![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জন্মঃ ১লা মার্চ ১৯৮১ ইং। গ্রাম-গয়নাকুড়ি। বগুড়া জেলার শাজাহানপুর থানা। পিতা-মৃত হাবিবুর রহমান। মাতা-আলহাজ্বআছিয়া বিবি। মুসলিম পরিবারে জন্ম। গ্রাজুয়েশন সম্পন্ন ১৯৯৯ ইং। আমার সম্পাদিত লিটেল ম্যাগ কুয়াশা।
# একটি বৈরী মন#
দ্বীপ সরকার
আমি চাই ; তৃমি নয়
চেয়ে চেয়ে ভিখিরির চোখ বিরান হয়ে গেলো অগত্যা
অথচ তুমি বিপরীত পৃষ্টায় আনো অমাবশা,
অমাবশ্যা কেনা বোঝেনি কোন কালে বল?
তিলে তিলে আহত উনুন পুড়ে পুড়ে
হচ্চে মানুষ ; আমার অন্তপুরে
চক্ষু দ্বয় সেকেলে হয়ে যাচ্চে প্রতিক্ষায়...
এখনো বুঝিনি তোমাকে
খুঁড়ে খুঁড়ে কতো দুর খুঁড়েছি তোমাকে
হার মাংসের নিচে গুজে রেখেছো ইট, পাথর,
কনক্রিট ; আর কতো দুর খুঁড়ে যাবো বল?
আহত বিকেল হ য ব র ল হয়ে যাচ্চে
তোমার নিপীড়িত সংশয়ে
বৈরী মন আর নয়
সংশয় ঝেরে স্নান করে ওঠো নগদ বিশ্বাসে।
©somewhere in net ltd.