![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জন্মঃ ১লা মার্চ ১৯৮১ ইং। গ্রাম-গয়নাকুড়ি। বগুড়া জেলার শাজাহানপুর থানা। পিতা-মৃত হাবিবুর রহমান। মাতা-আলহাজ্বআছিয়া বিবি। মুসলিম পরিবারে জন্ম। গ্রাজুয়েশন সম্পন্ন ১৯৯৯ ইং। আমার সম্পাদিত লিটেল ম্যাগ কুয়াশা।
# রোদ মঙ্গল#
দ্বীপ সরকার
সদ্য এক দুপুর-; যে সূর্য চুইয়ে এনে দিলো পুরোহিত রোদ্দুর,
সদ্য এক রোদ্দুর ; যে দীঘল হতেহতে কৃষানীর পিঠে চুইয়ে এনে দিলো দাহ প্রলয়;
বিস্তর ঘামরাজি সপ্রতিজ্ঞ হয়ে ওঠে পৌরানিক বিস্বাসেঃ
সকলে বেঁচে উঠি শপথ পাঠ করে, যেনো প্রতিষ্ঠা পায় রোদের শরীর,
নির্জীব মর্দ্দামী রোদ চুষে খনিজ হয়ে ওঠে
বালিকা সমীপে; রোদকে তাই যৌনপুরে গুজে রাখি যেনো
স্যাঁতসেতে না হয় খরা।
দিনমান একলা এক সুর্য আকাশের পিঠে ঠ্যাস দিয়ে বসে
পৃথিবীকে করে রোদমঙ্গল, আর আমরা মানুষ রোদের পিঠে চরে খরকুটো হই এক দন্ড।
©somewhere in net ltd.