![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হাউকাউ মংগল গ্রহে পানি নেই; পানি থাকলে, আমি ওভার-পপুলেটেড বাংলাদেশের মানুষকে মংগলে নিয়ে যেতাম; মমতাদি ফারাক্কায় গংগা স্নান সেরে 'শিব পুজা' করতো সারাদিন; আমাদের কিছু আসতো যেতো না।
মওলানা লং মার্চ করেছিলেন ফারাক্কা অভিমুখে, ভারতের ভেতরে গিয়ে ফারাক্কা ভেংগে দিতে; খালেদা বেগম মার্চ করবেন তিস্তা বাঁধ অভিমুখে, পানি বাড়াবার জন্য, ভারতের ভেতরে গিয়ে পানি নিয়ে আসার জন্য নয়!
মওলানা বুড়ো বয়সেও হাঁটতে পারতেন, লং মার্চে হেঁটেছিলেন অনেক পথ; খালেদা বেগম পংগু, হাঁটতে পারেন না; তা'হলে এটা কি ঢং মার্চ? খুঁড়িয়ে হাঁটলে অবশ্য সেটা হবে পং(গু) মার্চ!
খালেদা বেগম এখনো বাংলাদেশের এক বড় দলের মালিক; তবে, বেশীদিন থাকার কথা নয়; ফলে, রংবাজী ছেড়ে অতীতের পাপ মোচনের জন্য সৌদীতে গিয়ে পড়ে থালেই ভালো হবে হয়তো।
পানি যদি উপর থেকে পড়তো, তা'হলে খালেদা বেগম চেস্টা করলে হয়তো কাজ হতো; সমস্যা হচ্ছে, পানি ভারত হয়ে নীচের দিকে আসে; ভারত বিধাতার মত অত দয়ালু নয় যে এক খুঁড়ী ভারতের দিকে রওয়ানা দিলে ভারত পানি দিয়ে দেবে।
উনি যদি আসলে পানি চান, এক বড় দলের সভাপতি হিসেবে, ভারত সরকারের পানি মন্ত্রী, চাষ মন্ত্রী, বিদ্যুৎ মন্ত্রী সবাকে দেখতে যেতে পারতেন ভারতে, ওদের সাথে সমস্যা নিয়ে কথা বলতে পারতেন। এখন ভারতে ইলেকশান চলছে, খুঁড়ী কোথায় হাঁটছে, কেহ খেয়াল রাখবে না; ডামী কি ১২০ কোটী মানুষের ইলেকশানের সময়ও বুঝে না? এই ডামী দ্বারা কি হবে?
আমরা যদি জার্মানী, ফ্রান্স বা নরওয়ের প্রতিবেশী হতাম, আমাদের পানি বা মানি নিয়ে এতো মাথা ঘামাতে হতো না; যাক, বাস্তবে আমরা ভারতের সাথে ৩ দিক থেকে লাগানো; এবং তারা সবদিক থেকে উজানে; ফলে, পানি হোক আর মুত্রই হোক, যাহা নীচের দিকে আসবে তাতে ভারতে কন্ট্রোল থাকবে।
বিশ্ব এখন অনেক অনেক সভ্য, এবং ভারতও; কমপক্ষে বাংলাদেশ থেকে শিক্ষার হার বেশী; এখন ভারতের লোকেরাও সহজে বাংলাদেশের মানুষের প্রয়োজন ও অধিকার সম্পর্কে বুঝবে। আমাদের ইউনিভার্সিটিগুলো পানি নিয়ে ভাবার শুরু করলে আমরা ভারতের সাথে পানি নিয়ে শান্তিতে থাকতে পারবো; এসব কঠিন সমস্যা খুঁড়ী খালেদা বা বকবক হাসিনার দ্বারা হবে না। খুঁড়ীর দরকার মক্কা যাওয়া, তিস্তা নয়; যার পা নেই, মগজ নেই, সময় সম্পর্কে (ভারতের ভোটের সময়) ধরণা নেই, সে মুত্র ত্যাগ করতে পারবে, পানি আনতে পারবে না।
২| ২২ শে এপ্রিল, ২০১৪ দুপুর ১:৫০
সাইলেন্স বলেছেন: ভোটের সময় লংমার্চ কতখানি কার্যকর হবে ভাবনার অবকাষ আছে, আয়োজকদের মাথায় ঘিলু সম্ভবত নেই।
৩| ২২ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৫:৪২
পাঠক১৯৭১ বলেছেন:
@সাইলেন্স ,
ভারতে চলছে ভোট, খালেদা বেগম করছে 'লং মার্চ'; ভেবে দেখেন, ইডিয়ট কাকে বলে!
