![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জন্মঃ ১লা মার্চ ১৯৮১ ইং। গ্রাম-গয়নাকুড়ি। বগুড়া জেলার শাজাহানপুর থানা। পিতা-মৃত হাবিবুর রহমান। মাতা-আলহাজ্বআছিয়া বিবি। মুসলিম পরিবারে জন্ম। গ্রাজুয়েশন সম্পন্ন ১৯৯৯ ইং। আমার সম্পাদিত লিটেল ম্যাগ কুয়াশা।
:জল ছুঁই জল বন্দনায়:
দ্বীপ সরকার
মেঘেরা ঘুংগুর সরালে খই ফোটা দুপুরে
নেমে আসে পৃথিবীর সন্তরন
মেঘ সাঁতরিয়ে জল ভাঙ্গে সময়ের রুই কাতলা
পুকুর ডোবায় জল পদ্যের ভীষন লাফালাফি দাপাদাপি
রোদ বৃষ্টির আচরন তুলে জল ছুঁই জল বন্দনায়
কেউ খামোখা ভিজে দেয় উঠোনের সংসার
নাটাইয়ের ঘুড়ি বাহুল্য রচনা থেকে উড়ে গেলো তার জটিল শিং ও লেজ
প্রশান্তির দেয়াল ছুঁয়ে লিচুতলার আকাশ
ব্যাংগ হয়ে ডাকে - তেপান্তরের বাঁকে
অকস্মাৎ উঠোনের জল, জলজ হয়ে গেলো
ব্যটারির উত্তাপে রাখালি সূর্য কোথায় লুকালো
©somewhere in net ltd.
১|
০১ লা এপ্রিল, ২০১৪ সকাল ১১:০২
দ্বীপ ১৭৯২ বলেছেন: শিক্ষক পুল নিয়ে সরকার কি ভাবছে?
১৫হাজার১৯জন বাংলাদেশের সকল জেলা থেকে সহকারি শিক্ষক হিসেবে সরকারি ভাবে চুড়ান্ত নির্বাচিত হওয়ার পরও তাদেরকে নিয়োগ দেয়া হচ্ছেনা।
পুল নামের অযাচিত এক পদ্ধতির অজুহাত দেখিয়ে সরকার এদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলছে।
আর কত প্রহর,কত দিন এদের ভাগ্য পুলের সাঁকোতে আটকে থাকতে হবে?
এটা সকলের প্রশ্ন...