নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জন্মঃ ১লা মার্চ ১৯৮১ ইং। গ্রাম-গয়নাকুড়ি। বগুড়া জেলার শাজাহানপুর থানা। পিতা-মৃত হাবিবুর রহমান। মাতা-আলহাজ্বআছিয়া বিবি। মুসলিম পরিবারে জন্ম। গ্রাজুয়েশন সম্পন্ন ১৯৯৯ ইং। আমার সম্পাদিত লিটেল ম্যাগ কুয়াশা।
# নিজেকে ফড়িং উড়াই #
------দ্বীপ সরকার
নিজেকে ফড়িং উড়াই উজানে
আজ অনেক দুরত্বে দু-জনে
চং ওড়ে উল্টো রেখা বৃত্তে
তুমি শুধু নামো হাঁটু জল চিত্তে
এই তো আমি তুমি নীল উঠানে
রাত যদি পোয়াতি হয় মিলনে
আমরন জুরে
একটু আস্তাকুরে
দুজন দুজনে
নয়নে নয়নে
মিলাতে চাই আর্তি ভোরের নুয়ে পড়া দেখে
আর কি ভরাবেনা চোখ ভালোবাসার জল মেখে?
দুরের পাখি
স্বপ্নেও তাকে আঁকি
মরুরা পোড়ে
আমি তো জ্বরে
হালকা উপমা ফিকে হয় আমার জ্বরের তাপে
এখনো তবু এই আমি উর্বর হই গ্লোবাল চা কাপে।
©somewhere in net ltd.