পুরো দেশের লোক এ বিষয়টি বুঝে না, এসব ভেঁড়ারা কিভাবে ভালো থাকবে?
৪| ২২ শে এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৭:০৩
অন্তরন্তর বলেছেন:
বাস্তবতার নিরিখে খুব সুন্দর পোস্ট।
শুভ কামনা।
৫| ২২ শে এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৭:৫৬
পাঠক১৯৭১ বলেছেন:
@অন্তরন্তর ,
যারা ভারত চালায় তাদের মাথা খালেকা-মালেকা থেকে কিছুটা ভালো; তবে, সুপার ভালো নয়; সুপার ভালো হলে, তারা বুঝতে পারতো যে তিস্তার অববাহিকায় ও গংগার অববাহিকায় আরো ১৭ কোটি মানুষ আছে; তাদের পানির দরকার আছে।
যাক, পানি আনতে তিস্তায় না গিয়ে দিল্লী ও কলকাতা যাওয়া দরকার; খুঁড়ী খালেদা বা বকবক হাসিনা পারবে না; আমরা আগামীতে আলাপ করে পানি নিয়ে আসবো।
৬| ২৩ শে এপ্রিল, ২০১৪ রাত ১২:৪৯
নিতু সিং বলেছেন: হাউকাউ
৭| ২৩ শে এপ্রিল, ২০১৪ রাত ১:১৩
পাঠক১৯৭১ বলেছেন:
@ নিতু সিং ,
"হাউকাউ ", This word is protected by the Trade Mark (TM).
৮| ২৩ শে এপ্রিল, ২০১৪ সকাল ১১:৩৬
ইঁদুর চিকার মারামারি, নষ্ট করে বসত বাড়ি বলেছেন: তরল হাউ কাউ
৯| ২৩ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৫:৫৯
পাঠক১৯৭১ বলেছেন:
@ইঁদুর চিকার মারামারি, নষ্ট করে বসত বাড়ি ,
I told you that blooging is not just writting 1 or 2 lines; you are going no wehre!
১০| ২৩ শে এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৬:১০
পাঠক১৯৭১ বলেছেন:
@উড়োজাহাজ ,
I wrote you.
১১| ২৩ শে এপ্রিল, ২০১৪ রাত ৯:৪২
আমি পাবলিক বলেছেন: মমতাদি ফারাক্কায় ,
মওলানা লং মার্চ করেছিলেন ফারাক্কা অভিমুখে
খালেদা বেগম এখনো বাংলাদেশের এক বড় দলের মালিক
বুড় বয়সে ভিমরতি?
বাংলাদেশের প্রতি সম্মান জানানোর কোন অনুভতি আপনার মন থেকে আসে না?
১২| ২৩ শে এপ্রিল, ২০১৪ রাত ১০:০৭
পাঠক১৯৭১ বলেছেন:
@আমি পাবলিক ,
I love & respect Bangladesh; but I do not want to see dummy like Khaleda Begum & you there, that all!
১৩| ২৪ শে এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৭:০৫
পাঠক১৯৭১ বলেছেন:
I am banned; so, see you all somewhere!
১৪| ২৪ শে এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৭:০৬
পাঠক১৯৭১ বলেছেন:
I am banned, see you all.
১৫| ২৪ শে এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৭:৫০
পাঠক১৯৭১ বলেছেন:
সামু আমাকে ব্যান করেছে, পরে দেখা হবে!
১৬| ২৪ শে এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৭:৫২
পাঠক১৯৭১ বলেছেন:
সামু আমাকে ব্যান করেছে, পরে দেখা হবে!
