নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জন্মঃ ১লা মার্চ ১৯৮১ ইং। গ্রাম-গয়নাকুড়ি। বগুড়া জেলার শাজাহানপুর থানা। পিতা-মৃত হাবিবুর রহমান। মাতা-আলহাজ্বআছিয়া বিবি। মুসলিম পরিবারে জন্ম। গ্রাজুয়েশন সম্পন্ন ১৯৯৯ ইং। আমার সম্পাদিত লিটেল ম্যাগ কুয়াশা।
# প্রজা পতি মন #
-----দ্বীপ সরকার
আমার বক্ষজুরে মনের বসতি
মনটা শুধুই প্রজাপতি
হাড় মাংসে বসত করে
এক চিলতে মন
রংধনুর রং মেখে সে
থাকে সারাক্ষন।
কৈতর হয়ে ওড়ে মন
শর্ষে ফুলের ডানায়
গায়ে হলুদ রং মেখে
নতুন স্বপ্ন বানায়।
ক্ষনে ক্ষনে অদল বদল
প্রজাপতি মন
ক্ষনেক সময় দুরে ঠেলে
ক্ষনেক আপন জন।
২| ০৭ ই মে, ২০১৪ সকাল ১০:২৯
লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: সুন্দর লেগেছে
©somewhere in net ltd.
১| ০৭ ই মে, ২০১৪ সকাল ১০:২০
জলপরী১৮ বলেছেন: ভালো লাগলো ভাইয়াটা..:-)