![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জন্মঃ ১লা মার্চ ১৯৮১ ইং। গ্রাম-গয়নাকুড়ি। বগুড়া জেলার শাজাহানপুর থানা। পিতা-মৃত হাবিবুর রহমান। মাতা-আলহাজ্বআছিয়া বিবি। মুসলিম পরিবারে জন্ম। গ্রাজুয়েশন সম্পন্ন ১৯৯৯ ইং। আমার সম্পাদিত লিটেল ম্যাগ কুয়াশা।
# সামান্য ছবি #
......... দ্বীপ সরকার
তুমি নিজেকে ছিঁড়ে বৃন্তচ্যুত হয়েছো
দুরবর্তী হয়ে গেছো স্বাবলম্বী ভেবে
আজ শুধু এক টুকরো ছেঁড়া সুতো ছবি দেখে দিন কাটে রাত কাটে,
মায়ালতা ছবি দেখে ছন্দচ্যুত হয় আচমন সময়,ধ্যানমগ্ন সময়, স্পন্দন ছিঁড়ে যায় শুধু ছিঁড়ে যায়।
এক টুকরো রংচটা ছবি দেখে
ঘুম ভেঙ্গে ওঠে এক জোড়া চোখ
অথবা এক জোড়া বিষন্নতা।
সেই কবে শবরি গাছের নিচে রংচটা সেই ছবিখানা
দিয়ে বলেছিলে' ভুলোনা মোরে '
আজ শুধু বেঁচে আছি ভুলে থাকার আকাঙ্খায়,
সামান্য ছবি জুড়ে দ্রাঘিমা চোখ তোমার এখনো
চেরাগ শলতের মতো জ্বলে থাকে মিট মিট করে,
কেশমালা বেহায়ামার্কার।
সামান্য ছেঁড়াছুতো ছবির তল্লাটে আমার বেঁচে থাকা,
আমার ঘুমে থাকা,আমার লন্ড ভন্ড হয়ে থাকা।
©somewhere in net ltd.