![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জন্মঃ ১লা মার্চ ১৯৮১ ইং। গ্রাম-গয়নাকুড়ি। বগুড়া জেলার শাজাহানপুর থানা। পিতা-মৃত হাবিবুর রহমান। মাতা-আলহাজ্বআছিয়া বিবি। মুসলিম পরিবারে জন্ম। গ্রাজুয়েশন সম্পন্ন ১৯৯৯ ইং। আমার সম্পাদিত লিটেল ম্যাগ কুয়াশা।
:খুঁজি নষ্টের বিড়ম্বনা:
দ্বীপ সরকার
ষ্টেশনের নাম শুনলেই অবশ হয়ে যায় বিচুর্ন বিবেক ভুত,
তাই তো কাক দুপুরে কিলবিল করে অসভ্যতার পোকা-মাকর;
এখানে রাত্রিরা বেশ যুবতী হয়ে ওঠে
দেহ থেকে দেহান্তরে নষ্ট ছেনেছেনে
কে যেনো ডেকে যায় জোনাকীর ডানায়
পালকহীন লালস্যে কৃকুর-কতিপয় নিরিবিলি ঘোমটা টেনে খুব লজ্জাবতী হয় হোক...
এভাবে ফুল কখনো ভুল হয়ে যায়
ভুল আসলে সমসাময়িক ব্যাপার-স্যাপার,
ফুলেরা আজকাল যান্ত্রিক হয়ে উঠছে
মানুষ হয়ে উঠছে ইতিবাচক নষ্টালজি
কে জানে,ব্যর্থতাই পঁচে দেয় কিনা ডিমের নগদ আয়ু।
©somewhere in net ltd.