১৭| ২৪ শে এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৭:৫৪
সাইলেন্স বলেছেন: হ্যাপি কাম ব্যাক।
১৮| ২৪ শে এপ্রিল, ২০১৪ রাত ৮:০৩
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
উনি আনব্যানড হয়ে বলেন ব্যানড!
১৯| ২৪ শে এপ্রিল, ২০১৪ রাত ৮:১২
অন্তরন্তর বলেছেন:
আপনাকে কিসের জন্য ব্যান করবে? আমার মনে হয় না আপনাকে
ব্যান করবে। যারা আপনাকে এবং স্বর্ণাকে গালাগালি করেছে তাদের
ব্যান করা হউক। আপনার এই পোস্টে যারা আপনাকে আর স্বর্ণাকে
অশ্লীল ভাষায় গালি দিয়েছিল তাদের কমেন্ট কি মুছে দিয়েছেন? ব্লগের
মডু বা জানা আপার এই অশ্লীল গালিগুলো দেখার দরকার ছিল।
ভাল থাকবেন এবং আপনার উচিত সহব্লগারদের সন্মান করে মন্তব্য
করা। এখন থেকে দয়া করে কারো লিখায় বিরূপ মন্তব্য করবেন না।
শুভ কামনা।
২০| ২৪ শে এপ্রিল, ২০১৪ রাত ৮:১৫
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
@অন্তরন্তর, মডু বা জানা আপা কিছু করবেন না, আমি অনেকবার রিপোর্ট করেছি।
২১| ২৪ শে এপ্রিল, ২০১৪ রাত ৮:১৮
অন্তরন্তর বলেছেন:
স্বর্ণা দেখি কিছু করে কিনা। গালিবাজদের পক্ষ কোনভাবেই নেয়া
যাবে না এবং আমি মনে করি জানা মেডাম একটা একশন নিবেন।
২২| ২৪ শে এপ্রিল, ২০১৪ রাত ৮:১৯
পাঠক১৯৭১ বলেছেন:
@অন্তরন্তর ,
If I logout, I will not be able to login anymore; it's not bad, I want to stay out for sometimes; that will help me!
২৩| ২৪ শে এপ্রিল, ২০১৪ রাত ৮:১৯
উড়োজাহাজ বলেছেন: @স্বর্ণা! আপনার বাড়েতে গিয়েছিলাম। গিয়ে দেখলাম আপ্যায়িত হওয়ার কিছু নেই। সব পোস্ট ড্রাফটে। রহস্যটা কি খুলে বলবেন? আপনাকে এখানে পাওয়া যায় তাই এখানেই কমেন্টটা করলাম।
২৪| ২৪ শে এপ্রিল, ২০১৪ রাত ৮:২১
পাঠক১৯৭১ বলেছেন:
@এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা ,
If I logout, I will not be able to login anymore; it's not bad, I need to stay out for sometimes; that will help me!
Best wishes.
২৫| ২৪ শে এপ্রিল, ২০১৪ রাত ৮:২৮
পাঠক১৯৭১ বলেছেন:
@অন্তরন্তর ,
Best Wishes & Regards.
২৬| ২৪ শে এপ্রিল, ২০১৪ রাত ৮:২৯
পাঠক১৯৭১ বলেছেন:
@ সাইলেন্স ,
I will be reading you people. Best Wishes & Regards.
২৭| ২৪ শে এপ্রিল, ২০১৪ রাত ৮:৩১
পাঠক১৯৭১ বলেছেন:
@উড়োজাহাজ ,
It was supposed to be like this; I will be reading you people. Best Wishes & Regards.
২৮| ২৪ শে এপ্রিল, ২০১৪ রাত ৮:৪৭
পাঠক১৯৭১ বলেছেন:
Somebody amongst you, please start 'Bloggers Interview'; it will help to know the bloggers.
২৯| ২৪ শে এপ্রিল, ২০১৪ রাত ৯:৪০
পাঠক১৯৭১ বলেছেন:
I tried to publish a post, it said that I cannot publish any more.
