নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার বক্ষ জুড়ে মনের বসতি \nমনটা শুধুই প্রজাপতি....

দ্বীপ ১৭৯২

জন্মঃ ১লা মার্চ ১৯৮১ ইং। গ্রাম-গয়নাকুড়ি। বগুড়া জেলার শাজাহানপুর থানা। পিতা-মৃত হাবিবুর রহমান। মাতা-আলহাজ্বআছিয়া বিবি। মুসলিম পরিবারে জন্ম। গ্রাজুয়েশন সম্পন্ন ১৯৯৯ ইং। আমার সম্পাদিত লিটেল ম্যাগ‌ কুয়াশা।

দ্বীপ ১৭৯২ › বিস্তারিত পোস্টঃ

কবিতা

১০ ই মে, ২০১৪ সকাল ৭:১৪

#কালবেলা অকালবেলা#



------দ্বীপ সরকার



তুমি তো সরে গেলে বেশ সুকাল বুঝে

সময় চিনে নিজেকে আড়াল করে নিলে সাধ্যমত।

অনুরোধটুকু দুহাতে ঠেলে ভয়ানক হয়ে উঠলে বিরোধ চেপে।

তুমি তো ভিন্ন হয়ে গেলে কালবেলায়;

আমাকে ফুরিয়ে। আমাকে পুড়িয়ে। পাথর গহবরে

তুচ্ছ তাচ্ছিল্যের অনুযোগ বিযোগ,এতটুকু

বিশল্যতা চিনে দুরে যেতে যেতে দুরবর্তী হলে বেশ।

গাঢ় বিশ্বাস খরকুটো হয়ে উড়নচন্ডি হলো

তোমার ঘনত্ব বুঝে।



এখন খুব অকাল বেলা। খুব ভিন্ন বেলা।

স্বার্থ চুকে রৌদ্র শালিক বিরহ দিলে আর

শ্বশ্মান ঘাাটের আতঙ্কিত ঘাম দিলে উপঠৌকন।

এভাবেই যেতে হয়, এভাবেই ঠকাতে হয় দ্রৌপদী বিশ্বাসকে।



যতটুকু ভুল ভাল্ আমাকে ফিরিয়া দাও

ঝাল মুড়ি সুখদ বিড়ম্বনা আমাকে ফিরিয়া দাও

তবেই চলে যাও।



কালের আবর্তে ঘনিভুত হয়ে যাও

কালবেলায় অথবা অকালবেলায়।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১০ ই মে, ২০১৪ সকাল ৭:১৬

পংবাড়ী বলেছেন: রবী ঠাকুরের জন্মদিন গেলো সেদিন। উনি কি ফিরে এলেন?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.