নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জন্মঃ ১লা মার্চ ১৯৮১ ইং। গ্রাম-গয়নাকুড়ি। বগুড়া জেলার শাজাহানপুর থানা। পিতা-মৃত হাবিবুর রহমান। মাতা-আলহাজ্বআছিয়া বিবি। মুসলিম পরিবারে জন্ম। গ্রাজুয়েশন সম্পন্ন ১৯৯৯ ইং। আমার সম্পাদিত লিটেল ম্যাগ কুয়াশা।
:এক গুচ্ছ নিশি বিরহ:
দ্বীপ সরকার
জীবনের চারপাশে ভবঘুরে সময় করে আনা গোনা, সময়ের ভীরে প্রাত্যহিক দিনলিপি কিভাবে সন্যাস হয়ে গেল
সময় শেষে-
কখনো কখনো প্রেমিক প্রমিকা
সুখ করে অদল বদল, এক গুচ্ছ নিশি বিরহ
আমাকেও আমন্ত্রন জানিয়েছিল
আমি বুঝিনি-
বিষন্নতার সংকেত ভোরের সকাল ছুঁয়ে গেল খুব প্রতু্যশে, তুমি আমি হাত ধরে বহু দুর, বুকের লৌহ কপাটে চেপে ধরে ক্ষনেক মধুক্ষন লৌকিকতার স্পর্শে যন্ত্রনা করে লুকোচুরি। প্রেমিকার এলেবেলে চুল দুর্বাঘাসের মত দারুন বেরসিক হয়ে যায় ছেনেছনে...
আমি শুধু মাঝে মাঝে নষ্ট হয়ে যাই নষ্টের আহবানে।
©somewhere in net ltd.