Please see the last line of the message sent by SAMU:
"উপর্যুপরি নিয়ম ভঙ্গ করায় আপনার উপর নজর রাখা হচ্ছে এবং এর ফলশ্রুতিতে আপনার লেখা সরাসরি প্রথম পাতায় প্রকাশ হবে না। আপনার লেখা কেবল মাত্র আপনার নিজস্ব পাতায় প্রকাশিত হবে। তবে মডারেটর উপস্থিত থাকলে তার বিবেচনা সাপেক্ষে আপনার লেখা প্রথম পাতায় প্রকাশ করা হতে পারে। দয়া করে ব্লগ সাইটের নিয়ম শৃঙ্খলা মেনে চলুন।
বর্তমানে আপনার লগইন করার সুবিধা বন্ধ আছে। "
৩০| ২৪ শে এপ্রিল, ২০১৪ রাত ১০:১৫
পাঠক১৯৭১ বলেছেন:
This was the message I received, while tried to publish:
"
একটি ভুল পাওয়া গেছে
you are not allowed to post anything in this blog
"
৩১| ২৪ শে এপ্রিল, ২০১৪ রাত ১১:০৮
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
বাহ, খুব ভাল তো। আপনার লগিন বন্ধ করে দিয়েছে!!!!!!!!!!!!!!!! খুব ভাল কাজ করেছে!!!!!!!!!!!!!!!!
আপনি আজকেই একটা নতুন আইডি খুলেন ও আমাদের জানান আইডির নাম!
৩২| ২৪ শে এপ্রিল, ২০১৪ রাত ১১:১৫
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
@অন্তরন্তর,
দেখেছেন, আমি বলেছিলাম না। উনি উনার মত ব্লগিং করছিলেন ওয়াচ অবস্থায় থেকে, আর মডুরা তাকে লগিন ব্যান করেছে!!!!!!!!!!!!!
৩৩| ২৪ শে এপ্রিল, ২০১৪ রাত ১১:১৮
পাঠক১৯৭১ বলেছেন:
@ এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা ,
Probably for a period of time, I will stay away from the blogs; so, will not create any new ID.
My e-mail, phone everything are in the News paper.
৩৪| ২৪ শে এপ্রিল, ২০১৪ রাত ১১:২১
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
কোথায়, আমি তো দেখিনি। আর ওই পেপার তো আমার কাছে এখন নেই!
৩৫| ২৪ শে এপ্রিল, ২০১৪ রাত ১১:৫০
পাঠক১৯৭১ বলেছেন:
@এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা,
alamj330@yahoo
৩৬| ২৫ শে এপ্রিল, ২০১৪ রাত ১২:০৮
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
ইউ ক্যান ডিলিট দ্যা কমেন্ট ইফ ইউ ওয়ান্ট।
৩৭| ২৫ শে এপ্রিল, ২০১৪ রাত ১২:৩৩
পাঠক১৯৭১ বলেছেন:
@এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা ,
This system does not give the 'delete' option; it is OK.
৩৮| ২৫ শে এপ্রিল, ২০১৪ সকাল ১১:২৫
ইঁদুর চিকার মারামারি, নষ্ট করে বসত বাড়ি বলেছেন: @এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা আপা কেমন আছেন!!
৩৯| ১৩ ই জুন, ২০১৪ বিকাল ৪:৪৪
অগ্নিঝরা আগন্তুক বলেছেন: হা হা হা , ' তরল ' গেল কই ?? বিনুদুন তো পাইতাসি না !!!!!
৪০| ১৪ ই জুলাই, ২০১৪ রাত ৮:০২
ঘূণে পোকা বলেছেন: আপনারে খুব দরকার। একটু আওয়াজ দিবেন ?
৪১| ১৬ ই অক্টোবর, ২০১৪ রাত ১১:১৮
মেঘনা পাড়ের ছেলে বলেছেন: আপনি কোথায়, ভাই ?
©somewhere in net ltd.
১|
২২ শে এপ্রিল, ২০১৪ রাত ১২:৫১
পাঠক১৯৭১ বলেছেন: আমাদের সব নদীগুলো ভারত হয়ে বাংলাদেশে আসছে; ভারতের অনেক রাজনীতিবিদ/প্রশাসনের লোক বাংলাদেশের মানুষের অধিকার হরণ করে কম পানি দিচ্ছে! আমাদের পক্ষ থেকে শিক্ষিতরা ভারতের সাথে বসলে এ সমস্যার সঠিক সমাধান করতে পারবে।