নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার বক্ষ জুড়ে মনের বসতি \nমনটা শুধুই প্রজাপতি....

দ্বীপ ১৭৯২

জন্মঃ ১লা মার্চ ১৯৮১ ইং। গ্রাম-গয়নাকুড়ি। বগুড়া জেলার শাজাহানপুর থানা। পিতা-মৃত হাবিবুর রহমান। মাতা-আলহাজ্বআছিয়া বিবি। মুসলিম পরিবারে জন্ম। গ্রাজুয়েশন সম্পন্ন ১৯৯৯ ইং। আমার সম্পাদিত লিটেল ম্যাগ‌ কুয়াশা।

দ্বীপ ১৭৯২ › বিস্তারিত পোস্টঃ

কবিতা

০৫ ই মে, ২০১৪ ভোর ৬:৫৮

# বেশ্যা বৃত্তির উপখ্যান #



------ দ্বীপ সরকার



গত কাল ঘোর সন্ধ্যায় শহরের ফুট পাত দিয়ে হাঁটছিলাম

দেখি,রাস্তার পাশে বেশ্যা বৃত্তিকে জোর হাতে কুড়ে নিচ্ছে

দুই যুবতী,লোভাতুর চাহনী আঁকিবুকি খেলছে বিস্তর চারদিকে, বেহিসেবি ঘৃনা আর কলঙ্ক লিপিস্টিকের সাথে

ছুঁই ছুঁই খেলছে সন্ধ্যেবেলার জোনাকীর আলোয়

অভিজ্ঞ চোখ দুটি অনুসন্ধানি আচরনে

জোগাড় করে নিচ্ছে খোড়াক

খানিক অন্ধকারে পারফিউম আর কসমেটিক্স

প্রশ্নবিদ্ধ হতে থাকলো,

তারা কে ?

তারা কার জন্য?



কতিপয় সন্ধ্যা বলে উঠলো,

মানুষের জন্যই তাদের শারীরিক আয়োজন

সমাজের জন্যই অন্য এক সমাজ

উজার করে দিচ্ছে বেহুদ্দ জীবন যাপন।

তারাও মানুষ- হয়তোবা কিছুটা ফানুস।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৫ ই মে, ২০১৪ সকাল ৮:৪৭

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: কঠিন বাস্তবতা
কে তাদেরকে বেশ্যা বানায়---!!! যারা তাদের কাছে যায় তাদেরকে কি বলা যেতে পারে !!! তারা কি সাধু !!!!
হায়রে মানুষ -----পারেও বটে

কবিতায় ভাললাগা রেখে গেলাম

২| ০৫ ই মে, ২০১৪ সকাল ৯:২৩

zazafee বলেছেন: অন্যরকম কবিতা!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.