![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জন্মঃ ১লা মার্চ ১৯৮১ ইং। গ্রাম-গয়নাকুড়ি। বগুড়া জেলার শাজাহানপুর থানা। পিতা-মৃত হাবিবুর রহমান। মাতা-আলহাজ্বআছিয়া বিবি। মুসলিম পরিবারে জন্ম। গ্রাজুয়েশন সম্পন্ন ১৯৯৯ ইং। আমার সম্পাদিত লিটেল ম্যাগ কুয়াশা।
# স্বরুপে নিকোটিন #
-------দ্বীপ সরকার
নিকোটিন খেয়ে বেঁচে থাকি
নিকোটিন চুষে উর্বর করি চিন্তা
ধুঁযোয় ধুঁয়োয় জীবনকে ছেঁকে তুলি ফুৎকারে
গতানুগতিক নিয়ম মেনে।
চশমার নিচে ধুঁয়ো ওড়ে
বাতাসে স্বপ্ন নড়ে
চিন্তায় ছ্যাঁকা খায় বিচ্ছেদের সিগারেট;
নেভি অথবা ডানহিল বংশ বিস্তার করে
পোড়াবার ছবক পেয়ে
খাতায় খাতায়
নেশারা দাপায়
আস্ত নিকোটিন করে সম্মেলন পরাবাস্তব জেনে।
প্রখ্যাত বোদ্ধা নিকোটিনকে আজীবন
পূজক রচে গন্ধব ঢেলে।
তবে আমি কিন্ত দেখিনি নিজের ভেতর
ধুঁমোট নিকোটিনের শুঁচোমি কুঁচোমি কোন দিন।
©somewhere in net ltd.
১|
২১ শে মে, ২০১৪ সকাল ১০:১৪
হাসান বিন নজরুল বলেছেন: আমাকেও নিকোটিন টানেনা![:)](https://s3.amazonaws.com/somewherein/assets/css/images/emot-slices_03.gif)