![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জন্মঃ ১লা মার্চ ১৯৮১ ইং। গ্রাম-গয়নাকুড়ি। বগুড়া জেলার শাজাহানপুর থানা। পিতা-মৃত হাবিবুর রহমান। মাতা-আলহাজ্বআছিয়া বিবি। মুসলিম পরিবারে জন্ম। গ্রাজুয়েশন সম্পন্ন ১৯৯৯ ইং। আমার সম্পাদিত লিটেল ম্যাগ কুয়াশা।
# নো দাই সেল্ফ #
--------দ্বীপ সরকার
ক্লাসে ঢুকলে ' ' নো দাই সেল্ফ,,
কবির আড্ডায় বসলে ' 'নো দাই সেল্ফ,,
জ্ঞানী গুনীদের সহচর্যে গেলে '' নো দাই সেল্ফ,,
এই শব্দটা শুনতে শুনতে ভোঁতা হয়ে গেলো
শ্রবনযন্ত্র,আকন্ঠজুরে তেতো ধরেছে,তেতো কররছে এই প্রবাদ জ্ঞান।
আজন্ম নিজেকে চিনে এসেছি
এই হাত,এই পা,এই বডি বিল্ডিং
আয়নায় দাঁড়ালে ব্যক্তিগত চোখ, নাক,কালো চুল
পর্যন্ত চেনা যায়। আপাদ মস্তক জুরে চেনা জানার
দৈনিক জনপদ। ভেতর বাহির নিজেকে শুধু চিনি, জানি।
আর কতে চিনবো নিজেকে,
কি পরিমান খুঁড়লে নিজেকে চিনবো পুরোটাই,
আর কতো টুকু চিনলে সক্রেটিস ফিরে নেবে রচনা প্রবাদ। চাইলে আমার ভেতরটাও উদোম করে দেখাতে পারি
মনভুমি কিংবা হৃদভূমের গোমরটাও।
থামো, এক্ষুনি নয়। আমার এই ভেতরের ওয়েব সাইটটায়
আপাতত কাজ চলছে...
এই প্রশ্নের উত্তর কেউ মিলাতে পেরেছে কি
মস্তিস্ক খনন করে হলেও।
লেখাঃ ১২/৫/২০১৪ইং
পাদটীকাঃ নো দাই সেল্ফ>> নিজেকে চেনো।
©somewhere in net ltd.
১|
১৫ ই মে, ২০১৪ সকাল ৮:৫৪
হাসান বিন নজরুল বলেছেন: নিজেকে চেনার শেষ নেই বলেই হয়ত এমন হচ্ছে