নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জন্মঃ ১লা মার্চ ১৯৮১ ইং। গ্রাম-গয়নাকুড়ি। বগুড়া জেলার শাজাহানপুর থানা। পিতা-মৃত হাবিবুর রহমান। মাতা-আলহাজ্বআছিয়া বিবি। মুসলিম পরিবারে জন্ম। গ্রাজুয়েশন সম্পন্ন ১৯৯৯ ইং। আমার সম্পাদিত লিটেল ম্যাগ কুয়াশা।
নীল কবিতার জটিল রং
দ্বীপ সরকার
হেঁটে হেঁটে বিস্তর এক পথ-দেখি
পথের ভেতর স্যাঁতসেঁতে হচ্ছে পরম দুঃখ,
দুঃখই আমার হার-জিতের কবিত
আকাশের পাশে ছন্নছাড়া নীল বড় একলা
কি বলব,কবিতা নাকি কবিতার রং
জানি কবিতা কখনো আকাশের দুঃখ বোঝেনা
দায় ভুলে দুঃখগুলো অযথাই ব্যাকরনহীন
হয়ে ওঠে। মানুষ মানেই কবিতার সংসার
মানুষ শুধু জিতে যাওয়া খনিজ দুপুরের
প্রত্ন মহামানব-সাময়িক জটিল রং।
©somewhere in net ltd.
১| ১২ ই মার্চ, ২০১৪ রাত ৮:১৪
দ্বীপ ১৭৯২ বলেছেন: জীবনকে শক্ত করে ধরে উপরের দিকে উচ করে আগলে ধরতে চাই মাঝে তা হয়ে ওঠে না।