাকে খুব শীঘ্রই আনবেনড করবে। তখন একটু সংযত মন্তব্য করুন। কি দরকার ভাই অজানা অচেনা মানুষের সাথে ঝগড়া বাধানো? আমি কখনো কাউকে গালি দেইনি (সম্ভবত একজনকে ছাড়া)। বড় জোর ভাল না লাগলে ব্লক করি। ভাল থাকুন। কথা হবে ভবিষ্যতে। এই আশা থাকলো।

১৯| ২১ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৫:৫৪

পাঠক১৯৭১ বলেছেন:



@ নিশাত তাসনিম ,

Half of the posts are unnecessary talks to survive in the blog, to get out of ban & blocks, just waste.

২০| ২১ শে এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৬:০৫

পাঠক১৯৭১ বলেছেন:


@উড়োজাহাজ ,

আপনার ভালো উপদেশ মেনে চলার চেস্টা করবো।

আমরা আলোচনার সময় তর্ক, বা কড়া তর্কেও যেতে পারি; কিন্তু আমি ব্লগারদের সন্মান করি: আমি জানি এঁরাই সবচেয়ে মডারেট ও আধুনিক ভাবনার মানুষ।

সাক্ষাৎকারটি অন্য কোন ব্লগারের নিক থেকে প্রকাশ হলে ভালো হবে,; কারণ, আমার পোস্ট সাধারণ পৃস্ঠা প্রকাশ হয় না।

২১| ২১ শে এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৭:০৩

নতুন একজন মানুষ বলেছেন: আমি আপনার ১০০টি পোস্ট পড়লাম। কিছুটা ব্যাতিক্রম পোস্ট।

তবে আমার মনে হলো আপনি খুব ভাল মানুষ। আমি আমার ফেবু লিংক দিলাম । আপনার সাথে কিছু কথা আছে।

Click This Link

২২| ২১ শে এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৭:১৩

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
আপনি নতুন আইডি খুলেন।

২৩| ২১ শে এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৭:৩৭

পাঠক১৯৭১ বলেছেন:


@নতুন একজন মানুষ ,
স্যরি,

আমার ফেইস-বুক একাউন্ট নেই। আপানার একাউন্ট রাখলাম; একাউন্ট করে আপনার সাথে যোগাযোগ করবো।

আমি ব্লগে কমেন্ট করার ক্ষমতা ফিরে পেলে আপনার লেখায় মতামত জানাবো।

২৪| ২১ শে এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৭:৪০

পাঠক১৯৭১ বলেছেন:

@এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা ,

আরেকটা একাউন্ট করে লাভ নেই, সামু বন্ধ করে দেবে।

২৫| ২১ শে এপ্রিল, ২০১৪ রাত ৮:৩০

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
বন্ধ করবে না।

আপনার অন্য পোষ্টে মন্তব্য দেই, আপনি দেখেন না। নটিফিকেশান চেক করলেও তো পারেন, সেখানে তো দেখায় কোথায় মন্তব্য করেছি।

২৬| ২১ শে এপ্রিল, ২০১৪ রাত ৮:৪৬

পাঠক১৯৭১ বলেছেন:



@এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা ,

OK, I will create a new id.

Notification is not working; I will go thru other posts.

২৭| ২১ শে এপ্রিল, ২০১৪ রাত ৮:৪৮

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
আগের কমেন্ট বাদ, নতুন দিব। তখন :P

২৮| ২১ শে এপ্রিল, ২০১৪ রাত ৮:৫৬

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
আপনার আগের আইডিতে কমেন্ট দিয়েছিলাম, মনে আছে? তখন আপনাকে চিনতাম না।

২৯| ২১ শে এপ্রিল, ২০১৪ রাত ৯:১৬

পাঠক১৯৭১ বলেছেন:


@এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা ,

You meant that you commented in the nick 'farmer' ?

I think I remember you commented; but that nick(farmer) has been banned by SAMU sometime last year.

৩০| ২১ শে এপ্রিল, ২০১৪ রাত ৯:২৭

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
হ্যা, আপনি জ্যাকসন হাইটসে গিয়েছিলেন।

আপনি দেখি সব পাবলিক করে দিচ্ছেন :P

৩১| ২১ শে এপ্রিল, ২০১৪ রাত ৯:৪২

পাঠক১৯৭১ বলেছেন:


@এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা .

In the beganing, I had few problems; now, I am OK, I could be open.

Yes, I remember about Jackson Heights; I used to meet blogger 'vumiheen Jamidhar. there allthe time.

