![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জন্মঃ ১লা মার্চ ১৯৮১ ইং। গ্রাম-গয়নাকুড়ি। বগুড়া জেলার শাজাহানপুর থানা। পিতা-মৃত হাবিবুর রহমান। মাতা-আলহাজ্বআছিয়া বিবি। মুসলিম পরিবারে জন্ম। গ্রাজুয়েশন সম্পন্ন ১৯৯৯ ইং। আমার সম্পাদিত লিটেল ম্যাগ কুয়াশা।
# নারায়নগঞ্জ করচানামা#
দ্বীপ সরকার
নরায়নগঞ্জ আর যাসনে বাপু
আস্ত এক মানুষ গুম হয়ে যাবি
উধাউ হয়ে যাবি,নিখোঁজ হয়ে যাবি,
ঐখানে ওঁত পেতে থাকে মৃত শহর
নখর জুরে যার নৃশংসতা, পাষুন্ডতা।
যাসনে বাপু। কইলাম।
আতঙ্ক ভয়ে জরো সরো হয়ে থাকি
গ্রীষ্মের চোয়ানি খেয়ে
কখন খবরে কয় করিম চাচা আর নাই,
লাপাত্তা ঘোনপাড়ার হব্বর চাচাও।
খানা খন্দক দিব্যি ভরে গ্যাছে ভয়ে-আকন্ঠজুরে
মরার বিচলন।
যাসনে বাপু। কইলাম।
©somewhere in net ltd.