![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জন্মঃ ১লা মার্চ ১৯৮১ ইং। গ্রাম-গয়নাকুড়ি। বগুড়া জেলার শাজাহানপুর থানা। পিতা-মৃত হাবিবুর রহমান। মাতা-আলহাজ্বআছিয়া বিবি। মুসলিম পরিবারে জন্ম। গ্রাজুয়েশন সম্পন্ন ১৯৯৯ ইং। আমার সম্পাদিত লিটেল ম্যাগ কুয়াশা।
# রাগ বালিকা #
---- দ্বীপ সরকার
তোর রাগ দেখে শরীর পিত্তিখান জ্বলে
তবে কি একটা আছে ভেংচি কাটা দৃষ্টির তলে...
এমন তো ঘটেনি আগে,নির্জীব কোলাহল ছিলো
ঠোঁটে মনে ও অধরে।
কথায় কথায় রেগে যাস, তেড়ে যাস
তার মানে ভালোবেসে ফেলিসনিতো দ্রোহ ভুলে?
ইদানিং লুকোচুরি পথে ফড়িং মনে সরলতা বুনেছে জাল,
বিক্ষিপ্ত ডানায় আটকে গেছে মানবিক চর;
চাহনীর পাশে লটকে থাকা লজ্জা
উষ্ণতা রচনা করে কোন আগুন্তকের প্রতিক্ষায়
এই বুঝি কানামাছি ভোঁ ভোঁ খেলবে হাত ধরে...
অমন করে রেগে যাস? এই বুঝি হেরে যাস?
চোখের পাটাতনে ভীরেছে তোর নোনতা জল,
আঁচল ছুঁয়ে বেয়ে উঠেছে মেঘ
বর্ষা নামাবে মনের দেউরি চিরে।
বৃষ্টি ধুয়ে নিচ্ছে দৃষ্টিতে পুড়ে যাওয়া রাগ বালিকা
প্রত্যহ রাগের ভেতর গলে যাচ্ছে মোমের শরীর
গলে যাচ্ছে মন ধীরে ধীরে চুপে চুপে...
©somewhere in net ltd.