৩২| ২২ শে এপ্রিল, ২০১৪ রাত ১২:১৬

উড়োজাহাজ বলেছেন: তাহলে আপনি ফারমার নিকে ছিলেন? আমার ব্লগে আপনার জ্বালায় আমি লেখা বন্ধ করে দিয়েছিলাম। সেখানে সম্ভবত আপনি এখন ব্যানড হয়ে আছেন। সেই লোকের কমেন্টের সাথে এই ব্লগে আপনার কমেন্টে মিল পাচ্ছি। আপনি সম্ভবত স্বভাবগতভাবেই এমন। যাক, শোধরাবার পরামর্শ দিয়েছিলাম। আবার আপনি আশ্বাসও দিয়েছেন পরবর্তীতে অমনটা করবেন না। তাই ভাল থাকুন এই কামনা করি।

৩৩| ২২ শে এপ্রিল, ২০১৪ রাত ১২:৩৬

পাঠক১৯৭১ বলেছেন:


@উড়োজাহাজ ,

Sorry to hear that that you had to stop writting in 'Amar Blog' due to my comments, while I was encouraging people to write.

Yes, currently banned everywhere.

৩৪| ২২ শে এপ্রিল, ২০১৪ রাত ১২:৪৪

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
=p~ =p~ =p~

গতকালের অনুষ্ঠান কেমন ছিল?

৩৫| ২২ শে এপ্রিল, ২০১৪ রাত ১:১৩

পাঠক১৯৭১ বলেছেন:


@এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা ,

I could not go, I had to drop the idea of going at the last moment; a kid (Bengali) came from New Hampshire for a little help.

৩৬| ২২ শে এপ্রিল, ২০১৪ রাত ৩:৩৬

উড়োজাহাজ বলেছেন: আসেল এখন মনে করিয়ে দিয়ে আমারও খারাপ লাগছে অবশ্য।

২২ শে এপ্রিল, ২০১৪ সকাল ৭:২৪

পাঠক১৯৭১ বলেছেন: মন খারাপ করবেন না, আমি সব ধরণের পরিস্হিতিতে তাল মিলায়ে চলতে অভ্যস্ত।

৩৭| ২২ শে এপ্রিল, ২০১৪ সকাল ৮:৩০

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
সো ইউ উইল কল মি আ কিড টু =p~

৩৮| ২২ শে এপ্রিল, ২০১৪ দুপুর ১:৪৫

সাইলেন্স বলেছেন: আমার নাম আছে দেখি, সাক্ষাৎকার দিতে কোন আপত্তি নেই।

৩৯| ২২ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৫:৫১

পাঠক১৯৭১ বলেছেন:



@ এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা ,

You wrote, "সো ইউ উইল কল মি আ কিড টু".

I could not follow it.

৪০| ২২ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৫:৫২

পাঠক১৯৭১ বলেছেন:



@উড়োজাহাজ ,

I will write you soon.

৪১| ২২ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৫:৫৪

পাঠক১৯৭১ বলেছেন:


@সাইলেন্স ,

Your interview will be published soon. Let me see, from which nick this can be done, for my one is nearly inaccessible.

৪২| ২২ শে এপ্রিল, ২০১৪ রাত ৯:২৪

সাইলেন্স বলেছেন: ওকে আই এ্যাম ওয়েটিং।

৪৩| ২২ শে এপ্রিল, ২০১৪ রাত ৯:৪৩

পাঠক১৯৭১ বলেছেন:



@এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা ,

Please be brave, do not give up by being scared of cursing; go ahead, start publishing interviews of the bloggers; lots of bloggers will be interested to know their fellow bloggers.

৪৪| ২৩ শে এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৬:০৯

পাঠক১৯৭১ বলেছেন:





@উড়োজাহাজ ,

I wrote you.

৪৫| ২৪ শে এপ্রিল, ২০১৪ রাত ১:৫৯

প্রবাসী পাঠক বলেছেন: সাক্ষাৎকার নেয়ার তালিকায় আমার নাম দেখে সত্যিই সম্মানিত বোধ করছি। নিজেকে নিয়ে বলার মত এখনও তেমন কোন অর্জন নেই তাই সচেতনভাবেই আপনার আয়োজন থেকে নিজেকে সরিয়ে রাখব। আপনার উদ্যোগ এর জন্য সাধুবাদ রইল।

৪৬| ২৪ শে এপ্রিল, ২০১৪ রাত ২:৪১

পাঠক১৯৭১ বলেছেন:


@উড়োজাহাজ ,

Sorry, did not check this post for sometime; I replied you. I will remove some of your c0mments from here using another system, for this one open the blog without 'delete' feature.

৪৭| ২৪ শে এপ্রিল, ২০১৪ রাত ২:৪৪

উড়োজাহাজ বলেছেন: শেষ কথাগুলো বুঝিনি। আমার মেইল রিপ্লাই পড়েছেন?

৪৮| ২৪ শে এপ্রিল, ২০১৪ রাত ২:৫১

পাঠক১৯৭১ বলেছেন:



@প্রবাসী পাঠক ,

Thats a tiny partial list; I would prefer that Bloggers initiate by themselves.

My posts are not allowed to reach the 'general page', for that reason still I could not start it. I would like, somebody take the responsibility & handle it.

You can talk about yourself, thats easy; people will like to hear!

I think, bloggers would like to hear from fellow bloggers.

৪৯| ২৪ শে এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৭:০৭

পাঠক১৯৭১ বলেছেন:



I am banned, see you all.

৫০| ২৪ শে এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৭:৫১

পাঠক১৯৭১ বলেছেন:



সামু আমাকে ব্যান করেছে, পরে দেখা হবে!

৫১| ২৪ শে এপ্রিল, ২০১৪ রাত ৮:০০

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
আপনি ব্যান না তো, আপনাকে মুক্ত করা হয়েছে। প্রথম পাতায় কমেন্ট দেখলাম।

৫২| ২৪ শে এপ্রিল, ২০১৪ রাত ৮:০২

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
আপনি পোষ্ট দেন, প্রথম পাতায় যাবে আই বিলিভ।

৫৩| ২৪ শে এপ্রিল, ২০১৪ রাত ৮:০৬

অন্তরন্তর বলেছেন:

আপনাকে কিসের জন্য ব্যান করবে? আমার মনে হয় না আপনাকে
ব্যান করবে। যারা আপনাকে এবং স্বর্ণাকে গালাগালি করেছে তাদের
ব্যান করা হউক।

৫৪| ২৪ শে এপ্রিল, ২০১৪ রাত ৮:১০

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
@অন্তরন্তর,

তাদের কিছুই করা হবে না। তাদের ১০০ টা আইডিকে প্রথম পাতায় স্থান দেয়া হবে, একেক পর এক পোষ্ট আসবে তাদের মুক্তির জন্য। আমাকে গালি দিলে, আমি অনেকবার রিপোর্ট করলেও কোনো কাজ হবে না।

পাঠক১৯৭১ কে মনে হয় জেনারেল করা হয়েছে। কিন্তু উনি কেন ব্যানড ভাবছেন আমি বুঝছি না =p~

৫৫| ২৪ শে এপ্রিল, ২০১৪ রাত ৮:১৫

অন্তরন্তর বলেছেন:
তাই নাকি @ স্বর্ণা? উনি যে বলছেন ব্যানড।

৫৬| ২৪ শে এপ্রিল, ২০১৪ রাত ৮:১৭

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
@অন্তরন্তর,

উনার পোষ্টের কমেন্ট প্রথম পাতায় যাচ্ছে কিভাবে, ব্যানড হলে? আগে তো যেত না।

৫৭| ২৪ শে এপ্রিল, ২০১৪ রাত ৯:২৯

পাঠক১৯৭১ বলেছেন:
@এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা ,

This was the last Message from SAMU; please see the last line.


I have not commented in "First page".

"উপর্যুপরি নিয়ম ভঙ্গ করায় আপনার উপর নজর রাখা হচ্ছে এবং এর ফলশ্রুতিতে আপনার লেখা সরাসরি প্রথম পাতায় প্রকাশ হবে না। আপনার লেখা কেবল মাত্র আপনার নিজস্ব পাতায় প্রকাশিত হবে। তবে মডারেটর উপস্থিত থাকলে তার বিবেচনা সাপেক্ষে আপনার লেখা প্রথম পাতায় প্রকাশ করা হতে পারে। দয়া করে ব্লগ সাইটের নিয়ম শৃঙ্খলা মেনে চলুন।

বর্তমানে আপনার লগইন করার সুবিধা বন্ধ আছে। "

৫৮| ২৪ শে এপ্রিল, ২০১৪ রাত ৯:৩৪

পাঠক১৯৭১ বলেছেন:


@এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা ,

You wrote,
"
উনার পোষ্টের কমেন্ট প্রথম পাতায় যাচ্ছে কিভাবে, ব্যানড হলে? আগে তো যেত না। "

I did not comment on the first page; somebody is doing something wrong.

Could you please say in which post?

৫৯| ২৪ শে এপ্রিল, ২০১৪ রাত ১০:১৬

পাঠক১৯৭১ বলেছেন:










This was the message I received, while tried to publish:

"
একটি ভুল পাওয়া গেছে
you are not allowed to post anything in this blog

"

৬০| ২৪ শে এপ্রিল, ২০১৪ রাত ১১:১৩

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
আপনি কমেন্ট করেননি, আমরা যে আপনার পোষ্টে কমেন্ট করছি, সেটা প্রথম পাতায় শো করছে। ওয়াচে থাকলে করে না।

৬১| ২৪ শে এপ্রিল, ২০১৪ রাত ১১:২৫

পাঠক১৯৭১ বলেছেন:



@এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা ,

While banning me, the admin messed up some privilages may be. After receiving the last message from SAMU, I have not logged out yet; perhaps, if I do, I would not be able to relog in.

Please do not worry, it is a kind of help from SAMU, I need to save my time!

৬২| ২৫ শে মে, ২০১৪ রাত ১০:২২

ঘূণে পোকা বলেছেন: uncle desher biare thakar somoy bole cilen bangladeshe esei April mashe amar ekta upokar korben :) amar upokar ta ekhon khube dorkar parle ektu help korbeen pls :)

৬৩| ২২ শে জুন, ২০১৪ সন্ধ্যা ৬:০২

মুনেম আহমেদ বলেছেন: ব্লগে নিয়মিত থাকেন না নাকি দাদা????

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.